কোনি | Koni MCQ| কোনি ১০০| Koni 100


 1. ‘কোনি’ উপন্যাসে বিষ্টু ধরের বয়স

A) চল্লিশ বছর           

B) বিয়াল্লিশ বছর

C) চুয়াল্লিশ বছর        

D) পঁয়তাল্লিশ বছর


2. লীলাবতীর সখ

A) বিড়াল পোষা           

B) জল খরচ করা

C) A ও B উভয়ই        

D) ব্যবসা করা


3. জুপিটার সুইমিং  ক্লাবের নতুন প্রেসিডেন্ট

A) বিনোদ ভড়           

B) ধীরেন ঘোষ

C) হরিচরণ               

D) যজ্ঞেশ্বর ভট্টাচার্য 


4. ক্ষিদ্দা জুনিয়ার ছেলেদের সামনে আমেরিকার ১২ বছরের মেয়েদের টাইম এর তুলনা করে কাকে অপমান করেছিলেন ?

A) শ্যামল           

B) গোবিন্দ       

C) সুহাস            

D) অমিয়া


5. “চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। ওদের খোঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়।” – বক্তা কে ?

A) হরিচরণ                           

B) ক্ষিতীশ

C) জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট  

D) ধীরেন ঘোষ


6. “নেতাজি বালক সঙ্ঘের উদ্যোগে কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা।” -এই প্রতিযোগিতার সভাপতি কে ছিলেন ?

A) হরিচরণ                          

B) ক্ষিতীশ

C) শ্রীকৃষ্ণপ্রসাদ মাইতি          

D) বিষ্টুচরণ ধর


7. “লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না, শুধুই নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা কথা বলে।”- লোকটি কে ?

A) বদু চাটুজ্জে             

B) অমূল্যবাবু

C) হরিচরণ                  

D) ধীরেন ঘোষ


8. ‘কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা’য় কোনি পুরস্কার পেয়েছিল

A) প্লাস্টিকের কিটব্যাগ আর তোয়ালে

B) শুধুই ব্যাগ        

C) শুধুই তোয়ালে

D) কোনোটিই নয়


9. “রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতা।”- এই প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল

A) জুপিটার ক্লাব          

B) অ্যাপোলো ক্লাব

C)ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব 

D)বালিগঞ্জ সুইমিং ক্লাব


10. “ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে।” – ও কে ?

A) সুবীর              

B) সুহাস

C) অমিয়া             

D) বেলা


11. নীচের কোনটি সঠিক নয়

A) কোনির দাদা কমল একসময় জুপিটারে সাঁতার কেটেছে

B) কোনির বাবা প্যাকিং কারখানায় কাজ করত

C) কোনিরা সাত ভাই-বোন

D) কোনির দাদা কমল একটা মোটর গ্যারেজে কাজ করে


12. নীচের কোন তথ্যটি সঠিক নয়

A) কোনি  সুহাসের মত স্ট্রোক দু’দিনেই শিখে নেব বললেও সতেরো দিনেও ঠিকমতো শিখতে পারেনি

B) “ক্ষিদ্দার আবিষ্কার।” – বক্তা অমিয়া

C) “কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা 

ধোয়া জল খাবে।” – বক্তা অমিয়া।

D) ” ও দুটোকে সরান। দেখলে গা শিরশির করে।” – বক্তা বিষ্টু ধর।


13. “দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল।” – এখানে দুজন হলেন

A) ক্ষিতীশ ও লীলাবতী    

B) ক্ষিতীশ ও কোনি

C) ক্ষিতীশ ও বিষ্টু ধর     

D) ক্ষিতীশ ও হরিচরণ


14. অ্যাপোলোর প্রেসিডেন্ট হওয়ার জন্য ক্ষিতীশ বিষ্টু ধরের কাছ থেকে কত টাকা ডোনেশন চেয়েছিল ?

A) পাঁচ হাজার          

B) ছয় হাজার

C) দুই হাজার            

D) সাত হাজার


15. প্রজাপতিতে কাজের জন্য কোনি মাইনে পায়

A) ত্রিশ টাকা              

B) চল্লিশ টাকা

C) পঞ্চাশ টাকা           

D) ষাট টাকা


16. প্রজাপতি বন্ধ থাকে

A) রবিবার                

B) মঙ্গলবার

C) বৃহস্পতিবার         

D) শনিবার 


17. “এটা বুকের মধ্যে পুষে রাখুক।”- কী পুষে রাখার কথা বলা হয়েছে ?

