ভাত|bhat|ভাত – মহাশ্বেতা দেবী

সঠিক বিকল্পটি নির্বাচন করো :


১। দূরদর্শী লোক ছিলেন — বুড়োকর্তা।
 
২। বুড়োকর্তা যত বছরের বয়সে মরতে বসেছিল — ৮২. বেঁচে থাকার কথা — ৯৮ বছর।

৩। উচ্ছবকে বড়ো বাড়িতে নিয়ে এসেছিল — বাসিনী।

 ৪। বড়ো বাড়িতে তান্ত্রিক এনেছেন — ছোটো বউয়ের বাবা। 


 ৫। কালো বিড়ালের লোম আনতে গেছে –ভজন চাকর।

 ৬। বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় — বড়োবাবুর জন্য। 


 ৭। মেজো আর ছোটো ছেলের জন্য বারোমাস রান্না হয় — পদ্মজালি। 


 ৮। নিরামিষ ডাল তরকারির সঙ্গে রান্না হয় — ঝিঙেশাল।

 ৯। মাছের সঙ্গে যে চালের ভাত রান্না হয় — রামশাল।  


১০। বামুন চাকর ঝি-দের জন্য রান্না হয় — মোটা সাপটা চাল। 

১১। বুড়োকর্তার ক্যান্সার হয়ছিল — লিভারে।

১২। “গরিবের গতর এরা সস্তা দেকে” – বক্তা — বাসিনী। 

১৩। “কপালটা মন্দ তার। বড়োই মন্দ। “- কার? — উচ্ছব নাইয়ার। 

১৪। উৎসব (উচ্ছব) নাইয়ার পিতার নাম — হরিচরণ নাইয়া। 

১৫। ” অ উচ্ছব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? “-বক্তা– সাধনবাবু। 

১৬। ” এ হল ভগবানের মার। এর চোট থেকে তোকে বাঁচাতে পারি ? “-বক্তা– সতীশবাবু। 

১৭। বাসিনী উচ্ছবকে লুকিয়ে খেতে দিয়েছিল — ছাতু।  


১৮। উচ্ছব কাঠ কেটেছিল — আড়াই মণ। 

১৯। ” রন্ন হল মা নক্কী। “- কে বলত ? — উচ্ছবের ঠাগমা। 

২০। লোকজন উচ্ছবকে সেখানেই ধরে ফেলে — পেতলের ডেকচি চুরির অপরাধে।


২১। “চেহারাটা বুনো বুনো। “– কার  ? —— উচ্ছব।


২২। ” বাসিনী থমকে দাঁড়ায়।”– কারণ —- উচ্ছবের হিংস্র ভঙ্গি দেখে। 


২৩।  “এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি।”    —কারণ—    
তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না । 


২৪।  ট্রেন ধরে উচ্ছব প্রথমে কোথায় যাবে ভেবেছিল ?——ক্যানিং-এ

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি :


১. “বড়ো বউ ভাবতে চেষ্টা করে”– কী ভাবতে চেষ্টা করে? 

উত্তর : তার শ্বশুর মারা যাবার পর তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। 


২. “উচ্ছবের মাথায় এখন বুদ্ধি স্থির”– এখানে উচ্ছবের কোন বুদ্ধি স্থির হওয়ার কথা বলা হয়েছে  ? 

উত্তর : বড়ো বাড়ির ফেলে দেওয়া ভাত উচ্ছব খাবে — উচ্ছবের এই বুদ্ধি স্থির হওয়ার কথাই এখানে বলা হয়েছে। 


৩. ” সকাল থেকেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা” — কোন সর্বনাশের কথা বলা হয়েছে? 

উত্তর : বন্যায় উচ্ছব আর তার প্রতিবেশীদের বাড়িঘর তছনছ করে দিয়েছিল। বউ- ছেলেমেয়েদের হারিয়ে উচ্ছব বিপন্ন হয়ে পড়ে। এখানে এই সর্বনাশের কথাই বলা হয়েছে। 


৪. “এ গল্প গ্রামে সবাই শুনেছে”– কোন গল্প? 

 উত্তর :  বাসিনীর মনিব বাড়িতে হেলাঢালা ভাতের গল্প সবাই শুনেছে। 


৫. “তান্ত্রিকের নতুন বিধান হল”– নতুন বিধান কী? 

উত্তর :  তান্ত্রিকের নতুন বিধানটি হলো সমস্ত কিছু রান্না করে রেখে হোমযজ্ঞের শেষে বাড়ির সবাই খাবে। 


৬.  উচ্ছবের বাদায় কী কী পাওয়া যায়? 

উত্তর :  উচ্ছবের বাদায় গুগলি ,গেঁড়ি  ,কচুশাক ,সুশনো শাক পাওয়া যায়। 


৭. ” উচ্ছব পাগল হয়ে থাকে”– কেন? 

উত্তর :  ঘরের চালের নিচ থেকে স্ত্রী-কন্যার কোনো সাড়া পাবার আশায় উচ্ছব পাগল হয়ে থাকে। 


৮. ” তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে । “–কে কখন কাঁদবে? 


উত্তর :  পেটে ভাত  নেই বলে উচ্ছব প্রেত হয়ে   আছে। ভাত খেলে সে মানুষ হবে। তখন উচ্ছব বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। 


রচনাধর্মী প্রশ্ন : [প্রশ্নের মান –৫]


১|”ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে |”- এখানে কার কথা বলা হয়েছে? ‘ফুটন্ত ভাতের গন্ধ’ কেন তাকে উতলা করে? 


২|”পেটে ভাত নেই বলে উচ্ছব প্রেত হয়ে আছে|”- কীভাবে উচ্ছব প্রেত হয়ে গিয়েছিল ? কীভাবেই বা সে আবার মানুষ হয়ে উঠল ? 


৩| “আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের  |”- উচ্ছব আসল বাদা খুঁজতে যেতে পারে না কেন ? 


৪| ” দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে  |”- কে, কার প্রতি এরূপ আচরণ করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো  |


৫| “উচ্ছবের সংসার মাটিতে লুটোপুটি গেল  |”- উচ্ছব কে ? তার সংসার কীভাবে মাটিতে লুটোপুটি গেল ? 

0 thoughts on “ভাত|bhat|ভাত – মহাশ্বেতা দেবী”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top