WBCSSC & MSC SLST BENGALI
স্কুল ও মাদ্রাসা সার্ভিস কমিশন নবম-দশম
নিম্নে প্রদত্ত নির্দেশ পরীক্ষার্থীর অবশ্যপাঠ্য :
১. এই প্রশ্নপত্রটিতে মোট ৯০ টি বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী আছে। প্রতিটি প্রশ্নের মান এক। নেগেটিভ মার্ক আছে। দুটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে।
1. “সত্যিই ভাগ্য যেন চাকার মতো ঘোরে; একজন উপরে উঠে তো আর একজন তলায় পড়ে যায়।” — বক্তা হলেন
A) ইলিয়াস
B) মহম্মদ শা
C) অতিথি
D) শাম-শেমাগি
2. “অবশেষে কারসিয়ং স্টেশনে উপস্থিত হইলাম,” কারসিয়ং স্টেশনের উচ্চতা হলো–
A) ৪,৬৬৪ ফুট
B) ৪,৭৬৪ ফুট
C) ৪,৮৬৪ ফুট
D) ৪,৯৬৪ ফুট
3. “বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন,” হিন্দি থেকে
A) আরবি শব্দ তাড়িয়ে দেবার জন্য
B)ফার্সি শব্দ তাড়িয়ে দেবার জন্য
C) ইংরেজি শব্দ তাড়িয়ে দেবার জন্য
D) সবগুলি
4. ‘আবহমান’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ?
A) নীল নির্জন
B) অন্ধকার বারান্দা
C) উলঙ্গ রাজা
D) কলকাতার যীশু
5.”তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন।” — তিনি হলেন
A) মিসেস বুল
B) মিসেস সেভিয়ার
C) মিস ম্যাকলাউড
D) মিস নোবল্
6. ” বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়।” – যে বাঙালি ছেলের কথা বলা হয়েছে
A) বিবেকানন্দ
B) অতীশ
C) চৈতন্যদেব
D) বিজয়সিংহ
7. “সে-ই ছিল সবচেয়ে অবিশ্বাসী। মজা দেখতে এসেছে এমনি ভাব তার।”- এখানে যার কথা বলা হয়েছে
A) তরুণ সাংবাদিক মোহন প্যাটেল
B) মেঘ বিশেষজ্ঞ চিন্তামনি নরসিংহ
C) আবহাওয়াবিশারদ ডঃ মণিময় দত্ত
D) ভূমিকম্প বিশেষজ্ঞ ডঃ দেবেন্দু রায়
8. “নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা” -‘নিষিদ্ধ দেশ’ বলতে কোন দেশকে বোঝানো হয়েছে ?
A) চীন
B) মঙ্গোলিয়া
C) তিব্বত
D) বর্মা
9. তরুণ উকিল কত বছর কয়েদখানায় একা থাকতে রাজি হয়েছিল ?
A) ১০ বছর
B) ১৫ বছর
C) ১২ বছর
D) ১৮ বছর
10. “যতবার আমি মানব সমাজে গিয়েছি ততবারই আমি খানিকটা মনুষত্ব হারিয়ে বাড়ি ফিরেছি।”- একথা বলতেন
A) কেশব সেন
B) ডিকেন্স
C) কেম্পিসও
D) সৈয়দ মুজতবা আলী
11. ‘সে যে বর্মায় এসেছে, এ খবর সত্য ।’ — কার বর্মায় আসার খবর সত্য ?
A) অপূর্বর
B) নিমাইবাবু
C) গিরীশ মহাপাত্রের
D) সব্যসাচীর
12. “সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী”— ‘সভ্যতার শেষ পূর্ণবাণী’—
A) বিদ্বেষ ত্যাগ করো
B) ক্ষমা করো
C) ভালোবাস
D) মঙ্গল করো
13. ‘ডাকটিকিট’ কবিতাটি কার লেখা ?
A) সত্যেন্দ্রনাথ দত্ত
B) যতীন্দ্রমোহন বাগচী
C) বুদ্ধদেব বসু
D) রবীন্দ্রনাথ ঠাকুর
14. ‘শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন’ —
A) সত্যজিৎ রায়
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) অন্নদাশঙ্কর রায়
D) সুভাষ মুখোপাধ্যায়
15. ‘নদীর বিদ্রোহ’ গল্পে নদেরচাঁদের বয়স
A) ৩০ বছর
B) ৩২ বছর
C) ৩৩ বছর
D) ৩৫ বছর
16. ‘তারপর যুদ্ধ এল’ —
A) পাহাড়ের আগুনের মতো
B) রক্তের সমুদ্রের মতো
C) আগ্নেয় পাহাড়ের মতো
D) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো
17. “বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ” প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন ?