A) যন্ত্রণা             

B) ভালোবাসা

C) আক্রোশ         

D) সবগুলি


18. নীচের কোন তথ্যটি সঠিক ?

A) মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশি ১০০ মিটার ফ্রি স্টাইলে সময় করেছিল ১১ সেকেন্ড।

B) দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে মেয়েদের দলের অধিনায়কা ছিলেন অমিয়া।

C) আমাদের দেশে সাঁতার হয় মাত্র ৫ মাস।

D) কোনির কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছিল ৪০ কেজি।


19. একদিন কাগজে বড়ো করে লাল কালিতে ক্লাবের বারান্দায় লিখে সেঁটে দিয়েছিল যে সংখ্যাটি

A) ৬০         

B) ৭০

C) ৬৫         

D) ৭৫


20. কোনি’ উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা 

A) ১২ টি         

B) ১৩ টি

C) ১৪ টি         

D) ১৫ টি


21. অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের 

A) চল্লিশ মিটার পাশে 

B) পঞ্চাশ মিটার পাশে 

C) ষাট মিটার পাশে 

D) একশো মিটার পাশে


22.  নীচের কোন বক্তব্যটি বিষ্টুচরণ ধরের নয়

A) “ডাউন দিতেই হবে কোনি।”

B) ” কিন্তু আমার যে জেনুয়িন আনন্দ হচ্ছে।”

C) “ব্যান্ড পার্টি ঘোরানো গেল না, রসগোল্লার হাঁড়িটাই তার বদলে প্রজাপতি ঘুরে আসবে।”

D) “এত লোকের সামনে তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি।”


23.  কোনি কোন জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলা দলে জায়গা পেয়েছিল ?

A) বোম্বাই

B) মাদ্রাজ

C) দিল্লি

D) চেন্নাই


24. “জুপিটারকে অপদস্থ করা ছাড়া আর কিছু তো শেখাওনি।” – বক্তা কে ?

A) ধীরেন ঘোষ

B) হরিচরণ

C) বিনোদ ভড়

D) প্রণবেন্দু বিশ্বাস


25. স্টেট চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীদের সঙ্গে লেনের নম্বরের মিল করুন

ক) কোনি             i)  ৩

খ) হিয়া               ii) ৪

গ) অমিয়া           iii) ৫

ঘ) ইলা                iv) ৬

A) ক) ii),  খ) i),  গ) iv),  ঘ) iii)

B) ক) i),  খ) iii),  গ) iv),  ঘ) ii)

C) ক) i),  খ) ii),  গ) iv),  ঘ) iii)

D) ক) iv),  খ) ii),  গ) i),  ঘ) iii)


26. “তোমার লাস্ট ফরটি মিটারস আমি ভুলব না।”- বক্তা কে ?

A) ধীরেন ঘোষ

B) হিয়ার বাবা

C) ক্ষিতীশ সিংহ

D) প্রণবেন্দু বিশ্বাস


27. রমা যোশির সঙ্গে ফ্রি স্টাইলে পাল্লা দেওয়ার মতো একমাত্র রয়েছে

A) কোনি

B) অমিয়া

C) বেলা 

D) সাধনা


28. কোনির আগে অমিয়া ও বেলা কতবার জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে

A) তিন

B) চার

C) পাঁচ

D) ছয়


29. “সমুদ্রের তলায় কারেন্ট আছে।” কোনিকে কথাটি কে বলেছিল ?

A) কমল

B) চন্ডু

C) ক্ষিদ্দা

D) ভাদু


30. “আপদটা দেখছি সঙ্গে চলেছে।” – বক্তা হলেন

A) হরিচরণ

B) বিনোদ

C) ধীরেন

D)প্রণবেন্দু

31. কোনি কত টাকা নিয়ে মাদ্রাজে এসেছিল ?

A) পনেরো টাকা

B) কুড়ি টাকা

C) পঁচিশ টিকা

D) ত্রিশ টাকা


32. “ঠাস করে কোনিকে চড় মারল।” – কে চড় মেরেছিল ?

A) অমিয়া

B) পুষ্পিতা

C) হিয়া

D) বেলা


33. “তোমার জন্যই আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি।” – কে,কার জন্য চড় খেয়েছিল এবং চোর বদনাম পেয়েছিল  ?

