বাংলা গানের ইতিহাস| দ্বাদশ শ্রেণি| Class -XII | 3rd Semester |শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস| bangla ganer dhara | shilpo sahitto sanskritir itihas| SLST Bangla| SSC| MSC|BanglaSahayak.com


বাংলা গানের ইতিহাস :

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর  (MCQ) :

১. বাংলা গানের আদি নিদর্শন 

ক) চর্যাপদ

খ) শ্রীকৃষ্ণকীর্তন

গ) বৈষ্ণব পদাবলি 

ঘ) মঙ্গলকাব্য

উত্তর : ক) চর্যাপদ


২. চর্যাপদ মূলত 

ক) গানের সংকলন 

খ) কবিতার সংকলন 

গ) প্রবন্ধের সংকলন 

ঘ) কোনোটিই নয়

উত্তর : ক) গানের সংকলন 


৩. ‘চর্যাচর্যবিনিশ্চয়’ গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা কত ?

ক) ৪৬ টি  

খ) সাড়ে ছেচল্লিশটি 

গ) ৪৯ টি

ঘ) ৫১ টি

উত্তর : ঘ) ৫১ টি


৪. চর্যার যুগে সঙ্গীতে কয়টি অঙ্গ দেখা যায় ?

ক) ৬ টি

খ) ৫ টি

গ) ৭ টি

ঘ) ৮ টি

উত্তর : ক) ৬ টি


৫. চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচিত হয়েছে যে রাগে 

ক) পটমঞ্জরী

) গুর্জরী

গ) দেবক্রী

ঘ) দেশাখ

উত্তর : ক) পটমঞ্জরী


৬. আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য সাহিত্যিক নিদর্শন কোনটি ?

ক) চর্যাপদ

খ) শ্রীকৃষ্ণকীর্তন

গ) বৈষ্ণব পদাবলি 

ঘ) মঙ্গলকাব্য

উত্তর : খ) শ্রীকৃষ্ণকীর্তন


৭. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের মোট পদ সংখ্যা কত ?

ক) ১৬১ টি

খ) ৪১৮ টি

গ) ২১৩ টি

ঘ) ৪১৭ টি 

উত্তর : খ) ৪১৮ টি


৮. ‘শ্রীকৃষ্ণকীর্তনে’ মোট কতগুলি রাগ রাগিণীর ব্যবহার দেখা যায় ? 

ক) ১৯ টি

খ) ৩২ টি

গ) ৪২ টি

ঘ) ২৩ টি

উত্তর : খ) ৩২ টি


৯. মঙ্গলকাব্যগুলি গাওয়া হতো কোন লৌকিক ছন্দে ?

ক) স্বরবৃত্ত ছন্দে

খ) মাত্রাবৃত্ত ছন্দে

গ) লাচাড়ি ছন্দে

ঘ) অক্ষরবৃত্ত ছন্দ

উত্তর : গ) লাচাড়ি ছন্দে


১০. মনসাগীতি রাঢ় বঙ্গে কী নামে পরিচিত ?

ক) ঝাপান

খ) ভাসান

গ) রয়ানী

ঘ) সাইটোল বিষহরীর গান

উত্তর : ক) ঝাপান


দক্ষিণবঙ্গে ——- ভাসান

পূর্ববঙ্গে ——– রয়ানী 

উত্তরবঙ্গে —– সাইটোল বিষহরীর গান

 বা ডগজিয়ানী/মড়াজিয়ানী পালা


১১.  টপ্পা গান বাংলায় জনপ্রিয় কে করেছিলেন?

ক) রামনিধি গুপ্ত

খ) বেগম আক্তার

গ) বিষ্ণুপদ চক্রবর্তী

ঘ) ভূপেন হাজারিকা

উত্তর : রামনিধি গুপ্ত


১২.  জারি গানে ‘জারি’ শব্দের অর্থ কী ?

ক) আনন্দ

খ) ক্রন্দন

গ) বিরক্ত

ঘ) সমবেত

উত্তর : খ) ক্রন্দন 


১৩. কিশোর কুমারের প্রকৃত নাম কী?

ক) প্রভাস কুমার গঙ্গোপাধ্যায়

খ) আভাস কুমার গঙ্গোপাধ্যায়

গ) অভয় কুমার গঙ্গোপাধ্যায়

ঘ) অজয় কুমার গঙ্গোপাধ্যায়

উত্তর : খ) আভাস কুমার গঙ্গোপাধ্যায়


১৪. ” মিলে সব ভারত সন্তান”- গানটির রচয়িতা কে?

ক) গোবিন্দ চন্দ্র রায়

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

উত্তর : ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

১৫. একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন

ক) লালন ফকির

খ) রামপ্রসাদ সেন

গ) হরু ঠাকুর

ঘ) গোবিন্দ দাস কবিরাজ

উত্তর : গ) হরু ঠাকুর


 
১৬. ঢপ কীর্তন – এর প্রবর্তক কে?

