একাদশ শ্রেণি 🔷 দ্বিতীয় সেমেস্টার
১. তেলেনাপোতা যাওয়ার কারণ কী ? একে লেখক আবিষ্কার বলেছেন কেন ? ২+৩
বিশিষ্ট কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র রচিত ‘তেলেনাপোতা আবিষ্কার’ একটি ভিন্ন স্বাদের গল্প। এই গল্পে তেলেনাপোতা হলো শহর কলকাতার অনতিদূরে অবস্থিত মহামারীতে সর্বস্রান্ত হওয়া জনবিরল একটি গ্রাম। শহরের প্রাত্যহিক কাজকর্মে হাঁপিয়ে উঠে অবসর সময় কাটাতে এবং মৎস্য শিকারের ইচ্ছা চরিতার্থ করার জন্যই গল্পকথক তার দুই বন্ধুর সঙ্গে তেলেনাপোতায় পাড়ি দেন।
মহানগরী থেকে মাত্র তিরিশ মাইল দূরে থেকেও লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়েছিল তেলেনাপোতা। আলোচ্য গল্পে মৎস্যশিকারি কথক এবং পানরসিক ও নিদ্রাবিলাসী দুই বন্ধু মিলে তেলেনাপোতায় গিয়েছিল। সভ্যজগতের এত কাছাকাছি দূরত্বের মধ্যে এমন একটি শান্ত জনবিরল অজ্ঞাত পরিবেশের সন্ধান পাওয়া শহরাঞ্চলের ব্যস্ত মানুষের কাছে এক বিস্ময়কর আবিষ্কার। লেখক এই কারণেই তেলেনাপোতা যাওয়ার ঘটনাকে আবিষ্কারের সঙ্গে তুলনা করেছেন।
গল্পে উল্লেখিত তিন যুবক যেন বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাওয়া তেলেনাপোতাকে নতুন করে আবিষ্কার করেছিল। তাদের মাধ্যমেই প্রকাশ্যে এসেছিল মৃত্যুপুরী তেলেনাপোতা, অন্ধকারাচ্ছন্ন জনমানব বর্জিত পরিবেশ এবং সেখানকার মানুষের কথা। তেলেনাপোতার এই অচেনা জগৎটিকে নতুন করে খুঁজে পাওয়া গেছে বলেই লেখক একে ‘আবিষ্কার’ বলেছেন।