চারণকবি | ভারভারা রাও | একাদশ শ্রেণি | XI | প্রথম সেমেস্টার | Semester – I | Charankobi|BanglaSahayak.com

একাদশ শ্রেণি 

প্রথম সেমেস্টার


ভারতীয় কবিতা 


চারণকবি

         ভারভারা রাও


নিয়মকানুন যখন সব লোপাট

আর সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল

ফাঁস লাগাচ্ছে গলায়

চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত

কোনো চোখের জলও নয়

ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ

ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয়ঝড়, আর,

মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে

জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে

কবির কোনো লিপিকার স্বর।

যখন কাঁপন লাগে জিভে

বাতাসকে মুক্ত করে দেয় সুর

গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র

কবিকে তখন ভয় পায় ওরা।

কয়েদ করে তাকে, আর

গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস

কিন্তু, তারই মধ্যে, কবি তাঁর সুর নিয়ে

শ্বাস ফেলছেন জনতার মাঝখানে

ফাঁসির মঞ্চ

ভারসাম্য রাখবার জন্য

মিলিয়ে যাচ্ছে মাটিতে

স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে

আর তুচ্ছ ফাঁসুড়েকে

দিচ্ছে ঝুলিয়ে


             (অনুবাদক – শঙ্খ ঘোষ)


MCQ :


1. ভারভারা রাও মূলত কোন ভাষার কবি ?

A) তেলুগু

B) তামিল

C) মালয়ালম্

D) কন্নড়।


2. ‘চারণকবি কবিতাটি বাংলায় তরজমা  করেন

A) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

B) উৎপল কুমার বসু

C) শক্তি চট্টোপাধ্যায়

D) শঙ্খ ঘোষ


3. ‘চারণকবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

A) চেলি নেগাল্লু

B) ভবিষ্যথু চিত্রপটম

C) ওরেগিম্পু

D) জীবনাহি


4. শঙ্খ ঘোষ অনূদিত ‘চারণকবি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

A) কৃত্তিবাস

B) সৃজনা

C) সেতুবন্ধন

D) সন্দেশ


5. ‘চারণকবি’ কাদের বলা হয়?

A) যে কবি জেলে বসে কবিতা লেখেন

B) যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন

C) যে কবি মঞ্চে তাঁর স্বলিখিত কবিতা পাঠ করেন

D) যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তাঁর কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন।


6. ‘চারণকবি’ কবিতায় কোন জিনিস লোপাট হওয়ার কথা বলা হয়েছে? 

A) নথিপত্র

B) নিয়ম

C) নিয়মকানুন

D) আইনকানুন


7. “আর সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল” মেঘের দল কী করছে?

A) বৃষ্টি ঝরাচ্ছে

B) ফাঁস লাগাচ্ছে গলায়

C) মায়ের অশ্রু হয়ে ঝরছে

D) প্রলয় ঘটাচ্ছে


8. “চুইয়ে পড়ছে না কোনো…” কী চুঁইয়ে পড়ছে না?

A) অশ্রু

B) ঘাম

C) কুম্ভীরাশ্রু

D) রক্ত


9. কীভাবে বিদ্যুৎ, বাজ হয়ে উঠছে?

A) ঘূর্ণিপাকে

B) নিম্নচাপে

C) দুর্বিপাকে

D) মেঘের ডাকে


10. ঝিরঝিরে বৃষ্টি, কীসে পরিণত হয়েছে?

A) প্রবল বর্ষণে

B) প্রলয়ে

C) প্রলয়ঝড়ে

D) অশ্রুতে


11. “জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে/কবির কোনো লিপিকার স্বর” – কী বুকে নিয়ে ?

A) কবিতার বই

B) মায়ের বেদনাশ্রু

C) ক্রন্দনরোল

D) স্মৃতিচহ্ন।


12. জেলের গরাদ থেকে কী বেরিয়ে আসছে?

A) কবির গানের সুর

B) ক্রন্দনরোল

C) কবির কোনো লিপিকার স্বর

D) হাহাকার


13. কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর?

