বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

আদরিণী – প্রভাতকুমার মুখোপাধ্যায়|দ্বাদশ শ্রেণি |তৃতীয় সেমেস্টার|Class -XII |Semester -III|H.S Bengali|Adorini MCQ|Banglasahayak.com

আদরিণীপ্রভাতকুমার মুখোপাধ্যায়

উচ্চমাধ্যমিক বাংলা (নতুন পাঠক্রম) তৃতীয় সেমেস্টারের একটি গল্প ‘আদরিণী‘। গল্পটি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮ নম্বরের ৮ টি MCQ আসবে। তাই গল্পটি বারবার খুঁটিয়ে পড়তে হবে। গল্পটি পড়তে ক্লিক করুন আদরিণী গল্প। বাংলা সহায়কের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ ৬৪ টি MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় গল্প থেকে ৮-এ ৮ নম্বর পাওয়া যাবে।

আদরিণী গল্পের সারসংক্ষেপ :

বাংলা সাহিত্যের অন্যতম পশুকেন্দ্রিক গল্প ‘আদরিণী’। গল্প লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। ১৩২০ বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় ‘সাহিত্য’ পত্রিকায় ‘আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয়। ‘আদরিণী’ গল্পটি প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ‘গল্পাঞ্জলি’ গল্পগ্রন্থের অন্তর্গত। গল্পটি সাতটি পরিচ্ছেদে বিভক্ত।

জয়কৃষ্ণ মুখোপাধ্যায় সে কালের ইংরেজি না-জানা অভিজ্ঞ মোক্তার। কিঞ্চিৎ বদমেজাজি কিন্তু হৃদয়বান। সামান্য তোষামোদে গলে পড়েন। দু’হাতে যেমন দেদার অর্থ উপার্জন করেছেন তেমনি অন্নদানও করেছেন। 

পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য মহারাজ নরেশচন্দ্র রায় চৌধুরীর কাছে হাতি চেয়ে একটি পত্র লেখেন। মহারাজ বিয়েতে যাওয়ার জন্য হাতি দিতে না চাইলে জেদের বশে একটা হাতি কিনেন বীরপুরের জমিদার উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। হাতিটির নাম আদরিণী।

হাতিটা ঘরে এলে কেউ বাজাল শাঁখ, কেউ তার চার পায়ে তেল হলুদ লাগিয়ে ঘটির জল ঢালল, কেউ বা কপালে তেল সিঁদুর দিল। খাওয়ার জন্য রাখা হল মঙ্গলদ্রব্য, আতপ চাল, কলা ইত্যাদি। কালক্রমে নব্য ইংরেজি জানা উকিলদের সংখ্যাধিক্যে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের সুদিন চলে গেল। আয়ের চেয়ে ব্যয় বাড়ল। হাতির জন্যই খরচ হতো মাসে ৩০/৪০ টাকা। এদিকে মুখোপাধ্যায় মহাশয়ের তিন ছেলেই উপার্জন করে না। তার উপর নাতনী কল্যাণীর বিয়ের আয়োজন চলছে। এই শুভকাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই তিনি বাধ্য হয়ে তাঁর আদরের হাতি আদরিণীকে বিক্রি করার সিদ্ধান্ত নেন।

প্রথম বার নিকটস্থ বামুনহাটের মেলায় এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও নিয়ে যাওয়া হয় আদরিণীকে। যাওয়ার সময় কল্যাণী দেখে, আদরিণী কাঁদছে। সে অভিমান ও দুঃখে চোখের জল ফেলছে, যেন বুঝতে পারছে যে তাকে চিরতরে বিদায় নিতে হবে। হাতি বিক্রি হয় না ফিরে আসে।এরপর রসুলগঞ্জের হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। খবর আসে, বাড়ি থেকে সাত ক্রোশ দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়েছে। তার পেটে ব্যথা শুরু হয়েছে, মাহুত যতই চেষ্টা করুক, কোনো চিকিৎসাই কাজে আসছে না। মুখোপাধ্যায় মহাশয় যখন সেখানে পৌঁছান, তখন সব শেষ। বিশালদেহী আদরিণী আমবাগানে শুয়ে আছে, নিথর, নিস্তব্ধ।

বৃদ্ধ জয়রাম মোক্তার আদরিণীর শবদেহের পাশে পড়ে কাঁদতে কাঁদতে বারবার বলেন-“অভিমান করে চলে গেলি মা? তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি?” আদরিণীর মৃত্যুতে মুখোপাধ্যায় মহাশয় মানসিকভাবে ভেঙে পড়েন। ঠিক দুই মাস পর তিনিও মারা যান। 

 

           প্রথম পরিচ্ছেদ

.আদরিণীগল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত ?

