ছদ্মনাম|chaddonam|BanglaSahayak.com

“বাংলা সহায়ক”-এর 


☆☆ ছদ্মনাম ☆☆

১. হাতুড়ি – প্রমথনাথ বিশী।
২. স্ফুলিঙ্গ সমাদ্দার – শক্তি চট্টোপাধ্যায়।
৩. শ্রীসঞ্জীব – শম্ভু মিত্র।
৪. শ্বেত কৃষ্ণ – কিন্নর রায়।
৫. শঙ্কর উপাধ্যায় – আশুতোষ মুখোপাধ্যায়।
৬. শিবপ্রসাদ শর্মা – রাজা রামমোহন রায়।
৭. লেখকরাজ সামন্ত – শৈলজানন্দ মুখোপাধ্যায়।
৮. লীলাময় রায় – অন্নদাশঙ্কর রায়।
৯. রৈবতক – অজিত দত্ত।
১০. রাধামণি দেবী – প্রভাতকুমার মুখোপাধ্যায়।
১১. যজ্ঞেশ্বর দাস – মুকুন্দ দাস।
১২. যুবনাশ্ব – মনীশ ঘটক।
১৩. মৌমাছি – বিমল ঘোষ।
১৪. ভ্রমর – সমরেশ বসু।
১৫. ব্রহ্মবান্ধব উপাধ্যায় – ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
১৬. বৈবাহিক – বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
১৭. ফা-হিয়েন – গৌরকিশোর ঘোষ।
১৮. প্রিয়দর্শী – সৈয়দ মুজতবা আলী।
১৯. নীহারিকা দেবী – অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
২০. ধনঞ্জয় বৈরাগী – তরুণ রায়।
২১. দৌবারিক – নিখিল সরকার।
২২. ত্রিশঙ্কু – শরৎকুমার মুখোপাধ্যায়।
২৩. তুজম্বর আলি – জসীমুদ্দিন।
২৪. ডাঃ বাসুদেব – রামানন্দ চট্টোপাধ্যায়।
২৫. টিমোথি পেন পোয়েম – মাইকেল মধুসূদন দত্ত।
২৬. জ্যোৎস্না রায় – জ্যোতিরিন্দ্র নন্দী।
২৭. চিরঞ্জীব শর্ম্মা – কেশবচন্দ্র সেন।
২৮. গোপালক মজুমদার – নারায়ণ সান্যাল।
২৯. কেয়া মিত্র – অদ্রীশ বর্ধন।
৩০. ওমর খৈয়াম – সৈয়দ মুজতবা আলী।
৩১. এক কলমী – পরিমল গোস্বামী।
৩২. উত্তম পুরুষ – সন্তোষ কুমার ঘোষ।
৩৩. ইন্দ্র মিত্র – অরবিন্দ গুহ।
৩৪. আবোল তাবোল সেন – সজনীকান্ত দাস।
৩৫. অশীতিপর শর্ম্মা – সত্যেন্দ্রনাথ দত্ত।
৩৬. সুলতানা চৌধুরী – কবিতা সিংহ।
৩৭. হর্ষবর্ধন – আনন্দ বাগচী।
৩৮. সুপান্থ – সুবোধ ঘোষ।
৩৯. শ্রীবৎস – বিনয় ঘোষ।
৪০. সুনন্দ – নারায়ণ গঙ্গোপাধ্যায়।
৪১. বিপ্রতীপ গুপ্ত – যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
৪২. সুজন পাঠক – সুনীল গঙ্গোপাধ্যায়।
৪৩. শ্রীপান্থ – নিখিল সরকার।
৪৪. পথিক – নরেশ্চন্দ্র জানা।
৪৫. সুচরিতা – অন্নদাশঙ্কর রায়।
৪৬. শ্রীজ্ঞান দীপঙ্কর – গজেন্দ্রকুমার মিত্র।
৪৭. গগন হরকরা – ভবানী মুখোপাধ্যায়।
৪৮. সমুদ্র গুপ্ত – পূর্ণেন্দু পত্রী।
৪৯. শিবপ্রসাদ দাস – রাজা রামমোহন রায়।
৫০. সমীরন সিংহ – তপোবিজয় ঘোষ।
৫১. শ্যাম রায় – সুকুমার রায়।
৫২. লীলাবান – বলাইচাঁদ মুখোপাধ্যায়।
৫৩. রূপদর্শী – গৌরকিশোর ঘোষ।
