ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ |একাদশ শ্রেণি |প্রথম সেমেস্টার|ভাষা|banglasahayak.com

 

ভারতে প্রচলিত ভাষা পরিবার  :

1. “ভারত ______ ভাষাবংশের দেশ।” –

A) তিন

B) চার

C) পাঁচ

D) ছয়


2. Linguistic Servey of India 1903-1928-এর মূল সম্পাদক ছিলেন-

A) সুনীতিকুমার চট্টোপাধ্যায় 

B) ড. সুকুমার সেন

C) জর্জ গ্রিয়ার্সন

D) ড. মহম্মদ শহীদুল্লাহ


3. Linguistic Survey of India 1903-1928  অনুসারে ভারতে প্রচিলিত ভাষার সংখ্যা ছিল –

A) ১৭৯টি

B) ২৭৯টি

C) ১৫৯টি

D) ১৯৭ টি


4. ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি?

A) নেগ্রিটো

B) প্রত্ন-অস্ত্রাল

C) ভূমধ্যীয়

D) মঙ্গোলয়েড


5. বর্তমানে ভারতের কটি ভাষা অস্ট্রিক ভাষাবংশজাত ?

A) ৬০টি

B) ৬৫টি

C) ৬৬টি

D) ৬৮টি


6. ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী কোনটি ?

A) দ্রাবিড়

B) ইন্দো-ইউরোপীয়

C) ভোটচিনীয়

D) অস্ট্রিক


7. প্রত্ন-অস্ত্রালদের ভাষা নাম –

A) দ্রাবিড়

B) অস্ট্রিক

C) ইন্দো-ইউরোপীয়

D) ভোটচিনা


8. অস্ট্রোনেশীয় শাখাটির উদাহরণ হল-

A) মালয় ভাষা

B) টুলু ভাষা

C) খাসি ভাষা

D) নিকোবরি ভাষা


9. মেলানেশীয় ভাষাগোষ্ঠী দেখা যায়-

A) আন্দামান দ্বীপে

B) মালদ্বীপে

C) ফিজি দ্বীপে

D) হাওয়াই দ্বীপে


10. হাওয়াই দ্বীপের আদিবাসীদের ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত ?

A) মেলানেশীয়

B) মাইক্রোনেশিয়ান

C) পলিনেশীয়

D) অস্ট্রো-এশিয়াটিক


11. ভারতের প্রচলিত অস্ট্রিক শাখাটি হল-

A) অস্ট্রোনেশীয়

B) অস্ট্রো-এশিয়াটিক

C) মেলানেশীয়

D) পলিনেশীয়


12. অস্ট্রো-এশিয়াটিকের বৃহত্তম ধারাটি হল-

A) পূর্বী

B) পশ্চিমা

C) মধ্যপশ্চিমা

D) মধ্যদেশীয়


13. অস্ট্রো-এশিয়াটিক শাখার অন্যতম প্রধান ভাষা হল –

A) সাঁওতালি

B) খাড়িয়া

C) শবর

D) মুন্ডারি


14. সাঁওতালি ভাষা আগে লেখা হত-

A) বাংলা লিপিতে 

B) সুতনুক প্রত্নলিপিতে

C) রোমক লিপিতে

D) A ও C উভয়ই

 

15. সাঁওতালি ভাষার লিপির নাম-

A) রোমক

B) অলচিকি

C) কুটিল

D) খরোষ্ঠী


16. অলচিকি লিপির উদ্ভাবক কে?

A) ফাদার হফম্যান

B) রঘুনাথ হেমব্রম

C) রঘুনাথ মুর্মু

D) রঘুনাথ মাহাতো


17. ফাদার হফম্যানের সম্পাদনায় কোন গ্রন্থটি ১৩টি খণ্ডে সংকলিত হয়েছে ?

A) সাঁওতালি এনসাইক্লোপিডিয়া

B) শবর এনসাইক্লোপিডিয়া

C) মুন্ডারি এনসাইক্লোপিডিয়া

D) কোরকু এনসাইক্লোপিডিয়া


18. মোন্-খমের শাখার সবচেয়ে উল্লেখযাগ্য ভাষা হল?

A) সাঁওতালি

B) কোরকু

C) মুন্ডারি

D) খাসি


19. ভাষাভাষীর দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ হল – 

A) দ্রাবিড়

B) অস্ট্রিক

C) ইন্দো-ইউরোপীয়

D) ভোটচিনা


20. বর্তমানে ভারতের কোন অঞ্চলে দ্রাবিড় ভাষাবংশের একচ্ছত্র বিস্তার ঘটেছে ?

A) পূর্বাঞ্চলে

B) পশ্চিমাঞ্চলে

C) উত্তরাঞ্চলে

D) দক্ষিণাঞ্চলে


21. দ্রাবিড় ভাষাবংশের প্রধানতম শাখা কোনটি ?