(A) গল্পগুচ্ছ

(B) গল্পবীথি

(C) দেশী ও বিদেশী

(D) গল্পাঞ্জলি

 

.আদরিণীগল্পটির পরিচ্ছেদ সংখ্যা কত ?

(A) পাঁচ

(B) ছয় 

(C) সাত

(D) আট

 

. পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারীবাবু জয়রাম মুখোপাধ্যায়ের কাছে কখন এসেছিলেন ?

(A) সকালে

(B) দুপুরে

(C) বিকেলে

(D) রাতে

 

. জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন

(A)  উকিল

(B) মোক্তার

(C) ম্যাজিস্ট্রেট

(D) জমিদার

 

.পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী যখন জয়রাম বাবুর কাছে এসেছিলেন, তখন জয়রামবাবু কোথায় বসেছিলেন ?

(A) উঠোনে

(B) বৈঠকখানার বারান্দায়

(C) বাহিরে কাঠের চেয়ারে

(D) চণ্ডীমণ্ডপের বারান্দায়

 

. বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য মোক্তারমশাই মহারাজ নরেশচন্দ্রের কাছে কী চেয়ে পত্র লিখেছিলেন ?

(A) পাল্কি

(B) হাতি

(C) গোরুর গাড়ি

(D) ঘোড়ার গাড়ি

 

. পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে যে বারে ছিল

(A) রবিবার

(B) সোমবার

(C) মঙ্গলবার

(D) বুধবার

 

. পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে বাই খেমটা আসছে যেখান থেকে

(A) কলকাতা ও দিল্লি

(B) দিল্লি ও বেনারস

(C) বেনারস ও এলাহাবাদ

(D) বেনারস ও কলকাতা

 

. জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের বাবুদের কত বছরের পুরনো মোক্তার?

(A) দশ বছর

(B) পনেরো বছর

(C) বিশ বছর

(D) পঁচিশ বছর

 

১০.দুটো দিন কাছারি কামাই হয়” – যে দুদিনের কথা বলা হয়েছে

(A) রবি সোম

(B) সোম মঙ্গল      

(C) মঙ্গল বুধ

(D) বুধ শুক্র

 

১১. গোরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে আসতে কত দিন সময় লাগে ?

(A) একদিন

(B) দুইদিন

(C) তিনদিন

(D) চারদিন

 

১২.সেও জোগাড় হওয়া মুশকিল”- কী জোগাড় হওয়া মুশকিল ?

(A) পাল্কি

(B) হাতি

(C) গোরুর গাড়ি

(D) ঘোড়ার গাড়ি

 

১৩.আদরিণীগল্পে মহারাজার নাম কী ?

(A) কুঞ্জবিহারী মজুমদার 

(B) নরেশচন্দ্র রায় চৌধুরী 

(C) নগেন্দ্রনাথ রায় চৌধুরী

(D) নরেশচন্দ্র মজুমদার 

 

              দ্বিতীয় পরিচ্ছেদ

 

১৪. দিন প্রভাতে আহ্নিক পূজাটা  মুখুয্যে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন” – কোন দিনের কথা এখানে বলা হয়েছে?

A) রবিবার          

B) মঙ্গলবার    

C) বুধবার           

D) শনিবার

 

১৫. দিন প্রভাতে আহ্নিক পূজাটা  মুখুয্যে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন” – টা পর্যন্ত করতেন?

(A) সকাল আটটা

(B) সকাল নয়টা

(C) সকাল দশটা

(D) সকাল সাতটা

 

১৬. জয়রামবাবুর আদি বাস কোথায় ছিল ?

A) যশোহর জেলায়       

B) খুলনা জেলায়     

C) ফরিদপুর জেলায়     

D) ময়মনসিংহ জেলায়

 

১৭. জয়রাম মোক্তার যখন যশোহর জেলা থেকে এই অঞ্চলে আসেন তখন তার সম্বল ছিল

A) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি

B) একটি ক্যাম্পিসের ব্যাগ এবং ১০০ টাকা  

C) একটি ক্যাম্পিসের ব্যাগ ও ছাতা

D) একটি ক্যাম্বিসের ব্যাগ  ও একটি আইনের বই

 

১৮. জয়রাম মোক্তার কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন?

