প্রবন্ধ | বিড়াল |
রচনা | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
মূলগ্রন্থ | কলাকান্তের দপ্তর |
প্রকাশ | বঙ্গদর্শন পত্রিকা ১২৮১ বঙ্গাব্দ |
1. “আমি যদি নেপোলিয়ন্ হইতাম” – এখানে ‘আমি’ কে ?
A) কমলাকান্ত
B) ওয়েলিংটন
C) বিড়াল
D) প্রসন্ন
উত্তর : A) কমলাকান্ত
2. “আমি যদি নেপোলিয়ন্ হইতাম ” – নেপোলিয়ন্ হলেন –
A) ইংরেজ সেনাপতি
B) প্রাশিয়ার সম্রাট
C) ফরাসি সম্রাট
D) জার্মানির সম্রাট
উত্তর : C) ফরাসি সম্রাট
3. “আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন্ হইতাম, তবে ওয়াটার্লু জিতিতে পারিতাম কি না।” – ওয়াটার্লু যুদ্ধ হয়েছিল
A) ১৮১২ খ্রিস্টাব্দে
B) ১৮১৩ খ্রিস্টাব্দে
C) ১৮১৪ খ্রিস্টাব্দে
D) ১৮১৫ খ্রিস্টাব্দে
উত্তর : D) ১৮১৫ খ্রিস্টাব্দে
4. “আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন্ হইতাম, তবে ওয়াটার্লু জিতিতে পারিতাম কি না।” – ওয়াটার্লু যুদ্ধে জয়ী হয়েছিলেন
A) নেপোলিয়ন্
B) ডিউক অব ওয়েলিংটন
C) উপরের দুজনেই
D) উপরের কোনোটিই নয়
উত্তর : B) ডিউক অব ওয়েলিংটন
5. “প্রথমে মনে হইল, ________ হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া, আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে।” – শূন্যস্থানে বসবে
A) নেপোলিয়ন
B) ওয়েলিংটন
C) প্রসন্ন
D) মঙ্গলা
উত্তর : B) ওয়েলিংটন
6. “অপরিমিত লোভ ভালো নহে” – যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে-
A) নেপোলিয়ন
B) প্রসন্ন
C) ডিউক
D) বিড়াল
উত্তর : C) ডিউক
7. “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।” – ভাবনাটি কার ?
A) নেপোলিয়ন
B) প্রসন্ন
C) ডিউক
D) বিড়াল
উত্তর : D) বিড়াল
8. শূন্যস্থান পূরণ কর
দুধ _________, দুহিয়াছে ________
A) কমলাকান্তের, প্রসন্ন
B) প্রসন্নের, মঙ্গলা
C) মঙ্গলার, প্রসন্ন
D) মঙ্গলার, গোয়ালিনী
উত্তর : C) মঙ্গলার, প্রসন্ন
9. “তবে চিরাগত একটি প্রথা আছে।” প্রথাটি হল
A) তেলা মাথায় তেল দেওয়া
B) বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়
C) মান্য লোকের ভোজের আয়োজন করা
D) চোরের শাস্তি দেওয়া
উত্তর : B) বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়
10. “এই মার্জ্জারী যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে _______বলিয়া উপহাস করে ?” – শূন্যস্থানে বসবে
A) দুর্বল
B) কুলাঙ্গার
C) হৃদয়হীন
D) কাপুরুষ
i) “বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না।”
ii) যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন কর
iii) “যে কখনো অন্ধকে মুষ্টি-ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা, ফাঁপরে পড়িলে রাত্রে ঘুমায় না”
iv) দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন ?”
A) ii, iii, i, iv
B) iii, i, ii, iv
C) i, iii, ii, iv
D) i, iii, iv, ii
32. সত্য ও মিথ্যা নির্বাচন করো:
(i) আফিংখোর কমলাকান্ত দূরদর্শী।
(ii) প্রসন্নের আনা ছানা বিড়ালে মুখ দিয়েছে।
(iii) বিড়ালের কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক।
(iv) কমলাকান্ত দিব্যদৃষ্টি প্রাপ্ত হয়েছিল
(A) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(B) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(C) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
33. বিবৃতি: অনেক মার্জার কবি হইয়া পড়ে।
কারণ: আদরে গৃহমার্জারের লেজ ফুলে ওঠে এবং গায়ের লোম হয়; তাদের রূপের ছটা ছড়িয়ে পড়ে।
A) বিবৃতি ও কারণ দুটোই ভুল
B) বিবৃতি ও কারণ দুটোই ঠিক
C) বিবৃতি ঠিক, কারণ ভুল
D) বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক
34. স্তম্ভ মেলাও
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) শয্যাশায়ী মনুষ্য (a) যুবতী ভার্যার সহোদর
(ii) নৈয়ায়িক, তার্কিক (b) গোয়ালিনী
(iii) গৃহমার্জ্জার (c) বিড়াল
(iv) প্রসন্ন (d) কমলাকান্ত
A) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
C) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)(d)
D) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)(b)
35. ‘তোমরা এতদিনে একথাটি বুঝিতে পারিয়াছ’।- যে কথাটি-
(A) চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে
(B) চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন নেই
(C) প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে
(D) প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন
36. নীচের বিবৃতির সঠিক বিকল্প কোনটি ?
বিবৃতি : “চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী।”
কারণ :
(A) চোরের দণ্ড হয়, কৃপণের কোনো দণ্ড হয় না।
(B) ধনীর চুরি করার কোনো প্রয়োজন নেই।
(C) ধনীর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকলেও তারা চোরের দিকে মুখ তুলে তাকায় না।
(D) চোর সাধ করে চোর হয় না।
37. নীচের বিবৃতির সঠিক কারণটি হলো
বিবৃতি: “তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না।”
কারণ :
(A) কৃপণ ধনী প্রয়োজনের বেশি ধন সঞ্চয় করলে।
(B) চোর ধনীর সম্পদ চুরি করলে।
(C) সকলের মধ্যে সম্পত্তির সমান বণ্টন হলে।
(D) ক্ষমতা অনুসারে ধন সঞ্চয় করতে না পেলে বা সঞ্চিত অর্থ চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পারলে।
38. কমলাকান্তের পদবী হল-
(A) চট্টোপাধ্যায়
(B) বন্দ্যোপাধ্যায়
(C) মুখোপাধ্যায়
(D) চক্রবর্তী
39. ‘ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে’-যা বিবেচনা করার কথা বলা হয়েছে-
(A) চুরি করার
(B) আফিংম খাওয়ার
(C) হাঁড়ি খাওয়ার
(D) উপবাসী থাকার
40. খিদেতে অধীর হলে বিড়ালকে কমলাকান্ত যা দিবে বলেছিল-
(A) দুধ
(B) ক্ষীর
(C) আফিংম
(D) ছানা