একাদশ শ্রেণি
প্রথম সেমেস্টার
টেক্সট সমগ্র : মকটেস্ট
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
একাদশ শ্রেণিতে টেক্সট থেকে মোট ২৫ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে।
পুঁইমাচা গল্প থেকে ৮ নম্বর
বিড়াল প্রবন্ধ থেকে ৭ নম্বর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সাম্যবাদী কবিতা থেকে ৫ নম্বর
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প ও চারণকবি কবিতা থেকে ৫ নম্বর
১) ‘পুঁইমাচা’ গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(ক) মেঘমল্লার
(খ) মৌরিফুল
(গ) কিন্নর দল
(ঘ) তালনবমী
২) ‘পুঁইমাচা’ গল্পটি প্রকাশিত যে পত্রিকায় প্রকাশিত হয়
–
(ক) বিচিত্রা
(খ) ভারতী
(গ) যুগান্তর
(ঘ) প্রবাসী
৩) স্তম্ভ মেলাও :
1. মেটে আলু
i) গয়া পিসি
2. খেঁজুর রস
ii) রায় কাকা
3. চিংড়ি মাছ
iii) তাড়ক খুড়ো
4. পুঁইশাক
iv) বরোজপোতার জঙ্গল
ক) 1.➡iv), 2.➡i), 3. ➡iii), 4.➡ii)
খ) 1.➡iv), 2.➡iii), 3. ➡ii), 4.➡i)
গ) 1.➡ii), 2.➡iii), 3. ➡i), 4.➡iv)
ঘ) 1.➡iv), 2.➡iii), 3. ➡i), 4.➡ii)
৪) সহায়হরিকে একঘরে করবার কথা যেখানে উঠেছিল
ক) চৌধুরীদের বৈঠকখানায়
খ) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে
গ) চাটুজ্জেদের চণ্ডীমণ্ডপে
ঘ) বাড়ুজ্যেদের চণ্ডীমণ্ডপে
৫) “ও নাকি উচ্ছুগগু করা মেয়ে” – ক্ষেন্তিকে উচ্ছুগগু করা মেয়ে বলা হয়েছে কেন ?
ক) ক্ষেন্তির একবার বিয়ে হয়ে গিয়েছিল
খ) ক্ষেন্তি লগ্নভ্রষ্টা হয়েছিল
গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি
ঘ) ছোটবেলায় ক্ষেন্তির গাছের সাথে বিয়ে হয়েছিল
৬) মুখুয্যে বাড়ির ছোট খুকি দুর্গা যে কারণে অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল
ক) তাদের বাড়িতে রান্না করতে
খ) তাদের বাড়িতে পূজা করতে
গ) তাদের বাড়ির নবান্ন মেখে ইতুর ঘটগুলি বার করে দিতে
ঘ) পিঠে ও পাটিসাপটা বানানোর জন্য
৭) ক্ষেন্তির বিয়ে হয়েছিল যার ঘটকালিতে
ক) কালীময় ঠাকুর
খ) বিষ্ণু সরকার
গ)সহায়হরির এক দূর সম্পর্কের আত্মীয়
ঘ)অন্নপূর্ণার এক দূর সম্পর্কের আত্মীয়
৮) “সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না।” – এখানে কার কথা বলা হয়েছে ?
ক) ক্ষেন্তি
খ) পুঁটি
গ) রাধী
ঘ) অন্নপূর্ণা
৯) ক্ষেন্তির বিয়ের কত টাকা পণ বাকি ছিল ?
