■ দল বা অক্ষর :
ধ্বনি, বর্ণ ও অক্ষরকে আমরা ধ্বনিবিজ্ঞান সম্পর্কে একই জিনিস মনে করি। আসলে এগুলো একই জিনিস নয়। একটি শব্দের যতটুকু অংশ একবারে বা এক ঝোঁকে উচ্চারিত হয়, সেই পরিমান অংশকে বলা হয় অক্ষর বা দল।
বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয়, তাকে দল বা অক্ষর (Syllable) বলা হয়। এখানে স্বল্পতম প্রয়াসের অর্থ হলো, ঝোঁক। অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের প্রয়োজন হয়,তাতে ততগুলি দল বা অক্ষর থাকে। আবার কোনো কোনো শব্দ একবারেই উচ্চারিত হয় বা একটিই ঝোঁক থাকে; অর্থাৎ তাদের মধ্যে একটিই দল বা অক্ষর থাকে।
কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে বিষয়টি স্পষ্ট করা যাক-
যেমন: ‘আকাশ’ শব্দে দু’বার ঝোঁক দিতে হয় – আ-কাশ্ অর্থাৎ আকাশ শব্দে অক্ষর আছে দু’টি। আবার ‘ব্যাকরণ ’ শব্দে তিনটি অক্ষর আছে – ব্যা-ক-রণ্।
জল – জল্ (একটি দল)
ফল – ফল্ (একটি দল)
বল – বল্ (একটি দল)
দল – দল্ (একটি দল)
মাছ – মাছ্ (একটি দল)
গাছ – গাছ্ (একটি দল)
ভুল- ভুল (একটি দল)
ফুল- ফুল্ (একটি দল)
শেষ- শেষ্ (একটি দল)
যোগ- যোগ (একটি দল)
আমার- আ-মার্ (দুটি দল)
বাংলা – বাং- লা (দুটি দল)
বাতাস- বা – তাস্ (দুটি দল)
ধাঁধা- ধাঁ-ধা (দুটি দল)
অষ্টম- অষ্-টম্ (দুটি দল)
শ্রেণি- শ্রে-ণি (দুটি দল)
বাক্য- বাক্-ক্য (দুটি দল)
গঙ্গা – গঙ্-গা (দুটি দল)
রৌদ্র- রৌ-দ্র (দুটি দল)
ক্রিয়া- ক্রি-য়া (দুটি দল)
কলকাতা – কল্-কা-তা (তিনটি দল)
সমাধান- স-মা-ধান্ (তিনটি দল)
কবিতা – ক-বি-তা (তিনটি দল)
টেনিদা – টে-নি-দা (তিনটি দল)
জলছবি- জল্-ছ-বি (তিনটি দল)
বাসযাত্রী- বাস্-যাত্-রী (তিনটি দল)
তাৎপর্য- তাৎ-পর্-য (তিনটি দল)
উচ্চারণ- উচ্-চা-রণ (তিনটি দল)
অরণ্য- অ-রণ্-ন্য (তিনটি দল)
কাজকর্ম- কাজ্-কর্-ম (তিনটি দল)
ভারতবর্ষ- ভা-রত্-বর্-ষ (চারটি দল)
রবীন্দ্রনাথ- র-বীন্-দ্র-নাথ্ (চারটি দল)
বঙ্কিমচন্দ্র- বঙ্-কিম্-চন্-দ্র (চারটি দল)
উদাহরণ- উ-দা-হ-রণ্ (চারটি দল)
স্বরধ্বনি – স্ব-র-ধ্ব-নি (চারটি দল)
পরিবর্তন- প-রি-বর্-তন্ (চারটি দল)
বনভোজন – ব-ন-ভো-জন (চারটি দল)
চন্দ্রগুপ্ত- চন্-দ্র-গুপ্-ত (চারটি দল)
ছন্নছাড়া- ছন্-ন-ছা-ড়া (চারটি দল)
পশ্চিমবঙ্গ- পশ্-চিম্-বং-গ (চারটি দল)
বিবেকানন্দ- বি-বে-কা-নন্-দ (পাঁচটি দল)
■ দল বা অক্ষরের শ্রেণিবিভাগ :
দলকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা-
১. মুক্তদল, ২. রুদ্ধদল
১. মুক্তদল : যে দলের শেষে একটি স্বরধ্বনি বা যে দলে একটিই স্বরধ্বনি ,তাকে স্বরান্ত বা মুক্তদল বলে।
