মাধ্যমিক বাংলা
পরীক্ষার MCQ
মাধ্যমিক-২০১৭
১.১ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ?
(ক) পুলিশ স্টেশনে
(খ) জাহাজ ঘাটে
(গ) রেল স্টেশনে
(ঘ) বিমান বন্দরে
১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল—
(ক) আট টাকা দশ আনা
(খ) আট টাকা আট আনা
(গ) দশ টাকা চার আনা
(ঘ) দশ টাকা দশ আনা
১.৩ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে এক রকম পোষাকে দেখে কী করতে বলেছিল ?
(ক) ছবি আঁকতে
(খ) হোলি খেলতে
(গ) কুস্তি লড়তে
(ঘ) ফুটবল খেলতে
১.৪ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) লোরচন্দ্রানী
(খ) পদ্মাবতী
(গ) সতীময়না
(ঘ) তোহফা
১.৫ “প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস,”— ‘প্রদোষ’ শব্দের অর্থ —
(ক) সন্ধ্যা
(খ) ভোর
(গ) রাত্রি
(ঘ) দুপুর
১.৬ ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
(ক) ইন্দিরা
(খ) সরমা
(গ) নিকষা
(ঘ) প্রমিলা
১.৭ “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন” তার পোশাকি নাম—
(ক) রিজার্ভার
(খ) স্টাইলাস
(গ) পার্কার
(ঘ) পাইলট
১.৮ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম—
(ক) বনফুল
(খ) পরশুরাম
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়
১.৯ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি —
(ক) ইংরেজি ভাষায় দক্ষ
(খ) বাংলা ভাষায় দক্ষ
(গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
(ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে
১.১০ বিভক্তি—
(ক) সর্বদা শব্দের পূর্বে বসে
(খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয়
(গ) শব্দের পরে আলাদা ভাবে বসে
(ঘ) শব্দের পূর্বে আলাদা ভাবে বসে
১.১১ “তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ।” নিম্নরেখ পদটি —
(ক) অপাদান কারক
(খ) কর্ম কারক
(গ) করণ কারক
(ঘ) অধিকরণ কারক
১.১২ কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে —
(ক) পূর্বপদের অর্থের
(খ) পরপদের অর্থের
(গ) উভয়পদের
(ঘ) ভিন্ন অর্থ সমস্ত পদের
১.১৩ “ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি”— নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ ?
(ক) অব্যয়ীভাব
(খ) নঞতৎপুরুষ
(গ) বহুব্রীহি
(ঘ) কর্মধারয়
১.১৪ “এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁফাতে লাগিল” — বাক্যটি কোন শ্রেণির ?
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য
১.১৫ যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়—
(ক) অনুজ্ঞাবাচক বাক্য
(খ) নির্দেশক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) প্রশ্নবোধক বাক্য
১.১৬ যে বাক্যে কর্ম কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে—
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
১.১৭ “পাঁচ দিন নদীকে দেখা হয় নাই” — এটি কোন বাচ্যের উদাহরণ ?
(ক) কর্তৃবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
মাধ্যমিক-২০১৮
১.১) যে পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছিল তার নাম –
(ক)শুকতারা
(খ) নয়ন তারা
(গ) সন্ধ্যাতারা
(ঘ) আলো তারা
১.২) ইসাব ও অমৃতের সবটাতেই মিল, তফাৎ শুধু একটা ইসাবের
(ক) বাবা নেই