A) অরণ্যে রোদন
B) অল্পবিদ্যা ভয়ংকরী
C) হাতের পাঁচ
D) হ-য-ব-র-ল
18. উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু’ — ‘অসুরারি রিপু’ হলো —
A) রামচন্দ্র
B) বীরবাহু
C) ইন্দ্রজিৎ
D) রাবণ
19. “এই একটা জিনিসে দারুন দুর্বলতা ছিল আমার ছেলেবেলায়।”- জিনিসটি কী ?
A) মলাট বাঁধানো নতুন বই
B) রুলটানা খাতা
C) ফাউন্টেন পেন
D) রুপোর কয়েন
20. “জয়রাম মোক্তার যখন যশোহর জেলা থেকে এই অঞ্চলে আসেন তখন তার সম্বল ছিল
A) একটি ক্যাম্বিসের ব্যাগ
B) একটি পিতলের ঘটি
C) নগদ পঞ্চাষ টাকা
D) A ও B উভয়ই
21. কোন পত্রিকায় বীক্ষণ যন্ত্রের আবিষ্কারের কথা প্রকাশিত হয় ?
A) লন্ডন টাইমস
B) নিউইয়র্ক হেরাল্ড
C) নেচার
D) নিউইয়র্ক টাইমস
22. ‘পাখিরা গান গায়’ কবিতাটি বাংলায় তরজমা করেছেন
A) শঙ্খ ঘোষ
B) সুনীল গঙ্গোপাধ্যায়
C) বুদ্ধদেব বসু
D) বিষ্ণু দে
23. ‘সভাকবি’ গল্পে রাজার আদেশ অমান্য করে কতজন কবি লুকিয়ে লুকিয়ে কবিতা রচনা করেছেন ?
A) তিনজন
B) চারজন
C) পাঁচজন
D) ছয়জন
24. “সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু/অনলে পুড়িয়া গেল” পদটির রচয়িতা কে ?
A) বিদ্যাপতি
B) চন্ডীদাস
C) জ্ঞানদাস
D) গোবিন্দদাস
25. ঘনরাম চক্রবর্তীর নিবাস ছিল
A) ফুলিয়া
B) সিঙ্গিগ্রাম
C) কৃষ্ণপুর
D) হালিশহর
26. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির ?
A) লুই পা
B) ভুসুকু পা
C) কাহ্ন পা
D) কুক্করী পা
27. চর্যাপদের ভাষাকে আলো-আঁধারি ভাষা বলেছেন
A) হরপ্রসাদ শাস্ত্রী
B) প্রবোধচন্দ্র বাগচী
C) বিধুশেখর শাস্ত্রী
D) বিজয়চন্দ্র মজুমদার
28. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস
A) পথের পাঁচালী
B) অপরাজিত
C) চাঁদের পাহাড়
D) আরণ্যক
29. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের প্রকাশকাল
A) ১৯৩৫ খ্রিস্টাব্দ
B) ১৯৩৬ খ্রিস্টাব্দ
C) ১৯৩৭ খ্রিস্টাব্দ
D) ১৯৩৮ খ্রিস্টাব্দ
30. বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি ?
A) চর্যাপদ
B) শ্রীকৃষ্ণকীর্তন
C) চণ্ডীমঙ্গল
D) চৈতন্য ভাগবত
31. বাংলা সাহিত্যে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের জনক
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) প্রমথ চৌধুরী
C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D) রবীন্দ্রনাথ ঠাকুর
32. নীচের কোন্ গ্রন্থটি বিনয় ঘোষের নয় ?
A) পশ্চিমবঙ্গের সংস্কৃতি
B) কলকাতার কালচার
C) বিদ্যাসাগর ও বাঙালি সমাজ
D) নানাকথা
33. ‘জমিদার দর্পণ’ নাটকের নাট্যকার
A) গিরিশচন্দ্র ঘোষ
B) বিজন ভট্টাচার্য
C) মীর মশাররফ হোসেন
D) দীনবন্ধু মিত্র
34. বিদ্যাপতিকে ‘অভিনব জয়দেব’ আখ্যা কে দিয়েছিলেন ?
A) শিব সিংহ
B) দেব সিংহ
C) জন বীমস্
D) দীনেশচন্দ্র সেন
35. গোবিন্দ দাসকে ‘দ্বিতীয় বিদ্যাপতি’ আখ্যা দিয়েছেন
A) সুকুমার সেন
B) জীব গোস্বামী
C) চৈতন্যদেব
D) বল্লভ দাস
36. বিজয়গুপ্তের পদ্মাপুরাণ পূর্ববঙ্গে যে নামে পরিচিত
A) রয়ানী
B) সাইটোল বিষহরীর গান
C) ঝাপান
D) ভাসান
37. ঘনাদা চরিত্রের স্রষ্টা কে ?
