বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ|XI |1st Semester|language|ভাষা |Bangla bhasar udbhab o kramobikash | banglasahayak.com

বাংলা ভাষার উদ্ভব

 ও ক্রমবিকাশ MCQ

একাদশ শ্রেণি 

প্রথম সেমেস্টার


 1. ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে, তার নাম –

A) ভারতীয় আর্য

B) ইরানীয় আর্য

C) অস্ট্রিক

D) দ্রাবিড় 


2. ভারতীয় আর্যভাষা ভারতে প্রবেশ করে আনুমানিক –

A) খ্রিস্ট জন্মের আড়াই হাজার বছর আগে

B) খ্রিস্ট জন্মের তিন  হাজার বছর আগে

C) খ্রিস্ট জন্মের দুই হাজার বছর আগে

D) খ্রিস্ট জন্মের দেড় হাজার বছর আগে


3. প্রাচীন ভারতীয় আর্যভাষার সময়কাল আনুমানিক

A) ১৫০০-৯০০ খ্রিস্টপূর্বাব্দ

B) ১৫০০-৬০০ খ্রিস্টপূর্বাব্দ

C) ২৫০০-১৫০০ খ্রিস্টপূর্বাব্দ

D) ১৫০০ খ্রিস্টপূর্ব ৬০০ খ্রিস্টাব্দ


4. মধ্য ভারতীয় আর্যভাষার সময়কাল –

A) আনুমানিক ৬০০ খ্রিঃ পূঃ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

B) আনুমানিক ৯০০ খ্রিঃ পূঃ থেকে ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

C) আনুমানিক ১০০০ খ্রিঃ পূঃ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

D) ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত


5. নব্য ভারতীয় আর্যভাষার বিস্তার –

A) আনুমানিক ৬০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত

B) আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত

C) আনুমানিক  খ্রিস্টপূর্ব  ৯০০ থেকে বর্তমান কাল পর্যন্ত

D) আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত


6. প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নমুনা হলো

A) ঋগ্বেদ            

B) সামবেদ

C) সংহিতা           

D) উপনিষদ


7. নেপালি ভাষার উদ্ভব ঘটেছে- 

A) শৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে 

B) অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে 

C) মাগধী প্রাকৃত অপভ্রংশ 

D) পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে


8. বাংলা ভাষার উদ্ভব-

A) শৌরসেনী অপভ্রংশ থেকে 

B) মাগধী অপভ্রংশ থেকে 

C) মহারাষ্ট্রী প্রাকৃত থেকে 

D) সংস্কৃত থেকে 


9. বাংলা ভাষার জন্ম হয়েছে- 

A) সংস্কৃত থেকে 

B) শৌরসেনী প্রাকৃত থেকে 

C) পৈশাচী প্রাকৃত থেকে 

D) মাগধী প্রাকৃত থেকে 


10. পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ

A) পতঞ্জলি

B) পাণিনি

C) শূদ্রক

D) কালিদাস


11.  ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন –

A) পাণিনি       

B) পতঞ্জলি

C) শংকরাচার্য     

D) যাস্ক


12.  মধ্য ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন –

A) বৌদ্ধ ধর্মগ্রন্থ

B) ব্রাহ্মী লিপি

C) অশোকের শিলালিপি

D) থেরগাথা


13.  মধ্য ভারতীয় আর্যভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ হল –

A) প্রাকৃত

B) পালি

C) সংস্কৃত

D) বৈদিক সংস্কৃত


14. পালি ভাষার উদ্ভব –

A) মার্জিত কথ্যভাষা হিসেবে

B) মার্জিত সাহিত্যিক ভাষা হিসেবে

C) মার্জিত লৌকিক ভাষা হিসেবে

D) কোনোটিই নয়


15. বুদ্ধদেব যে ভাষায় তার বাণী প্রচার করেন, সেটি হল –

A) পালি ভাষা

B) প্রাকৃত ভাষা

C) সংস্কৃত ভাষা

D) হিন্দি ভাষা


16. ‘জাতকের গল্প’ রচিত হয়েছে –

A) প্রাকৃত ভাষায়

B) সংস্কৃত ভাষায়

C) পালি ভাষায়

D) বৌদ্ধ সংস্কৃত ভাষায়


17. ‘সুত্তনিপাত’ নামক কবিতাসংকলনটি কোন্ ভাষায় লেখা হয়েছিল?