(A) তিন টাকা

(B) বারো আনা

(C) তেরো সিকা

(D) আঠারো সিকা

 

১৯. জয়রাম মোক্তারের মেজাজ ছিল

(A) কোমল

(B) স্নেহপ্রবণ

(C) রুক্ষ

(D) রগচটা

 

২০.যৌবনে ইনি রীতিমতো বদরাগী ছিলেন” — এখানে কার কথা বলা হয়েছে?

উত্তরমালা

A) জয়রাম মুখোপাধ্যায়        

B) নগেন্দ্র বাবু     

C) মহারাজা নরেশচন্দ্র           

D) এক ডেপুটিবাবু

 

২১. জয়রাম মুখোপাধ্যায় তার মঙ্গলা গাইয়ের বাছুরের নামকরণ করেছিলেন

A) এক ডেপুটিবাবুর নামে     

B) এক উকিল বাবুর নামে

C) এক জজ সাহেবের নামে     

D) এক ম্যাজিস্ট্রেটের নামে

 

২২. আদালত অবমাননার জন্য মোক্তার বাবুর কত টাকা জরিমানা হয়েছিল?

(A) দশ টাকা

(B) পাঁচ টাকা

(C) সাত টাকা

(D) পনেরো টাকা

 

২৩. মোক্তার মশাই কত টাকা ব্যয় করে টাকা জরিমানার হুকুমটি হাইকোর্টে গিয়ে রহিত করেন?

(A) ১২০০ টাকা

(B) ১৫০০ টাকা

(C) ১৭০০ টাকা

(D) ২০০০ টাকা

 

২৪. সপ্তাহের কোন দিন পাড়ার যুবকবৃদ্ধরা মোক্তার বাবুর বৈঠকখানায় সমবেত হয়ে তাসপাশা খেলতেন ?

(A) রবিবার

(B) সোমবার

(C) মঙ্গলবার

(D) বুধবার 

 

২৫.এক জোড়া নতুন বলদ কিনে এনেছেখুব দ্রুত যায় ” – কে বলদ কিনেছে ?

(A) উমাচরণ লাহিড়ী

(B) ইদামদ্দি খান

(C) ইদামদ্দি শেখ

(D) ইয়াদুল শেখ

            

             তৃতীয় পরিচ্ছেদ

 

২৬. জয়রাম মুখোপাধ্যায় যার থেকে হাতি কিনেছিলেন তিনি হলেন

A) উমাচরণ লাহিড়ী              

B) ইদামদ্দি শেখ

C) মহারাজা নরেশচন্দ্র            

D) নগেন্দ্র বাবু

 

২৭. জয়রাম মুখোপাধ্যায় বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন?

(A) ২০০০ টাকা

(B) ১৫০০ টাকা

(C) ২৫০০ টাকা

(D) ৩০০০ টাকা

 

২৮.মুখুজ্যেমশায়, হাতিটি কার?” – কথা জিজ্ঞাসা করেছিলেন

A) উমাচরণ লাহিড়ী              

B) কুঞ্জবিহারীবাবু

C) মহারাজা নরেশচন্দ্র

D) নগেন্দ্র বাবু

 

               চতুর্থ পরিচ্ছেদ : 

 

২৯. জয়রাম মুখোপাধ্যায়ের পুত্রসংখ্যা

A) তিন             

B) দুই       

C) চার               

D) এক

 

৩০.বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে”  – যার কথা বলা হয়েছে

(A) জ্যেষ্ঠ পুত্র

(B) মধ্যম পুত্র

(C) কনিষ্ঠ পুত্র

(D) AওB উভয়ই 

 

৩১. জয়রামবাবুর ছোটো ছেলে কোথায় পড়াশোনা করে ?

(A) কলকাতায়

(B) বিলেতে

(C) পশ্চিমে

(D) দিল্লিতে

 

                    পঞ্চম পরিচ্ছেদ

 

৩২.আদরিণীগল্পে হস্তী ভাড়ার বিজ্ঞাপনটি কোন পরিচ্ছেদে রয়েছে?

