উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪|H.S. Bengali Suggestion 2024|HS Bengali 24



উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪

‘ক’ ভাষা  (নতুন পাঠক্রম)

MCQ 

SAQ 

প্রশ্নের জন্য নীচে ক্লিক করুন        

হাতের মুঠোয় ৩০

                

(বিষয়ভিত্তিক/বর্ণনামূলক প্রশ্নাবলি)

অনধিক একশো পঞ্চাশ শব্দে যেকোন একটি প্রশ্নের উত্তর দাওx=(গল্প)

            গল্প :

কে বাঁচায় ,কে বাঁচেমানিক বন্দ্যোপাধ্যায় 

“…গা থেকে ধূলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়।”-কার গা থেকে সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়? তার এমন পরিণতির কারণ উল্লেখ করো

অথবা,  শহরের আদি অন্তহীন ফুটপাতে সে ঘুরে ঘুরে বেড়ায়”- সে কে ? ফুটপাতে সে ঘুরে ঘুরে বেড়ায় কেন ?

   অপরাধের প্রায়শ্চিত্ত কী ?”-কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে ? বক্তা নিজেকে অপরাধী মনে করেছে কেন ?

  দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয়”- মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো ? তার এমন হয়ে যাওয়ার কারণ কী ?

কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই”- একথা কার মনে হয়েছে ? কখন বক্তার এরকম মনে হয়েছিল ?

  

ভাতমহাশ্বেতা দেবী  

| 
ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে |”- এখানে কার কথা বলা হয়েছে? ‘ফুটন্ত ভাতের গন্ধকেন তাকে উতলা করে?

|পেটে ভাত নেই বলে উচ্ছব প্রেত হয়ে আছে |”- কীভাবে উচ্ছব প্রেত হয়ে গিয়েছিল ? কীভাবেই বা সে আবার মানুষ হয়ে উঠল ?

|আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের  |”- উচ্ছব আসল বাদা খুঁজতে যেতে পারে না কেন ?

|দাঁতগুলো বের করে সে কামটের হিংস্র ভঙ্গি করে  |”- কে, কার প্রতি এরূপ আচরণ করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো  |

|  উচ্ছবের সংসার মাটিতে লুটোপুটি গেল 
|”-
উচ্ছব কে ? তার সংসার কীভাবে মাটিতে লুটোপুটি গেল ?

|১০  ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে” – কে কীভাবে এই অভিজ্ঞতা লাভ করে ? উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ রো

 ভারতবর্ষসৈয়দ মুস্তাফা সিরাজ

১১হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।’- কোন্ দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে ?

১২তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।”- কী প্রসঙ্গে লেখক একথা বলেছেন ? অদ্ভুত দৃশ্যটি কী তা নিজের ভাষায় লেখো

১৩দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়াল চারদিকে।”- কাকে নিয়ে উত্তেজনা ছড়াল? কীভাবে তা ছড়িয়ে পড়ে? উত্তেজনা কীভাবে প্রশমিত হল?

১৪কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে“- সে কে? জনতা মারমুখী হল কেন? মারমুখী জনতার কী অবস্থা হল?

 

অনধিক একশো পঞ্চাশ শব্দে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও
x= (কবিতা)

  মহুয়ার দেশসমর সেন

|ঘুমহীন তাদের চোখে হানা দেয়/কীসের ক্লান্ত দুঃস্বপ্ন।”–কাদের কথা বলা হয়েছে ? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন ?

| মহুয়ার দেশকবিতায় কবির আশা আশাভঙ্গের কাহিনি কীভাবে ব্যক্ত হয়েছেতা সংক্ষেপে লেখো

| আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল/ নামুক মহুয়ার গন্ধ।”–কবি কেন এমন কামনা করেছেন লেখো

   

আমি দেখিশক্তি চট্টোপাধ্যায়
|  তাই বলি গাছ তুলে আনো “- পাঠ্য কবিতা অনুসরণে লেখো কবি কেন গাছ তুলে আনতে বলেছেন ?

|  আমি দেখিকবিতায় কবি কী দেখতে চেয়েছেন কেন দেখতে চেয়েছেন ?

|  শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়।”–শহরের অসুখ কী ? এখানে কবির কোন অভিপ্রায় ব্যক্ত হয়েছে ?

| আরগ্যের জন্য সবুজের ভীষণ দরকার“–
সবুজ বলতে কবি কী বুঝিয়েছেন ? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন ?

অনধিক একশো পঞ্চাশ শব্দে যেকোন একটি প্রশ্নের উত্তর দাওx= (নাটক)

  

নানা রঙের দিনঅজিতেশ বন্দ্যোপাধ্যায় 

আমাদের দিন ফুরিয়েছে’- কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা কর

‘ “যারা বলেনাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’- তারা সব গাধা”- বক্তার এই মনোভাবের কারণ কী?