A) পালি

B) প্রাকৃত

C) সংস্কৃত

D) শৌরসেনী


18. পালি ভাষায় লেখা উৎকৃষ্ট কবিতাসংকলন হল –

A) থেরগাথা

B) ত্রিপিটক

C) জাতকের গল্প

D) কোনোটিই নয়


19. প্রাচীন বাংলার সময়সীমা হলো আনুমানিক

A) খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দ

B) ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ

B) ৯০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ

C) খ্রিস্টপূর্ব ৯৫০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ।


20. মধ্য বাংলার সময়সীমা আনুমানিক

A) ৯০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ

B) খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ

C) ১৩৫০ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ

D) ১৩৫০ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ


21. আদি-মধ্য বাংলার বিস্তৃতিকাল-

A) ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

B) ১২৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

C) ১৪৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

D) ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ


22.  অন্ত্য-মধ্য বাংলার সময়কাল হলো

A) ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত

B) ১৬০০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত

C) ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

D) ১৬৫০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত


23. আধুনিক বাংলার সময়সীমা আনুমানিক

A) ১২৫০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

B) ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত

C) ১৭৬০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত

D) ১৭০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত


24. প্রাচীন বাংলার প্রধান নিদর্শন কোনটি ?

A) শ্রীকৃষ্ণকীর্তন

B) শ্রীকৃষ্ণবিজয়

C)  চর্যাপদ

D) বৈষ্ণব পদাবলি


25. শ্রীকৃষ্ণকীর্তন বাংলা ভাষার কোন স্তরের নিদর্শন?

A) প্রাচীন বাংলা     

B) আদি-মধ্য বাংলা       

C) অন্ত্য-মধ্য বাংলা    

D) আধুনিক বাংলা


26. ‘অমরকোষ’-এর টীকা রচনা করেন –

A) প্রেমানন্দ

B) সর্বার্থানন্দ

C) সর্বানন্দ

D) সর্বাঙ্গানন্দ


27. পাঞ্জাবি ভাষায় গুরমুখী লিপিতে লেখা

A) অমরকোষ     

B) ত্রিপিটক    

C) গ্রন্থসাহিব  

D) জেন্দ আবেস্তা


28. ‘বাংলা ভাষার কুলজী’ ও ‘দ্রাবিড়’ প্রবন্ধ দুটি লিখেছেন –

A) দীনেশচন্দ্র সেন

B) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

C) সুকুমার সেন

D) কোনোটিই নয়


29.  বাংলা ভাষা ‘অনার্য্য ভাষার ছাঁচে ঢালা আর্য্য ভাষা’- কথাটি বলেছেন-

A) সুকুমার সেন

B) দীনেশচন্দ্র সেন

C) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

D) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়


30. “সংস্কৃত বাংলা ভাষার অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ পিতামহী।” – কথাটি কে বলেন?

A) সুনীতিকুমার চট্টোপাধ্যায়      

B) সুকুমার সেন

C) হরপ্রসাদ শাস্ত্রী      

D) ড. শহীদুল্লাহ



উত্তরমালা :

1A,  2D,  3B,  4A,  5B,  6A,

7A,  8B,  9D,  10B,  11A,  12C,

13A, 14B, 15A, 16C, 17A,  18A,

19B, 20C, 21B, 22A, 23C, 24C,

25B, 26C, 27C, 28B, 29C, 30C


বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ

1 thought on “বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ MCQ|XI |1st Semester|language|ভাষা |Bangla bhasar udbhab o kramobikash | banglasahayak.com”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top