দশম শ্রেণি উৎস |সাহিত্য সঞ্চয়ন|BanglaSahayak.com

 

🔴 সাহিত্য সঞ্চয়ন 

        (দশম শ্রেণি) 🔴


“শাবলতলার মাঠ” (গল্প)
লেখক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।
উৎস – গল্পসমগ্র, প্রথম খন্ড ।

“তিন পাহাড়ের কোলে” (কবিতা)
কবি – শক্তি চট্টোপাধ্যায় ।

“জ্ঞানচক্ষু” (গল্প)
লেখিকা – আশাপূর্ণা দেবী ।
উৎস – কুমকুম ।

“বুধুয়ার পাখি” (কবিতা)
কবি – আলোকরঞ্জন দাশগুপ্ত ।
উৎস – যৌবন বাউল ।

“অসুখী একজন” (কবিতা)
কবি – পাবলো নেরুদা ।
উৎস – বিদেশি ফলে রক্তের ছিটে ।
তরজমা – নবারুণ ভট্টাচার্য ।

“আমাকে দেখুন” (গল্প)
লেখক – শীর্ষেন্দু মুখোপাধ্যায় ।
উৎস – শ্রেষ্ঠ গল্প’ সংকলন ।

“আয় আরো বেঁধে বেঁধে থাকি” (কবিতা)
কবি – শঙ্খ ঘোষ ।
উৎস – জলই পাষাণ হয়ে আছে (৩৯ নং কবিতা )।

“আলোবাবু”(গল্প)
লেখক – বনফুল ।
উৎস – অনুগামিনী ।

“পৃথিবী বাড়ুক রোজ” 
লেখিকা – নবনীতা দেব সেন ।

“আফ্রিকা” 
কবি – রবীন্দ্রনাথ ঠাকুর ।
উৎস – পত্রপুট ।

“লোকমাতা রানি রাসমণি” 
লেখক – সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় 

“হারিয়ে যাওয়া কালি কলম” 
লেখক – শ্রীপান্থ ।
প্রকৃত নাম – নিখিল সরকার ।
উৎস – হারিয়ে যাওয়া কালি কলম মন ।

“ভারতবাসীরা আহার”
লেখক – সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।

“পরশমণি” 
পদকর্তা – চন্ডীদাস 
উৎস – চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের ৪২ সংখ্যক পদ ।

“সাজ ভেসে গেছে” 
লেখক – সৈয়দ মুস্তাফা সিরাজ ।
উৎস – গল্প সমগ্র, দ্বিতীয় খণ্ড, ১১ নং গল্প ।

“একাকারে” 
কবি – সুভাষ মুখোপাধ্যায় ।
উৎস – বাঘ ডেকেছিল ।

“বহুরূপী” 
লেখক – সুবোধ ঘোষ ।
উৎস – গল্পসমগ্র, তৃতীয় খণ্ড ।

“অভিষেক”

কবি – মাইকেল মধুসূদন দত্ত 

উৎস – ‘মেঘনাদবধ কাব্যে’র প্রথম সর্গ ।


“সিরাজদ্দৌলা”
নাট্যকার – শচীন সেনগুপ্ত ।
উৎস – সিরাজদ্দৌলা নাটক ।

“প্রলয়োল্লাস” 
কবি – কাজী নজরুল ইসলাম ।
উৎস – অগ্নিবীণা কাব্য (প্রথম কবিতা) ।

“পথের দাবী” 
লেখক – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
উৎস – পথের দাবী উপন্যাস ।

“প্রভাবতী সম্ভাষণ” 
লেখক – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
উৎস – প্রভাবতী সম্ভাষণ ।

“সিন্ধুতীরে” 
কবি – সৈয়দ আলাওল ।
উৎস – পদ্মাবতী কাব্যের পদ্মা ও সমুদ্র খন্ড ।

“অদল বদল” 
লেখক – পান্নালাল প্যাটেল ।
তরজমা – অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত ।

“ঘাস” 
কবি – জীবনানন্দ দাশ ।
উৎস – বনলতা সেন 

“মানুষের ধর্ম” 
লেখক – রবীন্দ্রনাথ ঠাকুর ।
উৎস – মানুষের ধর্ম ।

“বাংলা ভাষায় বিজ্ঞান” 
লেখক – রাজশেখর বসু ।
উৎস – বিচিন্তা ।

“অস্ত্রের বিরুদ্ধে গান” 
কবি – জয় গোস্বামী ।
উৎস – পাতার পোশাক (২০ নং কবিতা ) ।

“নদীর বিদ্রোহ” 
লেখক – মানিক বন্দ্যোপাধ্যায় ।
উৎস – সরিসৃপ (৯ নং গল্প)।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top