A) ফঁসির মঞ্চ থেকে

B) স্মরণসভা থেকে

C) কালোমেঘের থেকে

D) জেলের গরাদ থেকে


14. “যখন কাঁপন লাগে …” কোথায় কাঁপন লাগে?

A) হৃদয়ে

B) জিভে

C) দেহে

D) কণ্ঠে


15. যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে – কী?

A) কবিতা

B) গান

C) কলম

D) সবগুলি


16. ‘তখন ভয় পায় ওরা”- কাকে?

A) ফাঁসুড়েকে

B) জনতাকে

C) কবিকে

D) ফাঁসির মঞ্চকে


17. ভারসাম্য রক্ষার্থে মাটিতে মিশে যাচ্ছে কী?

A) লিপিকার স্বর

B) ফাঁসির মঞ্চ

C) সময়ের ঢেউ

D) মায়ের বেদনাশ্রু


18. ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে ?

A) কবিকে

B) তুচ্ছ ফাঁসুড়েকে

C) কবির সৃষ্টিকে

D) কবির গানকে


19. “মায়ের বুকে নিয়ে/জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে।”- কী বুকে নেওয়ার কথা বলা হয়েছে?

A) আশীর্বাদ

B) অভিশাপ 

C) কথাগুলি

D) বেদনাশ্রু


বিবৃতি ও কারণ থেকে সঠিক বিকল্পটি  নির্ণয় করো :


20. বিবৃতি[A] :  আর তুচ্ছ ফাঁসুড়েকে/ দিচ্ছে ঝুলিয়ে।

কারণ [R]  : ফাঁসির মঞ্চ/ভারসাম্য রাখবার জন্য।


A) বিবৃতি [A] ও কারণ [R] উভয়েই সত্য এবং কারণ [R] হল বিবৃতি [A] এর সঠিক ব্যাখ্যা।

B) বিবৃতি [A] ও কারণ [R] উভয়েই সত্য কিন্তু কারণ [R] হল বিবৃতি [A] এর সঠিক ব্যাখ্যা নয়।

C) বিবৃতি [A] সঠিক কিন্তু কারণ [R] ভুল।

D) বিবৃতি [A] ভুল কিন্তু কারণ [R] সঠিক।


21. “মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে,…” ‘মা’ এখানে-

A) জন্মদাত্রী

B) গর্ভধারিণী

C) দেশ

D) স্বদেশভূমি


22. জেলের গরাদ থেকে কখন কবির লিপিকার স্বর বেরিয়ে আসে?

A) যখন গলায় ফাঁস লাগে

B) যখন শোষণ নিপীড়নের মাত্রা বাড়তে থাকে

C) যখন ঝড় হয়

D) যখন রক্ত চুঁইয়ে পড়ে


শূন্যস্থান পূরণ করো :

23. ” স্পর্ধা জানাচ্ছে ________ /

আর  _________  ফাঁসুড়েকে / দিচ্ছে ঝুলিয়ে “

A) মৃত্যুকে, তুচ্ছ

B) মাটিকে, সামান্য

C) জহ্লাদকে, বেপরোয়া

D) কবিকে, ভয়াবহ


24. বাক্যের পুনর্বিন্যাস করো:

(i) ঘূণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ।

(ii) জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে/ কবির কোনো লিপিকার স্বর।

(iii) সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল/ফাঁস লাগাচ্ছে গলায়

(iv) ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয়ঝড়


A) (i), (iv), (ii), (iii)

B) (iv). (i), (iii), (ii)

C) (iii), (i), (iv), (ii)

D) (ii), (iii), (i), (iv)


25. স্তম্ভ মেলাও:


ক-স্তম্ভ                         খ-স্তম্ভ

i) ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে      (a) বাজ

ii) ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে     (b) গান

iii) জিভে কাঁপন লাগলে বাতাসকে মুক্ত করে দেয়                              (c) প্রলয় ঝড়

(iv) যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে    d) সুর


A) i) b, ii) a, iii) d, iv) c        


B) i) c, ii) d, iii) a, iv) b


C) i) c, ii) a, iii) b, iv) d      


D) i) c, ii) a, iii) d, iv) b



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top