বিশ্বের ভাষা ও পরিবার MCQ |একাদশ শ্রেণি |প্রথম সেমেস্টার|ভাষা|BanglaSahayak.com

 বিশ্বের ভাষা ও পরিবার :


বিশ্বের ভাষা ও পরিবার :

1. সংস্কৃত, গ্রিক, লাতিন, জার্মানিক ভাষা গোষ্ঠীর সঙ্গে সাদৃশ্যের কথা বলেন 

A) জার্মান পণ্ডিত শুলৎস  

B) উইলিয়ম জোন্স

C) মার্টিন শ্লেইয়ার

D) জামেনহফ


2. উইলিয়ম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতার রয়‍্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রাখেন?

A) ১৭৮৬ খ্রিস্টাব্দে

B) ১৮৭৬ খ্রিস্টাব্দে

C) ১৮৮২ খ্রিস্টাব্দে

D) ১৭৯২ খ্রিস্টাব্দে


3. পৃথিবীর ভাষাকে বর্গীকরণ করা হয় 

A) দশরকম পদ্ধতিতে

B) চাররকম পদ্ধতিতে

C) পাঁচরকম পদ্ধতিতে

D) ছয়রকম পদ্ধতিতে


4. ভাষার রূপতাত্ত্বিক শ্রেণিবিভাগের ভিত্তি হল-

A) বাক্যের বিশ্লষণ

B) বাক্য ও শব্দের বিশ্লেষণ

C) প্রত্যয় ও উপসর্গের বিশ্লেষণ

D) কোনোটিই নয়


5. বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম ইত্যাদি নিরূপণ করা হয়, যে ধরনের ভাষাগোষ্ঠীতে

A) মুক্তান্বয়ী বর্গ

B) অত্যন্বয়ী বর্গ

C) অনন্বয়ী বর্গ

D) সমন্বয়ী বর্গ


6. অনন্বয়ী বা অসমবায়ী বর্গের ভাষা হল –

A) তুর্কি

B) সোয়াহিলি

C) ভোটচিনা

D) ইংরেজি


7. মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত ভাষা হল –

A) তুর্কি

B) মিসমি

C) ভোটচিনা

D) ইংরেজি



8. দ্রাবিড় ভাষাগোষ্ঠীর ভাষা যে বর্গের অন্তর্গত, তা হল-

A) মুক্তান্বয়ী

B) অত্যন্বয়ী

C) সমন্বয়ী

D) অসমবায়ী


9. এস্কিমোদের ভাষা যে শ্রেণির অন্তর্ভুক্ত

A) মুক্তান্বয়ী

B) অত্যন্বয়ী

C) সমন্বয়ী

D) অসমবায়ী


10. সংস্কৃত, বাংলা, ল্যাটিন, ইংরেজি, আরবি ইত্যাদি ভাষাগুলি কোন্ বর্গের অন্তর্গত?

A) মুক্তান্বয়ী

B) অত্যন্বয়ী

C) সমন্বয়ী

D) অসমবায়ী


11. একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় –

A) সমগোত্রজ ভাষা

B) অসমগোত্রজ ভাষা

C) বিভাষা

D) অবর্গীভূত ভাষা


12. পৃথিবীর প্রধান ভাষাবংশের সংখ্যা-

A) ১৪ টি

B) ১২টি

C) ১০টি

D) ১১টি


13. পৃথিবীর বিভিন্ন ভাষাবংশগুলির মধ্যে বৃহত্তম হল-

A) সেমীয়-হামীয় ভাষাবংশ

B) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ

C) ককেশীয় ভাষাবংশ

D) দ্রাবিড় ভাষাবংশ


14. ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ কোন ভাষায় রচিত?

A) গ্রিক

B) ইংরেজি

C) লাতিন

D) জার্মান 

 

15. ইতালীয় ভাষাগোষ্ঠী কোন্ ভাষাবংশের অন্তর্গত?

A) ইন্দো-ইউরোপীয়

B) সেমীয়-হামীয়

C) ভোট-চীনীয়

D) দ্রাবিড়


16. ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত খ্রিস্টপূর্বাব্দের?

A) ১৪৪৪ খ্রিস্টপূর্বাব্দের

B) ১৪৪৮ খ্রিস্টপূর্বাব্দের

C) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দের

D) ১৪৫৬ খ্রিস্টপূর্বাব্দের


17.  ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত ভাষাগোষ্ঠীর সংখ্যা-

A) ১৩টি

B) ৯টি

C) ১২ টি

D)১১ টি


18. ইতালীয় শাখার প্রধান ভাষা হল-

A) ইংরেজি

B) জার্মান 

C) ল্যাটিন

D) ফারসি


19. ফরাসি ভাষা যে শাখার অন্তর্গত-

A) ইতালীয়

B) ল্যাটিন

C) দ্রাবিড়

D) কোনোটিই নয়


20. সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইংরেজি ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের যে শাখা থেকে এসেছে

A) জার্মানিক

B) ইতালীয় 

C) কেলতিক

D) গ্রিক


21. কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি?