(A) ষষ্ঠ পরিচ্ছেদ

(B) চতুর্থ পরিচ্ছেদ

(C) পঞ্চম পরিচ্ছেদ

(D) তৃতীয় পরিচ্ছেদ

 

৩৩.  হস্তী ভাড়ার বিজ্ঞাপনে ভাড়া ছিল 

A) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এবং মাহুতের খোরাকি এক টাকা 

B) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি 

C) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এবং মাহুতের খোরাকি 

D) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি এক টাকা

 

৩৪. হস্তী ভাড়ার বিজ্ঞাপনে কোন পাড়ার উল্লেখ রয়েছে ?

(A)মোক্তারপাড়া

(B) মুখার্জিপাড়া

(C) উকিলপাড়া

(D) চৌধুরীপাড়া

 

৩৫. হাতি ভাড়া দিয়ে জয়রামবাবুর কত টাকা আয় হতো?

(A) ১০/১৫ টাকা

(B) ২০/২৫ টাকা

(C) ১৫/২০ টাকা

(D) ২৫/৩০ টাকা

 

৩৬. জয়রাম মোক্তারের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কী?

(A) অন্নপূর্ণা

(B) কাজল

(C) হৈমন্তী

(D) কল্যাণী

 

৩৭. কল্যাণীর জন্য যে পাত্রটি ঠিক হয়েছিল সে রাজসাহি কলেজে কী পড়ত?

(A) আইন

(B) আই.এ

(C) বি.এ

(D) এম.এ

 

৩৮. কল্যাণীর বয়স কত?

(A) ১২  বছর

(B) ১৩  বছর

(C) ১৪  বছর

(D) ১৫  বছর

 

৩৯. কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ কত টাকা পণ চেয়েছিল ?

(A) ১৫০০ টাকা

(B) ২০০০ টাকা

(C) ২৫০০ টাকা

(D) ৩০০০ টাকা

 

৪০.বামুনহাটে একটি মেলা হয়” – কখন ?

(A) বৈশাখ মাসে

(B) পৌষ সংক্রান্তিতে

(C) মাঘ মাসে

(D) চৈত্র সংক্রান্তিতে

 

. বামুনহাটের মেলা শুরু হয় চৈত্র সংক্রান্তির কতদিন আগে ?

(A) সাত দিন

(B) দশ দিন

(C) পনেরো দিন

(D) বারো দিন

 

৪২. আদরিণীকে বিক্রি করার জন্য প্রথমে যে মেলায় নিয়ে যাওয়া হয়?

(A) রসুলগঞ্জের মেলা

(B) বৈরাগী পাড়ার মেলা

(C) পীরগঞ্জের মেলা

(D) বামুনহাটের মেলা

 

৪৩. বামুনহাটেরর মেলায় হাতি বিক্রি করতে কোন পুত্রটি সঙ্গে গিয়েছিল?

(A) জ্যেষ্ঠ পুত্র

(B) মধ্যম পুত্র

(C) কনিষ্ঠ পুত্র

(D) কোনোটিই নয়

 

৪৪. আদরিনীকে বামুনহাটের মেলায় নিয়ে যাওয়ার আগের দিন তার জন্য কত টাকার রসগোল্লা এনে রাখা হয়েছিল?

(A) দুই টাকার

(B) তিন টাকার

(C) চার টাকার

(D) পাঁচ টাকার

 

 

                    ষষ্ঠ পরিচ্ছেদ

 

৪৫.কল্যাণী বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে“- কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল

A) ১০ বৈশাখ     

B) ১০ জ্যৈষ্ঠ       

C) ১০ আষাঢ়     

D) ১০ মাঘ

 

৪৬.সন্ধ্যাবেলা মসমস্ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল “– কত তারিখে ?

A) ১ বৈশাখ       

B) ১০ বৈশাখ    

C) ১ জ্যৈষ্ঠ                      

D) ১০ জ্যৈষ্ঠ

 

৪৭. আদরিনীকে বিক্রির জন্য দ্বিতীয়বার কোন মেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়?

(A) বামুনহাটের মেলা

(B) সুনামগঞ্জের মেলা

(C) রসুলগঞ্জের মেলা

(D) পীরগঞ্জের মেলা

 

৪৮. রসুলগঞ্জের মেলা বামুনহাটের মেলা থেকে কত দূরে?