A) কোনি বেলার জন্য

B) কোনি অমিয়ার জন্য

C) কোনি হিয়ার জন্য

D) কোনি প্রণতির জন্য

34. “শ্যামলা মাজা রং, দোহারা গড়ন। চুল ঘাড় পর্যন্ত ছাঁটা।” – এখানে যার কথা বলা হয়েছে-

A) কোনি

B) হিয়া

C) রমা যোশি

D) সাধনা পান্ডে


35. পাঁচটির বেশি মেয়ে ভারতবর্ষে পাওয়া যায়নি বলে কোন ইভেন্টে হিট করা দরকার হয়নি ?

A) ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক

B) ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক

C) ২০০ মিটার ফ্রি স্টাইল

D) ১০০ মিটার বাটার ফ্লাই 


36. এতদিন বাংলার মেয়ে সাঁতারু মহলে যে সাম্রাজ্ঞীর মতো বিরাজ করেছে

A) অমিয়া

B) পুষ্পিতা

C) হিয়া

D) বেলা


37. ৪×১০০ মিটার রিলেতে বাংলা জিতেছিল

A) সোনা

B) রূপা

C) ব্রোঞ্জ

D) কোনোটিই নয়


38. “তুমি বেঙ্গলকে ভালোবাসো না ?” – কে কাকে কথা বলেছিল ?

A) প্রণবেন্দু কোনিকে

B) হিয়া কোনিকে

C) ধীরেন কোনিকে

D) কোনি হিয়াকে


39. “মিথ্যুক, মিথ্যুক।” – কে কাকে মিথ্যুক বলেছে

A) বেলা কোনিকে

B) অমিয়া কোনিকে

C) কোনি হিয়াকে 

D) কোনি ক্ষিতীশকে


40. ” ওইটেই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি।”- বক্তা 

A) ক্ষিতীশ

B) হরিচরণ

C) ধীরেন

D) প্রণবেন্দু

41. কোনির পুরো নাম

A) কনকচাঁপা দত্ত

B) কনকচাঁপা সরকার

C) কনকচাঁপা দাস

D) কনকচাঁপা পাল


42. ক্ষিতীশ সিংহ কোন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন

A) জুপিটার           

B) অ্যাপোলো 

C)ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব 

D)বালিগঞ্জ সুইমিং ক্লাব


43. “গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি।” -কী উপলক্ষ্যে ?

A) চড়ক

B) গঙ্গাপূজা

C) নীল পৃজা

D) বারুণী


44. “কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি।” – বক্তা কার কথা বলেছেন ?

A) হাতি কিংবা হনুমানের

B) হিপো কিংবা বাঘের

C) হাতি কিংবা হিপোর

D) বাঘ  কিংবা সিংহের


45. বিস্টু ধরের বাড়িতে কোন দেবতার বিগ্রহ আছে ?

A) রাধাগোবিন্দ 

B) চৈতন্য মহাপ্রভু 

C) কৃষ্ণ

D) লক্ষ্মী


46. ক্ষিতীশ সিংহের ঘরে টাঙানো ভিক্ট্রি স্ট্যান্ডে দু-হাত তুলে দাঁড়ানো ছবিটি হলো

A) ডন ফ্রেজারের

B) ডন শোল্ডারের

C) মাইকেল ফ্লেপসের 

D) মিহির সেনের


47. জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহ আসে 

A) ৩০ বছর আগে 

B) ৩২ বছর আগে 

C) ২৭ বছর আগে 

D) ৩৫ বছর আগে


48. নীচের কোন তথ্যটি সঠিক নয়

A) কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা আয়োজন করেছিল নেতাজি বালক সংঘ 

B) এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রীকৃষ্ণপ্রসাদ মাইতি

C) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ২২ জন প্রতিযোগী

D) প্রতিযোগিতাটি শেষ করে ১০ জন প্রতিযোগী


49. রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতায় ‘রেফারি অফ দ্য কোর্স’ হলো 

