প্রাইমারি টেট বাংলা|Primary TET Bengali|Mock Test|মক টেস্ট

নিম্নলিখিত গদ্যাংশটি পড়ে ১ থেকে ৫ পর্যন্ত প্রশ্নগুলির
উত্তর দি

আমাদের
আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন–অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। প্রথমটি শুধু
আভিধানিক অর্থ প্রকাশ করে, যেমন
দেশ’-এর অর্থ ভারত ইত্যাদি, অথবা
স্থান। কিন্তু
দেশের
লজ্জা
–এখানে লক্ষণায় দেশের অর্থ
দেশবাসীর।
অরণ্য’-এর আভিধানিক অর্থ বন, কিন্তু অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল
খেদ। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রভৃতি
অলংকারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো।
উপমার কিছু প্রয়োজন হয়, রূপকও স্থলবিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলংকার
বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড-কালিদাসের এই উক্তি কাব্যেরই
উপযুক্ত, ভূগোলের নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া
আবশ্যক–এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত।

 

আলোচ্য
প্রবন্ধে কয়টি অলংকারের কথা বলা হয়েছে

ক)
৩টি      

খ) ৪টি        

গ) ৫টি        

ঘ) ৬টি


হিমালয়
শব্দটি

ক)
সন্ধিবদ্ধ        
                              

খ)
সমাসবদ্ধ           

গ)
সন্ধিবদ্ধ ও সমাসবদ্ধ            

ঘ)
কোনোটিই নয়


‘হিমালয়
যেন পৃথিবীর মানদণ্ড’
কালিদাসের এই উক্তিটি

) কাব্যের উপযুক্ত        
                  

) ভূগোলের উপযুক্ত

) কাব্য ভূগোল উভয়েরই উপযুক্ত      

কোনোটিই নয়


.  ‘অরণ্যে
রোদন
কথার অর্থ

) বনে কান্না              

) বনে গিয়ে কান্না

) নিষ্ফল খেদ             

) জঙ্গলে কান্না


.  ‘বৈজ্ঞানিকশব্দটি

) সংস্কৃত কৃৎ প্রত্যয়        

) বাংলা কৃৎ প্রত্যয়

) বাংলা  তদ্ধিত প্রত্যয়      

) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়

 

নিম্নলিখিত পদ্যাংশটি পড়ে ৬ থেকে ১০ পর্যন্ত প্রশ্নগুলির
উত্তর দিন

সবাই
দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও

সবাই
হাততালি দিচ্ছে।

সবাই
চেঁচিয়ে বলছে; শাবাশ, শাবাশ!

কারও
মনে সংস্কার, কারও ভয়;

কেউ-বা
নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে;

কেউ-বা
পরান্নভোজী, কেউ

কৃপাপ্রার্থী,
উমেদার, প্রবঞ্চক;

কেউ
ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম , চোখে

পড়ছে
না যদিও, তবু আছে,

অন্তত
থাকাটা কিছু অসম্ভব নয়।

 

গল্পটা
সবাই জানে।

কিন্তু
সেই গল্পের ভিতরে

শুধুই
প্রশস্তিবাক্য-উচ্চারক কিছু

আপাদমস্তক
ভিতু, ফন্দিবাজ অথবা নির্বোধ

স্তাবক
ছিল না।

একটি
শিশুও ছিল।

সত্যবাদী,
সরল, সাহসী একটি শিশু।

 

নীচের কোন ব্যাসবাক্যটি ভুল

) পরান্নভোজী পরের অন্ন ভোজন করে যে                             

) রাজবস্ত্র বস্ত্রের রাজা

) আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত 

) সত্যবাদী সত্য বলে যে


.  ‘সূক্ষ্মশব্দের বর্ণবিশ্লেষণ হল

)  স্++ক্+ষ্+ম্+                      

) স্+ +ক্+ষ্+ণ্+

স্++খ্+ষ্+ম্+                          

) স্+ +খ্+ম্+ম্+


.  ‘সংস্কারশব্দের
সন্ধিবিচ্ছেদ
হল

) সং + কার                

) সম্ + কার

) সং + স্কার                 

) সমস্ + কার


. নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে

) রাজা                                           

) শিশু

) স্তাবক                                          

) পরান্নভোজী


১০.  “অন্তত
থাকাটা কিছু অসম্ভব নয়
“-কী থাকার কথা বলা হয়েছে?