(A) ১০ ক্রোশ 

(B) ১২ ক্রোশ 

(C) ১৫ ক্রোশ

(D) ২০ ক্রোশ

 

৪৯. রসুলগঞ্জের মেলাটি কত দিন ধরে চলে ?

(A) ৫ দিন 

(B) ৭ দিন

(C) ১৫ দিন 

(D) এক মাস 

 

৫০.দাদামশায়, আদর যাবার সময় কাঁদছিল“- বক্তা কে ?

A) কল্যাণী         

B) লাবণী      

C) চাকর            

D) কোনোটিই নয়

 

৫১. “জানতে পেরেছেওরা অন্তর্যামী কিনা!”- বক্তা কে?

A) কল্যাণী         

B) জয়রাম মোক্তার      

C) জয়রাম মোক্তারের বড়ো ছেলে

D) জয়রাম মোক্তারের মেজো ছেলে

৫২. “তুই তো অন্তর্যামীতুই কি আমার মনের  কথা  বুঝতে পারিসনি ?” – বক্তা কে?

A) কল্যাণী         

B) জয়রাম মোক্তার      

C) জয়রাম মোক্তারের বড়ো ছেলে

D) জয়রাম মোক্তারের মেজো ছেলে

 

               সপ্তম পরিচ্ছেদ

 

. আদরিনীর অসুস্থতার খবর জয়রামবাবুর কাছে যিনি পৌঁছে দিয়েছিলেন

(A) মেষপালক

(B) চাষী

(C) পিওন

(D) জয়রাম বাবুর জ্যেষ্ঠপুত্র

 

৫৪. বাড়ি থেকে কত দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়ে?

(A) দশ ক্রোশ

(B) সাত ক্রোশ

(C) নয় ক্রোশ

(D) আট ক্রোশ

 

৫৫. আদরিণী অসুস্থ হয়ে যেখানে শুয়ে পড়েছিল

(A) রাস্তার ধারে

(B) ফাঁকা মাঠে

(C) লিচু বাগানে

(D) আম বাগানে

 

৫৬. আদরিনীর অসুস্থতার খবর শুনে জয়রামবাবু রওনা হয়

(A) রাত্রি আটটার সময়

(B) রাত্রি নটার সময়

(C) রাত্রি দশটার সময়

(D) রাত্রি এগারোটার সময়

 

৫৭. “অভিমান করে চলে গেলি মা ? – কে, কার প্রসঙ্গে একথা বলেছে ?

A) জয়রাম মোক্তার, কল্যাণী 

B) জয়রাম মোক্তারের জ্যেষ্ঠ পুত্র, কল্যাণী          

C) জয়রাম মোক্তার, আদরিণী                

D) জয়রাম মোক্তারের জ্যেষ্ঠ পুত্র, আদরিণী 

 

৫৮. আদরিণীর মৃত্যুর পর মোক্তার মহাশয় কত দিন জীবিত ছিলেন ?

A) এক মাস       

B) দুই মাস      

C) তিন মাস       

D) চার মাস

 

 

৫৯. সত্যমিথ্যা নির্বাচন করো

(i) জয়রাম মুখোপাধ্যায় মাথায় পাগড়ি বাঁধিতেন।

(ii) সেকালে মোক্তারগণ শামলা ব্যবহার করিতেন না।

(A) (i) ও (ii) সত্য

(B) (i) ও (ii) মিথ্যা

(C) (i) সত্য (ii) মিথ্যা

(D) (i) মিথ্যা (ii) সত্য

 

৬০. ক্রম অনুসারে সাজাও:

(i) “দাদামহাশয়, আদর যাবার সময় কাঁদছিল।”

(ii) বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে।

(iii) হাতি দিলে না! হাতি দিলে না! হাতি দিলে না।

(iv) এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল।

(a) (i),(ii), (iv), (iii) 

(b) (ii), (iii), (iv), (i)

(c) (iv),(iii), (i), (ii) 

(d) (i),(iii), (iv), (ii)

৬১. সঠিক ব্যাখ্যা কারণ নির্বাচন করো:

বিবৃতি: পীরগঞ্জে গিয়ে  নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে।

কারণ: (i) সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়।

কারণ: (ii) ঘোড়ার গাড়ির পথ নেই।

(A) (i) ও (ii) সঠিক

(B) (i) সঠিক (ii) ভুল

(C) (i) ও (ii) ভুল

(D) (i) ভুল (ii) সঠিক

৬২. সত্যমিথ্যা নির্বাচন করো:

