১. সূর্য উঠলে পদ্মফুল ফোটে।-এখানে সূর্য হল –
ক) সহযোগী কর্তা
খ) ব্যতিহার কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) সমধাতুজ কর্তা
২. বাংলা ভাষায় মূল বিভক্তি–
ক) ৩ টি
খ) ৪টি
গ) ৫ টি
ঘ) ৬টি
৩. বিপদে মোরে রক্ষা করো- ‘বিপদে ‘ পদটি-
ক) অধিকরণ কারক
খ) কর্ম কারক
গ) করণ কারক
ঘ) অপাদান কারক
৪. ” বৎস, তুমি রাক্ষস-কুল ভরসা”- ‘বৎস’ পদটি –
ক) সম্বন্ধ পদ
খ) কর্মকারক
গ) সম্বোধন পদ
ঘ) কর্তৃকারক
৫. ‘কারক ‘ শব্দের ব্যাকরণ প্রয়োগগত অর্থ-
ক) পদে পদে সম্পর্ক
খ) পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক
গ) ক্রিয়ার সঙ্গে অনুসর্গের সম্পর্ক
ঘ) ক্রিয়ার সঙ্গে বিভক্তির সম্পর্ক
৬. ‘বাঘে-গোরুতে একঘাটে জল খায়’- এই বাক্যের কর্তা হল-
ক) সহযোগী কর্তা
খ) নিরপেক্ষ কর্তা
গ) ব্যতিহার কর্তা
ঘ) প্রযোজ্য কর্তা
৭. ‘ বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ ‘– ‘বৃষ্টিতে’ পদটি কোন কারক?
গ) কর্তৃকারক
খ) অপাদান কারক
গ) কর্মকারক
ঘ) করণকারক
৮. অনুসর্গের অন্য একটি নাম হল-
ক) বিভক্তি
খ) পরসর্গ
গ) নির্দেশক
ঘ) একপদীকরণ
৯. একই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়ার কর্মকে বলে-
ক) অক্ষুণ্ণ কর্ম
খ) সমধাতুজ কর্তা
গ) মুখ্যকর্ম
ঘ) সমধাতুজ কর্ম
১০. অনুসর্গ প্রধান কারক হল-
ক) কর্তৃকারক
খ) কর্মকারক
গ) করণকারক
ঘ) অধিকরণ কারক
১১. তির্যক বিভক্তি হল —
ক) শূন্য বিভক্তির অপর নাম
খ) একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি
গ) একসঙ্গে সব রকমের বিভক্তি
ঘ) একসঙ্গে বিভক্তি ও অনুসর্গ
১২. তির্যক বিভক্তির উদাহরণ
ক) দ্বারা
খ) এ
গ) তে
ঘ) থেকে
১৩. টি,টা,খানি, খানা এগুলি হল —
ক) নির্দেশক
খ) উপসর্গ
গ) অনুসর্গ
ঘ) বিভক্তি
১৪. শুধালেম “জনে-জনে” । — উদ্ধৃতিচিহ্ন পদটি হল —
ক) কর্তায় বীপ্সা
খ) কর্মের বীপ্সা
গ) করণের বীপ্সা
ঘ) উপবাক্যীয় কর্ম
১৫. কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় —
ক) উহ্য কর্তা
খ) অনুক্ত কর্তা
গ) প্রযোজক কর্তা
ঘ) প্রযোজ্য কর্তা
১৬. বাক্যের প্রাণিবাচক কর্মটিকে বলা হয় —
ক) গৌণ কর্ম
খ) মুখ্য কর্ম
গ) উদ্দেশ্য কর্ম
ঘ) বিধেয় কর্ম
১৭. বিভক্তি —
ক) সর্বদা শব্দের পূর্বে বসে
খ) সর্বদা শব্দের শেষে যুক্ত হয়
গ) শব্দের পরে আলাদাভাবে
ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে
১৮. আমার বইটা আমায় ফেরত দাও । বাক্যে অ-কারকটি হল —
ক) আমার
খ) আমায়
গ) বইটা
ঘ) দাও
১৯. “হে পিতৃব্য”, তব বাক্যে ইচ্ছি মরিবারে । — উদ্ধৃতিচিহ্ন পদটি হল —
ক) ক্রিয়া পদ
খ) সম্বোধন পদ
গ) সম্বন্ধ পদ
ঘ) কর্তৃপদ
২০. ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে । লাইনটিতে অ-কারক হল —
ক) ওরে ভাই
খ) আগুন
গ) লেগেছে
ঘ) বনে বনে
২১. “ক্রিয়ান্বয়ী কারকম্” কথাটি কে বলেছেন?
