1. বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?
A) ৫টি B) ৭টি
C) ৯টি D) ১১টি
C) কম্পিত ধ্বনি D) পার্শ্বিক ধ্বনি
3. নীচে প্রদত্ত বিকল্পগুলির শুদ্ধাশুদ্ধ নির্ণয় করো।
ক)স্নান > সিনান- বিপ্রকর্ষ
খ) আজি > আইজ- স্বরসংগতি
গ) চন্দন > চন্নন- সমীভবন
ঘ) ভগিনী > ভগ্নী – স্বরভক্তি
A) ক)শুদ্ধ, খ)অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)অশুদ্ধ
B) ক)শুদ্ধ, খ)শুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)অশুদ্ধ
C) ক)অশুদ্ধ, খ)শুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)অশুদ্ধ
D) ক)অশুদ্ধ, খ)অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)অশুদ্ধ
4. নীচের মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক ?
A) ই, এ – পশ্চাৎ স্বরধ্বনি
B) উ, ও – কুঞ্চিত স্বরধ্বনি
C) আ – সংবৃত স্বরধ্বনি
D) অ – অর্ধসংবৃত স্বরধ্বনি
5. ‘অ্যা’ – স্বরধ্বনি –
A) ধ্বনিমালাতে নেই, বর্ণমালাতে আছে
B) ধ্বনিমালাতে আছে, বর্ণমালাতে নেই
C) ধ্বনিমালাতে আছে বর্ণমালাতেও আছে
D) ধ্বনিমালাতেও নেই বর্ণমালাতেও নেই
6. কোনটি সঠিক নয় ?
A) আশা + অতিরিক্ত = আশাতিরিক্ত B) পর + উপকারী = পরোপকারী
C) সু + অস্তি = স্বস্তি
D) রাজ + ঋষি = রাজর্ষি
7. নিপাতনে সিদ্ধ সন্ধি নয় কোনটি-
A) কুল +অটা = কুলটা
B) গো+এষণা =গবেষণা
C) গো+অক্ষ =গবাক্ষ
D) আ + চর্য = আশ্চর্য
8. শ, ষ, স —এই ধ্বনি তিনটি হল
A) উষ্ম ধ্বনি B) নাসিক্য ধ্বনি
C) পার্শ্বিক ধ্বনি D) কম্পিত ধ্বনি
9. ‘চতুরঙ্গ ’ – শব্দটির সন্ধি বিচ্ছেদ হল
A) চতুর্ + অঙ্গ B) চতুঃ + অঙ্গ
C) চতুঃ + রঙ্গ D) চতু + রঙ্গ
10. অ + অ = আ – এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
A) উত্তরাধিকার B) কারাগার
C) শ্রদ্ধাঞ্জলি D) সদাশয়
11. সিদ্ধেশ্বর সন্ধিবিচ্ছেদ হবে –
A) সিদ্ + ঈশ্বর
B) সিদ্ধ + ঈশ্বর
C) সিদ্ধ + এশ্বর
D) সিদ্ধ +ইশ্বর
12. নীচের কোনটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ-
A) তন্দ্রাচ্ছন্ন B) পরিচ্ছন্ন
C) প্রত্যেক D) পশ্বধম
13. নীচে প্রদত্ত বিকল্পগুলির শুদ্ধাশুদ্ধ নির্ণয় করো ?
ক) ‘সন্দেহাতীত’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে অ+অ=আ অনুযায়ী
খ) ‘মরূদ্যান’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে উ+ঊ=ঊ অনুযায়ী
গ) ‘যথোপযুক্ত’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে অ+উ=ও অনুযায়ী
ঘ)’স্বেচ্ছা’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে অ+ই=এ অনুযায়ী
A) ক) শুদ্ধ, খ) অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ) অশুদ্ধ
B) ক)শুদ্ধ, খ)অশুদ্ধ, গ)অশুদ্ধ, ঘ)শুদ্ধ
C) ক)শুদ্ধ, খ)শুদ্ধ , গ)অশুদ্ধ, ঘ)অশুদ্ধ
D) ক)অশুদ্ধ, খ)অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)শুদ্ধ
14. তাড়িত মহাপ্রাণ ধ্বনি কোনটি ?
A) র্ B) ড়্ C) ঢ়্ D) ল্
15. কোনটি স্বরাগমের উদাহরণ নয় –
A) ইস্টিশন B) লিস্টি C) অম্বল D) স্বপন
16. “চন্দ্র-সূর্য হার মেনেছে জোনাক জ্বালে বাতি।” – ‘জোনাক ‘ শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে এসেছে –
A) বিপ্রকর্ষ B) সম্প্রকর্ষ
C) সমীভবন D) স্বরসংগতি
17. ‘র’ ধ্বনিটি হল
A) তাড়িত ধ্বনি B) কম্পিত ধ্বনি
C) পার্শ্বিক ধ্বনি D) নাসিক্য ধ্বনি
18. ‘আশীর্বাদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল-
A) আশীর্ + বাদ B) আশী + বাদ
C) আশীঃ + বাদ D) আর্শী + বাদ
19. ঘৃষ্টধ্বনির উদাহরণ-
A) ক্ B) চ্ C) ট্ D) প্
20. ম্, ন্, ঙ্ – হল
A) অঘোষ ধ্বনি B) অল্পপ্রাণ ধ্বনি
C) নাসিক্যধ্বনি D) উষ্মধ্বনি
21. নীচের কোন মন্তব্যটি সঠিক নয়-
A) ভাষার অবিভাজ্য অঙ্গ হল বর্ণ।
B) বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে অক্ষর বলা হয়।
C) আ হল কেন্দ্রীয় স্বরধ্বনি
D) বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলি অল্পপ্রাণ অঘোষ।
22. দুরাচার শব্দের সন্ধিবিচ্ছেদ হল
A) দুর + আচার B) দুরা + চার
C) দুঃ + আচার D) দূর + আচার
23. উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদ হল-
A) উদ্ + হার B) উৎ + ধার
C) উদ্ + ধার D) উদ্ধ + আর
24. জানালা > জানলা -এটি কোন ধরনের পরিবর্তন ?
A) বিপ্রকর্ষ B) সম্প্রকর্ষ
C) সমীভবন D) স্বরসংগতি
25. আজি > আইজ – যে ধরনের পরিবর্তন –
A) অপিনিহিতি B) অভিশ্রুতি
C) স্বরসঙ্গতি D) সমীভবন
26. কন্যা > কনে – কোন ধরনের পরিবর্তন ?
A) অপিনিহিতি B) অভিশ্রুতি
C) স্বরসঙ্গতি D) সমীভবন
27. কোনটি প্রগত সমীভবন -এর উদাহরণ ?
A) গল্প > গপ্প B) জন্ম > জম্ম
C) পদ্ম > পদ্দ D) কর্ম > কম্ম
28. কোনটি স্বরসঙ্গতির উদাহরণ নয় ?
A) মিথ্যা > মিথ্যে B) উনান > উনুন
C) ভিখারি > ভিখিরি D) কুটম্ব > কুটুম
29. “মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই ।” – ‘শোলোক’ পদটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের ফল
A) স্বরসঙ্গতি B) সমীভবন
C) বিপ্রকর্ষ D) বর্ণবিপর্যয়
30. নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক ?
A) জিলাপি > জিলিপি – ধ্বনির আগম
B) রিকশা>রিশকা – ধ্বনির লোপ
C) রত্ন > রতন – ধ্বনির স্থানান্তর
D) শরীর > শরীল – ধ্বনির রূপান্তর
খুব বেকার হয়ে গিয়েছে