বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

ধাঁধার| ধাঁধার বৈশিষ্ট্য |

প্রশ্ন : ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো। অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও। (সংসদ বার্ষিক পরীক্ষা ২০১৫, ২০১৮] ৩+২=৫

অথবা,  ধাঁধা বলতে কী বোঝ? ধাঁধার সঙ্গে শিক্ষা ও উপদেশ প্রদানের বিষয়টি কীভাবে জড়িত বুঝিয়ে দাও। ২+৩=৫

উত্তর:  লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ধাঁধা। যে-বাক্য দ্বারা একটিমাত্র ভাব রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয়, তাকে ধাঁধা বলে। সংস্কৃতে প্রহেলিকা, হিন্দিতে পহেলি এবং বাংলায় হেঁয়ালি বলতে যা বোঝায় তাই হলো ধাঁধা।

ধাঁধার বৈশিষ্ট্য :

(১) সাধারণ শিক্ষার মাধ্যম : আপামর জনসাধারণের মনে জগৎ ও জীবনকে জানার কৌতূহল সৃষ্টি করে ধাঁধা।

(২) অনুসন্ধিৎসা : তথ্য অনুসন্ধান ধাঁধার অপর একটি বৈশিষ্ট্য।

(৩) নানান ভাবনার আধার : ধাঁধার মধ্য দিয়ে সাধারণ জ্ঞান, সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি, চিন্তার উৎকর্ষ, মননশীলতা, কৌতুক সৃষ্টি, স্মৃতিচর্চা, ও রসবোধের পরিচয় পাওয়া যায়।

(৪) সংক্ষিপ্ততা : সংক্ষিপ্ততা ধাঁধার  একটি প্রধান গুণ।

(৫) বুদ্ধিগ্রাহ্য বিষয়: ধাঁধার আবেদন মূলত বুদ্ধিগ্রাহ্য। এর মধ্য দিয়ে উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেওয়া হয়।

ধাঁধার উদাহরণ : 

১. ছোট্ট প্রাণী হেঁটে যায়

    আস্ত পা-টা গিলে খায়।      

উত্তর – জুতো

২.  বাড়িতে আছে কাঠের গাই

      বছর বছর দুধ খাই।  

উত্তর – খেজুর গাছ 

১. একটু খানি গাছে

      রাঙা বউটি নাচে।

    উত্তর-মরিচ

আরও পড়ুন 👇

ছড়ার সংজ্ঞা ও বৈশিষ্ট্য

প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো ? চারটি প্রবাদের উদাহরণ দাও।

    Scroll to Top