ক) গৌর হরিদাস মহাপাত্র

খ) জগমোহিনী কান

গ) রূপচাঁদ অধিকারী

ঘ) অঘোর দাস

উত্তর : গ) রূপচাঁদ অধিকারী


১৭.  বাংলাদেশের প্রথম কে খেয়াল এর চর্চা শুরু করেন?

ক) রঘুনাথ রায়

খ) রূপচাঁদ অধিকারী

গ) কালিদাস গঙ্গোপাধ্যায়

ঘ) গোপাল উড়ে

উত্তর :  ক) রঘুনাথ রায়


১৮. বাংলাদেশের প্রচলিত কীর্তন এর জনক কে?

ক) শ্রীগৌরাঙ্গ

খ) রাম শংকর ভট্টাচার্য

গ) যদু ভট্ট

ঘ) জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী

উত্তর :  ক) শ্রীগৌরাঙ্গ


১৯.  ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) অতুল প্রসাদ সেন

গ) দ্বিজেন্দ্রলাল রায়

ঘ) রজনীকান্ত সেন

উত্তর : গ) দ্বিজেন্দ্রলাল রায়


২০. ‘চারণ কবি’- নামে কে প্রসিদ্ধ ?

ক) গোবিন্দ দাস

খ) কাজী নজরুল ইসলাম

গ) মুকুন্দ দাস

ঘ) জগেশ্বর রায়

উত্তর : গ) মুকুন্দ দাস


২১. মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম কী?

ক) যজ্ঞেশ্বর দে

খ) যজ্ঞেশ্বর ঘোষ

গ) যজ্ঞেশ্বর মিত্র

ঘ) যজ্ঞেশ্বর রায়

উত্তর : ক) যজ্ঞেশ্বর দে


২২. মান্না দে-র প্রকৃত নাম কী?

ক) প্রবোধকুমার দে

খ)প্রকাশ কুমার দে

গ) প্রকাশ চন্দ্র দে

ঘ) প্রবোধ চন্দ্র দে

উত্তর : ঘ) প্রবোধ চন্দ্র দে


২৩. “এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না”- গানটি কে গেয়েছেন?

ক) নির্মলা মিশ্র

খ) গীতা দত্ত

গ) সন্ধ্যা মুখোপাধ্যায়

ঘ) হৈমন্তী শুক্লা

উত্তর : ক) নির্মলা মিশ্র



২৪. সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবিটির সংগীত পরিচালনা কে করেন ?

ক) রবি শংকর

খ) বিলায়েত খাঁ

গ) শালামৎ খাঁ

ঘ) বিসমিল্লা খাঁ

 উত্তর : ক) রবি শংকর



২৫. ‘মহীনের ঘোড়াগুলি’ প্রাদেশিক ব্যান্ডটির আত্মপ্রকাশ ঘটে কবে?

ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে

খ) ১৯৭৮ খ্রিস্টাব্দে

গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৮০ খ্রিস্টাব্দে

উত্তর :  গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে



২৬. বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি ? 

▶মহীনের ঘোড়াগুলি । 

দলনেতা—গৌতম চট্টোপাধ্যায়।


২৭) কোন ছবিতে 
নেপথ্য শিল্পী হিসেবে মান্না দের আত্মপ্রকাশ ঘটে ?

১৯৪২ সালে ‘তমান্না’ ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে আত্মপ্রকাশ।

২৮) 
শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে ?
▶রামপ্রসাদ (উপাধি –কবিরঞ্জন)


২৯) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটি কার  লেখা ?
▶ আব্দুল গফ্‌ফর চৌধুরী

৩০) 
মাঝিমল্লার গানকে কী বলা হয় ?
▶ভাটিয়ালি

৩১) ভাওয়াইয়া গানের বাদকদের কী নামে ডাকা হয় ? 
▶ বাউদিয়া ।

 ভাওয়াইয়া গানের ভাষা—রাজবংশী।

৩২) ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল – ▶অবিভক্ত বাংলায়। 
৩৩) বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ হলেন 
▶অতুল প্রসাদ সেন

৩৪)  গণসংগীতের শ্রেষ্ঠ শিল্পী সলিল চৌধুরি ছিলেন একজন 
▶ সুরকার। 

তিনি ‘কয়্যার’ সঙ্গীতের প্রবর্তক।  

৩৫) ক্যালকাটা ইয়ুথ কয়্যারের জয়যাত্রা শুরু হয় কার নেতৃত্বে ?
▶রুমা গুহঠাকুরতার।

৩৬) ব্রতচারী গানের জনক 
▶গুরুসদয় দত্ত

৩৭) ‘বলো বলো বলো সবে’ – গানটি লিখেছেন
▶অতুলপ্রসাদ সেন। 

এছাড়াও–উঠগো ভারতলক্ষ্মী, হও ধরমেতে ধীর, মোদের গরব মোদের আশা। 

৩৮) ‘
তুমি নির্মল কর’ গানটির রচয়িতা
▶ রজনীকান্ত সেন।

৩৯) ভারতীয় সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা করেন —- 
▶জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

৪০) আমরা করব জয় ( We shall overcome) গানের রচয়িতা  কে ?
▶শিবদাস বন্দ্যোপাধ্যায়।

