১। ‘আশ্চর্য ’ – শব্দটির সন্ধি বিচ্ছেদ হল
ক) আশ্ + চর্য
খ) আ: + চর্য
গ) আ + চর্য
ঘ) আশ + চর্য
২। আ + আ = আ – এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
ক) সদানন্দ
খ) কথামৃত
গ) দেবালয়
ঘ) প্রাণাধিক
৩।নীচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি –
ক) ভো +অন= ভবন
খ) গো+এষণা = গবেষণা
গ) গো+আদি = গবাদি
ঘ) সার+অঙ্গ = সারঙ্গ
৪। নীচের কোনটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ-
ক) প্রৌঢ়
খ) আলোকচ্ছটা
গ) কথোপকথন
ঘ) প্রত্যুত্তর
৫। নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক ?
ক) ভূ+ঊর্ধ= ভূর্ধ্ব
খ) আশীঃ+বাদ =আর্শীবাদ
গ) অনু+এষণ= অন্বেষণ
ঘ) প্রত্যা +গত = প্রত্যাগত
৬। নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক?
ক) সূক্তি=সূ+উক্তি
খ) স্বল্প =স্ব +অল্প
গ) স্বাগত=স্ব +আগত
ঘ) স্বৈর =স্ব+ঈর
৭। কান্না সন্ধিবিচ্ছেদ হল
ক) কান্ + না
খ) ক + আন্না
গ) কাঁদ + আন্না
ঘ) কাঁদ্ + না
৮। ‘আবির্ভাব’ সন্ধিবিচ্ছেদ করুন
ক) আবির + ভাব
খ) আবিঃ + ভাব
গ) আবি + ভাব
ঘ) আ + বিভাব
৯। বনস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ হল-
ক) বন+পতি
খ) বনঃ+পতি
গ) বনস্+পতি
ঘ) বনম্+পতি
১০। নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক?
ক) বন+ওষধি =বনৌষধি
খ) মহা+ওষধ =মহৌষধ
গ) জল+ঔকা=জলৌকা
ঘ) চিত্ত+ওদার্য =চিত্তৌদার্য
১১। নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল ?
ক) ইতি+আদি =ইত্যাদি
খ) মহা+ঋষভ=মহার্ষভ
গ) বোধ+উদয় =বোধোদয়
ঘ) গণ+ঈশ=গণেশ
১২। নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক?
ক) দুঃ+অবস্থা=দুরাবস্থা
খ) নির্+আনন্দ =নিরানন্দ
গ) মনস্+তাপ=মনস্তাপ
ঘ) প্রাতঃ+আশ=প্রাতরাশ
১৩। নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক?
ক) আবিঃ+কার =আবিস্কার
খ) তিরঃ+কার=তিরষ্কার
গ) নিঃ+রব=নিরব
ঘ) নিঃ+কৃতি=নিষ্কৃতি
১৪। নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল ?
ক) এক+দশ=একাদশ
খ) দিব্+লোক=দ্যুলোক
গ) বৃহঃ+পতি=বৃহস্পতি
ঘ) পর+পর=পরস্পর
১৫। নীচে প্রদত্ত বিকল্পগুলির শুদ্ধাশুদ্ধ নির্ণয় করো ?
ক) ‘ভাষান্তর’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে আ+আ=আ অনুযায়ী
খ) ‘শ্রীশ’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে ঈ+ঈ=ঈ অনুযায়ী
গ) ‘নবোঢ়া’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে অ+উ=ও অনুযায়ী
ঘ)’জনৈক’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে অ+এ=ঐ অনুযায়ী
A) ক) শুদ্ধ, খ) অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ) অশুদ্ধ
B) ক)অশুদ্ধ, খ)শুদ্ধ, গ)অশুদ্ধ, ঘ)শুদ্ধ
C) ক)শুদ্ধ, খ)শুদ্ধ , গ)অশুদ্ধ, ঘ)অশুদ্ধ
D) ক)অশুদ্ধ, খ)অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)শুদ্ধ
১৬। কোনটি সঠিক নয় ?