A) প্রেমেন্দ্র মিত্র
B) নারায়ণ গঙ্গোপাধ্যায়
C) সত্যজিৎ রায়
D) সুনীল গঙ্গোপাধ্যায়
38. নীচের কোনটি একটি জনপ্রিয় ভক্তিমূলক নাটক
A) হারানিধি
B) বলিদান
C) বিল্বমঙ্গল
D) আগমনী
39. গিরিশচন্দ্র ঘোষের ‘জনা’ নাটকের প্রকাশকাল হলো
A) ১৮৯৩ খ্রিস্টাব্দ
B) ১৮৯৪ খ্রিস্টাব্দ
C) ১৮৯৫ খ্রিস্টাব্দ
D) ১৮৯৬ খ্রিস্টাব্দ
40. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে প্রকাশকালের মিল করুন :
ক) দত্তা i) ১৯২০ খ্রিঃ
খ) গৃহদাহ ii) ১৯২৩ খ্রিঃ
গ) দেনাপাওনা iii) ১৯২৬ খ্রিঃ
ঘ) পথের দাবী iv) ১৯১৮ খ্রিঃ
A) ক) iv), খ) ii), গ) i), ঘ) iii)
B) ক) ii), খ) i), গ) iv), ঘ) iii)
C) ক) iv), খ) iii), গ) i), ঘ) ii)
D) ক) iv), খ) i), গ) ii), ঘ) iii)
41. নীচের কোনটি সঠিক নয় ?
A) ‘যোগাযোগ’ উপন্যাসটি ‘বিচিত্রা’ পত্রিকায় ‘তিন পুরুষ’ নামে প্রকাশিত হয়
B) ‘চতুরঙ্গ’ উপন্যাসের পূর্ব নাম ছিল ‘দামিনী’
C) ‘চোখের বালি’ উপন্যাসের পূর্ব নাম ছিল বিনোদিনী
D) ‘ঘরে বাইরে’ উপন্যাসটির পূর্ব নাম ছিল ‘বিমলা
42. ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাকে উৎসর্গ করেন ?
A) দীনবন্ধু মিত্র
B) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
C) শ্যামাচরণ চট্টোপাধ্যায়
D) পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়
43. বুদ্ধদেব বসু কোন কাব্যগ্রন্থ পড়ে জীবনানন্দ দাশকে ‘প্রকৃতির কবি’ আখ্যা দিয়েছিলেন ?
A) ঝরাপালক
B) ধূসর পাণ্ডুলিপি
C) বনলতা সেন
D) রূপসী বাংলা
44. ‘সারদামঙ্গল’ কত সালে প্রকাশিত হয়
A) ১৮৭৯ সালে
B) ১৮৮৯ সালে
C) ১৮৭০ সালে
D) ১৮৭৫ সালে
45. অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য
A) তিলোত্তমাসম্ভব কাব্য
B) মেঘনাদবধ কাব্য
C) ব্রজঙ্গনা কাব্য
D) বীরাঙ্গনা কাব্য
46. সৈয়দ মুজতবা আলীর প্রথম প্রকাশিত গ্রন্থ
A) দেশে বিদেশে
B) জলে ডাঙায়
C) পঞ্চতন্ত্র
D) ময়ূরকণ্ঠী
47. ‘সাধকরঞ্জন’ গ্রন্থটি রচনা করেন
A) রামপ্রসাদ সেন
B) কমলাকান্ত ভট্টাচার্য
C) ভারতচন্দ্র রায়
D) ঈশ্বরগুপ্ত
48. “ওরে নবমী-নিশি না হইও রে অবসান।” – পদটির রচনাকার
A) রামপ্রসাদ সেন
B) কমলাকান্ত ভট্টাচার্য
C) ভারতচন্দ্র রায়
D) ঈশ্বরগুপ্ত
49. ‘মধুমালতী’ কাব্যটির রচয়িতা
A) সৈয়দ হামজা
B) ফকির গরীবুল্লাহ
C) শাহু মহম্মদ সগীর
D) জৈনুদ্দিন
50. ক্ষিতীশ একদিন কাগজে বড়ো করে লাল কালিতে ক্লাবের বারান্দায় লিখে সেঁটে দিয়েছিল যে সংখ্যাটি
A) ৬০
B) ৭০
C) ৬৫
D) ৭৫
51. কোনি কত টাকা নিয়ে মাদ্রাজে এসেছিল ?
