সমার্থক শব্দ |প্রতিশব্দ |Samarthok shabdo | Pratishabdo


সমার্থক শব্দ

অগ্নি – অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, জ্বলন, শিখিন, শিখবৎ, পিঙ্গল, বিশ্বপা, সপ্তাংশু, বীতিহোত্র।


আকাশ – গগন, খ, অম্বর, অন্তরীক্ষ, আসমান, ব্যোম, শূন্য, শূন্যতল, শূন্যলোক,অভ্র, নীলিমা,দ্যুলোক,নভঃ, নভঃস্থল, নভোলোক, নভোমণ্ডল, ইথার, অনন্ত, ত্রিদিব, পবনপথ, মেঘাস্পদ, মেঘবেশ্ম, ঘনাশ্রয়, মেঘবর্ত্ম, পুরবর্ত্ম, সুরবর্ত্ম, সুরপথ, তারাপথ, বিহায়,অনঙ্গ, অক্ষর, ঘনবীথি, লোকালোক, নিরাকার, নীলাকাশ, ক্রন্দসী, রোদসী।


আনন্দ – হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, পুলক, আমোদ, সুখ, স্ফূর্তি, ফুর্তি, সন্তোষ, উল্লাস, পরিতোষ, উৎফুল্লতা, প্রফুল্লতা, প্রসন্নতা, প্রমোদ, উল্লাস, তুষ্টি, খুশি,মজা,রগড়।


আরম্ভ – শুরু, সূচনা, সূত্রপাত, ভূমিকা, পত্তন।


ইচ্ছা – বাঞ্ছা, অভিলাষ, অভীষ্ট, আকাঙ্ক্ষা, মনস্কামনা, কামনা, ঈপ্সা অভীপ্সা, বাসনা, অভিপ্রায়, রুচি, অভিরুচি, সাধ, স্পৃহা, লিপ্সা, আকিঞ্চন, ঈহা, মনোরথ।


ঈশ্বর – ঈশ,  জগদীশ, ভগবান, জগৎপিতা, বিধাতা, ধাতা,  জগন্নাথ, পরমেশ্বর, বিভু, জগৎপিতা, বিশ্বপিতা, বিধি, সৃষ্টিকর্তা,  স্রষ্টা, ইলাহি।

 

কন্যা – মেয়ে, তনয়া, কুমারী, সুতা, আত্মজ, দারিকা, নন্দিনী, দুহিতা, পুত্রী, কন্যকা, নন্দনা, তনুজা।


কিরণ – প্রভা, বিভা, রশ্মি, অংশু, দীপ্তি, জ্যোতিঃ, দ্যুতি, মরীচি, দীধিতি, ময়ূখ, আভা।


গাছ – তরু, পাদপ, বৃক্ষ, শাখী , দ্রুম, পত্রী, স্কন্ধী, রুক, পল্লবী, বিটপী, অটবি, অগচ্ছ, ভূপদ, উদ্ভিদ, গাছলা,  গাছপালা, মহীরুহু,  ক্ষিতিরুহ, মহিজাত, বনস্পতি, তরুরাজ,  তরুবর,  দ্রুমরাজ, বৃক্ষশ্রেষ্ঠ, নির্মুট, পর্ণখন্ড।


ঘর – আবাস, গৃহ, নিবাস, ভবন, আলয়, নিকেতন, আগার, মন্দির, গেহ, নিলয়, সদন, ধাম, বাড়ি, বাটী, কুটির, বেশ্ম, আয়তন।