(খ) বাড়ি নেই
(গ) অমৃতের মতো বুদ্ধি নেই
(ঘ) মা নেই
১.৩) স্টেশনের কাছে নদীটিকে নদের চাঁদ চেনে –
(ক)পাঁচ বছর ধরে
(খ) চার বছর ধরে
(গ) তিন বছর ধরে
(ঘ) দু বছর ধরে
১.৪) গানের বর্ম কবি পরেছেন –
(ক) পায়ে
(খ) গায়ে
(গ) দুটি হাতে
(ঘ) দুটি পায়ে
১.৫) ‘সিন্ধুতীরে’ অংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল-
(ক)সতীময়না ও লোরচন্দ্রানী
(খ)তোহফা
(গ)পদ্মাবতী
(ঘ)সেকেন্দার নামা
১.৬) ‘প্রণমিয়া ধাত্রীর চরণে’ — এই ধাত্রী হলেন-
(ক)সরমা
(খ)প্রভাসা
(গ)কঙ্কাবতী
(ঘ)মন্দোদরী
১.৭) ‘হিমালয় যেন পৃথিবীর মানদন্ড’ — উক্তিটির বক্তা হলেন –
(ক)অশ্বঘোষ
(খ)ভবভূতি
(গ)কালিদাস
(ঘ)বানভট্ট
১.৮) আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল —
(ক)ঝরনা কলম
(খ)কালির কলম
(গ)বল পেন
(ঘ)রিজার্ভার কলম
১.৯) রোম সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম —
(ক)স্টাইল
(খ) স্টাইলাস
(গ)কুইল
(ঘ)ফাউন্টেন
১.১০) উভয় পদের অর্থ প্রাধান্য পায় —
(ক) তৎপুরুষ সমাসে
(খ) দ্বন্দ্ব সমাসে
(গ) কর্মধারয় সমাসে
(ঘ) দ্বিগু সমাসে
১.১১) ‘গরু আকাশে ওড়ে ।’ —বাক্যটিতে যে শর্ত পূরণ হয়নি –
(ক) আসত্তি
(খ) যোগ্যতা
(গ) আকাঙ্ক্ষা
(ঘ) অর্থ
১.১২) ‘শ্যামার নরম গান শোনা হয়েছিল’ —বাক্যটি
(ক) কর্মবাচ্য
(খ) কর্মকর্তৃবাচ্য
(গ) কর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য
১.১৩) ‘ব্যাসদেব কর্তৃক মহাভারত লিখিত ।’ —এখানে কর্তৃক হল –
(ক) উপসর্গ
(খ) কর্তৃপদ
(গ) অনুসর্গ
(ঘ) সংযোজক পদ
১.১৪) ‘ভগবান তোমার মঙ্গল করুন ।’ — বাক্যটি
(ক) অনুজ্ঞাসূচক
(খ) প্রশ্নবোধক
(গ) প্রার্থনাসূচক
(ঘ) আবেগসূচক
১.১৫) বাংলা ব্যাকরণে অ-কারক পদের সংখ্যা হল—
(ক) দুটি
(খ) তিনটি
(গ) একটি
(ঘ) চারটি
১.১৬) অন্য দেশ = ‘দেশান্তর’- সমাসটি হল-
(ক) অব্যয়ীভাব সমাস
(খ) নিত্য সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) বহুব্রীহি সমাস
১.১৭) মা শিশুকে চাঁদ দেখায় । —এখানে শিশুকে হল –
(ক) কর্তৃকারক
(খ) কর্মকারক
(গ) নিমিত্তকারক
(ঘ) অ-কারক
মাধ্যমিক-২০১৯
১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ?
(ক) ধ্রুবতারা
(খ) শুকতারা
(গ) সন্ধ্যাতারা
(ঘ) রংমশাল
১.২ “নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল”—
(ক) ৭নং ডাউন প্যাসেঞ্জার
(খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার
(গ) ৭ নং আপ প্যাসেঞ্জার
(ঘ) ৫ নং আপ প্যাসেঞ্জার
১.৩ অপূর্বর পিতার বন্ধু হলেন-
(ক) জগদীশবাবু
(খ) রামদাস
(গ) নিমাইবাবু
(ঘ) গিরীশ মহাপাত্র
১.৪ “যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল” — কী ছড়িয়ে রইল ?
(ক) পায়ের দাগ
(খ) কাঠকয়লা
(গ) গোলাপি গাছ
(ঘ) প্রাচীন জলতরঙ্গ
১.৫ আদিম যুগে স্রষ্ঠার কার প্রতি অসন্তোষ ছিল ?
(ক) দয়াময় দেবতার প্রতি
(খ) কবির সংগীতের প্রতি
(গ) নিজের প্রতি
(ঘ) ধরিত্রীর প্রতি
১.৬ কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ?
(ক) বাবরের প্রার্থনা
(খ) অগ্নিবীণা
(গ) রুপসী বাংলা
(ঘ) পাতার পোষাক
১.৭ রাজশেখর বসুর ছদ্মনাম —
(ক) বনফুল
(খ) শ্রীপান্থ
(গ) পরশুরাম
(ঘ) রূপদর্শী
১.৮ “বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ” প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন ?
