সঠিক বিকল্পটি নির্বাচন করো :
১. মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য টুনুর মা কার কাছে কাতর অনুরোধ করেন ?
(ক) প্রতিবেশীর কাছে (খ) নিখিলের কাছে
(গ) অফিসের বড়োবাবুর কাছে (ঘ) ডাক্তারের কাছে
উত্তর :(খ) নিখিলের কাছে
২. মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায়?
(ক) বাজারে (খ) আত্মীয়ের বাড়িতে
(গ) নিজের বাড়িতে (ঘ) শহরের ফুটপাথে ঘুরে বেড়ায়
উত্তর : (ঘ) শহরের ফুটপাথে ঘুরে বেড়ায়
৩. “গাঁ থেকে এইচি। খেতে পাই নে বাবা। আমায় খেতে দাও।” কথাগুলো বলেছে —
(ক) টুনুর মা (খ) মৃত্যুঞ্জয় (গ) নিখিল (ঘ) মৃত্যুঞ্জয়ের ছেলে-মেয়েরা
উত্তর : (খ) মৃত্যুঞ্জয়
৪. নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু
(ক) আলসে প্রকৃতির লোক (খ) সাহসী প্রকৃতির লোক (গ) ভীরু প্রকৃতির লোক (ঘ) চালাক প্রকৃতির লোক
উত্তর : (ক) আলসে প্রকৃতির লোক
৫.নিখিল কার কাছে মাঝে মাঝে কাবু হয়ে যায় ?
(ক) মৃত্যুঞ্জয়ের কাছে (খ) অফিসের অন্যান্যদের কাছে (গ) তার স্ত্রীর কাছে (ঘ) অফিসের বড়োবাবুর কাছে
উত্তর : (ক) মৃত্যুঞ্জয়ের কাছে
৬. “ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না”- কার প্রয়োজন হয় না ?
(ক) নিখিলের (খ) টুনুর মা
(গ) মৃত্যুঞ্জয়ের (ঘ) টুনুর
উত্তর : (গ) মৃত্যুঞ্জয়ের
৭. নিখিল অবসর জীবন কীভাবে কাটাতে চায়?
(ক) দুস্থ মানুষের সেবা করে (খ) দেশ-বিদেশ ভ্রমণ করে (গ) গান শুনে ও নাটক দেখে (ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে
উত্তর : (ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে
৮. মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন
(ক) পরিচ্ছন্ন হয়েছে (খ) ছিঁড়ে গেছে (গ) অদৃশ্য হয়েছে (ঘ) নতুন হয়েছে।
উত্তর : (গ) অদৃশ্য হয়েছে
৯. ‘গ্রুয়েল’ কথাটির অর্থ হলো—
(ক) এক ধরনের টনিক (খ) ভাতের ফ্যান (গ) ফলের সরবত (ঘ) সুস্বাদু খাবার
উত্তর : (খ) ভাতের ফ্যান
১০. “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কারণ—
(ক) অফিসে কাজের প্রবল চাপ ছিল (খ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল (গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল (ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল
উত্তর : (গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল।
✍ একইরকমভাবে –
১। আপিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখল — অনাহারে মৃত্যু।
২। মৃত্যুঞ্জয় অফিস যায় — ট্রামে।
৩। মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে — চাকর ও ছোটো ভাই।
৪। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের — শরীরে তার প্রতিক্রিয়া হয়।
৫। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে বেশি পায় — ৫০ টাকা।
৬। একটু আলসে প্রকৃতির লোক / সংসারে নাকি তার মন নেই — যার কথা বলা হয়েছে — নিখিলের।
৭। সংবাদ পত্রটি তুলে নিল — নিখিল।
৮। নিখিলকে প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠাতে হয় — ৩
৯। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকসংখ্যা — ৯ জন।
১০। ওটা পাশবিক স্বার্থপরতা — বক্তা — মৃত্যুঞ্জয়।
১১। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর “কেবলি মনে পড়ে” — ফুটপাতের লোকগুলোর কথা।
১২। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে /একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন — মৃত্যুঞ্জয়।
১৩। পরনে ধুতির বদলে আসে — ছেঁড়া ন্যাকড়া।
১৪। “নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল”– কত টাকা? — মাইনের সমস্ত টাকা।
১৫। যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না — লোকের অভাবে।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]
১১. টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির লোকদের কীভাবে মৃত্যুঞ্জয়ের খোজ নিতে পাঠান ?
উত্তর : টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির ছেলে, বুড়ো সকলকে তাগাদা দিয়ে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান।
১২. “মরে গেল! না খেয়ে মরে গেল’– কার উক্তি এবং কে মরে গেল?
উত্তর : উক্তিটি মৃত্যুঞ্জয়ের। একজন ফুটপাথবাসী বুভুক্ষু মানুষ অনাহারে মরে গেল।
১৩.“সেটা আশ্চর্য নয়।”– কোনটা আশ্চর্য নয়?
উত্তর : ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পে অনাহারে ফুটপাতে মৃত্যুর ঘটনাটি আশ্চর্য নয় বলে উল্লেখ করা হয়েছে।
১৪.অনাহারক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল কী ব্যবস্থা নিয়েছে?
উত্তর : অনাহারক্লিষ্ট মানুষদের জন্য খাদ্যের সংস্থান করতে নিখিল তার পরিবারের রোজকার খাওয়াদাওয়ার বহর যতদূর সম্ভব কমিয়ে দিয়েছে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যই তারা খায়।
১৫. টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল?
উত্তর : মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখার জন্য।
১৬. “ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। “– নিখিলকে কেন হাল ছেড়ে দিতে হয়েছিল?
উত্তর : মৃত্যুঞ্জয়ের মানসিকতার পরিবর্তনে নিখিল বহু যুক্তিতর্কের অবতারণা করে কিন্তু মৃত্যুঞ্জয় না শুনে বেপরোয়া হয়ে ওঠে। এই কারণে নিখিল হাল ছেড়ে দিয়েছিল।
রচনাধর্মী প্রশ্নোত্তর [মান ৫]
☆১. “…গা থেকে ধূলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়।”-কার গা থেকে সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়? তার এমন পরিণতির কারণ উল্লেখ করো ।
☆২. “ধিক।শত ধিক আমাকে।”-কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছে ?
৩. ‘এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না ।’- বক্তা কে ? কেন বাঁচানো যায় না ব্যাখ্যা করো।
☆৪. ‘ওটা পাশবিক স্বার্থপরতা ।’ – ‘ওটা’ বলতে কী বোঝানো হয়েছে ? ‘পাশবিক স্বার্থপরতা’ বলার কারণ কী?
৫. “সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল-অনাহারে মৃত্যু।” এই ‘দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল?
৬. “এ অপরাধের প্রায়শ্চিত্ত কী?” কোন অপরাধের কথা বলা হয়েছে? সে কীভাবে অপরাধের প্রায়শ্চিত্ত করেছিল ?
Part-B এর একটি অনলাইন টেস্ট
Comments are closed.