ব্যোমযাত্রীর ডায়রি
1. ব্যোমযাত্রীর ডায়রি ‘ প্রথম প্রকাশিত হয়
A) আনন্দমেলা, ১৩৭৯
B) সন্দেশ, ১৩৬৮
C) আনন্দমেলা, ১৩৬৮
D) সন্দেশ, ১৩৭১
2. প্রোফেসর শঙ্কু নিরুদ্দেশ
A) বছর বারো
B) বছর সতেরো
C) বছর পনেরো
D) বছর কুড়ি
3. ডায়রিটির কালির রঙ যেভাবে পরিবর্তন হয়েছিল বলে লেখক জানিয়েছেন
A) লাল>সবুজ>নীল>হলুদ
B) লাল>নীল>সবুজ>হলুদ
C) সবুজ>লাল>নীল>হলুদ
D) সবুজ>লাল>হলুদ>নীল
4. প্রহ্লাদ কত বছর ধরে প্রোফেসর শঙ্কুর কাজ করে ?
A) পঁচিশ বছর
B) সাতাশ বছর
C) বাইশ বছর
D) কুড়ি বছর
5. অবিনাশ বাবু প্রোফেসর শঙ্কুর কাছ থেকে ৫০০ টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কারণ
A) মুলোর ক্ষেত নষ্ট হয়েছিল
B) ধানের ক্ষেত নষ্ট হয়েছিল
C) সরিষার ক্ষেত নষ্ট হয়েছিল
D) গমের ক্ষেত নষ্ট হয়ছিল
6. শুদ্ধাশুদ্ধ নির্ণয় করুন
ক) আশ্বিন কার্তিক মাসে উল্কাপাত সবচেয়ে বেশি হয়
খ) প্রহ্লাদের ওজন দু’মন পাঁচ সের
গ) বটিক ইন্ডিকার একটি বড়ি খেলেই কুড়ি ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়
ঘ) নিউটনের এক একটা Fish Pill -এ সাত দিনের খাওয়া হয়ে যায়
A) শুদ্ধ,অশুদ্ধ,শুদ্ধ,শুদ্ধ
B) শুদ্ধ,অশুদ্ধ,অশুদ্ধ, শুদ্ধ
C) অশুদ্ধ,অশুদ্ধ,শুদ্ধ,অশুদ্ধ
D) শুদ্ধ,শুদ্ধ,অশুদ্ধ,অশুদ্ধ
7. প্রোফেসর শঙ্কু মঙ্গলযাত্রার উদ্দেশ্যে পৃথিবী ছেড়েছিল
A) ১২ ই জানুয়ারি
B) ১৩ ই জানুয়ারি
C) ২১ ই জানুয়ারি
D) ২৩ ই জানুয়ারি
8. শুদ্ধাশুদ্ধ নির্ণয় করুন
ক) মঙ্গলগ্রহে গাছের রঙ ছিল নীল
খ) মঙ্গলগ্রহে আকাশের রঙ ছিল হলুদ
গ) মঙ্গলগ্রহে নদীর জলের রঙ ছিল লাল
ঘ) প্রোফেসর শঙ্কু মঙ্গলগ্রহে সবুজ রঙের পাথরের ঢিপির উপর বসে ডায়রি লিখেছিল
A) অশুদ্ধ,অশুদ্ধ,শুদ্ধ,শুদ্ধ
B) শুদ্ধ,অশুদ্ধ,অশুদ্ধ, শুদ্ধ
C) অশুদ্ধ,শুদ্ধ,শুদ্ধ,অশুদ্ধ
D) শুদ্ধ,অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ
9. নীচের কোন তথ্যটি সঠিক নয়
A) প্রহ্লাদের ওজন হল দু’মণ পাঁচ সের।
B) বিধুশেখরের ওজন সাড়ে পাঁচ মণ।
C) জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলিয় ওজন পাঁচ মণ।
D) প্রফেসর শঙ্কুর ওজন এক মন এগারো সের।
10. “এটা সত্যি ঘটনা। কাগজে বেরিয়েছিল।” সুন্দরবনের কোন এলাকায় উল্কাখণ্ড পড়েছিল বলে জানা যায় ?
A) বকখালি
B) মাথারিয়া
C) তিনকোনা
D) সজনেখালি
11. “পড়ে দেখো। গোল্ড মাইন।” – প্রোফেসর শঙ্কুর ডায়রি সম্পর্কে কে এই কথা বলেছেন ?