A) হরিচরণ মিত্র 

B) ক্ষিতীশ সিংহ 

C) প্রণবেন্দু বিশ্বাস 

D) ধীরেন ঘোষ


50. রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে

A) ত্রিশজন 

B) পঁচিশজন 

C) সাতাশজন

D) বাইশজন


51. নীচের কোন তথ্যটি সঠিক নয়

A) কোনিরা শ্যামপুকুর বস্তিতে থাকে

B) কোনির বাবা কাজ করত প্যাকিং কারখানায় 

C) কোনির বাবা টি বি রোগে মারা যায়

D) কোনির দাদা কমল কোনির জন্য কস্ট্যুম কিনতে পনেরো টাকা ধার করেছিল


52. ক্ষিতীশের আনা ফর্মে কোনি সই করে

A) বাংলায় 

B) ইংরেজিতে 

C) উপরের দুটিই

D) হিন্দিতে


53. অ্যাপোলোর ভাইস -প্রেসিডেন্ট

A) নকুল চাটুজ্জে

B) নকুল মুখুজ্জে

C) নকুল বাড়ুজ্জে

D) নকুল হালদার


54. “ও দুটোকে আলাদা করা যায় না।” -এখানে ‘ও দুটো’ হলো

A) সময় ও গতি 

B) যন্ত্রণা আর সময়

C) বিশু ও খুশি

D) ক্ষিতীশ ও কোনি


55. অস্ট্রেলিয়ার কথা উঠলে যাদের নাম প্রথমে ভেসে উঠবে বলে ক্ষিতীশ উল্লেখ করেছেন তাদের মধ্যে কার নাম নেই ?

A) ডন ব্রাডম্যান

B) ডন ফ্রেজার

C) অ্যালান বর্ডার

D) কেন রোজওয়াল


56. “কিন্তু বিকিলা যখন দৌড়ল, দেশটা বিখ্যাত হয়ে গেল।” -কোন দেশ ?

A) কেনিয়া

B) উগান্ডা

C) ইথিওপিয়া

D) ক্রোয়েশিয়া 


57. কোনির দাদা কমল আক্রান্ত হয়

A) টাইফয়েডে 

B) ক্যান্সারে

C) টিবি রোগে

D) ইনফ্লুয়েঞ্জায়


58. কোনির খাওয়ার জন্য ক্ষিতীশ তার স্ত্রীকেকে মাসে কত টাকা দেয় ?

A) চল্লিশ টাকা

B) পঞ্চাশ টাকা

C) ষাট টাকা

D) সত্তর টাকা


59. মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাকে প্রথম গোল্ড এনে দেয়

A) হিয়া

B) অমিয়া

C) বেলা

D) কোনি


60. কোনি মূলত

A) ব্রেস্ট স্ট্রোকার

B) ফ্রি স্টাইলার

C) বাটার ফ্লাইয়ার

D) স্প্রিন্টার


61. বিষ্টু ধর (পাড়ায় বেষ্টাদা) আই.এ. পাশ। অত্যন্ত বনেদী বংশের, খান সাতেক বাড়ি ও বড়োবাজারে ঝাড়ন মশলার কারবার।


62. বিষ্টু ধরের ওজন — সাড়ে তিন মণ


63. ক্ষিতীশ সিংহের বয়স – ৪৫ বছর থেকে ৫০ বছর এর মধ্যে


64. “আপনার হার্টাট বোধহয় আর বেশিদিন এই গন্ধমাদন টানতে পারবে না।” – ক্ষিতীশ সিংহ, বিষ্টু ধরকে বলেছেন। গন্ধমাদন হলো বিষ্টু ধরের সাড়ে তিন মণ শরীর।


65. “খাওয়ায় আমার লোভ নেই। ডায়েটিং করি।” – বক্তা বিষ্টু ধর


66. বিষ্টু ধর আগে আধ কিলো ক্ষীর খেত এখন ৩০০ গ্রাম খায়। জল খাবারে কুড়িটা লুচি খেত এখন ১৫ টা খায়।  ভাত খায় আড়াইশো গ্রাম চালের, রুটি রাতে  ১২ খানা। ঘি চার চামচ।


67. বাজি ফেলে সত্তরটা ফুলুরি খেয়ে বিষ্টু ধরের বাবা মারা যায় কলেরায়। জ্যাঠা মারা যায় অম্বলে।


68. ক্ষিতীশের স্ত্রীর নাম — লীলাবতী


69. লীলাবতী তরকারিতে সরষে ও লঙ্কাবাটা ব্যবহারের অনুমতি পায় — সপ্তাহে একদিন। তাও আবার নিজের খাবারের জন্য।


70. “বিয়ে বাড়িতে এক একটা নেমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া।”–ডাঃ রায় বলতেন


