তেলেনাপোতা আবিষ্কার |প্রেমেন্দ্র মিত্র |যামিনীর চরিত্র |একাদশ শ্রেণি | দ্বিতীয় সেমেস্টার |

প্রশ্ন : ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে যামিনীর চরিত্রবৈশিষ্ট্য আলোচনা করো।   ৫

উত্তর: বিশিষ্ট সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র রচিত ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র তথা নায়িকা চরিত্র হলো যামিনী। সে অন্ধ অশক্ত বিধবা মায়ের একমাত্র সম্বল। যামিনী নামের অর্থ রাত্রি। রাত্রির অন্ধকার যেন তার জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। গল্পে লেখক যামিনীর চরিত্রের যে দিকগুলি উন্মোচিত করেছেন, সেগুলি আলোচনা করা যেতে পারে-

দায়িত্ববোধ: 

যামিনীর মা নিরঞ্জনকে উদ্দেশ্য করে কথককে যথার্থই বলেছিলেন যে, যামিনীর মতো মেয়ে হয় না। তেলেনাপোতার মতো প্রাণহীন, জায়গায় যামিনী অন্ধ বৃদ্ধা মায়ের সেবা করেছে। সংসার সামলেছে। 

সেবাপরায়ণতা: 

অন্ধ অসুস্থ বৃদ্ধা মায়ের খিটখিটে মেজাজ সহ্য করেও যামিনী মায়ের আন্তরিক সেবাযত্ন করেছে। কথক ও তার দুই বন্ধুকে খাওয়ার আমন্ত্রণ ও স্নেহময়ীরূপে পরিবেশনের ঘটনাতেও যামিনীর সেবাপরায়ণতা লক্ষ করা যায়।

বিচারবোধ: 

যামিনীর মধ্যে বিচারবোধ ছিল বলেই, নিরঞ্জন সংক্রান্ত সত্যি কথা ও তার মনের যন্ত্রণা সে নিজের মধ্যেই চেপে রেখে দেয়। তার একমাত্র সঙ্গিনী মাকেও জানতে দেয় না বাস্তবটা, কেবল তাঁকে শান্তি দিতেই।

জড়তামুক্ত ব্যবহার: 

যামিনী চরিত্রের কথায় ও ব্যবহারে কোনোরূপ লজ্জার প্রকাশ চোখে পড়ে না। কথক যখন ভাঙা পুকুরের ঘাটে বসে মাছ ধরায় নিবিষ্ট হয়ে পড়েছিল, তখন কথকের বঁড়শির ফাতনায় টান পড়ায় যামিনী বলে উঠেছিল- “বসে আছেন কেন? টান দিন।” লেখকের ভাষায় – ‘মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা নেই।’

       তবে গল্পকথকের রোমান্টিক দৃষ্টিতে যামিনী ছিল রূপকথার বন্দিনি রাজকন্যা। নিদারুণ দারিদ্র্য তাকে কশাঘাত করেছে। তবুও তার হৃদয়ের প্রেমের মুকুল ঝরে যায়নি। তার শুভ্র স্নিগ্ধ হাসি কথককে প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তাই তেলেনাপোতার প্রাণস্বরূপা, ধৈর্যশীলা, সেবাপরায়ণা যামিনী চরিত্রটি নিঃসন্দেহে আকর্ষণীয় হয়ে উঠেছে।

প্রশ্ন :  ‘মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই,’- একথা কার, কখন মনে হবে? এই মনে হবার কারণ কী?     ২+৩

উত্তর:  PDF ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বাটনে ক্লিক করুন 👇

প্রশ্ন : তেলেনাপোতা যাওয়ার কারণ কী ? একে লেখক আবিষ্কার বলেছেন কেন ?   ২+৩

উত্তর : PDF ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বাটনে ক্লিক করুন 👇

প্রশ্নঃ “আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা”- কে, কাকে, কোন প্রসঙ্গে, কী কথা দিয়েছিল নিজের ভাষায় লেখো। ৫

অথবা,   “কে, নিরঞ্জন এলি?”- নিরঞ্জন কে? কোন্ পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন?  ২+৩

       ডাউনলোড     

 

Scroll to Top