A) প্রফেসর শঙ্কু নিজে
B) তারক বাবু
C) অবিনাশ বাবু
D) কোনোটিই নয়
12. প্রফেসর শঙ্কুর কত বছরের রসদ নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা করেছিলেন?
A) চার বছর
B) পাঁচ বছর
C) ছয় বছর
D) সাত বছর
13. “…আমরা তিনটি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম।” – কোন তিনজন ?
A) বিধুশেখর, প্রহ্লাদ, প্রফেসর শঙ্কু
B) প্রফেসর শঙ্কু, বিধুশেখর, নিউটন
C) নিউটন, বিধুশেখর, প্রহ্লাদ
D) প্রফেসর শঙ্কু, নিউটন, প্রহ্লাদ
14. প্রোফেসর শঙ্কু প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য তার ওপর কোন অস্ত্র প্রয়োগ করেছিলেন ?
A) ব্রহ্মাস্ত্র
B) জৃম্ভণাস্ত্র
C) নস্যাস্ত্র
D) সমনোলিন
15. “একটা ঝলমলে সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে।” – গ্রহটি হলো
A) টাফা
B) মঙ্গল
C) পৃথিবী
D) শুক্র
16. প্রোফেসর শঙ্কুর সঙ্গীদের মধ্যে মঙ্গলগ্রহে কে নামতে চায়নি ?
A) বিধুশেখর
B) প্রহ্লাদ
C) নিউটন
D) A ও B উভয়ই
17. প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়রিটি লেখক পান
A) প্রহ্লাদের কাছ থেকে
B) অবিনাশ বাবুর কাছ থেকে
C) তারক চাটুজ্যের কাছ থেকে
D) সত্যজিৎ রায়ের কাছ থেকে
18. প্রহ্লাদের মুখে শোনা কোন কবিতার অংশ বিধুশেখর আবৃত্তি করে যাচ্ছিল?
A) মেঘনাদবধ
B) রামায়ণ
C) মহাভারত
D) ঘটোৎকচবধ
19. “রকেট থেকে নেমে দেখি বহুলোক আমায় অভ্যর্থনা করতে এসেছে।” – যারা
অভ্যর্থনা করতে এসেছিল তারা
A) অতিকায় মৎস্য জাতীয়
B) অতিকায় মাছি জাতীয়
C) অতিকায় পিঁপড়ে জাতীয়
D) ক্ষুদ্রাকার মানুষ জাতীয়
20. নীচের কোন তথ্যটি সঠিক নয় ?
A) অবিনাশ বাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খেতেন
B) হেলমেট পরানোর সময় আপত্তি জানিয়েছিল নিউটন
C) প্রোফেসর শঙ্কুর অক্ষয়, অবিনাশী ডায়রিটা ডেঁয়ো-পিঁপড়েতে খেয়ে নষ্ট করেছিল
D) টাফায় পিঁপড়ে জাতীয় লোকেরা ইংরেজি ভাষায় কথা বলেছিল
21. তারকবাবু যে খাতাটি দিয়েছিলেন তার রং কী ছিল ?
উত্তর:- লাল।
22. তারকবাবু সব ঘটনার মধ্যে কোন্ জিনিসটাকে টেনে আনেন?
উত্তর:- বাঘ বা বাঘের গল্প
23. লেখক তারক বাবুকে খাতাটি নেওয়া বাবদ কত টাকা দিয়েছিলেন?
উত্তর:- কুড়ি টাকা।
24. লেখক আলমারি থেকে কী বার করতে গিয়ে খাতাটি পেয়েছিলেন?
উত্তর:- চলন্তিকা।
25. লেখক প্রথমবার খাতাটি খুলে কালির রং কী দেখে ছিলেন ?
উত্তর:- সবুজ।
26. লেখক খাতাটিকে কতঘণ্টা উনুনের মধ্যে ফেলে রেখেছিলেন?
উত্তর:- পাঁচ ঘণ্টা
27. লেখক খাতাটি পড়ে শেষ করেছিলেন রাত্রি ক’টা পর্যন্ত জেগে ?
উত্তর:-তিনটে পর্যন্ত।
28) শঙ্কুর আয়নার প্রয়োজন হয় না বলে আয়নার ওপর কি রেখেছিলেন?
উত্তর:- ক্যালেণ্ডার।
29. প্রোফেসর শঙ্কুর ধারনা অনুযায়ী প্রহ্লাদের কত ঘন্টার আগে হাঁচি থামবে না জানা যায়?