A) পনেরো টাকা
B) কুড়ি টাকা
C) পঁচিশ টিকা
D) ত্রিশ টাকা
52. প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়রিটি লেখক পান
A) প্রহ্লাদের কাছ থেকে
B) অবিনাশ বাবুর কাছ থেকে
C) তারক চাটুজ্যের কাছ থেকে
D) সত্যজিৎ রায়ের কাছ থেকে
53. কর্ভাসের জন্য আর্গাস কত মূল্য দিতে চেয়েছিল ?
A) সাত হাজার এসকুডো
B) আট হাজার এসকুডো
C) দশ হাজার এসকুডো
D) পনেরো হাজার এসকুডো
54. প্রোফেসর শঙ্কুর প্রথম ইনভেনশন
A) অ্যানাইহিলিন পিস্তল
B) মিরাকিউল
C) এয়ারকন্ডিশনিং পিল
D) অরনিথন
55. ‘কুন্তক’ কার ছদ্মনাম ?
A) শক্তি চট্টোপাধ্যায়
B) শঙ্খ ঘোষ
C) সুভাষ মুখোপাধ্যায়
D) বুদ্ধদেব বসু
56. কৃত্তিবাস ওঝার পিতার নাম
A) বনমালী
B) অভিরাম
C) নরসিংহ
D) কমলাকান্ত
57. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম আত্মপ্রকাশ
A) সাধনা পত্রিকায়
B) ভারতী পত্রিকায়
C) প্রবাসী পত্রিকায়
D) বিচিত্রা পত্রিকায়
58. ভিক্ষা > ভিক্ষে — কোন্ ধরনের স্বরসংগতি ?
A) প্রগত
B) পরাগত
C) মধ্যগত
D) কোনোটিই নয়
59. বানর > বান্দর –কোন্ ধরনের পরিবর্তন ?
A) ব্যঞ্জনাগম
B) স্বরাগম
C) স্বরভক্তি
D) মধ্য স্বরাগম
60. “আছে তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে।” – নিম্নরেখ পদটি কোন ধরনের অব্যয় ?
A) পদান্বয়ী
B) সম্বোধনসূচক
C) বাক্যালংকার
D) ধ্বন্যাত্মক
61. “চোখে জল পড়ছে কেন?” — কোন্ কারকে কী বিভক্তি ?
A) কর্তায় ‘এ’ বিভক্তি
B) অপাদানে ‘এ’ বিভক্তি
C) করণে ‘এ’ বিভক্তি
D) অধিকরণে ‘এ’ বিভক্তি
62. ‘গায়ে-হলুদ’ কোন্ সমাস ?
A) অলুক বহুব্রীহি
B) কর্ম তৎপুরুষ
C) ব্যতিহার বহুব্রীহি
D) করন তৎপুরুষ
63. নিত্য সমাসের দৃষ্টান্ত নয় কোনটি ?
A) মতান্তর
B) গ্রহান্তর
C) নিরন্তর
D) মন্বন্তর
64. ধোঁয়াশা’ — কোন্ ধরণের শব্দ ?
A) মুণ্ডমাল
B) খণ্ডিত
C) জোড়কলম
D) অনূদিত
65. ভগিনী > ভগ্নী – এটি কীসের উদাহরণ ?
A) বিপ্রকর্ষ
B) সম্প্রকর্ষ
C) সমীভবন
D) স্বরসংগতি
66. ‘অ’ স্বরধ্বনি হলো
A) নিম্নমধ্য,সম্মুখ,প্রসৃত,অর্ধবিবৃত
B) নিম্নমধ্য,পশ্চাৎ,বর্তুল,অর্ধবিবৃত
C) উচ্চমধ্য, সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত
D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত
67. অনুমতি + অনুসারে =
A) অনুমত্যনুসারে
B) অনুমত্যানুসারে
C) অনুমত্যোনুসারে
D) অনুমতিনুসারে
68.”কত নদী সরোবর কিবা ফল চাতকীর ?” — ‘সরোবর’ সন্ধিবিচ্ছেদ হবে
A) সর + উবর
B) সর + ওবর
C) সরঃ + বর
D) সর + অবর
69. কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ ?