(ক) অরণ্যে রোদন
(খ) অল্পবিদ্যা ভয়ংকরী
(গ) হাতের পাঁচ
(ঘ) হ-য-ব-র-ল
১.৯ চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে —
(ক) তুলি
(খ) ব্রোঞ্জের শলাকা
(গ) হাড়
(ঘ) নলখাগড়া
১.১০ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে —
(ক) সমাস
(খ) কারক
(গ) প্রত্যয়
(ঘ) বিভক্তি
১.১১ ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল’ — নিম্নরেখ পদটি —
(ক) সম্বোধন পদ
(খ) কর্তৃকারক
(গ) সম্বন্ধ পদ
(ঘ) নিমিত্ত কারক
১.১২ যে সমাসে সমাস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে —
(ক) তৎপুরুষ সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) দ্বন্দ্ব সমাস
(ঘ) অব্যয়ীভাব সমাস
১.১৩ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন — নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ ?
(ক) কর্মধারয় সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) দ্বন্দ্ব সমাস
১.১৪ ‘আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতুকী ঘষত ।’ — বাক্যটি কোন শ্রেণির ?
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্র বাক্য
১.১৫ বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে — অর্থগত দিক থেকে এটি —
(ক) না-সূচক বাক্য
(খ) সন্দেহবাচক বাক্য
(গ) প্রশ্নবাচক বাক্য
(ঘ) প্রার্থনাসূচক বাক্য
১.১৬ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় –
(ক) কর্তৃবাচ্যে
(খ) ভাববাচ্যে
(গ) কর্মবাচ্যে
(ঘ) কর্মকর্তৃবাচ্যে
১.১৭ তাকে টিকিট কিনতে হয়নি — বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল —
(ক) তার টিকিট কেনা হয়নি
(খ) তিনি টিকিট কেনেননি
(গ) তাঁর দ্বারা টিকিট ক্রীত হয়নি
(ঘ) তিনি বিনা টিকিটে চলেছেন
মাধ্যমিক-২০২০
১.১ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন —
(ক) জগদীশবাবুর বাড়ি
(খ) চকের বাসস্ট্যান্ডে
(গ) দয়ালবাবুর লিচুবাগানে
(ঘ) চায়ের দোকানে
১.২ নদেরচাঁদের বয়স —
(ক) পঁচিশ বছর
(খ) ত্রিশ বছর
(গ) পঁয়ত্রিশ বছর
(ঘ) চল্লিশ বছর
১.৩ ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড় —
(ক) বছর পাঁচেকের
(খ) বছর আষ্টেকের
(গ) বছর দশেকের
(ঘ) বছর বারোর
১.৪ ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধকাব্য’ -এর কোন সর্গ থেকে নেওয়া হয়েছে ?
(ক) প্রথম সর্গ
(খ) তৃতীয় সর্গ
(গ) নবম সর্গ
(ঘ) পঞ্চম সর্গ
১.৫ “তারা আর স্বপ্ন দেখতে পারল না ।” — কারা স্বপ্ন দেখতে পারল না ?
(ক) সেই মেয়েটি
(খ) গির্জার নান
(গ) কবিতার কথক
(ঘ) শান্ত হলুদ দেবতারা
১.৬ “গান বাঁধবে সহস্র উপায়ে — কে গান বাঁধবে ?
(ক) চিল
(খ) কোকিল
(গ) শকুন
(ঘ) ময়ূর
১.৭ পালকের কলমের ইংরেজি নাম হল —
(ক) স্টাইলাস
(খ) ফাউন্টেন পেন
(গ) কুইল
(ঘ) রিজার্ভার পেন
১.৮ কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন —
(ক) প্রাবন্ধিক
(খ) দার্শনিক
(গ) গল্পকার
(ঘ) নাট্যকার
১.৯ “হিমালয় যেন পৃথিবীর মানদন্ড” — উক্তিটি
(ক) রবীন্দ্রনাথের
(খ) বঙ্কিমচন্দ্রের
(গ) কালিদাসের
(ঘ) বিদ্যাসাগরের
১.১০ অনুসর্গের দৃষ্টান্ত কোনটি ?
(ক) জন্য
(খ) থানা
(গ) টি
(ঘ) গাছা
১.১১ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে —
(ক) পূর্ব পদের
(খ) উভয় পদের
(গ) পর পদের
(ঘ) অন্য পদের
১.১২ ‘ইসাবের মেজাজ চড়ে গেল’ — নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
(ক) কর্ম কারক
(খ) করণ কারক
(গ) কর্তৃ কারক
(ঘ) অপাদান কারক
১.১৩ ‘ফেলাইলা কনক-বলয় দূরে’ । নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল —
(ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
১.১৪ ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’ — এটি কী ধরনের বাক্য ?
(ক) অনুজ্ঞাসূচক বাক্য
(খ) নির্দেশক বাক্য
(গ) বিস্ময়সূচক বাক্য
(ঘ) প্রশ্নবোধক বাক্য
১.১৫ ‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধুলি ।’ এটি কোন শ্রেণির বাক্য ?
