আমি দেখি — শক্তি চট্টোপাধ্যায়|Ami dekhi|kobita|banglasahayak.com

“আমি দেখি” – শক্তি চট্টোপাধ্যায়। 
মূলগ্রন্থ– অঙ্গুরী তোর হিরণ্য জল।

সঠিক বিকল্পটি নির্বাচন করো :
১. আমার দরকার শুধু গাছ দেখা” – কেন?
(ক) শরীরের প্রয়োজনে 
(খ) চোখের প্রয়োজনে 
(গ) কবিতার প্রয়োজনে 
(ঘ) বাগানের প্রয়োজনে
উত্তর : (ক) শরীরের প্রয়োজনে

২. “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়”- এখানে ‘শহরের অসুখ’ হলো—
(ক) নাগরিক কৃত্রিমতা   (খ) ম্যালেরিয়া (গ) দূষণ                       (ঘ) কলেরা
উত্তর :  (ক) নাগরিক কৃত্রিমতা

৩. “গাছ তুলে আনো বাগানে বসাও”– কারণ
(ক) মন সবুজ চায় 
(খ) দেহ সবুজ বাগান চায় 
(গ) প্রাণ সবুজ বাগান চায় 
(ঘ) আত্মা সবুজ বাগান চায়
উত্তর :  (খ) দেহ সবুজ বাগান চায়

৪. “বহুদিন জঙ্গলে কাটেনি দিন”– তার কারণ কবি—
(ক) দীর্ঘদিন বিদেশে ছিলেন 
(খ) দীর্ঘদিন শহরে ছিলেন 
(গ) দীর্ঘদিন অসুস্থ ছিলেন 
(ঘ) দীর্ঘদিন গ্রামে ছিলেন
উত্তর :  (খ) দীর্ঘদিন শহরে ছিলেন

৫.  “সবুজের ভীষণ দরকার”– কীসের জন্য?
(ক) সৌন্দর্যের জন্য     (খ) পরিত্রাণের জন্য 
(গ) আরোগ্যের জন্য   (ঘ) উৎসবের জন্য
উত্তর :  (গ) আরোগ্যের জন্য

৬. “…..হাঁ করে কেবল সবুজ খায়” – কে হাঁ করে সবুজ খায়? উত্তর – শহরের অসুখ।

৭. “আমার দরকার শুধু।” – কবির শুধু কি দরকার? উত্তর – গাছ দেখে যাওয়া।
 
৮.  “আমি দেখি” কবিতায় কবির চোখ কি চায়? উত্তর – সবুজ। 

৯. “আমি দেখি” কবিতায় কবির দেহ কি চায়? উত্তর – সবুজ বাগান। 

১০.  সবুজের অনটন ঘটে — শহরের অসুখ সবুজ খায় বলে। 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]

১. “সবুজের অনটন ঘটে”– কোথায়, কেন সবুজের অনটন’ ঘটেছে?

উত্তর :  আধুনিক নগরসভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে। আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ-করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এবং কবিমনে সবুজের অনটন ঘটে।

২. “তাই বলি, গাছ তুলে আনো”—কেন কবি গাছ তুলে আনতে বলেছেন?

উত্তর : শহরের মানুষ গাছ কেটে ঘর তৈরি করার ফলে সবুজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সবুজের অনটন রোধ করার জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন।

৩. আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে?

উত্তর : আধুনিক নাগরিক সভ্যতার বিবর্ণ যান্ত্রিকতায় বন্দি কবির চোখ এবং দেহ আন্তরিকভাবে আবার সজীব প্রাণময় হয়ে ওঠার জন্যই গাছের সবুজ কামনা করছে।

৪. “শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়” — একথার অর্থ কী ? 

উত্তর :  নগরায়নের ফলে সবুজ ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত। শহরের অসুখ হল গাছ ধ্বংস করা। 

৫. “আরোগ্যের জন্য ভীষণ দরকার” — কী থেকে আরোগ্য ? 

উত্তর : দূষণের ভয়াবহতা থেকে আরোগ্যের কথাই এখানে বলা হয়েছে। 


রচনাধর্মী প্রশ্নোত্তর :

১. ” তাই বলি গাছ তুলে আনো “- পাঠ্য কবিতা অনুসরণে লেখো কবি কেন গাছ তুলে আনতে বলেছেন ?


২. ‘আমি দেখি’ কবিতায় কবি কী দেখতে চেয়েছেন ও কেন দেখতে চেয়েছেন ?


৩. ” শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়।”–শহরের অসুখ কী ? এখানে কবির কোন অভিপ্রায় ব্যক্ত হয়েছে ?


৪. ” আরোগ্যের জন্য ঐ সবুজের ভীষণ দরকার।”-কোন অসুস্থতার কথা বলা হয়েছে? আরোগ্যের জন্য সবুজের ‘ভীষণ দরকার’ কেন?

1 thought on “আমি দেখি — শক্তি চট্টোপাধ্যায়|Ami dekhi|kobita|banglasahayak.com”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top