A) ডাগর
B) চিংড়ি
C) কুলা
D) সবগুলো
70. বাক্যে অন্বয় অনুযায়ী পদগুলির যথাস্থানে সংস্থাপনকে বলে
A) আসত্তি
B) যোগ্যতা
C) আকাঙ্ক্ষা
D) ব্যঞ্জনা
71. নীচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ
A) সোনামুখ
B) বিধুমুখী
C) শশব্যস্ত
D) জীবন-উদ্যান
72. “তাঁহার মধ্যে নানা বৈপরীত্যের সমাবেশ ঘটিয়াছিল।” – ক্রিয়ার কাল হলো-
A) পুরাঘটিত বর্তমান
B) পুরাঘটিত অতীত
C) সাধারণ অতীত
D) পুরাঘটিত ভবিষ্যৎ
73. ” সকলেই কবি নয়, কেউ কেউ কবি”- নিম্নরেখো
পদটি যে জাতীয় সর্বনাম
A) নির্দেশক সর্বনাম
B) অনির্দেশক সর্বনাম
C) অনাদিবাচক সর্বনাম
D) সাকল্যবাচক সর্বনাম
74. কপালে নেইকো ঘি ঠকঠকালে হবে কী ? – নিম্নরেখো পদটি কোন ধরনের ক্রিয়া ?
ক) নামধাতুজ
খ) প্রযোজক
গ) যৌগিক
ঘ) সংযোগমূলক
75. মহাপ্রাণ বর্ণ অল্পপ্রাণবর্ণের মতো উচ্চারিত হলে তাকে বলে
A) ক্ষীণায়ন
B) পীনায়ন
C) ঘোষীভবন
D) অঘোষীভবন
76. “আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে” – নিম্নরেখো পদটি যে কারক
A) কর্তৃ
B) কর্ম
C) করণ
D) অধিকরণ
77. ‘সাদৃশ্য’ অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে
A) উপগ্রহ
B) উপনদী
C) উপকণ্ঠ
D) উপদ্বীপ
78. ‘বৃহস্পতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ ?
A) বৃহঃ + পতি
B) বৃহস্ +পতি
C) বৃহৎ + পতি
D) বৃহ + স্পতি
79. কোনটি বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ নয় ?
A) গাড়োয়ান
B) ঠাকুরালি
C) শয়তানি
D) দাশরথি
80. ‘সমারোহ’ প্রকৃতি প্রত্যয় হলো
A) সম্ – আ – রুহ্ + অল্
B) সম্ – আ – রোহ্ + অল্
C) সম্ – আরুহ্ + অল্
D) সম্ – আ – রুহ্ + ঘঞ্
81. ‘মতিমতলা’ গ্রন্থটি রচনা করেন
A) অমৃত প্রীতম
B) আইয়াপ্পা পানিক্কর
C) গোপীনাথ মহান্তি
D) প্রেমচন্দ্র
82. আইয়াপ্পা পানিক্কর কোন ভাষার কবি ?
A) ওড়িয়া
B) মালয়ালাম
C) হিন্দি
D) পাঞ্জাবি
83. ‘ডিয়ার লাভলি ডেথ’ কাব্যগ্রন্থটি রচনা করেন
A) পাবলো নেরুদা
B) ল্যাংস্টন হিউজ
C) এলিয়ট
D) আর্নেস্ট হেমিংওয়ে
84. গাবরিয়েল গার্সিয়া মার্কেজ সাহিত্যে নোবেল পান
A) ১৯৭১ সালে
B) ১৯৮৪ সালে
C) ১৯৮২ সালে
D) ১৯৮৬ সালে
85. নিম, ফি, বদ, – ইত্যাদি কোন ভাষার উপসর্গ ?
A) আরবি
B) স্প্যানিস
C) ফারসি
D) ল্যাটিন
86. “দিনের আলো নিবে এল,
সুয্যি ডোবে-ডোবে।” – ‘সুয্যি’ যে ধরনের শব্দ
A) তৎসম
B) তদ্ভব
C) অর্ধতৎসম
D) দেশি
87. দাদা আমি সাতে-পাঁচে থাকি না । ‘সাতে-পাঁচে’ পদটি যার উদাহরণ-
A) বিশেষ্য
B) সর্বনাম
C) বিশেষণ
D) অব্যয়
88. ‘কারক’ কথাটির ব্যুৎপত্তি বা প্রত্যয় হলো
A) √কৃ + ণক্
B) √কৃ + উক্
C) √কৃ + যক্
D) √কর্ + অক্
89. ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি — নিম্নরেখো পদটি কোন সমাসের উদাহরণ ?
A) অব্যয়ীভাব
B) নঞ তৎপুরুষ
C) বহুব্রীহি
D) কর্মধারায়
90. নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক ?
A) আবিঃ+কার =আবিস্কার
B) তিরঃ+কার=তিরষ্কার
C) নিঃ+রব=নিরব
D) নিঃ+কৃতি=নিষ্কৃতি
উত্তরমালা :
Comments are closed.