ক) ২০০ টাকা
খ) ২৫০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ৫০০ টাকা
১০) স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ
খ স্তম্ভ
1.ক্ষেন্তির বিয়ে
i) আষাঢ়
2.সহায়হরি মেয়েকে দেখতে গিয়েছিল
ii) বৈশাখ
3. ক্ষেন্তির বসন্ত হয়েছিল
iii) পৌষ
4.ক্ষেন্তি তার মাকে যে মাসে আনতে বলেছিল
iv) ফাল্গুন
ক)1.➡ii),
2.➡i),
3. ➡iv), 4.➡iii)
খ)1.➡ii),
2.➡iii), 3. ➡iv), 4.➡i)
গ)1.➡ii),
2.➡iv),
3. ➡i),
4.➡iii)
ঘ)1.➡iv),
2.➡iii),
3. ➡i),
4.➡ii)
১১) নীচের বিবৃতি থেকে সত্য–মিথ্যা নির্ণয় করো :
(i) সহায়হরির চুরি করে আনা মেটে আলুটার ওজন ছিল আন্দাজ দশ–বারো সের
(ii) সহায়হরি দুই টাকা দিয়ে ক্ষেন্তির জন্য রাসের মেলা থেকে লাল জমাটি কিনেছিলেন
(iii) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিলেন কালীময় ঠাকুর
(iv) ক্ষেন্তির যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই পাত্রের সিলেট,চুন ও ইটের ব্যবসা ছিল
ক) (i) সত্য, (ii)মিথ্যা,
(iii)
মিথ্যা, (iv) সত্য
খ) (i) মিথ্যা, (ii) সত্য,
(iii)
সত্য, (iv) মিথ্যা
গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা,
(iii)
সত্য, (iv) সত্য
ঘ) (i) সত্য, (ii) সত্য,
(iii)
মিথ্যা, (iv) সত্য
১২) প্রদত্ত বিবৃতি ও কারণের ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো :
বিবৃতি: অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন।
কারণ: গোঁসাইরা চৌকিদার ডেকে এনেছিল।
ক) বিবৃতি ও কারণ দুটোই ঠিক
খ) বিবৃতি ও কারণ দুটোই ভুল
গ) বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল
ঘ) বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক
১৩) ‘পুঁইমাচা‘ গল্পে ক্ষেন্তির বাবার নাম কী?
ক) রামলোচন দাস
খ) সহায়হরি চ্যাটার্জী
গ) বিষ্ণু সরকার
ঘ) তারক চ্যাটার্জি
১৪) সহায়হরির মেজো মেয়ের নাম কী ?
(ক) পুঁটি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) দুর্গা
১৫) ‘পুঁইমাচা‘ গল্পে ক্ষেন্তির বয়স কত ?
(ক) তেরো
(খ) বারো
(গ) পনেরো
(ঘ) চোদ্দো
১৬) ‘পুঁইমাচা‘ গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে –
(ক) গ্রীষ্মকাল
(খ) বর্ষাকাল
(গ) শরৎকাল
(ঘ) শীতকাল
১৭. ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয়–
ক) বিজলী প্রত্রিকায়
খ) লাঙল পত্রিকায়
গ) সওগাত পত্রিকায়
ঘ) গণবাণী প্রত্রিকায়
১৮. ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথমে কাব্যগ্রন্থে সংকলিত হয়?
ক) দোলনচাঁপা
খ) ভাঙার গান
গ) সর্বহারা
ঘ) সাম্যবাদী
১৯. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মহা–গীতা গাইছেন–
ক) মহাবীর
খ) চার্বাক মুনি
গ) বাঁশির কিশোর
ঘ) শাক্যমুনি
২০. অমৃত ফল কে জোগায়?
(ক) জমিদার
(খ) মহাজন
(গ) দীর্ঘ–শিরঃ তরু–দল
(ঘ) কৃষক
২১. কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে?
(ক) মন্দিরের মধ্যে
(খ) অর্থভাণ্ডারের মধ্যে
(গ) ভালোবাসার মধ্যে
(ঘ) মানুষের মধ্যে
২২. পরোপকারই পরম ধর্ম।” – উক্তিটি কার ?