A) ফরাসি

B) আইরিশ

C) স্প্যানিশ

D) ল্যাটিন


22. ইরানীয় শাখা থেকে জন্ম নেওয়া দুটি প্রাচীন ভাষা হল-

A) গ্রিক ও স্প্যানিশ

B) গ্রিক ও আবেস্তীয়

C) আবেস্তীয় এবং প্রাচীন পারসিক

D) আবেস্তীয় এবং তোখারীয়


23. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন-

A) গ্রন্থসাহিব

B) জেন্দ আবেস্তা

C) বাইবেল

D) বেদ


24. আবেস্তীয় ভাষায় কোন ধর্মগ্রন্থ রচিত হয়েছে?

A) ওল্ড টেস্টামেন্ট (বাইবেল)

B) গ্রন্থসাহিব

C) কোরান

D) জেন্দ আবেস্তা


25. ইন্দো-ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে তার নাম-

A) দ্রাবিড়

B) অস্ট্রিক

C) ভারতীয আর্য

D) ইরানীয়


26. ইরানীয় শাখাটি বিস্তারলাভ করে-

A) প্রাচীন পারস্যে

B) প্রাচীন ভারতে

C) প্রাচীন ইংল্যান্ডে

D) প্রাচীন গ্রিসে


27. আধুনিক ফারসি ভাষার জন্ম হয়েছে

A) প্রাচীন পারসিক থেকে

B) প্রাচীন স্প্যানিশ ভাষা থেকে

C) গ্রিক ভাষা থেকে

D) জার্মানিক থেকে


28. আফগানিস্তানের পস্তু আর বেলুচিস্তানের বেলুচি যে ভাষাবংশের অন্তর্গত, তা হল-

A) সেমীয়-হামীয়

B) ককেশীয়

C) আলতাইক

D) ইন্দো-ইরানীয়


29. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত ?

A) হিব্রু

B) লাতিন

C) গ্রিক

D) স্প্যানিশ 


30. ইজরায়েল দেশের সরকারি ভাষা হল

A) আধুনিক আরবি

B) আধুনিক ফারসি

C) আধুনিক হিব্রু

D) আধুনিক উর্দু


31. ইনকা সভ্যতার অধিবাসীরা যে ভাষা ব্যবহার করত, তা হল –

A) হাঙ্গেরি   

B) এস্তোনিয়া

C) হিব্রু

D) কিচুয়া


32. অবর্গীভূত ভাষার উদাহরণ হল –

A) জার্মানি ভাষা

B) মিশরীয় ভাষা

C) উর্দু  ভাষা

D) জাপানি ভাষা


33. ভারতে প্রচলিত অবর্গীভূত ভাষা হল –

A) বুরুশাস্কি বা খজুনা

B) আন্দামানি

C) মায়ানমারের করেন্ ও মন্

D) সবগুলি 


34. একটি মিশ্র ভাষার উদাহরণ হল

A) বিচ-লা-মার

B) চিনা

C) জাপানি

D) বাস্ক


35. মিশ্রভাষা মূলত ব্যবহৃত হয় –

A) ভাষার কথ্যরূপে

B) ভাষার কথ্য ও লিখিতরূপে

C) সাংকেতিক ভাষায়

D) কোনোটিই নয়


36. ‘পিজিন ইংলিশ’-এর উদ্ভব ঘটেছে

A) ধর্মীয় কারণে

B) ব্যাবসায়িক কারণে

C) শিক্ষাগত যোগ্যতার কারণে

D) সামাজিক কারণে


37. ‘পিজিন’ দীর্ঘস্থায়ী হলে জন্ম নেয়

A) কিচুয়া

B) বাস্ক

C) ক্রেওল

D) মাঞ্জু


38. পিজিন ইংলিশের ‘পিজিন’ শব্দটি এসেছে ইংরেজি ‘বিজনেস’ শব্দের

A) ভারতীয় উচ্চারণ থেকে

B) জাপানি উচ্চারণ থেকে

C) বাংলাদেশি উচ্চারণ থেকে

D) চীনীয় উচ্চারণ থেকে


39. বিচ-লা-মার হল-

A) স্পেনীয় ও পোর্তুগিজ ভাষার মিশ্রণ

B) কোরীয় ও জাপানি ভাষার মিশ্রণ

C) গ্রিক ও রোমান ভাষার মিশ্রণ

D) কোনোটিই নয়


40. কৃত্রিম ভাষার প্রস্তাব দিয়েছিলেন-

A) নোয়াম চমস্কি

B) সোস্যুর

C) রেনে দেকার্ত

D) জামেনহফ 


41. ‘Doktoro Esperanto’ – ছদ্মনামটি যার –

A) এল এল জামেনহফ

B) রেনে দেকার্ত

C) ফ্রান্সিক বেকন

D) জন উইলকিন্স


42.  এসপেরান্তো ভাষার প্রস্তাবটি যে ভাষায় লেখা –

A) জার্মানি

B) রুশ

C) জাপানি

D) কোরিয়া


43. আন্তর্জাতিক ভাববিনিময়ের জন্য একটি ভাষা হল

A) নোভিয়াল

B) এসপেরান্তো

C) ইডো

D) ভোলাপুক


44.  ‘এসপেরান্তো’ ভাষা গড়ে ওঠে কোন ভাষাকে ভিত্তি করে?