ক) পাণিনি
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) সুকুমার সেন
ঘ) এঁদের কেউ নয়
২২. কারক কথাটির ব্যুৎপত্তি বা প্রত্যয় হল
ক) √কৃ + ণক্ (অক্)
খ) √কৃ + উক্
গ) √কৃ + যক্
ঘ) √কর্ + অক্
২৩. বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে
ক) সমাস
খ) কারক
গ) অকারক
ঘ) বিভক্তি
২৪. অকারক হল
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
২৫. বিভক্তি শব্দের অর্থ কী ?
ক) সংযোজন
খ) বিভাজন
গ) বিয়োজন
ঘ) সংক্ষেপ
২৬. বিভক্তি শব্দের ব্যুৎপত্তি হল-
ক) বি-ভজ্+তি
খ) বি+ভজ্ +তি
গ) বি+ভক্তি
ঘ) বি+ভক্ +তি
২৭. যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাকে বলে
ক) শূন্য বিভক্তি
খ) তির্যক বিভক্তি
গ) নির্দেশক
ঘ) অনুসর্গ
২৮. যে সব বিভক্তি শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে বলে
ক) তির্যক বিভক্তি
খ) শূন্য বিভক্তি
গ) কওখ উভয়ই
ঘ) কোনোটিই নয়
২৯. অনুসর্গ হল একধরনের
ক) বিশেষণ
খ) ক্রিয়া
গ) অব্যয়
ঘ) বিশেষ্য
৩০. অনুসর্গ প্রধান কারক হল
ক) করণ
খ) নিমিত্ত
গ) অপাদান
ঘ) সবগুলি
৩১. ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ
ক) থেকে
খ) জন্য
গ) বিনা
ঘ) অপেক্ষা
৩২. যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলে
ক) প্রযোজক কর্তা
খ) প্রযোজ্য কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৩৩. অন্যের প্রেরণায় যে কর্তা কাজ করে তাকে বলে
ক) প্রযোজক কর্তা
খ) প্রযোজ্য কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৩৪. মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। -এখানে ‘মা’ কোন কর্তা ?
ক) প্রযোজক কর্তা
খ) প্রযোজ্য কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৩৫. মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। -এখানে ‘শিশু’ কোন কর্তা ?
ক) প্রযোজক কর্তা
খ) প্রযোজ্য কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৩৬. যখন দুটি কর্তার মাঝে পারস্পরিক ক্রিয়া- প্রতিক্রিয়া বোঝায় তখন তাকে বলে
ক) প্রযোজক কর্তা
খ) প্রযোজ্য কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৩৭. পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে।- এখানে ‘পণ্ডিতে পণ্ডিতে’ কোন কর্তা ?
ক) প্রযোজক কর্তা
খ) সমধাতুজ কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৩৮. দুটি কর্তার মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্রিয়া সম্পাদন হলে তাকে বলে
ক) সহযোগী কর্তা
খ) সমধাতুজ কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৩৯. বুনছে কাঁথা গুনগুনিয়ে শাউড়ী-বউয়ে। কোন কর্তার উদাহরণ ?