ক) কমলাকান্তের
খ) বিড়ালের
গ) প্রসন্নর
ঘ) কোনোটিই নয়
২৩. চোরের দণ্ড হয়; চুরির মূল যে
_______, তাহার দণ্ড হয় না কেন?” –শূন্যস্থানে বসবে
ক) কৃপণ
খ) ধনী
গ) সাধু
ঘ) কোনোটিই নয়
২৪. “যে কখন অন্ধকে মুষ্টি–ভিক্ষা দেয় না, সেও একটা
_________, ফাঁপরে পড়িলে রাত্রে ঘুমায় না।” –শূন্যস্থানে বসবে
ক) ধনী ব্যক্তি
খ) বড় রাজা
গ) বড় বাদশা
ঘ) বড় ধার্মিক
২৫. “তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির
________“
ক) স্বভাব
খ) অভ্যাস
গ) রোগ
ঘ) ধর্ম
২৬. “এ পৃথিবীর
______________ আমাদের কিছু অধিকার আছে।” –শূন্যস্থানে বসবে
ক) ধন–সম্পদে
খ) সকল খাদ্যে
গ) সকল আহারে
ঘ) মৎস্য মাংসে
২৭. “তুমি কমলাকান্ত, দূরদর্শী” – কারণ
ক) আফিংখোর
খ) দিব্যকর্ণপ্রাপ্ত
গ) দিব্যজ্ঞানপ্রাপ্ত
ঘ) দিব্যদৃষ্টিসম্পন্ন
২৮. “ ________ দোষেই দরিদ্র চোর হয়” — শূন্যস্থানে বসবে
ক) কৃপণের
খ) ধনীর
গ) অনাহারের
ঘ)কোনোটিই নয়
২৯. “তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক্ ” – বক্তা কে ?
ক) বিড়াল
খ) কমলাকান্ত
গ) উপরের দুটিই
ঘ)কোনোটিই নয়
৩০. বিড়াল ‘কমলাকান্তের দপ্তর‘ পড়লে কী বুঝতে পারবে ?
ক) সাম্যবাদ
খ) সামাজিক আদর্শ
গ) ধর্ম ও নৈতিকতা
ঘ) আফিঙ্গের অসীম মহিমা
৩১. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর‘ কবিতাটির মূলগ্রন্থের নাম কী ?
ক) তিলোত্তমাসম্ভব কাব্য
খ) মেঘনাদবধ কাব্য
গ) চতুর্দশপদী কবিতাবলী
ঘ) ব্রজঙ্গনা কাব্য
৩২. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর‘ কবিতাটি কোন ধরনের কবিতা ?
ক) গীতিকবিতা
খ) সনেট
গ) গান
ঘ) ছড়া
৩৩. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর‘ কবিতাটি ‘চতুর্দশপদী কবিতাবলী‘র কততম সনেট ?
ক) ৮০ তম
খ) ৮২ তম
গ) ৮৪ তম
ঘ) ৮৬ তম
৩৪. “যে জন আশ্রয় লয়
______ চরণে” – শূন্যস্থানে বসবে
ক) সোনার
খ) স্বর্ণাভ
গ) অমৃত
ঘ) সুবর্ণ
৩৫. ভারভারা রাও মূলত কোন ভাষার কবি ?
ক) তেলুগু
খ) তামিল
গ) মালয়ালম্
ঘ) কন্নড়
৩৬. ‘চারণকবি কবিতাটি বাংলায় তরজমা করেন
ক) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) উৎপল কুমার বসু
গ) শক্তি চট্টোপাধ্যায়
ঘ) শঙ্খ ঘোষ
৩৭. যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে – কী?
ক) কবিতা
খ) গান
গ) কলম
ঘ) সবগুলি
৩৮. দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন ?