(ক) সরল বাক্য
(খ) যৌগিক বাক্য
(গ) জটিল বাক্য
(ঘ) মিশ্র বাক্য
১.১৬ ‘জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান’ — বাক্যটির ভাববাচ্যের রূপ হ’ল —
(ক) জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয় ।
(খ) জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয় ।
(গ) জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন ।
(ঘ) জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন ।
১.১৭ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’ — এটি কোন বাচ্যের উদাহরণ —
(ক) কর্মবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্তৃবাচ্য
(ঘ) কর্ম-কর্তৃবাচ্য
মাধ্যমিক-২০২২
১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম –
(ক) ইস্কুলের গল্প
(খ ) একদিন
(গ) প্রথম দিন
(ঘ) রাজার কথা
১.২ গিরীশ মহাপাত্রের বয়স –
(ক) চল্লিশ-বিয়াল্লিশ
(খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়
(গ) পঞ্চাশ-পঞ্চান্ন
(ঘ) পঞ্চাশের কাছাকাছি।
১.৩ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন –
(ক) এক হাজার টাকা
(খ) পাঁচশো টাকা
(গ) একশো এক টাকা
(ঘ ) একশো টাকা
১.৪ “কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল”— কী অপরিচিত ছিল ?
(ক) তোমার রহস্যময় রূপ
(খ) তোমার চেতনাতীত রূপ
(গ) তোমার আরণ্যক রূপ
(ঘ) তোমার মানবরূপ
১.৫ “আমাদের ডান পাশে”
(ক) টাকা
(খ) বাঁধ
(গ) ধস
(ঘ) পথ
১.৬ “অট্টরোলের হট্টগোলে স্তব্ধ” –
(ক) মহাকাল
(খ) চরাচর
(গ) গগনতল
(ঘ) গিরিশিখর
১.৭ লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো –
(ক) কলারের ভাঁজে আটা
(খ) কোমরের বেল্টে আটকানো
(গ) কাঁধের ছোট্ট পকেটে সাজানো
(ঘ )পায়ের মোজায় গোঁজা
১.৮ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো –
(ক) পনেরো আনায়
(খ) বারো আনায়
(গ) ষোলো আনায়
(ঘ) দশ আনায়
১.৯ ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’-এর স্বনামধন্য লেখকের নাম –
(ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১.১০ বিভক্তি শব্দের অর্থ কী ?
(ক) বিভাজন
(খ) সংকোচন
(গ) প্রসারণ
(ঘ ) সংযোজন
১.১১ কলমে কায়স্থ চিনি – নিম্নরেখ পদটি
(ক) অপাদান কারক
(খ) কর্তৃকারক
(ঘ) কর্মকারক
(গ) করণকারক
১.১২ মেসি কী খেলাই না খেললো – কী জাতীয় কর্ম?
(ক) উহ্য কর্ম
(খ) সমধাতুজ কর্ম
(গ) কর্মের বীপ্সা
(ঘ) উপবাক্যীয় কর্ম
১.১৩ আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী – নিম্নরেখ পদটি
(ক) ক্রিয়াবাচক পদ
(খ) সম্বোধন পদ
(গ) কর্মকারক
(ঘ) সম্বন্ধপদ
১.১৪ সমাসের মূল অর্থ
(ক) বর্ণের সাথে বর্ণের মিলন
(খ) নামপদের সাথে ক্রিয়াপদের মিলন
(গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ
(ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন
১.১৫ বুড়োমানুষের কথাটা শুনো – নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হ’ল
(ক) বহুরীহি সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) অব্যয়ীভাব
১.১৬ ‘দশানন’-এর সমাস হল –
(ক) দ্বিগু
(খ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) কর্মধারয়
১.১৭ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল –
(ক) বহুব্রীহি সমাস
(খ) অব্যয়ীভাব সমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) নিত্য সমাস
উত্তরমালা
২০১৭ –
১.১- গ) , ১.২ – ক) , ১.৩ -গ), ১.৪-খ), ১.৫ -ক), ১.৬- ঘ) ,১.৭-খ), ১.৮ -গ), ১.৯ -গ),১.১০- খ) , ১.১১-গ), ১.১২-খ), ১.১৩-খ), ১.১৪ -ক), ১.১৫-খ), ১.১৬ -ঘ), ১.১৭-খ)
২০১৮ –
১.৫ -গ), ১.৬- ক) ,১.৭-ঘ) ১.৮ -খ),