বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

তেলেনাপোতা আবিষ্কার – প্রেমেন্দ্র মিত্র |একাদশ শ্রেণি |দ্বিতীয় সেমেস্টার

প্রশ্ন :  ‘মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই,’- একথা কার, কখন মনে হবে? এই মনে হবার কারণ কী?     ২+৩

উত্তরঃ

প্রশ্নোদ্ধৃত অংশটি বিশিষ্ট সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র রচিত ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পের প্রধান পুরুষ চরিত্রটির একথা মনে হবে। গল্পের একেবারে শেষলগ্নে ম্যালেরিয়া থেকে আরোগ্য লাভের পর কথকের কাছে তেলেনাপোতার স্মৃতি অস্পষ্ট বলে মনে হবে।

বহু বছর আগে ম্যালেরিয়ার প্রকোপে তেলেনাপোতা গ্রামটি সর্বস্বান্ত হয়েছিল। কিন্তু মহানগর থেকে আগত তিনজন যুবক তেলেনাপোতার অস্তিত্ব পুনরায় আবিষ্কার করে। মৎস্যশিকারি গল্পকথক আবেগতাড়িত হয়ে যামিনীর অসহায় বৃদ্ধা মাকে প্রতিশ্রুতি দিয়েছিল যামিনীকে বিয়ে করার । বলেছিল – “আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা। আমার কথার নড়চড় হবে না।”

তেলেনাপোতা থেকে ফিরে আসার পর নায়কটি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। দীর্ঘ রোগভোগের মাঝে তার নিজের অজান্তেই দেহ ও মনের অনেক ধোয়া-মোছা হয়ে যায় । তেলেনাপোতার স্মৃতি ‘অস্ত যাওয়া তারার মতো’ একেবারেই ঝাপসা হয়ে গিয়েছিল। বাস্তবের দুনিয়ায় কল্পনার ফানুস ধ্বংস হয়ে যায়।  সেইসময় তার মনে হয়েছিল ‘তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই’। কারণ, যার জন্য সে তেলেনাপোতায় ফিরে যাবে কথা দিয়েছিল সেই যামিনীকে ‘দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা’ বলে মনে হবে ।

PDF ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বাটনে ক্লিক করুন 👇

১. তেলেনাপোতা যাওয়ার কারণ কী ? একে লেখক আবিষ্কার বলেছেন কেন ?   ২+৩

PDF ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বাটনে ক্লিক করুন 👇

Scroll to Top