ক) সহযোগী কর্তা
খ) সমধাতুজ কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৪০. কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে বলে
ক) অনুক্ত কর্তা
খ) উহ্য কর্তা
গ) বাক্যাংশ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৪১. আমার যাওয়া হবে না। -কোন কর্তার উদাহরণ
ক) অনুক্ত কর্তা
খ) উহ্য কর্তা
গ) বাক্যাংশ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৪২. কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে বলে
ক) সমধাতুজ কর্তা
খ) সমধাতুজ কর্ম
গ) সমধাতুজ করণ
ঘ) সহযোগী কর্তা
৪৩. মেলা মানুষকে মিলিয়ে দেয়। – কোন কারকের উদাহরণ
ক) সমধাতুজ কর্তা
খ) সমধাতুজ কর্ম
গ) সমধাতুজ করণ
ঘ) সহযোগী কর্তা
৪৪. একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে
ক) সহযোগী কর্তা
খ) সমধাতুজ কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৪৫. জোয়ার এলে নৌকা ভাসে। – এখানে ‘জোয়ার’ কোন ধরনের কর্তা?
ক) সহযোগী কর্তা
খ) সমধাতুজ কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৪৬. একই ক্রিয়ার দুটি কর্মের মধ্যে একটি জড়বাচক ও অন্যটি প্রাণীবাচক হলে জড়বাচক কর্মটিকে বলে
ক) মুখ্য কর্ম
খ) গৌন কর্ম
গ) অক্ষুণ্ণ কর্ম
ঘ) ঊহ্য কর্ম
৪৭. একই ক্রিয়ার দুটি কর্মের মধ্যে একটি জড়বাচক ও অন্যটি প্রাণীবাচক হলে প্রাণীবাচক কর্মটিকে বলে
ক) মুখ্য কর্ম
খ) গৌন কর্ম
গ) অক্ষুণ্ণ কর্ম
ঘ) ঊহ্য কর্ম
৪৮. বিরাট দারুণ খেলা খেলল। -নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) সমধাতুজ কর্তা
খ) সমধাতুজ কর্ম
গ) সমধাতুজ করণ
ঘ) সহযোগী কর্তা
৪৯. তারায় তারায় গগণ পূর্ণ হল। – নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মে বীপ্সা
খ) করণে বীপ্সা
গ) অধিকরণে বীপ্সা
ঘ) কোনোটাই নয়
৫০. মায়ার বাঁধনে বেঁধেছ মোরে।-নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) সমধাতুজ কর্তা
খ) সমধাতুজ কর্ম
গ) সমধাতুজ করণ
ঘ) সহযোগী কর্তা
৫১. শিকারী বেড়াল গোঁফে চেনা যায়। -নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্তৃ
খ) কর্ম
গ) করণ
ঘ) অপাদান
৫২. রাজকন্যা সোনার থালায় খান। -নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) অধিকরণ
খ) কর্ম
গ) করণ
ঘ) অপাদান
৫৩. তিলে তেল হয়। ‘তিলে’ কোন কারক?
ক) অধিকরণ
খ) কর্ম
গ) করণ
ঘ) অপাদান
৫৪. টি,টা,খানা,খানি – বিভক্তির মতো কাজ করলেও এদের কী বলা হয় ?
ক) নির্দেশক
খ) বিভক্তি
গ) অনুসর্গ
ঘ) কোনোটিই নয়
৫৫. তুমি এলে আমি যাব – তুমি কোন কর্তার উদাহরণ?
ক) নিরপেক্ষ কর্তা
খ) সমধাতুজ কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৫৬. কী ঘুমই না ঘুমালাম- ‘ঘুম’ এখানে কী ?
ক) সমধাতুজ কর্ম
খ) সমধাতুজ কর্তা
গ) সমধাতুজ করণ
ঘ) ব্যতিহার কর্তা
৫৭. ধাতু বিভক্তির অপর নাম কী ?
ক) ক্রিয়া বিভক্তি
খ) শব্দ বিভক্তি
গ) নির্দেশক
ঘ) অনুসর্গ
৫৮. কোন কারকে সাধারণত অনুসর্গ ব্যবহৃত হয় না ?