৫৪. শঙ্কর – মনিশঙ্কর মুখোপাধ্যায়।
৫৫. সত্যপীর – সৈয়দ মুজতবা আলী।
৫৬. সত্যসুন্দর দাস – মোহিতলাল মজুমদার।
৫৭. রূপচাঁদ পক্ষী – শক্তি চট্টোপাধ্যায়।
৫৮. রায় পিথৌরা – সৈয়দ মুজতবা আলী।
৫৯. যাযাবর – বিনয় মুখোপাধ্যায়।
৬০. রসিমোল্লা – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৬১. রামচন্দ্র – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৬২. মৈনাক চট্টোরাজ – কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়।
৬৩. রামচন্দ্র দাস – রাজা রামমোহন রায়।
৬৪. মুসাফির – প্রভাতকুমার মুখোপাধ্যায়।
৬৫. ভীষ্মদেব খোসনবিশ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৬৬. মুকুটাচরন মিত্র – গিরিশ্চন্দ্র ঘোষ।
৬৭. ভবানী পাঠক – সুবোধ ঘোষ।
৬৮. বৈকুন্ঠ শর্ম্মা – সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়।
৬৯. বেদুইন – দেবেশ রায়।
৭০. বেতাল ভট্ট – কালিদাস রায়।
৭১. বেতাল ভট্ট – অমূল্যধন মুখোপাধ্যায়।
৭২. প্রসাদ রায় – হেমেন্দ্রকুমার রায়।
৭৩. বিষ্ণু শর্মা – প্রমথনাথ বিশী।
৭৪. প্রমথনাথ শর্ম্মা – ভবানীচরন বন্দ্যোপাধ্যায়।
৭৫. বিশ্বকর্মা – সুধীন্দ্রনাথ দত্ত।
৭৬. প্রবাসী – গোবিন্দচন্দ্র রায়।
৭৭. বিরূপাক্ষ – বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
৭৮. প্রফুল্ল হালদার – গোপাল হালদার।
৭৯. বিপ্রদাস মিত্র – বুদ্ধদেব বসু।
৮০. বিদুর – বিমল কর।
৮১. বাসু দাশগুপ্ত – শুদ্ধসত্ত্ব বসু।
৮২. বিকর্ণ – নারায়ণ সান্যাল।
৮৩. পঞ্চমুখ – শক্তিপদ রাজগুরু।
৮৪. বলরাম – শ্যামল গঙ্গোপাধ্যায়।
৮৫. বাণভট্ট – নীহাররঞ্জন গুপ্ত।
৮৬. পঞ্চানন্দ – ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
৮৭. বস্তুতান্ত্রিক চুড়ামনি – সত্যেন্দ্রনাথ দত্ত।
৮৮. নীল উপাধ্যায় – সুনীল গঙ্গোপাধ্যায়।
৮৯. নীলকন্ঠ – প্রভাত মুখোপাধ্যায়।
৯০. নীললোহিত – সুনীল গাঙ্গুলি।
৯১. বলাহক নন্দী – নীরোদচন্দ্র চৌধুরী।
৯২. বনিস দত্ত – আশোকবিজয় রাহা।
৯৩. বটুক লাল ভট্ট – সজনীকান্ত দাস।
৯৪. বঙ্গের রঙ্গদর্শক – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
৯৫. মেঘনাদ শত্রু – দেবেন্দ্রনাথ সেন
৯৬. নরহরি দাস – ভবানীচরন বন্দ্যোপাধ্যায়।
৯৭. নবীনকিশোর শর্ম্মা – রবীন্দ্রনাথ ঠাকুর।
৯৮. আন্নাকালি পাকড়াশি – রবীন্দ্রনাথ ঠাকুর।
৯৯. বানীবিনোদ বন্দ্যোপাধ্যায় – রবীন্দ্রনাথ ঠাকুর।
১০০. শ্রীমতি কনিষ্ঠা – রবীন্দ্রনাথ ঠাকুর।
১০১. নবারুণ – প্রভাতকিরণ বসু।