ঘোড়া – অশ্ব, ঘোটক, তুরগ, বাজী, হয়, কীকট, তুরঙ্গ, তুরঙ্গম।


ঘুম – নিদ্রা, সুপ্তি, প্রসুপ্তি, সাধিকা।


চাঁদ – নিশাকর, শশধর, চন্দ্র, সুধাকর, ইন্দু,  বিধু,  চন্দ্রমা, চন্দ্রিমা, চন্দ্রক,  শশাঙ্ক,  এণকতিলক,  সুধাংশু, মৃগাঙ্ক, সুধাকর, হিমাংশু, শীতাংশু, সিতাংশু, নিশাকর, নিশানাথ, নিশাপতি, নিশিকান্ত, নিশামণি, নিশিনাথ, নিশাপতি, নিশিকান্ত, নিশামণি, নিশিনাথ, নিশারত্ন, শশধর, শশভৃৎ, শশলক্ষণ, শশবিন্দু, রাত্রিকর, রাকাপতি, নক্ষত্রেশ, রজনীকর, রজনীশ, রজনীসখা, রজনীরাজ, রজনীকান্ত, পক্ষজ, পক্ষধর, পক্ষচর, রজনীপতি, কুমুদপতি, তারানাথ, সোম, যামিনীনাথ, হিমকর, সিতকর, শীতরশ্মি, রাকেশ, হরিণাঙ্ক, ছায়াঙ্ক, কলাধর, কলানাথ, কলানিধি, রাত্রিমণি, সুধাময়, সুধাধার, সুধানিধি, দ্বিজপতি, দ্বিজরাজ, দ্বিজেন্দ্র, ক্ষীরোদনন্দন।


চুল – কেশ, অলক, কুন্তল, শিরোজ, চিকুর।


চোখ – নয়ন, আঁখি, দর্শনেন্দ্রিয়, নেত্র, লোচন, চক্ষু, ঈক্ষণ, দৃষ্টি, দর্শন।


ছেলে – পুত্র, অপত্য , তনয়, সুত, কুমার, কোঙর, আত্মজ, নন্দন, দারক, তনূদ্ভব।


জল – বারি, সলিল, নীর, অপ, অম্বু, উদক, উদ,পয়, অম্ভ, তোয়, পানি, উড়ু, সরঃ, ইরা, ইলা, পুষ্কর, পাথঃ, বর্বূর, সম্বর, তামর, শীতোত্তম, বারুণ, জীবন, প্রাণদ।


জোনাকি – খদ্যোত, জোনাক, জোনাই, জ্যোতিরিঙ্গণ, কীটমণি।


ঝড় – ঝঞ্ঝা, তুফান, ঝটিকা, বাত্যা, ঝড়ি, প্রভঞ্জন, ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবাত।


তরঙ্গ – ঢেউ, ঊর্মি, লহরী, তুফান, ওঘ, বীচি কল্লোল, হিল্লোল।


দিন – দিবস, অহ, অহ্ন, বার, রোজ।


দুর্গা – পার্বতী, ভবতারিণী, শারদা, ত্রিনয়নী, উমা, শৈলজা, হৈমবতী, গিরিজা, রুদ্রাণী, আদ্যাশক্তি।


নদী – তটিনী, প্রবাহিনী, স্রোতস্বতী, নদ, স্রোতস্বিনী, কূলবতী, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রবল্লভা, সমুদ্রদয়িতা, স্রোতোবহা, বহা, বাহিনী, দ্রবন্তী, রোধবতী, অপগা, আপগা, নিম্নগা, স্রোতোবহ, নির্ঝরিণী, শৈবলিনী, তরঙ্গিণী, হ্রদিনী, ধুনী, কল্লোলিনী, বারিৎ, স্রবন্তী, পয়স্বিনী, গাঙ, দরিয়া, নই।


নারী – স্ত্রীলোক, বামা, রমণী, ললনা, অঙ্গনা।


পতাকা – ধ্বজ, ধ্বজা, ঝাণ্ডা, কেতন।


পদ্ম – কমল, উৎপল,সরোজ, পঙ্কজ, নলিনী, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ,ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ, অম্বুজ, সলিলজ, নীরজ, নীলকমল, বিসজ, রাত্রিহাস।


পর্বত – অচল, গিরি, অদ্রি, শৈল, নগ, পাহাড়,  ভূধর, ক্ষিতিধর, মেদিনীধর, ধরাধর, মহীধর, বসুধাধর, উর্বীধর, বসুভৃৎ, মহীধ্র, গোধর, গোধ্র, শৃঙ্গবান, শিখরী, শৃঙ্গী, সানুমান, শৃঙ্গধর।


পাখি – বিহঙ্গ, বিহগ, খেচর, পক্ষী, খগ।


পুকুর – পুষ্করিণী, জলাশয়, সরিৎ।


পৃথিবী – ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূমণ্ডল, অদিতি। 


ফুল – পুষ্প, কুসুম, প্রসূন, মুঞ্জরি, পুষ্পক, সুমন, মণীবক।


ব‌ই – গ্রন্থ, পুস্তক, কেতাব, বহি।


বন– জঙ্গল, অরণ্য, বনভূমি, বনানী, কানন।


বন্ধু – মিত্র, সখা, মিতা, সুহৃদ্ , ইয়ার-দোস্ত


বৃষ্টি  – বর্ষণ, নীরদবাহন, গোধৃত, পরামৃত, খবারি, গগনাম্বু, মেঘরস, মেঘোদক, মেঘদ্রব, ঘনরস, আকাশসলিল, দিব্যোদক।


