পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন — বের্ট্রোল্ট ব্রেখ্ট

আন্তর্জাতিক কবিতা 

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন — বের্ট্রোল্ট ব্রেখ্ট

তরজমা — শঙ্খ ঘোষ
বের্টোল্ট ব্রেখ্ট ছিলেন — জার্মানির কবি, নাট্যকার। 
সঠিক বিকল্পটি নির্বাচন করো : 
১. “সেখানে কি সবাই প্রসাদেই থাকত?”– কোথায় থাকার কথা বলা হয়েছে?
(ক) লিমা (খ) বাইজেনটিয়াম (গ) ব্যাবিলন (ঘ) আটলান্টিস
উত্তর :  (খ) বাইজেনটিয়াম
২. ব্যাবিলনের অবস্থান হলো—
(ক) আমেরিকায় (খ) জাপানে (গ) চিনে (ঘ) ইরাকে
উত্তর : (ঘ) ইরাকে (মেসোপটেমিয়ার বিখ্যাত শহর) 
৩. দ্বিতীয় ফ্রেডরিক জিতেছিলেন—
(ক) চার বছরের যুদ্ধে (খ) সাত বছরের যুদ্ধে (গ) এক বছরের যুদ্ধে (ঘ) পাঁচ বছরের যুদ্ধে
উত্তর : (খ) সাত বছরের যুদ্ধে
৪. ‘গলদের’ নিপাত করেছিলেন—
(ক) আলেকজান্ডার (খ) সিজার (গ) দ্বিতীয় ফ্রেডরিক (ঘ) হিটলার
উত্তর : (খ) সিজার
৫. “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?” রাজমিস্ত্রিদের কোন সন্ধ্যার কথা বলা হয়েছে?
(ক) চিনের প্রাচীর তৈরির শেষের সন্ধ্যার (খ) তাজমহল তৈরির শেষের সন্ধ্যার (গ) মনুমেন্ট তৈরির শেষের সন্ধ্যার (ঘ) ভিক্টোরিয়া তৈরির শেষের সন্ধ্যার
উত্তর :  (ক) চিনের প্রাচীর তৈরির শেষের সন্ধ্যার
একইরকমভাবে … 
৬. থিবস্ নগরীর দরজা ছিল — ৭টি (সাতটি)। 
৭. মহনীয় রোম ছিল — জয়তরণে ঠাসা। 
৮) “রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?” যে প্রসঙ্গে এর উল্লেখ সেটি হল — সাত দরজাওয়ালা থিবস্। 
৯) “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?” যেখানকার কথা বলা হয়েছে, সেটি হল — বাইজেনটিয়াম। 
১০) “আটলান্টিস” হল — উপকথার রাজ্য। 
১১) “যখন সমুদ্র তাকে খেল।” — সমুদ্র কাকে খেল? উত্তর — আটলান্টিসকে। 
১২) “ভারত জয় করেছিল” — কে? উত্তর — আলেকজান্ডার। 
১৩) গলদের নিপাত করার সময় সিজারের সঙ্গে নিদেনপক্ষে একটা কে ছিল বলে কবি জানিয়েছেন?উত্তর — রাঁধুনি। 
১৪) “বিরাট আর্মাডা যখন ডুবল।” তখন কে কেঁদেছিল? উত্তর — তৎকালীন স্পেনের রাজা ফিলিপ। 
১৫) “বিরাট আর্মাডা যখন ডুবল….” আর্মাডা হল — স্পেনের রণতরীর বহর। 
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি[ মান ১ ]
১. “নিদেন একটা রাঁধুনি তত ছিল?” — কার সঙ্গে, কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে?
উত্তর : রোমের সুখ্যাত সেনাপতি জুলিয়াস সিজারের সঙ্গে। সিজার যখন গলদের ধ্বংস করছিলেন তখন তার সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে।
২.  “…ম্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।” — কেন ফিলিপ কেঁদেছিলেন?
উত্তর : আর্মাডা ছিল স্পেন সম্রাট ফিলিপের গর্বস্বরূপ। ব্রিটিশ রণতরী বাহিনীর হাতে আর্মাডা বিধ্বস্ত হয়। ফলে ফিলিপের শোক ও পরিতাপের শেষ ছিল না।
৩. “ভারত জয় করেছিল আলেকজান্ডার”– এই ইতিহাসকে কীভাবে দেখেছেন কবি?
উত্তর : আলেকজান্ডার ভারত জয় করেছিলেন, একথা ইতিহাস-স্বীকৃত। কিন্তু আলেকজান্ডারের এই কৃতিত্ব তার একার ছিল না। যে সাধারণ সৈনিকদের নির্ভীকতায় ও আত্মদানে ভারতবিজয় সম্ভব হয়েছিল, ইতিহাস তাদের মনে রাখেনি।
৪. “খরচ মেটাত কে?” — কীসের খরচ?
উত্তর : দশ-দশ বছরে কত অতি প্রভাবশালী মানুষদের উপস্থিতি ঘটেছে, তাদের জীবনধারণ ও সুখস্বাচ্ছন্দ্যের ব্যয়ভার।
৫. “কে আবার গড়ে তুলল এতবার?”— কী গড়ে তোলার কথা বলা হয়েছে?
উত্তর :  আলোচ্য পঙক্তিটিতে ব্যাবিলন সভ্যতা গড়ে তোলার কথা বলা হয়েছে।
৬. “রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?”– উক্তিটির দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর :  আলোচ্য অংশে বোঝানো হয়েছে যে, থিবসের নির্মাণকর্মে রাজাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না।
 ৭. “যখন সমুদ্র তাকে খেল” — কাকে খেল? তখন কী হয়েছিল?
উত্তর : আলোচ্য পঙ্ক্তিটিতে আটলান্টিসকে খাওয়ার কথা বলা হয়েছে। আটলান্টিস সমুদ্রের অতল গর্ভে তলিয়ে যাওয়ার সময় ক্রীতদাসের জন্য চিৎকার করে উঠেছিল।
৮. “কাদের জয় করল সিজার?” সিজার কে? তিনি কাদের জয় করেছিলেন?
উত্তর :  সিজার প্রবল শক্তিমান রোমসম্রাট। জন্ম ১০০ খ্রিস্টপূর্বাব্দে। ফরাসি দেশের আদি অধিবাসী দুর্ধর্ষ ‘গল’ উপজাতিদের জয় করেছিলেন রোমসম্রাট সিজার।