A) উত্তরদেশীয়

B) মধ্যদেশীয়

C) বিচ্ছিন্ন 

D) দক্ষিণী


22. যে অঞ্চলে ‘ব্রাহুই’ ভাষার চিহ্ন মেলে-

A) আফগানিস্তানের কাবুলে

B) পাকিস্তানের বেলুচিস্তানে

C) নীলগিরির পার্বত্য অঞ্চলে

D) ভারতের পাঞ্জাবে


23. বাংলা-ঝাড়খন্ডের সীমান্ত রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে যে ভাষা প্রচলিত-

A) টুলু ভাষা

B) ওরাওঁ ভাষা

C) মালতো ভাষা

D) কুরুখ ভাষা


24. স্তম্ভ মেলাও :

ক স্তম্ভ                           খ স্তম্ভ

i) মুন্ডারি                     a) দ্রাবিড় 

ii) মালপাহাড়ি             b) ইন্দো-ইউরোপীয়

iii) মেইতেই                 c) অস্ট্রিক

iv) বাংলা                    d) ভোটচিনা

A) i) c),   ii) d),  iii) a),  iv)b)

B) i) c),   ii) b),  iii) d),  iv)a)

C) i) b),   ii) a),  iii) d),  iv)c)

D) i) c),   ii) a),  iii) d),  iv)b)


25. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা –

A) তেলেগু

B) সাঁওতালি

C) নাগা

D) মুন্ডারি


26.  ওঁরাও উপজাতির ভাষা হল-

A) বাংলা

B) কুরুখ

C) ঝাড়খন্ডি

D) তামিল


27. দ্রাবিড় ভাষাবংশের মধ্যদেশীয় শাখার অন্তর্গত একটি ভাষা হল-

A) টুলু

B) গোন্ডী

C) ওরাওঁ

D) ব্রাহুই


28. তামিল ভাষার ব্যবহৃত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংখ্যা হল-

A) ১৮ ও ১২

B) ১২ ও ১৮

C) ১৮ ও ১৯

D) ১৮ ও ২০


29. কেরল ও লাক্ষাদ্বীপর প্রধান ভাষা হল

A) তামিল

B) কন্নড়

C) তেলুগু

D) মালয়ালাম্


30. দ্রাবিড় ভাষাগুলির মধ্যে কোন্ ভাষায় সংস্কৃত প্রভাব সবচেয়ে বেশি পড়েছে?

A) মালয়ালম্

B) কন্নড়

C) তেলুগু

D) তামিল


31. মালয়ালমের লিপি অন্যান্য দ্রাবিড় ভাষার মতোই যে লিপি থেকে উদ্ভূত

A) ব্রাহ্মী লিপি

B) রোমক লিপি 

C) হিয়েরোগ্লিফিক লিপি 

D) কীলক লিপি 


32. প্রাচীনতম দ্রাবিড়ীয় শিলালিপি (৪০০ খ্রিস্টাব্দ) লেখা হয় যে ভাষাতে 

A) কন্নড় 

B) তেলুগু 

C) তামিল 

D) মালয়ালম্ 


33. ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষাবংশের মধ্যে ভারতে প্রথম স্থান-

A) তামিল ভাষার

B) তেলুগু ভাষার

C) বাংলা ভাষার

D) কন্নড় ভাষার


34. তেলুগু ভাষার প্রচলন স্থান  দক্ষিণ ভারতের যে রাজ্যে প্রধান

A) তামিলনাড়ু 

B) কর্ণাটক

C) অন্ধ্রপ্রদেশ

D) কেরল


35. দ্রাবিড় ভাষাবংশের মধ্যে  ভাষাভাষীর দিক থেকে ভারতে প্রথম স্থান –

A) কন্নড় ভাষার

B) তেলুগু ভাষার

C) মালয়ালম্ ভাষার

D) তামিল ভাষার


36. ব্রাহ্মী লিপির সন্ততি হল

A) পল্লব লিপি

B) সুতনুক প্রত্নলিপি

C) রোমক লিপি

D) কীলক লিপি


37. মঙ্গোলয়েডরা ভারতে প্রবেশ করে-

A) ভারতবর্ষে আর্য আগমনের আগে

B) ভারতবর্ষে আর্য আগমনের পরে

C) আর্যদের সঙ্গে

D) উপরের কোনোটিই নয়


38.ভোটচিনা ভাষায় কথা বলত- 

A) আলপীয়রা

B) মঙ্গোলয়েডরা

C) ভূমধ্যীয় জনগোষ্ঠী

D) প্রত্ন-অস্ট্রাল জনগোষ্ঠী


39. ভারতের সঙ্গে সম্পর্কহীন ভোটচিনা ভাষায় একটি শাখা হল-

A) তাইচিনা

B) কুকিচিন

C) ভোটবর্মী

D) য়েনিসি


40. ভোটবর্মী শাখা ভারতের যে অঞ্চলে প্রচলিত –

A) মানভূম অঞ্চলে 

B) হিমালয় অঞ্চলে 

C) মালভূমি অঞ্চলে 

D) সমুদ্র উপকূল অঞ্চলে 


1B,  2C,  3A,  4A,  5B,

6D,  7B,  8A,  9C,  10C,

11B, 12B, 13A, 14D, 15B,

16C, 17C, 18D, 19A, 20D,

21D,  22B,  23C,  24D, 25A,

26B, 27B, 28B, 29D, 30A,

31A, 32A, 33B, 34C, 35B,

36A, 37A, 38B, 39D, 40B.


বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ



0 thoughts on “ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ |একাদশ শ্রেণি |প্রথম সেমেস্টার|ভাষা|banglasahayak.com”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top