A) আশা + অতিরিক্ত = আশাতিরিক্ত
B) পর + উপকারী = পরোপকারী
C) সু + অস্তি = স্বস্তি
D) রাজ + ঋষি = রাজর্ষি
১৭। নিপাতনে সিদ্ধ সন্ধি নয় কোনটি-
A) কুল +অটা = কুলটা
B) গো+এষণা =গবেষণা
C) গো+অক্ষ =গবাক্ষ
D) আ + চর্য = আশ্চর্য
১৮। ‘চতুরঙ্গ ’ – শব্দটির সন্ধি বিচ্ছেদ হল
A) চতুর্ + অঙ্গ B) চতুঃ + অঙ্গ
C) চতুঃ + রঙ্গ D) চতু + রঙ্গ
১৯। অ + অ = আ – এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
A) উত্তরাধিকার B) কারাগার
C) শ্রদ্ধাঞ্জলি D) সদাশয়
২০। সিদ্ধেশ্বর সন্ধিবিচ্ছেদ হবে –
A) সিদ্ + ঈশ্বর
B) সিদ্ধ + ঈশ্বর
C) সিদ্ধ + এশ্বর
D) সিদ্ধ +ইশ্বর
২১। নীচের কোনটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ-
A) তন্দ্রাচ্ছন্ন B) পরিচ্ছন্ন
C) প্রত্যেক D) পশ্বধম
২২। নীচে প্রদত্ত বিকল্পগুলির শুদ্ধাশুদ্ধ নির্ণয় করো ?
ক) ‘সন্দেহাতীত’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে অ+অ=আ অনুযায়ী
খ) ‘মরূদ্যান’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে উ+ঊ=ঊ অনুযায়ী
গ) ‘যথোপযুক্ত’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে অ+উ=ও অনুযায়ী
ঘ)’স্বেচ্ছা’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে অ+ই=এ অনুযায়ী
A) ক) শুদ্ধ, খ) অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ) অশুদ্ধ
B) ক)শুদ্ধ, খ)অশুদ্ধ, গ)অশুদ্ধ, ঘ)শুদ্ধ
C) ক)শুদ্ধ, খ)শুদ্ধ , গ)অশুদ্ধ, ঘ)অশুদ্ধ
D) ক)অশুদ্ধ, খ)অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)শুদ্ধ
২৩। দুরাচার শব্দের সন্ধিবিচ্ছেদ হল
A) দুর + আচার B) দুরা + চার
C) দুঃ + আচার D) দূর + আচার
২৪ উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদ হল-
A) উদ্ + হার B) উৎ + ধার
C) উদ্ + ধার D) উদ্ধ + আর
২৫। ‘আশীর্বাদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল-
A) আশীর্ + বাদ B) আশী + বাদ
C) আশীঃ + বাদ D) আর্শী + বাদ
২৬। ‘রামায়ণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল –
A) রাম + অয়ন B) রাম + অয়ণ
C) রাম + আয়ন D) রামা + য়ন
২৭। ‘পারাবার’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল –
A) পার + অবার B) পার + আবার
C) পারা + বার C) পারা + অবার
২৮। ‘স্বাধীনতা’ সন্ধিবিচ্ছেদ হল
A) সু + অধীনতা B) স্ব + অধীনতা
C) স্বাধীন + তা D) স্বাধী + নতা
২৯। ‘মতানৈক্য’ সন্ধিবিচ্ছেদ হল
A) মতা + নৈক্য B) মতান + ঐক্য
C) মত + অনৈক্য D) মতা + অনৈক্য
৩০। ‘তন্দ্রাচ্ছন্ন’ সন্ধিবিচ্ছেদ হল
A) তন্দ্রা + আচ্ছন্ন B) তন্দ্র + আচ্ছন্ন
C) তন্দ্রা + চ্ছন্ন D) তন্দ্রা + ছন্ন
৩১। ‘পৃথ্বীশ’ সন্ধিবিচ্ছেদ হল
A) পৃথ্বি + ইশ B) পৃথ্বী + ইশ
C) পৃথ্বি +ঈশ D) পৃথ্বী +ঈশ
৩২। ‘পরীক্ষা’ সন্ধিবিচ্ছেদ হল
A) পরি + ঈক্ষা B) পরি + ইক্ষা
C) পরী + ঈক্ষা D) পরী + ইক্ষা
৩৩। “মন্বন্তরে মরি না আমরা মারী নিয়ে ঘর করি।” ‘মন্বন্তর’ সন্ধিবিচ্ছেদ হবে
A) মনি + অন্তর B) মনু + অন্তর
C) মন + অন্তর D) মন্ব + অন্তর
৩৪। তিনি স্বচ্ছ ভাষায় স্বল্প-সময়ের যে স্বাগত ভাষণ দিলেন, তা শুনে সকলেই স্বস্তি পেলেন। – বাক্যটিতে কতগুলি সন্ধিবদ্ধ শব্দ রয়েছে ?