ক) কর্ম কারকে
খ) করণ কারকে
গ) নিমিত্ত কারকে
ঘ) অপাদান কারকে
৫৯. ক্রিয়ার আধারকে বলে
ক) অধিকরণ কারক
খ) করণ কারক
গ) নিমিত্ত কারক
ঘ) কর্মকারক
৬০. আমি ভাইকে সাইকেল দিলাম। -এই বাক্যের নিম্নরেখো পদটি হল
ক) যথাক্রমে গৌন কর্মকারক এবং মুখ্য কর্মকারকের উদাহরণ
খ) যথাক্রমে মুখ্য কর্মকারক এবং গৌণ কর্মকারকের উদাহরণ
গ) যথাক্রমে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্মের উদাহরণ
ঘ) যথাক্রমে বিধেয় কর্ম ও উদ্দেশ্য কর্মের উদাহরণ
৬১. বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা। এখানে ‘বিনা’ হল
ক) অনুসর্গ
খ) নির্দেশক
গ) বিভক্তি
ঘ) কোনোটিই নয়
৬২. অসুখে অসুখে সে কাহিল হল। নিম্নরেখ পদটি যে কারকের উদাহরণ
ক) কর্ম
খ) করণ
গ) নিমিত্ত
ঘ) অপাদান
৬৩. ব্যাসদেব কর্তৃক মহাভারত লিখিত। এখানে ‘কর্তৃক’ হল
ক) বিভক্তি
খ) অনুসর্গ
গ) নির্দেশক
ঘ) কোনোটিই নয়
৬৪. এ কলমে লেখা হয় না। কলম এখানে
ক) করণ কারক
খ) কর্মকারক
গ) অধিকরণ কারক
ঘ) অপাদান কারক
৬৫. সে লাঠি খেলে। -রেখাঙ্কিত পদটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৬৬. নদী বইছে কল কল করে। রেখাঙ্কিত পদটি যে কারক
ক) কর্তৃকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৬৭. সে রাজস্থান ঘুরে এলো। নিম্নরেখ পদটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৬৮. জলে রং ধুয়ে দিল। – নিম্নরেখ পদটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৬৯. গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। ‘খানি’ অংশটি হল
ক) বিভক্তি
খ) অনুসর্গ
গ) নির্দেশক
ঘ) কোনোটিই নয়
৭০. বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ংকর।- নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৭১. বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি। নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) সম্বোধন পদ
গ) অপাদান কারক
ঘ) সম্বন্ধ পদ
৭২. মানুষ এ ঘটনা ভালো চোখে দেখেনি। –নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) সম্বন্ধ পদ
৭৩. পাঁচ দিন নদীকে দেখা হয় নাই। নিম্নেরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৭৪. মাঠঘাট জলে ডুবিয়া গিয়েছিল।নিম্নেরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৭৫. কাউকে ফাঁকি দিয়ে উপরে ওঠা যায় না। – নিম্নেরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৭৬. ঘাস জন্মালো রাস্তায়। ‘ঘাস’ কোন কারক?
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৭৭. লেখাপড়ায় মন দাও। –নিম্নেরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৭৮. সত্যি কথা বলতে ভয় পেয়ো না। ‘ভয়’ কোন কারক?
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৭৯. মহাশয়ের আশা ভালো হয় নাই। -নিম্নরেখ অংশটি কোন কারকের উদাহরণ?