যে সব অক্ষর উচ্চারণকালে নিঃশ্বাসের গতিপথ মুক্ত হয় তাকে মুক্তদল বলে।
যেমন- কবিতা – ক-বি-তা -এখানে তিনটি দলই মুক্তদল। শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয়,তাই এরা মুক্তদল।
প্রয়োজন অনুসারে মুক্ত দলের উচ্চারণ প্রলম্বিত করা যায়। টানিয়া টনিয়া দলগুলি উচ্চারিত হবার সুবিধার জন্য এদের উচ্চারণ রুদ্ধ নয়, তাই এরা মুক্তদল।
লেখাপড়া = লে-খা-প-ড়া
খেলাধূলা= খে-লা-ধূ-লা
ভাগীরথী = ভা-গী-র-থী
প্রভৃতি শব্দগুলির প্রতিটি দলই মুক্তদল।
২. রুদ্ধদল : যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা যৌগিক স্বরধ্বনি থাকে তাকে রুদ্ধদল বলে।
যে সব অক্ষর উচ্চারণকালে নিঃশ্বাসের গতিপথ রুদ্ধ হয় তাকে রুদ্ধদল বলে।
যেমন- ভৈরব- ভৈ-রব্ -এখানে দুটি দলই রুদ্ধদল।
মুক্ত দলের মতো এদের উচ্চারণ প্রলম্বিত করা যায় না , তাই এরা রুদ্ধদল।
১. সঠিক বিকল্পটি নির্বাচন করো :
১.১ ব্যাকরণে দল শব্দটির অর্থ-
ক) অক্ষর খ) পাপড়ি গ) জনতা ঘ) বর্ণসমষ্টি
২.২ আমি অষ্টম শ্রেণীতে পড়ি বাক্যটিতে মোট সংখ্যা হল
ক) ৪ টি খ)৭ টি গ) ৯ টি ঘ)১০ টি
১.৩ ‘উচ্চারণ’ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে –
ক) উ-চ্চারণ খ) উচ্-চা-রণ্
গ) উদ্-চারণ ঘ) উচ্চা-রণ
২. নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ দল কাকে বলে ?
উত্তর: বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয়, তাকে দল বলে।
২.২ দলের শ্রেণিবিভাগগুলি নির্দেশ করো ।
উত্তর: দলের শ্রেণিবিভাগ : দলকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- ১. মুক্তদল, ২. রুদ্ধদল
২.৩ তিন রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো।
উত্তর: তিন রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দ হল পাণ্ডিত্যচর্চা। পান্-ডিত্ – ত্য-চর্- চা । এখানে পান্, ডিত্ আর চর্ – এই তিনটি রুদ্ধদল।
২.৪ তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো।
উত্তর: তিনটি দল রয়েছে এমন একটি শব্দ হল-
উচ্চারণ- উচ্-চা-রণ (তিনটি দল)।
২.৫ মুক্তদল বলতে কী বোঝ ?
উত্তর: মুক্তদল : যে দলের শেষে একটি স্বরধ্বনি বা যে দলে একটিই স্বরধ্বনি ,তাকে মুক্তদল বলে।
যেমন-লেখাপড়া = লে-খা-প-ড়া
খেলাধূলা= খে-লা-ধূ-লা
ভাগীরথী = ভা-গী-র-থী
প্রভৃতি শব্দগুলির প্রতিটি দলই মুক্তদল।
২.৬ রুদ্ধদল -এর এমন নাম হওয়ার কারণ কী ?
উত্তর: যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা যৌগিক স্বরধ্বনি থাকে তাকে রুদ্ধদল বলে। এই অক্ষরগুলি উচ্চারণকালে নিঃশ্বাসের গতিপথ রুদ্ধ হয় বলে এরূপ নামকরণ।
২.৭ হলন্ত শব্দ কাকে বলে ?