A) ২ টি B) ৩ টি
C) ৪ টি D) ৫টি
৩৫। বিশ্বেশ্বরী সন্ধিবিচ্ছেদ
A) বিশ্ব + ইশ্বরী
B) বিশ্ব + ঈশ্বরী
C) বিশ্ব + এশ্বরী
D) বিশ্বে + শ্বরী
৩৬। দুর্গোৎসব সন্ধিবিচ্ছেদ
A) দূর্গা + উৎসব
B) দুর্গাৎ + সব
C) দুর্গো + উৎসব
D) দুর্গা + উৎসব
৩৭। নবোঢ়া সন্ধিবিচ্ছেদ
A) নব + উঢ়া
B) নবা + উঢ়া
C) নব + ঊঢ়া
D) নবা + ঊঢ়া
৩৮। পর + উপকারী =
A) পরোপকারী
B) পরপোকারী
C) পরপুকারী
D) কোনোটিই নয়
৩৯। অনুমতি + অনুসারে =
A) অনুমত্যনুসারে
B) অনুমত্যানুসারে
C) অনুমত্যোনুসারে
D) অনুমতিনুসারে
৪০। নীচের কোনটি আলাদা?
A) স্বল্প
B) স্বচ্ছ
C) স্বেচ্ছা
D) স্বস্তি
৪১। চক্ষু: + রোগ =
A) চক্ষুরোগ
B) চক্ষূরোগ
C) চক্ষূ:রোগ
D) চক্ষু:রোগ
৪২। ‘নীরব’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল
A) নীঃ +রব
B) নির্ + অব
C) নিঃ + রব
D) নী + রব
৪৩। ‘বনৌষধি’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল
A) বন + ওষধি
B) বনঃ + ওষধি
C) বন + ঔষধি
D) বনঃ + ঔষধি
৪৪। কোনটি সন্ধিজাত শব্দ নয়
A) রবীন্দ্র
B) শরৎচন্দ্র
C) জ্যোতিরিন্দ্র
D) যতীন্দ্র
৪৫। ‘অন্তরাত্মা’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল
A) অন্ত + আত্মা
B) অন্তঃ + আত্মা
C) অন্তর + আত্মা
D) অন্ত + রাত্মা
৪৬। ‘অনূদিত’ শব্দের সন্ধিবিচ্ছেদ
A) অনু + দিত
B) অনু + ঊদিত
C) অনূ + উদিত
D) অনু + উদিত
৪৭। ‘নায়িকা’ শব্দের সন্ধিবিচ্ছেদ
A) না + ইকা
B) না + য়িকা
C) নৌ + ইকা
D) নৈ + ইকা
৪৮। নিপাতনে সিদ্ধ সন্ধি হল
A) শুদ্ধ + ওদন = শুদ্ধোদন
B) গো + এষণা = গবেষণা
C) যা + ইচ্ছেতাই = যাচ্ছেতাই
D) শে + আন = শয়ান
৪৯। সঠিক সন্ধিটি নির্বাচন করো
A) বাক্ + ইন্দ্রীয় = বাগীন্দ্রিয়
B) স্ব + অচ্ছ = স্বচ্ছ
C) উদ্ + ধার = উদ্ধার
D) ষট্ + ঐশ্বর্য = ষটৈশ্বর্য
৫০। সঠিক সন্ধিটি নির্বাচন করো
A) গব + আদি = গবাদি
B) মহা + ওষধ = মহৌষধ
C) রাঁধ্ + না = রান্না
D) সং + বাদ = সংবাদ
৫১। ‘পর্যন্ত’ – শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ?
A) পর্য + ন্ত B) পরি + অন্ত
C) পর্য + অন্ত D) প + অন্ত
সঠিক উত্তর: B) পরি + অন্ত
৫২। ‘গায়ক’ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে
A) গে + অক B) গৈ + অক
C) গৌ + অক D) গা + য়ক
সঠিক উত্তর: B) গৈ + অক
৫৩। আ + ও = ঔ – এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি ?
A) মহৌষধি B) মহৌষধ
C) বনৌষধি D) পরমৌষধ
সঠিক উত্তর: A) মহৌষধি
৫৪। ‘গবেষণা’ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে ?
A) গো + এষণা B) গবে + ষণা
C) গব + এষণা D) গ + বেষণা
সঠিক উত্তর: A) গো + এষণা
৫৫। কোনটি বিসর্গ সন্ধি ?
A) ততোধিক B) মন্বন্তর
C) দিগন্ত D) ণিজন্ত
সঠিক উত্তর: A) ততোধিক
৫৬. ‘পিত্রালয়’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল
A) পিত্র + আলয় B) পিতৃ + আলয়
C) পিতা + আলয় D) পিত্রা + লয়
সঠিক উত্তর: B) পিতৃ + আলয়
৫৭। ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ?