৪১) বাংলায় ‘খেয়াল’ চর্চা শুরু করেন
▶রঘুনাথ রায়

খেয়াল –  আরবি শব্দ। এর অর্থ – যথেচ্ছাচার।

৪২) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সংগীতশিক্ষক কে ছিলেন ?
▶বিষ্ণুচন্দ্র চক্রবর্তী 

৪৩) অপেরা গানের প্রধান প্রচারক — ▶মনোমোহন বসু।

৪৪) জুড়ির গান প্রবর্তন করেন –
▶ মদনমোহন চট্টোপাধ্যায়।

৪৫) ‘টপ্পা’ গানের প্রচলন করেন-
▶নিধিবাবু

৪৬) একজন আখড়াই গানের শিল্পী হলেন
▶রামনিধি গুপ্ত

৪৭) ‘ঠুংরি’ গানের প্রবর্তক হলেন – 
▶নবাব ওয়াজেদ আলি শাহ

৪৮) পাঁচালী ও কথকতারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল 
▶ঢপ কীর্তন । 

ঢপ শব্দের অর্থ– শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন।


৪৯) পক্ষীর দলের সবচেয়ে বিখ্যাত সদস্য বা গায়ক ছিলেন 
▶ রূপচাঁদ পক্ষী বা গৌরহরি দাস মহাপাত্র

৫০) বাংলা সংগীতে রাগ রাগিনীর সূত্রপাত ঘটে কোন রচনায় ?

▶ চর্যাগীতিতে
 
৫১) সুন্দরবনের বাঘের দেবতা দক্ষিণরায়কে নিয়ে লেখা
▶ রায়মঙ্গল
 
৫২) কীর্তন গানের যে বাদ্যযন্ত্রটি অবশ্য প্রয়োজনীয়
▶শ্রীখোল
 
৫৩) আধুনিক পাঁচালীর রূপকার ছিলেন
▶ লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর

৫৪) পাঁচালী গানে প্রথম শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেন
▶ লক্ষ্মীকান্ত বিশ্বাস

৫৫) হাফ-আখড়াই গানের জন্ম দেন 
▶মোহনচাঁদ বসু

৫৬) ‘যাত্রা’ শব্দটির বর্তমান অর্থপ্রয়োগ দেখা যায় 
▶কৌটিল্যের অর্থশাস্ত্রে 

৫৭) যাত্রা গানের প্রচলন শুরু হয়
▶ ষোড়শ শতাব্দীতে 

৫৮) রশিদ খান কোন গানের ধারায় খ্যাত ?
▶ বাংলা খেয়াল

৫৯) বাংলা ঠুংরির গায়ক হিসাবে বিখ্যাত 
▶বেগম আখতার 

৬০) বাংলায় আকারমাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন 
▶জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 

৬১) বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন করেন
▶ রবীন্দ্রনাথ ঠাকুর 

৬২) ‘নবজীবনের গান’ কার রচনা ?
▶জ্যোতিরিন্দ্র মৈত্র

৬৩) বাংলার একমাত্র সংগীত ঘরনা হিসেবে স্বনামধন্য 
▶বিষ্ণুপুর

৬৪) গীতি সংকলন ও রচয়িতা  : 

গীতরত্ন  — রামনিধি গুপ্ত 
গীতলহরী — কালিদাস চট্টোপাধ্যায় 
গীতমঞ্জরী —-কার্তিকেয়চন্দ্র রায়

৬৫) মোদের গরব মোদের আশা /আ মরি বাংলা ভাষা 
▶অতুল প্রসাদ সেন 
৬৬) কান্ত কবি কে ?
▶রজনীকান্ত সেন 
৬৭) মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই 
▶রজনীকান্ত সেন 
৬৮) যদি কুমড়ার মতো চালে ধরে রত পানতোয়া  শত শত 
▶রজনীকান্ত সেন
৬৯) “গহন কুসুমকুঞ্জ-মাঝে” গানটির রচয়িতা 

▶রবীন্দ্রনাথ ঠাকুর

৭০) ‘The Disguise’ এর বাংলা অনুবাদ ‘কাল্পনিক সংবদল’ নাটকে কার গান ব্যবহৃত হয় 
▶ভারতচন্দ্রের

৭১) সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ ছবিটির সংগীত নির্দেশক কে ছিলেন?
▶বিলায়েৎ খাঁ

৭২) গীতিকার হিসেবে সত্যজিৎ রায়ের আত্মপ্রকাশ 
▶গুপী গাইন বাঘা বাইন ছবিতে 

৭৩) ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’ ছবির সংগীত পরিচালনা করেন
▶আলি আকবর খাঁ

৭৪) ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’, ‘তিতাস একটি নদীর নাম’ এবং ‘যুক্তি তক্কো গপ্পো’ ছবির সংগীত পরিচালনা করেন
▶ বাহাদুর খাঁ

৭৫) নেপথ্য কন্ঠশিল্পীরূপে কিশোর কুমারের আত্মপ্রকাশ
▶জিদ্দি  ছবিতে


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top