১০২. নবকুমার কবিরত্ন – সত্যেন্দ্রনাথ দত্ত।
১০৩. নক্ষত্র রায় – তারাপদ রায়।
১০৪. দুর্মুখ – কিরণ মৈত্র।
১০৫. দিবাকর শর্মা – রবীন্দ্রনাথ মৈত্র।
১০৬. দর্পনারায়ণ পতিতূন্ড – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১০৭. ত্রিলোচন কলমচী – আনন্দ বাগচী।
১০৮. ত্রিবিক্রম বর্মন – সত্যেন্দ্রনাথ দত্ত।
১০৯. ডমরুধর – অমরেন্দ্র মুখোপাধ্যায়।
১১০. জরাসন্ধ – চারুচন্দ্র চক্রবর্তী।
১১১. জগন্নাথ পন্ডিত – কেদারনাথ চট্টোপাধ্যায়।
১১২. জিজ্ঞাসু পড়ুয়া – প্রবোধচন্দ্র সেন।
১১৩. চন্দ্রহাস – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
১১৪. চিত্রগুপ্ত – সতীনাথ ভাদুড়ি।
১১৫. চিরঞ্জীব শর্ম্মা – ত্রৈলোক্যনাথ সান্যাল।
১১৬. কৃত্তিবাস ভদ্র – প্রেমেন্দ্র মিত্র।
১১৭. কৃত্তিবাস ওঝা – মোহিতলাল মজুমদার।
১১৮. কৃত্তিবাস ওঝা – কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়।
১১৯. কুন্তক – শঙ্খ ঘোষ।
১২০. কীর্তনীয়া – প্রবোধকুমার সান্যাল।
১২১. কালপেঁচা – বিনয় ঘোষ।
১২২. কালপুরুষ – সুবোধ ঘোষ।
১২৩. কালকেতু – মতি নন্দী।
১২৪. কালকূট – সমরেশ বসু।
১২৫. কাকাবাবু – প্রভাতকিরণ বসু।
১২৬. কহ্লন মিশ্র – কাজী নজরুল ইসলাম।
১২৭. নব কমলাকান্ত – প্রমথনাথ বিশী।
১২৮. কমলাকান্ত চক্রবর্তী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১২৯. কপিঞ্জল – কুমুদরঞ্জন মল্লিক।
১৩০. কনিষ্ক – রাম বসু।
১৩১. কনিষ্ক – তপোবিজয় ঘোষ।
১৩২. ইকবাল – তরুন সান্যাল।
১৩৩. চক্ষুষ্মান – শামসুর রাহমান।
১৩৪. ইন্দিরা দেবী – সুরূপা দেবী।
১৩৫. উপগুপ্ত শর্মা – কালিদাস রায়।
১৩৬. আনন্দ ব্যানার্জী – তারাদাস বন্দ্যোপাধ্যায়।
১৩৭. আকাশ সেন – অদ্রীশ বর্ধন।
১৩৮. অমৃতকন্ঠ চট্টোপাধ্যায় – গোপাল হালদার।
১৩৯. অমিতাভ – সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়।
১৪০. অভিনন্দ – বিমল কর।
১৪১. অভিনব গুপ্ত – অচিন্ত্য কুমার সেনগুপ্ত।
১৪২. অবধূত – দুলালচন্দ্র মুখোপাধ্যায়।
১৪৩. অপরাজিতা দেবী – রাধারানী দেবী।
১৪৪. অনুপমা দেবী – অনুরূপা দেবী।
১৪৫. অনুপমা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৪৬. অনিলা দেবী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৪৭. অনিরুদ্ধ – অদ্রীশ বর্ধন।
১৪৮. অতিন্দ্রীয় বসু – দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৪৯. অঞ্জলি দেবী – গজেন্দ্রকুমার মিত্র।
১৫০. অজাতশত্রু – অমলেন্দু চক্রবর্তী।
১৫১. অকিঞ্চন দাস – খগেন্দ্রনাথ মিত্র।