(i) জয়রাম মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ।

(ii) আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কুড়ি টাকা জরিমানা হইয়াছিল। 

(iii) জয়রাম মোক্তার ইংরেজি জানতেন না।

(iv) জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি এম.এ পরীক্ষায় ফেল করেছিল।

(A) (1) সত্য, (1) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা 

(C) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা

৬৩. স্তম্ভ মেলাও সঠিক বিকল্পটি নির্বাচন করো

 

(A) (i)-D, (ii)-A, (iii)-B, (iv)-C

(B) (i)-C,(ii)-D, (iii)-B, (iv)-A

(C) (i)-A,(ii)-B, (ii)-D, (iv)-C

(D) (i)-A,(ii)-B, (iii)-C, (iv)-D

৬৪. ক্রম অনুসারে সাজাও:

(i) হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাঁহার মুছিয়া গেল।

(ii) ইহার পর আর তিনি কাছারি যান নাই।

(iii) তুই তো অন্তর্যামী– তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি?

(iv) আদর, যাও মা বামুনহাটের মেলা দেখে এসো।

(A) (i),(ii), (iv), (iii) 

(B) (ii), (iii), (iv), (i)

(C) (iv),(iii), (i), (ii) 

(D) (i),(iii), (iv), (ii)

 

 

            উত্তরমালা :

১. (D) গল্পাঞ্জলি

২. (C) সাত

৩. (C) বিকেলে

৪. (B) মোক্তার

৫. (B) বৈঠকখানার বারান্দায়

৬. (B) হাতি

৭. (B) সোমবার

৮. (D) বেনারস ও কলকাতা

৯. (C) বিশ বছর

১০. (B) সোম মঙ্গল   

১১. (D) চারদিন

১২. (A) পাল্কি

১৩. (B) নরেশচন্দ্র রায় চৌধুরী 

১৪. (A) রবিবার 

১৫. (B) সকাল নয়টা

১৬. (A) যশোহর জেলায়     

১৭. (A) একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি

১৮. (C) তেরো সিকা

১৯. (C) রুক্ষ

২০. (A) জয়রাম মুখোপাধ্যায়    

২১. (A) এক ডেপুটিবাবুর নামে 

২২. (B) পাঁচ টাকা

২৩. (C) ১৭০০ টাকা

২৪. (A) রবিবার 

২৫. (C) ইদামদ্দি শেখ

২৬. (A) উমাচরণ লাহিড়ী 

২৭. (A) ২০০০ টাকা

২৮. C) মহারাজা নরেশচন্দ্র

২৯. (A) তিন 

৩০. (D) AওB উভয়ই 

৩১. (A) কলকাতায়

৩২. (C) পঞ্চম পরিচ্ছেদ

৩৩. (B) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি 

৩৪. (D) চৌধুরীপাড়া

৩৫. (C) ১৫/২০ টাকা

৩৬. (D) কল্যাণী

৩৭. (D) এম.এ

৩৮. (A) ১২  বছর

৩৯. (B) ২০০০ টাকা

৪০. (D) চৈত্র সংক্রান্তিতে

৪১. (C) পনেরো দিন

৪২. (D) বামুনহাটের মেলা

৪৩. (B) মধ্যম পুত্র

৪৪. (A) দুই টাকার

৪৫. (A) ১০ বৈশাখ 

৪৬. (A) ১ বৈশাখ        

৪৭. (C) রসুলগঞ্জের মেলা

৪৮. (A) ১০ ক্রোশ 

৪৯. (B) ৭ দিন

৫০. (A) কল্যাণী 

৫১. (B) জয়রাম মোক্তার    

৫২. (B) জয়রাম মোক্তার   

৫৩. (B) চাষী

৫৪. (B) সাত ক্রোশ

৫৫. (D) আম বাগানে

৫৬. (C) রাত্রি দশটার সময়

৫৭. (C) জয়রাম মোক্তার, আদরিণী 

৫৮. (B) দুই মাস    

৫৯. (A) (i) ও (ii) সত্য

৬০. (B) (ii), (iii), (iv), (i)

৬১. (A) (i) ও (ii) সঠিক

৬২. (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

৬৩. (B) (i)-C,(ii)-D, (iii)-B, (iv)-A

৬৪.  (A) (i),(ii), (iv), (iii) 

 

Scroll to Top