A) ধনুঃ + টঙ্কার B) ধনু + টঙ্কার
C) ধনুস + টঙ্কার D) ধনুষ টঙ্কার
সঠিক উত্তর: A) ধনুঃ + টঙ্কার
৫৮। ‘অন্বেষণ’ শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে যে নিয়মে
A) অ + এ B) উ + এ
C) অ + ঐ D) ঊ + এ
সঠিক উত্তর: B) উ + এ
৫৯। ‘দিগন্ত’ – শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ?
A) দিগ + অন্ত
B) দিক্ + অন্ত
C) দিক + অন্ত
D) দিগ্ + অন্ত
সঠিক উত্তর: B) দিক্ + অন্ত
৬০। পশু + আচার =
A) পশ্বচার B) পশ্বাচার
C) পশ্যাচার D) পশাচার
সঠিক উত্তর: B) পশ্বাচার
৬১। ‘মুখচ্ছবি’ শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে ?
A) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
B) ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি
C) ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি
D) বিসর্গ + ব্যঞ্জনধ্বনি
সঠিক উত্তর : A) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
৬২। কোনটি স্বরসন্ধির উদাহরণ ?
A) কাঁচা + কলা = কাঁচকলা
B) নাতি + বৌ = নাতবৌ
C) বদ্ + জাত = বজ্জাত
D) সোনা + আলি = সোনালি
সঠিক উত্তর: D) সোনা + আলি = সোনালি
৬৩। কোনটি ভুল
A) অর্ধ + এক = অর্ধেক
B) মিথ্যা + উক = মিথ্যুক
C) খান + এক = খানিক
D) বার + এক = বারেক
সঠিক উত্তর: C) খান + এক = খানিক
৬৪। ‘মনস্তত্ত্ব’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল
A) মনঃ + তত্ত্ব
B) মনসঃ + তত্ত্ব
C) মনস্ + তত্ত্ব
D) মন + তত্ত্ব
সঠিক উত্তর: A) মনঃ + তত্ত্ব
৬৫। ‘অ’ কার কিংবা ‘আ’ কারের পর ‘ই’ কার কিংবা ‘ঈ’ কার থাকলে উভয়ে মিলে –
A) ঈ-কার হয়
B) উ-কার হয়
C) এ-কার হয়
D) ও -কার হয়
সঠিক উত্তর: C) এ-কার হয়
৬৬। ‘তৃষ্ণার্ত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল
A) তৃষ্ণা + ঋত
B) তৃষ্ণ + ঋত
C) তৃষ্ণা+ অর্ত
D) তৃষ্ণা + আর্ত
সঠিক উত্তর: A) তৃষ্ণা + ঋত
৬৭। কোনটি সঠিক নয় ?
A) কিং + বা = কিংবা
B) ষষ্ + থ = ষষ্ঠ
C) সম্ + কৃত = সংস্কৃত
D) কিম্ + তু = কিন্তু
সঠিক উত্তর: A) কিং + বা = কিংবা
৬৮। কোনটি সঠিক নয় ?
A) বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া
B) যজ্ + ন = যজ্ঞ
C) জগৎ + নাথ = জগন্নাথ
D) মৃন্ + ময় = মৃন্ময়
সঠিক উত্তর: D) মৃন্ + ময় = মৃন্ময়
৬৯। কোনটি সঠিক নয় ?
A) দুঃ + চিন্তা = দুশ্চিন্তা
B) মনঃ + তাপ = মনস্তাপ
C) ততঃ + ধিক = ততোধিক
D) তপঃ + বন = তপোবন
সঠিক উত্তর: C) ততঃ + ধিক = ততোধিক
৭০। কোনটি সঠিক নয় ?
A) সরঃ + জ = সরোজ
B) পুনঃ + অপি = পুনরপি
C) নিঃ + ঈক্ষণ = নিরীক্ষণ
D) পুরঃ + কার = পুরস্কার
সঠিক উত্তর: C) নিঃ + ঈক্ষণ = নিরীক্ষণ
৭১। ই + ঈ = ঈ – এর উদাহরণ কোনটি ?
A) প্রতীক্ষা B) অতীত
C) শচীন্দ্র D) রবীন্দ্র
সঠিক উত্তর: A) প্রতীক্ষা
৭২। ‘মৃত্যুঞ্জয়ী’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল
A) মৃত্যু + জয়ী
B) মৃত্যুন্ + জয়ী
C) মৃত্যুম্ + জয়ী
D) মৃত্যুঃ + জয়ী
সঠিক উত্তর: C) মৃত্যুম্ + জয়ী
৭৩। কোনটি সঠিক নয় ?