১৫২. নন্দিশর্মা – কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।
১৫৩. সেবক – গিরিশচন্দ্র ঘোষ।
১৫৪. শ্রী – জীবনানন্দ দাশ।
১৫৫. ইবলিশ – সৈয়দ মুজতবা সিরাজ।
১৫৬. মেঠোভূত – সজনীকান্ত দাস।
১৫৭. গ্যাড়াভূত – জগদবন্ধু ভদ্র।
১৫৮. দোদুল দে – সজনীকান্ত দাস।
১৫৯. বেচারাম মাইতি – সজনীকান্ত দাস।
১৬০. হুতাশ হালদার – সজনীকান্ত দাস।
১৬১. শ্রী চ চ চ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৬২. শ্রীশ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায় – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৬৩. হরিদাস বৈরাগী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৬৪. চামার খায় আম – মোহিতলাল মজুমদার।
১৬৫. গজমূর্খ – গৌরকিশোর ঘোষ।
১৬৬. বীরভদ্র – সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
১৬৭. সুবচনী – সুভাষ মুখোপাধ্যায়।
১৬৮. ইন্দ্রকুমার সোম – সোমেন চন্দ।
১৬৯. ঢোল গোবিন্দ – সুভাষ মুখোপাধ্যায়।
১৭০. ফকির – সুভাষ মুখোপাধ্যায়।
১৭১. কল্যানশঙ্কু – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
১৭২. হর্ষদেব – বিমল কর।
১৭৩. অতীন্দ্রিয় পাঠক – শ্যামল কুমার ধর।
১৭৪. রসুন আলি – অবনীন্দ্রনাথ ঠাকুর।
১৭৫. লালমিঞা – বুদ্ধদেব গুহ।
১৭৬. দুর্গাদাস – উপেন্দ্রনাথ দাস।
১৭৭. ভাঁড়ু দত্ত – অমৃতলাল বসু।
১৭৮. বৈকুন্ঠ পাঠক – শ্যামল গঙ্গোপাধ্যায়।
১৭৯. জাবালি – বিমল মিত্র।
১৮০. শ্রীজানোয়ারচন্দ্র শর্ম্মা – প্রভাতকুমার মুখোপাধ্যায়।
১৮১. বিপ্রমুখ – বিমলাপ্রসাদ মুখোপাধ্যায়।
১৮২. গোরা – গোপালচন্দ্র রায়।
১৮৩. সব্যসাচী – সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়।
১৮৪. চন্দ্রাবতী – অতুল সুর।
১৮৫. শ্রীমতি মধ্যমা – রবীন্দ্রনাথ ঠাকুর।
১৮৬. ভ্রমনকারী বন্ধু – ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১৮৭. অভ্ররায় – বিভূতি রায়।
১৮৮. সহযাত্রী – বিজন ভট্টাচার্য
১৮৯. রাহু – কালীপ্রসন্ন কাব্যবিশারদ।
১৯০. পুরন্দর ভাট – নবারুণ ভট্টাচার্য।
১৯১. বেদুইন – দেবেশ রায় 
১৯২. ব্যাঙাচি – নজরুল ইসলাম 
১৯৩. শ্রীঞ্জান দীপঙ্কর – গজেন্দ্রকুমার মিত্র 
১৯৪.  মহাস্থবির – প্রেমাঙ্কুর আতর্থী 
১৯৫.  ঢোল গোবিন্দ – সুভাষ মুখোপাধ্যায় 
১৯৬. শ্যাম রায় – সুকুমার রায় 
১৯৭.  উদয় ভানু – প্রানতোষ ঘটক 
১৯৮. বেতাল ভট্ট – কালিদাস রায় 
১৯৯.  হালদার – গোপাল হালদার 
২০০.  ভানুসিংহ ,আন্নাকালি পাকড়াশী – রবীন্দ্রনাথ ঠাকুর