   অথবা   তোমার ওই পাবলিককাউকে বিশ্বাস করিনা”- বক্তার বিশ্বাস না করার কারণ কী ?

 
দেখেছ রজনী চাটুজ্জে ইজ রজনী চাটুজ্জেমরা হাতি সোয়া লাখ।”- উক্তিটির আলোকে রজনী চরিত্রটি বিশ্লেষণ করো

আপনার মতো লোকের এত দুঃখ …।”-কে কাকে একথা বলেছে? উদ্দিষ্ট ব্যক্তির দুঃখের বর্ণনা দাও

 এই তো জীবনের সত্য কালীনাথ।”- জীবনের সত্য বলতে বক্তা কী বুঝিয়েছেন? বক্তা কীভাবে জীবনের এই সত্যে উপনীত হলেন তা নাটক অনুসরণে লেখো

শিল্পকে যে মানুষ ভালোবেসেছেতার বার্ধক্য নেই কালীনাথ।”-কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য লেখো

 

        
  
বিভাবশম্ভু মিত্র 

|আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক ।”- অভাবের চিত্রবিভাবনাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো

এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না’ – জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন ? তাঁর অভিজ্ঞতার পরিচয় দাও

হঠাৎ যেন আমার চোখ খুলে গেল’ – এই উপলব্ধি কার ? কীভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ?

১০কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই’ – বক্তা কে ? বক্তার এরকম মনে করার কারণ কী ?

১১এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে।”- সংলাপটি কার? কোন প্রসঙ্গে কেন কথাটি বলা হয়েছ ?

 

অনধিক একশো পঞ্চাশ শব্দে যেকোন একটি প্রশ্নের উত্তর দাওx=

      (আন্তর্জাতিক কবিতা )

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নব্রেটল্ট ব্রেখট

পাতায় পাতায় জয়,/জয়োৎসবের ভোজ বানাত কারা ?’- ‘পাতায় পাতায় জয়কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন ? জয়োৎসবের ভোজ যারা বানাত তাদের সম্পর্কে কবির কী বক্তব্য ?

চিনের প্রাচীর যখন শেষ হল সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ?’ – চিনের প্রাচীর কী ? চিনের প্রাচীরের কারিগরদের সম্পর্কে কবির এমন উক্তির কারণ কী ? +

কত সব খবর ! কত সব প্রশ্ন!’ – কিসের খবরের কথা এখানে বলা হয়েছে ? ‘কত সব প্রশ্নবলতেই কবি কী বুঝিয়েছেন ?

| বিরাট আর্মাডা যখন ডুবল স্পেনের ফিলিপ কেঁদেছিল খুবআর কেউ কাঁদেনি ?”- আর্মাডা কী ? এই প্রশ্নের মাধ্যমে কবিতার মূল বক্তব্যটি কীভাবে প্রকাশিত হয়েছে?

  ভারতীয় গল্প : অলৌকিককর্তার সিং দুগগাল  

গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি।”- কে শুনেছেন ? কোন গল্পটা? গল্পটি সংক্ষেপে লেখো

অথবা,  গল্পটা মনে পড়লেই হাসি পেত।“- কোন্ গল্পের কথা বলা হয়েছে ? বক্তার গল্প শুনে হাসি পাওয়ার কারণ কী ?

 
মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন…”- ঘটনাটি উল্লেখ করোঘটনাটি বক্তার মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল ?

অথবা,   চোখের জলটা তাদের জন্য।”- বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন ? কোন ঘটনায় বক্তার এমন উপলব্ধি সেটি লেখো

 

অনধিক একশো পঞ্চাশ শব্দে যেকোন একটি প্রশ্নের উত্তর দাওx=

    আমার বাংলাসুভাষ মুখোপাধ্যায় 

গারো পাহাড়ের নীচে :

 প্রজারা বিদ্রোহী হয়ে উঠল।”- কার নেতৃত্বে কেন প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল? বিদ্রোহের ফল কী হয়েছিল ?

হাজংশব্দের অর্থ কী ? হাজং দের জীবনযাত্রার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখ

গারো পাহাড়ের নীচেরচনায় গোরোদের ঘর জীবনযাত্রার যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো

মেঘের গায়ে  জেলখানা
:


জেলখানায় হামেশাই হচ্ছে।”-
কোন জেলখানার কথা বলা হয়েছে
?
সেখানে কী হামেশাই হয়
?

 
গাঁয়ের লোক ঠাট্টা করে বলেচোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত।”-
সাধু কে
?
মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো

জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর।” – কোন্ জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হত ?        +

হাত বাড়াও
: 

 তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করোকার দিকে হাত বাড়ানোর কথা বলা হয়েছে ? তাকে কেন এবং কীভাবে সাহায্য করতে হবে বলে লেখক মনে করেন ?