রচনাধর্মী প্রশ্নোত্তর [ মান ৫ ]
১. “বিরাট আর্মাডা যখন ডুবল স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি ?– আর্মাডা কী ? এই প্রশ্নের মাধ্যমে কবিতার মূল বক্তব্য টি কীভাবে প্রকাশিত হয়েছে? 
২.  “এত যে শুনি বাইজেনটিয়াম সেখানে কি সবাই প্রাসাদে থাকতো ?– বাইজেনটিয়াম এর পরিচয় দাও । কবির এই প্রশ্নের কারণ কী? 
৩. ‘চিনের প্রাচীর যখন শেষ হল সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ?’ – চিনের প্রাচীর কী ? চিনের প্রাচীরের কারিগরদের সম্পর্কে কবির এমন উক্তির কারণ কী ? ২+৩ 
৪. ‘কত সব খবর ! কত সব প্রশ্ন!’ – কিসের খবরের কথা এখানে বলা হয়েছে ? ‘কত সব প্রশ্ন’ বলতেই কবি কী বুঝিয়েছেন ?
৫. পাতায় পাতায় জয়,/জয়োৎসবের ভোজ বানাত কারা ?’- ‘পাতায় পাতায় জয়’ কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন ? জয়োৎসবের ভোজ যারা বানাত তাদের সম্পর্কে কবির কী বক্তব্য ?
৬. “গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তত ছিল?” কবি এখানে কোন ঘটনার কথা বলেছেন? পঙক্তিটিতে কবির কী মনোভাব প্রকাশিত হয়েছে?
৭. “কে জিতেছিল ? একলা সে?” ‘একলা সে’ বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটিতে কবির কী ভাবনা প্রকাশ পেয়েছে? 

1 thought on “পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন — বের্ট্রোল্ট ব্রেখ্ট”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top