 


 

ক নজরে ছদ্মনাম :



       ছদ্মনাম                 সাহিত্যিক


১। টেকচাঁদ ঠাকুর – প্যারীচাঁদ মিত্র
২। নাদাপেটা হাঁদারাম – বিহারীলাল চট্টোপাধ্যায়
৩। অনিলা দেবী ,শ্রীকান্ত শর্মা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪। হুতোম পেঁচা – কালীপ্রসন্ন সিংহ
৫। পরশুরাম – রাজশেখর বসু
৬। রাধামনি দেবী – প্রভাত মুখোপাধ্যায় 
৭। নবকুমার কবিরত্ন – সত্যেন্দ্রনাথ দত্ত 
৮। নীহারিকা দেবী – অচিন্ত্য কুমার সেনগুপ্ত
৯। প্র,না,বি – প্রমথ নাথ বিশী
১০। জরাসন্ধ – চারুচন্দ্র চক্রবর্তী
১১। বনফুল – বলাইচাঁদ মুখোপাধ্যায়
১২। যুবনাশ্ব – মণীশ ঘটক
১৩। স্বপন বুড়ো – অখিলবন্ধু নিয়োগী 
১৪। রৈবতক – অজিত দত্ত
১৫। কালপুরুষ , সুপান্থ – সুবোধ ঘোষ
১৬। যাযাবর – বিনয় মুখোপাধ্যায়
১৭। কলেজ বয় – জগদীশ ভট্টাচার্য
১৮। লীলাময় রায় – অন্নদাশঙ্কর রায়
১৯। অনঙ্গমোহন – অক্ষয় দত্ত
২০। অভিনব গুপ্ত, রূপচাদ পক্ষী – শক্তি চট্টোপাধ্যায়
২১। কালপেঁচা – বিনয় ঘোষ
২২। ঘোগলা চন্দ্র বন্দিয়ান – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৩। চন্দ্রহাঁস – শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 
২৪। উত্তমপুরুষ – সন্তোষকুমার ঘোষ
২৫। এক কলমী – পরিমল গোস্বামী
২৬। ওমর খৈয়াম, সত্যপীর – মুজতবা আলি
২৭। চাণক্য, নিরেপেক্ষ – অমিতাভ চৌধুরী
২৮। নীলকণ্ঠ – দীপ্তেন্দ্রনাথ সান্যাল
২৯। পঞ্চমুখ – শক্তিপদ রাজগুরু
৩০। মৌমাছি – বিমল ঘোষ
৩১। অবধূত – দুলাল চন্দ্র মুখোপাধ্যায় 
৩৩। অপরাজিতা দেবী – রাধারানী দেবী 
৩৪। ত্রিশঙ্কু – শরৎচন্দ্র মুখোপাধ্যায়
৩৫। শ্রীম – মহেন্দ্রনাথ গুপ্ত
৩৬। ইন্দ্রমিত্র – অরবিন্দ গুহ
৩৭। কৃত্তিবাস ভদ্র – প্রেমেদ্র মিত্র
৩৮। সুলতানা চৌধুরী – কবিতা সিংহ 
৩৯। রূপদর্শী – গৌরকিশোর ঘোষ
৪০। বিকর্ণ – নারায়ন সান্যাল
৪১। শ্রীপান্থ – নিখিল চন্দ্র সরকার
৪২। গ্রন্থকীট, নক্ষত্র রায় – তারাপদ রায় 
৪৩। ভ্রমর, কালকূট – সমরেশ বসু
৪৪। শঙ্খ ঘোষ, কুন্তক – চিত্তপ্রিয় ঘোষ
৪৫। মানিক বন্দ্যোপাধ্যায় – প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
৪৬। নীললোহিত – সুনীল গঙ্গোপাধ্যায় 
৪৭। ধনঞ্জয় বৈরাগী – তরুণ রায়
৪৮। কলমচি , হর্ষবর্ধন – আনন্দ বাগচি 
৪৯। শঙ্কর – মনি শঙ্কর মুখোপাধ্যায়
৫০। যীশু দাসগুপ্ত – সমরেশ বসু
৫১। শঙ্কু মহারাজ – জ্যোতির্ময় ঘোষদস্তিদার
৫২। বলাহক নন্দী – নীরদচন্দ্র চৌধুরী 
৫৩। বীরবল – প্রমথ চৌধুরী
৫৪। ভাবকুমার প্রধান – সজনিকান্ত দাস 
৫৫। বহুরূপী – শৈলেশ দে
৫৬। বিঞ্জানভিক্ষু – ললিত মুখোপাধ্যায় 
৫৭। বেদুইন – দেবেশ চন্দ্র রায়
৫৮। বিক্রমাদিত্য – অশোকগুপ্ত
৫৯। দ্বৈপায়ন – মুজফফর আহমদ
৬০। বিদুর – বিমল কর
৬১। সুমিত্রা দেবী – মহাশ্বেতা দেবী
৬২। সুকন্যা – ইন্দিরা দেবী
৬৩। সত্যসুন্দর দাস – মোহিতলাল মজুমদার
৬৪। সমুদ্র গুপ্ত – পূর্ণেন্দু পত্রী
৬৫। শঙ্কু মহারাজ – কমল গুহ
৬৬। শ্রী কাব্যানন্দ – দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
৬৭। শিবপ্রসাদ রায় – রামমোহন রায় 
৬৮। সুনন্দ – তারকনাথ গঙ্গোপাধ্যায় 
৬৯। রসুল আলী – অবনীন্দ্রনাথ ঠাকুর 
৭০। শ্রী পারাবত – প্রবীর গোস্বামী