) রাজবস্ত্র                 
                     

) রাজার স্তাবক

) সরল শিশু           
                         

) নির্বোধ


১১‘বাঘে-গোরুতে একঘাটে জল
খায়’- এই বাক্যের কর্তা হল-

) সহযোগী
কর্তা
                 

) নিরপেক্ষ
কর্তা

) ব্যতিহার
কর্তা
                 

) প্রযোজ্য
কর্তা


১২. নীচের
কোন বিকল্পটি অশুদ্ধ

) ল্ হল
পার্শ্বিক ধ্বনি
                  

) র্
কম্পনজাত ধ্বনি

) ড়্ তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি             

) তরল স্বর হল র্ , ল্


১৩. নীচের
কোন বানানটি শুদ্ধ

) পিপিলিকা                       

) কৃষিজীবি                          

) গীতাঞ্জলী                        

) নূপুর


১৪ম্,  ন্, ঙ্
 – হল

) অঘোষ
ধ্বনি
                     

) অল্পপ্রাণ
ধ্বনি

) নাসিক্যধ্বনি                      

) উষ্মধ্বনি 


১৫
সময়  চলিয়া যায় নদীর
স্রোতের প্রায় । – নিম্নরেখ পদটি কোন ধরনের অব্যয়
?          

ক)
পদান্বয়ী
                       

খ) সম্মুচয়ী

গ)
অনন্বয়ী
                       

ঘ)
ধ্বন‍্যাত্মক

 

১৬নীচের কোন  জোড়াটি সঠিক নয় ?

) হাঁসজারু
– জোড়কলম শব্দ
                       

) কালোবাজার
– খণ্ডিত শব্দ

) ডাক্তারখানা
– সংকর শব্দ
                         

) পিপুফিশু
– মুণ্ডমাল শব্দ


১৭. নীচের কোন সন্ধিটি অশুদ্ধ

) পরি + অটন = পর্যটন                  

) বন + ওষধি = বনৌষধি

) মহা + ঋষভ = মহর্ষভ                      

) পর + উপকারী = পরপোকারী


১৮. ‘গররাজি’ – কোন সমাস ?  

ক) নঞ তৎপুরুষ                                

খ) নঞ বহুব্রীহি

গ) উপমিত কর্মধারয়                            

ঘ) উপমান কর্মধারয়


১৯. বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা।
এখানে ‘বিনা’ হল 

ক) অনুসর্গ                             

খ) নির্দেশক 

গ) বিভক্তি                             

ঘ) কোনোটিই নয়


২০.  “সেই সত্য যা রচিবে তুমি গঠনগত দিক দিয়ে এটি কোন ধরনের বাক্য ?

) সরল বাক্য                                     

খ) যৌগিক বাক্য           

) জটিল বাক্য                                  

) মিশ্র বাক্য 


২১.  “লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে”- ক্রিয়ার কাল নির্ণয় করুন

) সাধারন অতীত               

) ঘটমান অতীত       

) পুরাঘটিত অতীত                          

) নিত্যবৃত্ত অতীত


২২. “শাস্তি
দেওয়া তারই সাজে সোহাগ করে যে
নিম্নরেখ
অংশটি যে ক্রিয়ার উদাহরণ

) সংযোগমূলক ক্রিয়া                    

) যৌগিক ক্রিয়া                 

) নামধাতুজ ক্রিয়া                           

) ধন্যাত্মক ক্রিয়া


২৩. লিঙ্গ পরিবর্তন
অনুযায়ী নীচের কোন জোড়াটি অশুদ্ধ

) আধুনিকআধুনিকী
                    

) কর্তাগিন্নি

) নবাব বেগম                                 

) ভূত ভূতিনী


২৪নীচের যুক্তব্যঞ্জনগুলি ভেঙে যে ব্যঞ্জন পাওয়া যায় তার
ভিত্তিতে নীচের কোন বিকল্পটি অশুদ্ধ

) ক্ষ = ক্ +                                 

) হ্ম = হ্ +

) ত্থ = থ্ +                                     

) হ্ণ = হ্ +     


২৫নীচের কোন বাক্যটিতে গঠনগত ভুল নেই

) লোকেরা মড়া দাহ করতে যাচ্ছে।    

) খাঁটি গোরুর দুধে দই ভালো হয়।

) এই হাসপাতালে ছোট্ট বাচ্চাদের প্রবেশ নিষিদ্ধ

) জেলেরা  টাটকা নদীর মাছ ধরছে


২৬. নীচের
কোনটি
সূর্য শব্দের সমার্থক
শব্দ নয়

) দিবাকর                                       

) কমলেশ

) মিহির                                            

) সুধাকর


২৭. বিপরীতার্থক
শব্দের ভিত্তিতে নীচের কোন জোড়াটি অশুদ্ধ

) প্রাচীনর্বাচীন                          

) প্রবেশপ্রস্থান

) সঞ্চয় অপচয়                             

) নিরস্ত্র  – সরস্ত্র


২৮. পদান্তরে
ভিত্তিতে নীচের কোন জোড়াটি অশুদ্ধ

) অনুবাদ অনুদিত                 
     

) জন্মজাত

) বিজ্ঞান বৈজ্ঞানিক
                      

) সর্বনাশ সর্বনেশে


২৯. ানালা > ানলা োন রনের ্বনিতাত্ত্বিক রিবর্তন ?

) বিপ্রকর্ষ                                         

) ম্প্রকর্ষ 

) মীভবন                                      

) ্বরসংগতি


৩০. ীচের োনটি েশি ব্দ

) হাত                 
                            

) াড়ি

) িঙে                                           

) াম

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top