উত্তর:- তেত্রিশ।
30. ঘড়িতে দম দিতে গিয়ে প্রহ্লাদ ঘড়ির কাঁটা ঘুরিয়ে দেবার ফলে রকেট উৎক্ষেপন করতে কত ঘণ্টা লেট হয়েছিল?
উত্তর:- সাড়ে তিন ঘন্টা।
31. অবিনাশবাবু কত টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন?
উত্তর:- পাঁচশো টাকা।
32. প্রোফেসর শঙ্কু যে অস্ত্রটির সাহায্যে অবিনাশবাবুকে শায়েস্তা করেছিলেন, তার আইডিয়াটা তিনি কোথায় পেয়েছিলেন?
উত্তর:- মহাভারতের জৃম্ভণাস্ত্র থেকে।
33. প্রোফেসর শঙ্কুর রকেটে কত মন পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া যায়?
উত্তর:- কুড়ি মন।
34. প্রোফেসর শঙ্কুর রকেটের পোশাকে কী ঢুকেছিল ?
উত্তর:- উচ্চিংড়ে।
35. “কাল ওকে Fish Pill -টা খাওয়ালাম। মহা খুশি।”— কে?
উত্তর:- প্রোফেসর শঙ্কুর পোষা বিড়াল নিউটন।
36. যন্ত্রমানব বিধুশেখর যে গানটি গাওয়ার চেষ্টা করত, তার রচয়িতা কে ?
উত্তর:- দ্বিজেন্দ্রলাল রায়।
37. সেদিন উল্কাটি শঙ্কুবাবুর বাগানের পশ্চিম দিকের কোন্ গাছটার পাশে থেমেছিল?
উত্তর:- গোলঞ্চ।
38. “দিনের বেলা কুচকুচে কালো কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে “— কী?
উত্তর:- উল্কাপাতের ফলে গোলঞ্চ গাছের নতুন ফুলের পাপাড়ি।
39. যাত্রী এবং মালপত্র সমেত শঙ্কুবাবুদের ওজন কত হয়েছিল?
উত্তর:- পনেরো মন বত্রিশ শের তিন ছটাক।
40. প্রোফেসর শঙ্কুর শরীর ও মনের ক্লান্তি দূর হয়ে গিয়েছিল কখন?
উত্তর:-মঙ্গলগ্রহের নদীর লাল জল পান করার পর।
41. প্রোফেসর শঙ্কুর কোন পাহাড়ের জল খেয়ে আশ্চর্য লেগেছিল?
উত্তর:- গারো পাহাড়ের ঝরনার জল।
42. “ঊর্ধ্বশ্বাসে এক এক লাফে বিশ- পঁচিশ হাত করে রকেটের দিকে চলেছে”— কে?
উত্তর:- প্রহ্লাদ।
43. “এই একটা নতুন কথা কদিনই ওর মুখে শুনছি” — কার মুখে কোন কথা?
উত্তর:- বিধুশেখর, ‘ টাফা’।
44. বিধুশেখরের কথা অনুযায়ী কোথায় সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে ?
উত্তর:- টাফা- য়।
45. মঙ্গলগ্রহ থেকে ফেরার সময় রকেটের জানালা থেকে মহাকাশের অপরূপ দৃশ্য দেখে প্রোফেসর শঙ্কুর কী মনে হয়েছিল?
উত্তর:- সৌরজগতের কোন বাদশাহের উৎসবের আতসবাজির খেলা।
46. “আজ মঙ্গলগ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে।”– কত তারিখের ডায়রির পাতায় লিখেছেন?
উত্তর:- ২৫ শে জানুয়ারি।
47. নিউটনের এক একটা Fish Pill -এ কত দিনের খাওয়া হয়ে যায় ?
উত্তর:- ৭ দিনের।
48. মঙ্গলগ্রহে অবতরণ করার সময় প্রফেসর শঙ্কুর কার কথা মনে পড়েছিল ?
উত্তর:- অবিনাশবাবুর
49. “আজ থেকে ডায়রি লেখা বন্ধ করব” – প্রোফেসর শঙ্কু কেন ডাইরি লেখা বন্ধ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন ?
উত্তর:- উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না বলে।
50. ‘বটিক – ইন্ডিকা’ কোন ফলের রস দিয়ে তৈরি হয়েছিল ?
উত্তর:- বট।