বাংলা সহায়ক”-এর 


☆★☆★☆★☆★☆★☆★☆★☆★

১) সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি ? 
➫ সত্যপীর , মুসাফির 
২) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
➫ যাযাবর 
৩) শম্ভু মিত্রের ছদ্মনাম কি ? 
➫ প্রসাদ দত্ত , শ্রী সঞ্জীব
৪) অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি ? 

➫ লীলাময় রায়
৫) কালিকানন্দের ছদ্মনাম কি ?
➫ অবধূত 
৬) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি ? 
➫ কস্যচিত্ উপযুক্ত ভাইপোস্য
৭) কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ?
➫ হুতোম পেঁচা
৮) চারুচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
➫ জরাসন্ধ
৯) জসীম উদ্দীনের ছদ্মনাম কি ?
➫ জমীরউদ্দীন মোল্লা
১০) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? 
➫ সুনন্দ
১১) নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম কি ?
➫ বানভট্ট
১২) প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
➫ টেকচাঁদ ঠাকুর
১৩) বিমল ঘোষের ছদ্মনাম কি ?
➫ মৌমাছি
১৪) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের ছদ্মনাম কি 
➫ কমলাকান্ত
১৫) মধুসূদন দত্তের ছদ্মনাম কি ?
➫ এ নেটিভ
১৬) মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি ? 
➫ গাজী মিয়া
১৭) রাজশেখর বসুর ছদ্মনাম কি ?
➫ পরশুরাম
১৮) রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ?
➫ ভানুসিংহ
১৯) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ? 
➫ অনিলা দেবী
২০) সমরেশ বসুর ছদ্মনাম কি ?
➫ কালকূট
২১) সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ? 
➫ নীললোহিত
২২) মধুসূদন মজুমদারের ছদ্মনাম কি ?
➫ দৃষ্টিহীন
২৩) মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি ?
➫ সুমিত্রা দেবী
২৪) মনীশ ঘটকের ছদ্মনাম কি ?
➫ যুবনাশ্ব
২৫) চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম কি ?
➫ জরাসন্ধ
২৬) তারাশঙ্কর বন্দোপাধ্যয়ের ছদ্মনাম কি ? 
➫ হাবু শর্মা
২৭) প্রবোধকুমার বন্দোপাধ্যায়ের ছদ্মনাম কি ? 
➫ মানিক বন্দোপাধ্যয়
২৮) প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ?
➫ বীরবল
২৯) প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি ?
➫ কৃত্তিবাস ভন্দ্র
৩০) বিভূতিভূষণ বন্দোপাধ্যয়ের ছদ্মনাম কি ?
➫ ক্বচিতপ্রৌঢ়
৩১) বিমল মিত্রের ছদ্মনাম কি ?
➫ জাবালি
৩২) মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি ? 
➫ কৃত্তিবাস ওঝা , সত্যসুন্দর দাস
৩৩) সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কি ?
➫ চিত্র গুপ্ত
৩৪) সোমেন চন্দ্রের ছদ্মনাম কি ? 
➫ ইন্দ্রকুমার সোম
৩৫) হরিনাথ মজুমদারের ছদ্মনাম কি ? 
➫ কাঙাল হরিনাথ


বাংলা সহায়ক”-এর 


0 thoughts on “ছদ্মনাম|chaddonam|BanglaSahayak.com”

  1. আসাধারণ ভালো একটি সাইট। স্টুডেন্ট দের জন্য খুব হেল্প ফুল।

  2. খুব ভালো উদ্যোগ..তবেে slst পরীক্ষার উপযোগী ইংরাজী সাহিত্যের উপর কোনো তথ্য পেলে খুব উপকৃত হবোো..ধন্যবাদ

  3. মানিক বন্দ‍্যোপাধ‍্যায় হল ছদ্মনাম
    আসল নাম প্রবোধকুমার সান‍্যাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top