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৮০. জনে জনে ডেকে বললাম। – বাক্যাংশটি যে ধরনের বীপ্সার উদাহরণ
ক) কর্ম বীপ্সা
খ) করণে বীপ্সা
গ) অপাদানে বীপ্সা
ঘ) অধিকরণে বীপ্সা
৮১. মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে।-নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৮২. রাজা তোর কাপড় কোথায়?নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) সম্বন্ধ পদ
গ) সম্বোধন পদ
ঘ) কর্তৃকারক
৮৩. আজও সে সেইখানে গিয়া বসিল।নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৮৪. আলোয় মাঠের কোল ভরেছে।-নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৮৫. স্কুল পালানো উচিত নয়। –নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৮৬. কখনোই বিভক্তি চিহ্ন লোপ পায়না
ক) সম্বন্ধ পদে
খ) সম্বোধন পদে
গ) কর্তৃকরকে
ঘ) কর্মকারকে
৮৭. নৌকা স্রোতে ভাসিয়া যায়। নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৮৮. আমি তোমার জীবন দান করিলাম।নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৮৯. মরা লোকে তো আর কথা কয় না।-নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৯০. সে তো অন্নদামঙ্গলে আছে।নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অধিকরণ কারক
ঘ) অপাদান কারক
৯১. লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। –নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৯২. আজি বসন্ত জাগ্রত দ্বারে। –নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৯৩. লোভে পাপ পাপে মৃত্যু। –নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৯৪. শীত এলে বসন্ত কি দূরে থাকে । কোন কর্তা?
ক) নিরপেক্ষ কর্তা
খ) সমধাতুজ কর্তা
গ) নিরপেক্ষ কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৯৫. ভাইবোনে ভাগ করে খেও। কোন কর্তা?
ক) নিরপেক্ষ কর্তা
খ) সমধাতুজ কর্তা
গ) সহযোগী কর্তা
ঘ) ব্যতিহার কর্তা
৯৬. প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে। – কোন কারক?
ক) সমধাতুজ কর্তা
খ) ব্যতিহার কর্তা
গ) সমধাতুজ কর্ম
ঘ) সমধাতুজ করণ
৯৭. স্বভাব সকলের আগে আগে যায়।– নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৯৮. মোর অশ্রু তোমারে কাদায়।-নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
৯৯. অসীম স্নেহের হাসি হাসিছেন বসে। -নিম্নরেখ অংশটি কোন কারক?
ক) সমধাতুজ কর্তা
খ) ব্যতিহার কর্তা
গ) সমধাতুজ কর্ম
ঘ) সমধাতুজ করণ
১০০. বেলা যে পড়ে এলো জলকে চল।-নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ
ক) কর্মকারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) নিমিত্ত কারক
নিম্নরেখ পদগুলির কারক নির্ণয় করো :
১০১. একসূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন
১০২. সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে
১০৩. ছাদ দিয়ে এখনো কি জল ঝরে
১০৪. কথাটা শুনে ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন।
১০৫. দুধে দই হয়
১০৬. খানচারেক রসগোল্লা দাও
১০৭. চাতক কাতরে ডাকে।
১০৮. টাকায় কী না হয়।
১০৯. আনন্দে তার চোখে জল
১১০. সবারে বাসবে ভালো
১১১. এমন দিনে তারে বলা যায়
১১২. কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
১১৩. সর্ব পাপ হরিল গঙ্গায়
১১৪. ভক্তি ভরে পূজিনু গঙ্গায়
১১৫. বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে।
১১৬. গঙ্গায় মাঝে মাঝে হাঙর দেখা যায়।
১১৭. আমরা চোখে দেখি।
১১৮. চোখে জল পড়ছে কেন?
১১৯. চোখে কুটি পড়েছে।
১২০. এক পলকের দেখায় চোখে কি তৃপ্তি পায়?
১২১. আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি।
১২২. রাজায় রাজায় যুদ্ধ করে, উলুখাগড়ার প্রাণ হরে।
১২৩. আকাশ কি ধোঁয়ায় মলিন হয়?
১২৪. রোগে রোগে দেহটা জীর্ণ হয়ে গেল
১২৫. কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি
১২৬. সর্ব কর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ কর।
১২৭. সকাল থেকে বাদল হল ফুরিয়ে এল বেলা।
১২৮. ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে।
১২৯. বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা।
১৩০. সাপের হাঁচি বেদেয় চেনে।
Nc
Ans koi
প্রশ্নের উওর গুলি দিন।
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
Answer nei
অসাধারণ লেখা স্যার। খুব উপকৃত হলাম। ধন্যবাদ। এরকম লেখা আরো লিখুন।
Ans koi?
Ans koi