ক) নভেম্বরের শেষে
খ) ডিসেম্বরের মাঝামাঝি
গ) ডিসেম্বরের গোড়ায়
ঘ) ডিসেম্বরের শেষে
৩৯. ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো‘ গল্পটিকে বাংলায় অনুবাদ করেন–
ক) উৎপল কুমার বসু
খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) সুভাষ মুখোপাধ্যায়
ঘ) নবারুণ ভট্টাচার্য
৪০. ডানাওয়ালা বুড়ো লোকটা খায় –
ক) কাঁকড়া
খ) ন্যাপথলিন
গ) মাছ
ঘ) বেগুনভর্তা
৪১. থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল –
ক) জাদু
খ) মন্ত্র
গ) ধৈর্য
ঘ) জলপড়া
৪২. দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কী অনুভূতি হয় ?
ক) এলিসেন্দা মুক্ত বোধ করে
খ) এলিসেন্দা দুঃখিত হয়
গ) এলিসেন্দা স্বস্তি বোধ করে ,
উদাসও হয়
ঘ) এলিসেন্দা শান্তি পায়
৪৩. “সে আবার জীবনমৃত্যুর সব গলিঘুঁজিরই হদিস রাখে” – এখানে কার কথা বলা হয়েছে–
(ক) পাদ্রে গোনসাগা
(খ) ডানাওয়ালা বুড়ো
(গ) এক পড়োশিনি
(ঘ) এলিসেন্দা
৪৪. সহজ সরল গোছের মানুষেরা ডানাওয়ালা বুড়ো লোকটাকে কী বানাতে চেয়েছিলেন ?
ক) পুরপিতা
খ) ক্রীতদাস
গ) রাজা
ঘ) যাজক
৪৫. পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে কী ছিলেন ?
ক) হট্টাকট্টা কাঠুরে
খ) শিক্ষক
গ) পুরোহিত
ঘ) ব্যবসায়ী
৪৬. দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত ?
ক) পাঁচ সেন্ট
খ) পাঁচ ডলার
গ) পাঁচ পাউন্ড
ঘ) পাঁচ টাকা
৪৭. দেবদূত কোন রোগে আক্রান্ত হয়েছিল ?
ক) কলেরা
খ) গুটি বসন্ত
গ) জল বসন্ত
ঘ) টাইফয়েড
৪৮. ‘পাদ্রে গোনসাগা এসে হাজির’ –
(ক) সকাল সাতটার আগে
(খ) সকাল ন’টার আগে
(গ) দুপুর একটায়
(ঘ) সন্ধে সাতটার আগে
৪৯. পাদ্রে গোনসাগা খাঁচার মধ্যে ঢুকে বৃদ্ধ ডানাওয়ালা লোকটিকে যে ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন–
(ক) পর্তুগিজ
(খ) চাইনিজ
(গ) ইংরেজি
(ঘ) লাতিন
৫০. “ন্যাপথলিন নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিধিত।”– কথাটি সত্য–
ক) পাদ্রে গোনসাগার সিদ্ধান্ত অনুসারে
খ) আর্চবিশপের প্রজ্ঞা অনুযায়ী
গ) পরমজ্ঞানী পড়োশিনির প্রজ্ঞা অনুযায়ী
ঘ) ঈশ্বরের উজির–নাজিরদের অভিমত অনুযায়ী
উত্তরমালা :
১ক ২ঘ ৩ঘ ৪খ ৫গ
৬গ ৭গ ৮খ ৯খ ১০খ
১১গ ১২গ ১৩খ ১৪ক ১৫গ
১৬ঘ ১৭খ ১৮ঘ ১৯গ ২০গ
২১ঘ ২২খ ২৩ক ২৪খ ২৫গ
২৬ঘ ২৭ ক ২৮খ ২৯খ ৩০ঘ
৩১গ ৩২খ ৩৩ঘ ৩৪ঘ ৩৫ক
৩৬ঘ ৩৭খ ৩৮গ ৩৯খ ৪০ঘ
৪১গ ৪২গ ৪৩গ ৪৪ক ৪৫ক
৪৬ক ৪৭গ ৪৮ক ৪৯ঘ ৫০গ