A) ইন্দো-ইউরোপীয়

B) ভারতীয়

C) ইতালীয়

D) ককেশীয়


45. এসপেরান্তো মাতৃভাষা প্রায় –

A) এক হাজার মানুষের

B) তিন হাজার মানুষের

C) চার হাজার মানুষের

D) পাঁচ হাজার মানুষের


46. বর্তমানে ‘এসপেরান্তো’ ভাষায় কথা বলেন-

A) কুড়ি লক্ষ মানুষ

B) এক লক্ষ মানুষ

C) চার লক্ষ মানুষ

D) ত্রিশ লক্ষ মানুষ


47. ‘ভোলাপুক’ নামে কৃত্রিম ভাষাটি তৈরি করেন –

A) মার্টিন শ্লোইয়ার

B) এল এল জামেনহফ

C) রেনে দেকার্ত

D) ফ্রান্সিক বেকন


48. কৃত্রিম আন্তর্জাতিক ভাষা ‘এসপেরান্তো’ তৈরি করেন –

A) মার্টিন শ্লোইয়ার

B) এল এল জামেনহফ

C) রেনে দেকার্ত

D) ফ্রান্সিক বেকন


49. অঙ্গসঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত ভাষার নাম-

A) প্যারা ল্যাঙ্গুয়েজ

B) নোভিয়াল

C) এসপেরান্তো

D) ইডো


50. সাংকেতিক ভাষা (Sign Language)-র উদ্ভব ঘটে কত খ্রিস্টাব্দে?

A) ১৭৭৫ খ্রিস্টাব্দে

B) ১৭৮০ খ্রিস্টাব্দে

C) ১৭৮১ খ্রিস্টাব্দে

D) ১৭৮৫ খ্রিস্টাব্দে

 

51. সাংকেতিক ভাষা তৈরি হয়-

A) অন্ধদের জন্য

B) মূক ও বধিরদের জন্য

C) শিশুদের জন্য

D) উন্মাদদের জন্য


52. রুশ ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত

A) আলবেনীয়

B) তোখারীয়

C) ইতালীয়

D) বালতো-শ্লাভিক


53. পোর্তুগিজ ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত

A) আলবেনীয়

B) তোখারীয়

C) ইতালীয়

D) আর্মেনীয়


54. জার্মানিক শাখার উত্তর জার্মানিক উপশাখার একটি ভাষা হল –

A) বুলগেরীয়

B) চেক

C) সুইডিশ

D) আইরিশ


55. বান্টু ভাষাগোষ্ঠীর একটি ভাষা হল-

A) ফিনিস

B) চেক

C) জুলু

D) মজর


56. হাঙ্গেরির ভাষা

A) ফিনিস

B) চেক

C) জুলু

D) মজর


57. অবর্গীভূত বা অশ্রেণিবদ্ধ ভাষার উদাহরণ-

A) জাপানি

B) কোরীয়

C) বাস্ক

D) সবগুলি


58. আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে বলে

A) hand-talk

B) Rochester

C) Paget-Gorman

D) Dactylology


59. আফগানিস্তানের ভাষা হলো

A) বেলুচি

B) পশতু

C) আরবি

D) ফারসি


60. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো :

ক স্তম্ভ                      খ স্তম্ভ

i) বিচ-লা-মার            a) কৃত্রিম ভাষা

ii) এসপেরান্ত             b) মিশ্র ভাষা

iii) জাপানি                c) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ

iv) ল্যাটিন                  d) অবর্গীভূত ভাষা

A) i) b), ii) d), iii) a), iv) c

B) i) b), ii) c), iii) d), iv) a

C) i) b), ii) a), iii) d), iv) c

D) i) a), ii) b), iii) d), iv) c


উত্তরমালা : 

1B,  2A,  3D,  4B,  5C,  6C,

7A,  8A,  9B,  10C,  11A,  12B,

13B, 14A, 15A, 16C, 17B,  18C,

19D, 20A, 21B, 22C, 23B, 24D,

25C, 26A, 27A, 28D, 29A, 30C,

31D, 32D, 33D, 34A, 35A, 36B,

37C, 38D, 39A, 40C, 41A, 42B,

43B, 44A, 45A, 46A, 47A, 48B,

49A, 50A, 51B, 52D, 53C, 54C,

55C, 56D, 57D, 58D, 59B, 60C




বিস্তারিত জানার জন্য ক্লিক করুন 👇

 বিশ্বের ভাষা ও পরিবার :

ভারতে প্রচলিত ভাষাপরিবার

Scroll to Top