উত্তর: যে শব্দের শেষে হস্ চিহ্ন থাকে তাকে হসন্ত শব্দ বলে।
যেমন- বাক্,দৃক্ হল্ প্রভৃতি।
২.৮ পূর্ণস্বর কী ?
উত্তর: কোনো দলে দুটি স্বরধ্বনির যোগ ঘটলে পূর্ণভাবে উচ্চারিত প্রথমটিকে পূর্ণস্বর বলে।
২.৯ খণ্ডস্বর বলতে কী বোঝ ?
উত্তর: কোনো দলে দুটি স্বরধ্বনির যোগ ঘটলে অর্ধভাবে উচ্চারিত দ্বিতীয়টিকে খণ্ডস্বর বা অর্ধস্বর বলে।
২.১০ মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন ?
উত্তর: মুক্তদলের শেষে স্বরধ্বনি থাকে বলে মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলে।
৩. নীচের প্রতিটি শব্দের দলগুলোর মধ্যে কোনটি রুদ্ধদল , কোনটি মুক্তদল তা লেখো :
ব্যাকরণ = ব্যা-ক-রণ্ (ব্যা- মুক্তদল, ক-মুক্তদল, রণ্- রুদ্ধদল)
জলছবি = জল্-ছ-বি ( জল্ রুদ্ধদল , ছ- মুক্তদল, বি- মুক্তদল)
বাসযাত্রী = বাস্-যাত্-রী ( বাস্- রুদ্ধদল , যাত্- রুদ্ধদল, রী-মুক্তদল)
তাৎপর্য = তাৎ-পর্ -য (তাৎ-রুদ্ধদল, পর্-রুদ্ধদল, য- মুক্তদল)
পাকারাস্তা = পা-কা-রাস্-তা (পা-মুক্তদল, কা-মুক্তদল, রাস্- রুদ্ধদল, তা -মুক্তদল)
অকালবোধন = অ-কাল্-বো-ধন্ (অ-মুক্তদল, কাল্-রুদ্ধদল, বো- মুক্তদল, ধন্-রুদ্ধদল)
সমাধান = স-মা-ধান্ (স- মুক্তদল, মা- মুক্তদল, ধান্- রুদ্ধদল)
নবেন্দু = ন-বেন্-দু (ন-মুক্তদল, বেন্-রুদ্ধদল, দু- মুক্তদল)
টেনিদা = টে-নি-দা (টে-মুক্তদল, নি- মুক্তদল, দা- মুক্তদল)
কবিতা= ক-বি-তা (ক-মুক্তদল, বি – মুক্তদল, তা-মুক্তদল)
৪. নীচের শব্দগুলির ‘দল’ বিশ্লেষণ করে কোন শব্দে কটি দল আছে নির্দেশ করো :
ধানদূর্বা = ধান্-দূর্-বা -৩টি দল।
শ্যামলিমা = শ্যা-ম-লি-মা – ৪টি দল।
কণ্ঠস্বর = কন্-ঠ-স্বর্ – ৩টি দল।
নৌকাডুবি = নৌ-কা-ডু-বি – ৪টি দল।
পাঁচফোড়ন = পাঁচ্-ফো-ড়ন্ -৩টি দল।
শীর্ষেন্দু = শীর্-ষেন্-দু।
ধাঁধা = ধাঁ-ধা – ২টি দল।
শেষ = শেষ্ – ১ টি দল।
আকাশপাতাল = আ-কাশ্-পা-তাল্ -৪টি দল।
আকস্মিক = আ-কস্-সিক্- ৩টি দল।
বাতাস = বা-তাস – ২টি দল।
অরণ্য= অ-রন্-ন্য- ৩টি দল।
নিজবাসভূমি
প্রাই+মা+রি এর প্রাই টা কোন দল??
মুক্ত দল
নিজ্ – বাস্ – ভূ- মি (চারটি দল )
সংহার koyta okkhor??
5ti mukta dall
রাক্ষসাধিপতী-দল বিশ্লেষণ কিভাবে করব?
খুব ভালো লাগল
ভালো
সং – হার্ – দুটি দল
ধন্যবাদ
রাক্- খ – সা -ধি – প- তি
সেতার
কলকাতা