অনধিক একশো পঞ্চাশ শব্দে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও
x=                                     ‌‌‌‌‌

  ভাষা

  গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার কী কী? উদাহরণসহ আলোচনা করো

  ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি ? প্রত্যেকটি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো                                                   

    উদাহরণ সহগুচ্ছধ্বনিযুক্তধ্বনি পরিচয় দাও

  শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো

  রূপমূল বা রূপিম কাকে বলে ? উদাহরণসহ স্বাধীন পরাধীন রূপমূল বুঝিয়ে দাও

  ন্যূনতম শব্দজোড় 
, 
জোড়কলম শব্দ    মুণ্ডমাল শব্দ কী ? উদাহরণসহ বুঝিয়ে দাও    

| বাক্য বিশ্লেষণ এর অব্যবহিত উপাদান তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো 

বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি  

অনধিক একশো পঞ্চাশ শব্দে যেকোন দুটি প্রশ্নের উত্তর দাওx=

       গানের ইতিহাস

  বাংলা গানের ধারায়  অতুলপ্রসাদ সেন/ কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো

  বাংলা লোকসংগীত বলতে কী বোঝ ? লোকগীতির দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করে তোমার এলাকায় প্রচলিত যে কোন একটি লোকসংগীত সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও           
  

চিত্রকলার ইতিহাস  

   বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে  রামকিঙ্কর বেইজ এর অবদান আলোচনা কর

চিত্রকলাচর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো

   সিনেমার ইতিহাস 

   বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক/মৃণাল সেন/ তপন সিংহের অবদান আলোচনা করো

|  বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো   
                  

বিজ্ঞান চর্চার ইতিহাস 

  বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসু / প্রফুল্লচন্দ্র রায়/ সত্যেন্দ্রনাথ বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো

বাঙালির বিজ্ঞান ভাবনা বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো

১০অনধিক ৪০০ শব্দে যেকোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর১০x=১০

১০ মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা কর

 ) চরিত্র গঠনে খেলাধুলা

 ) বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী

 ) শিক্ষা বিস্তারে গণমাধ্যম                

 ) ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য

 ) আধুনিক প্রযুক্তি মানব সভ্যতা  

 ) ভ্রমণ : শিক্ষার অঙ্গ  

১০ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তবনা বা ভূমিকাস্বরূপ গ্রহন করে বিষয়ের গভীরে প্রবেশ করে , পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :

) লোকসংস্কৃতি  অথবা  সাহিত্যপাঠ

) শান্তি ঐক্য   অথবা   তরুণের স্বপ্ন

) দেশসেবা  / স্বদেশপ্রেম       অথবা   মানবতন্ত্র

) সবার উপরে মানুষ সত্য

১০  প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো

বিতর্কের বিষয়

) শিক্ষাক্ষেত্রে দলীয় রাজনীতি    

 ) অষ্টম শ্রেণি পর্যন্ত পাশফেল প্রথা

) ইংরেজি মাধ্যম স্কুলই ছাত্রছাত্রীর সার্বিক কল্যাণ করতে পারে

) শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষাই একমাত্র পথ নয়

) ইন্টারনেটের যুগে সাহিত্য পাঠের প্রয়োজন নেই

) পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়

) চলভাষ ছাড়া চলমান জগৎ অচল

 

১০  প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা কর

) মাইকেল মধুসূদন দত্ত

) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়                

) জীবনানন্দ দাশ

 ) আশাপূর্ণা দেবী

) সুভাষ মুখোপাধ্যায়                                                           

) সৈয়দ মুস্তাফা সিরাজ

) সুনীল গঙ্গোপাধ্যায়

) শঙ্খ ঘোষ

  

সাজেশনের সাজেশন :        
যারা সহজে পাশ করতে চাও:

গল্প থেকে  ভাত

কবিতা থেকে মহুয়ার দেশ

নাটক থেকে    নানা রঙের দিন

আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্পের মধ্যে ভারতীয় গল্প অলৌকিক

আমার বাংলা থেকে গারো পাহাড়ের নীচে

শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে গানের ইতিহাস, সিনেমার ইতিহাস,চিত্রকলার ইতিহাস, বিজ্ঞান চর্চার ইতিহাস

 ভাষা থেকে ভাষাবিজ্ঞানের মূল শাখা কয়টি কী কী তাদের সংক্ষেপে আলোচনা

 গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কী কী উদাহরণসহ আলোচনা করো 

শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো

রূপমূল বা রূপিম কাকে বলে ? উদাহরণসহ স্বাধীন পরাধীন রূপমূল বুঝিয়ে দাও

প্রবন্ধ থেকে কবি সাহিত্যিকদের জীবনী                      

🎯 প্রশ্ন নির্মাণে_ পলাশ সরকার         

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top