71. হরিচরণেরা ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে চার্জ আনিয়েছে –শ্যামল আর গোবিন্দকে উসকে


72. প্রজাপতি  হলো টেলারিং শপ। প্রজাপতির আগের নাম ছিল– সিনহা টেলারিং


73. প্রজাপতি শুধুমাত্র মেয়েদের ও বাচ্চাদের পোশাক তৈরি করে


74. আগে ব্লাউজ তৈরি করতে সময়  লাগতো তিন দিন এখন ১০ দিনের আগে সম্ভব হয় না


75. জুপিটার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বিনোদ ভড়, সম্পাদক ধীরেন ঘোষ


76. ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল অলিম্পিকেও গেছে। — যার কথা বলা হয়েছে –হরিচরণ।


77. সাঁতারটা মন দিয়ে করিস। — বক্তা ক্ষিতীশ


78. জাস্তি ঝাল দিয়ে চার আনার বানাও। — ভেলো বলেছিল আলুকাবলিওয়ালাকে



79. “নেতাজি বালক সংঘের উদ্যোগে কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা।”– যে মাসে হয়েছিল– বৈশাখ মাসে


80. প্রতিযোগিতার উদ্বোধন করেন অতীতদিনের খ্যাতকীর্তি ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণপ্রসাদ মাইতি এবং সভাপতি ছিলেন বলে বিষ্টুচরণ ধর।


81. প্রতিযোগিতাটি শুরু হয়েছিল ২২ জন প্রতিযোগী নিয়ে শেষ হয়েছিল ৮ জনে।


82. “রবীন্দ্র সরোবারে এক মাইল সাঁতার প্রতিযোগিতা।” –প্রতিযোগিতায় প্রতিযোগী ছিল ২২ টি ছেলে ও তিনটি মেয়ে মোট ২৫ জন।


83. “গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে।” — কোনির দাদা কমলের, বয়স ২৫ বছর।


84. কোনির বাবা প্যাকিং কারখানায় কাজ করত টি বি রোগে মারা যায়। কোনিরা সাত ভাই বোন।


85. “কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে।” – বক্তা অমিয়া।


86. ” ও দুটোকে সরান।দেখলে গা শিরশির করে।”– বক্তা বিষ্টুধর। ও দুটি হলো– বিশু আর খুশি (বিড়াল)


87. জীবনের ও প্রাণের প্রতীক — বড়ো সাঁতারু। মৃত্যুর ও ধ্বংসের প্রতীক — সেনাপতি


88. হিয়ার কস্ট্যুমের রং লাল কোনির কালো।


89. “গাছে অনেক দূর উঠে গেছি। মই কেড়ে নিলে নামতে পারবো না। — বিষ্টুধর ক্ষিতীশকে বলেছে।


90. ” ক্ষিদ্দা এবার আমরা কী খাব ?”– কোনির দাদা কমল মারা গেলে কোনি একথা বলেছিল।


91. ক্লাব থেকে কোনি ক্ষিতীশের বাড়ি যায়। সেখানে ওর খাওয়া।ঠিক দশটায় তাকে প্রজাপতির রোলার শাটারের তালা খুলতে হয়।


92. “তুই এখানে ঝিয়ের কাজ করিস ?” — অমিয়া কোনিকে বলেছিল।


93. “তোমার লাস্ট ফরটি মিটারস আমি ভুলবো না।” –হিয়ার বাবা বলেছিল কোনিকে।


94. “গপ্পো লেখ কোনি তুই মস্ত লেখক হবি।” –বক্তা বেলা।


95. ” এত কাছে এসে ভরাডুবি হল বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না। ভাগ্য, ভাগ্য !” — ধীরেন ঘোষ বলেছিল।


96. “পুলে যদি জলের বদলে মাটি থাকত তাহলে বলা যেত একটা কালো প্যান্থার তাড়া করছে। যার কথা বলা হয়েছে — কোনির।


97. গ্যালারি তৈরি হয়েছিল কাজুবাদাম গাছের ডাল দিয়ে।


98. ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতার কাটার জন্য হিয়া সময় নিয়েছিল ৩ মিনিট ৩২ সেকেন্ড


99. সাঁতারের সময় যার ক্রাম্প  ধরেছিল — অমিয়ার।


100. “অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে।” – কোনি।



4 thoughts on “কোনি | Koni MCQ| কোনি ১০০| Koni 100”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top