বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো।
নট-নাট্যকার ও নাট্য-পরিচালক গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাটক ও রঙ্গমঞ্চের উজ্জ্বলতম ব্যক্তিত্ব। নাট্যকার উৎপল দত্ত যথার্থই লিখেছেন-
“ভারতের শ্রেষ্ঠ নাট্যকার তো বটেই তার যে কোনো রচনা বিশ্ব নাট্যসাহিত্যে স্থান পাওয়ার যোগ্য।”
নাট্যসম্ভার :
(ক) গীতিনাট্য:- ‘অকালবোধন’, ‘আগমনী’ ইত্যাদি।
(খ) ঐতিহাসিক নাটক: ‘চণ্ড’, ‘কালাপাহাড়’, ‘সিরাজদ্দৌল্লা’, ‘মীরকাশিম’, ‘ছত্রপতি শিবাজী’, ‘অশোক’ ইত্যাদি।