বাতাস – বায়ু, পবন, সমীর, বায়, মরুৎ, হাওয়া, সমীরণ, অনিল, মারুৎ, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভস্বান, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, বহ্নিসখ, বহ্নিমিত্র, জগতায়ু জগৎপ্রাণ, মাতরিশ্মা, জগদ্বল, গন্ধবহ, গন্ধবাহ।


বাঘ – শার্দুল, শ্বাপদ, ব্যাঘ্র।



বিদ্যুৎ – সৌদামিনী, ক্ষণপ্রভা, দামিনী, তড়িৎ, চপলা, বিজলী, চঞ্চলা, ক্ষণদ্যুতি, ইরম্মদ, চিকুর অক্ষজ, শম্পা।


ভয় – শঙ্কা, ত্রাস, তরাস, ডর, আতঙ্ক, ভীতি।


মন – চিত্ত, অন্তর, হৃদয়, হৃদি, মর্ম, হিয়া


ময়ূর – শিখী, শিখণ্ডী, কলাপী, বর্হী


মাতা – মা, জননী,  প্রসূতি, অম্বা, গর্ভধারিণী, জনয়িত্রী, প্রসবিনী, প্রসূ, প্রসবিত্রী, মাতৃকা, জনিকা।


মেঘ – অভ্র, ঘন, জলদ,নীরদ, বারিদ, দেয়া, জলধর, তোয়ধর, জীমূত,অম্বুদ, অম্বুবাহ, অম্বুবাহী, অম্ভোদ, পয়োমুক, বলাহক, ধূমিকা, তোয়দ, বারিদ, বারিবাহ, অম্বুধর, জীমূতেন্দ্র, পর্জন্য, কাদম্বিনী, জলকরঙ্ক, বাতধ্বজ, গর্জ, ধারাধর, নীরধর, অর্ণোদ, অবোর, পাথোদ, বর্ষধর, বায়ুবাহ, কুহার।


রাত্রি – রাতি, রজনী, যামিনী, নিশা, শর্বরী, বিভাবরী, নিশীথিনী, ক্ষপা, ত্রিযামা, ক্ষণদা, তমস্বিনী।


শরীর – দেহ, কায়া, বপু, কলেবর, তনু।


সাগর – সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি, সায়র, জলনিধি, প্রচেতা, জলেশ, জলেন্দ্র, অকূল, অকূলপাথার, জলেশ্বর, জলারণ্য, জলধর, হিরণ্যদ, নদীকান্ত, রত্নগর্ভ, নীলাম্বু, নীলাম্বুধি, অকৃপার, অম্বুরাশি, অম্বুভৃৎ, অম্বুমান, অম্বুপ, সরিৎপতি, ঊর্মিমালী, মকরালয়, মকরাকর, ক্ষৌণীপ্রাচীর, পয়োনিধি, নীরধি, তোয়ধি, নীরনিধি, পয়োধি, ইন্দুজনক, জলাধিপ, বারিধর, বারিনিধি, বারীন্দ্র, বারীশ, কলঙ্কষ, ইরাবান, দ্বীপী।


সাপ – ভুজঙ্গ, উরগ, আশীবিষ, ফণী, নাগ, সর্প, ভুজগ, ভুজঙ্গম, পন্নগ, অহি, কাকোদর, দ্বিজ, অকর্ণ, দ্বিজিহ্ব।


সিংহ – মৃগেন্দ্র, কেশরী, হর্যক্ষ, রক্তজিহ্ব, হরি।


সূর্য – রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক  ,ভানু, তপন, আদিত্যভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পূষণ, সূর, মিত্র, দিনপতি, আফতাব।


স্ত্রী – পত্নী, দারা, সহধর্মিণী  স্বর্গ, দেবলোক, দেবপুরী, সুরলোক, সুরপুর, দ্যুলোক।


হাতি – হস্তী, মাতঙ্গ, গজ, করী, দন্তী, করেণু, কুঞ্জর, বারণ, দ্বিপ, দ্বিরদ, দন্তাবল।







Scroll to Top