A) স্রোতঃ + পথ = স্রোতঃপথ
B) অন্তঃ + পুর = অন্তঃপুর
C) অতঃ + এব = অতঃএব
D) শিরঃ + পীড়া = শিরঃপীড়া
সঠিক উত্তর: C) অতঃ + এব = অতঃএব
৭৪। ‘ভাস্কর’ শব্দের সন্ধিবিচ্ছেদ
A) ভাঃ + কর = ভাস্কর
B) ভাস্ + কর = ভাস্কর
C) ভাশ্ + কর = ভাস্কর
D) ভাষ্ + কর = ভাস্কর
সঠিক উত্তর: A) ভাঃ + কর = ভাস্কর
৭৫। ‘মানবেতর’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল
A) মান + বেতর
B) মানব + এতর
C) মানব + ইতর
D) মানব + তর
সঠিক উত্তর: C) মানব + ইতর
৭৬। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নয় ?
A) গবাক্ষ B) রাজ্ঞী
C) স্বৈর D) সীমন্ত
সঠিক উত্তর: B) রাজ্ঞী
৭৭। ‘প্রশংসা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ?
A) প্রশম্ +সা B) প্র + শংসা
C) প্রশং + সা D) প্রশন্ + সা
সঠিক উত্তর: D) প্রশন্ + সা
৭৮। ‘নিষ্প্রয়োজন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ
A) নি + প্রয়োজন
B) নিঃ + প্রয়োজন
C) নিষ্প্রয়ো + জন
D) নিষ্ + প্রয়োজন
সঠিক উত্তর: B) নিঃ + প্রয়োজন
৭৯। ‘বৃহস্পতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ ?
A) বৃহঃ + পতি
B) বৃহস্ +পতি
C) বৃহৎ + পতি
D) বৃহ + স্পতি
সঠিক উত্তর: C) বৃহৎ + পতি
৮০। নীচের কোনটি সঠিক নয় ?
A) গো + আদি = গবাদি
B) গৈ + য়ক = গায়ক
C) নৈ + ইকা = নায়িকা
D) ভৌ + উক = ভাবুক
সঠিক উত্তর: B) গৈ + য়ক = গায়ক
৮১। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি ?
A) সার + অঙ্গ =সারঙ্গ
B) নে + অন = নয়ন
C) গো + আদি = গবাদি
D) ভো + অন = ভবন
সঠিক উত্তর: A) সার + অঙ্গ =সারঙ্গ
৮২। ‘জনৈক’ – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
A) জন + ঐক
B) জন + এক
C) জন + ঐক্য
D) জনৈ + ক
সঠিক উত্তর: B) জন + এক
৮৩। কোনটি নিপাতনে-সিদ্ধ ব্যঞ্জনসন্ধি নয় ?
A) বিশ্ব + মিত্র = বিশ্বামিত্র
B) হিনস্ + অ = সিংহ
C) সম + অর্থ = সমর্থ
D) গো + পদ = গোষ্পদ
সঠিক উত্তর: C) সম + অর্থ = সমর্থ
৮৪. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
A) শব্দতত্ত্ব
B) রূপতত্ত্ব
C) বাক্যতত্ত্ব
D) ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর: D) ধ্বনিতত্ত্ব
৮৫। আ + অ = আ হয় – এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে ?
A) প্রাণাধিক
B) বিদ্যালয়
C) রত্নাকর
D) বিদ্যাভ্যাস
সঠিক উত্তর : D) বিদ্যাভ্যাস
৮৬। ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
A) দু + লোক B) দ্বি + লোক
C) দুই + লোক D) দিব্ + লোক
সঠিক উত্তর: D) দিব্ + লোক
৮৭। ‘বৃষ্টি’ – শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
A) বৃস্ + টি B) বৃশ্ + টি
C) বৃষ্ + তি D) বৃষ + টি
সঠিক উত্তর : C) বৃষ্ + তি
৮৮। কোনটি সঠিক ?
A) তদ্ + কর = তস্কর
B) ষট্ + দশ = ষোড়শ
C) এক + দশ = একাদশ
D) সবগুলো সঠিক
সঠিক উত্তর : D) সবগুলো সঠিক
৮৯। আ + অ = আ হয় – এ সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে ?
A) সদানন্দ B) কথামৃত
C) দেবালয় D) প্রাণাধিক
সঠিক উত্তর: B) কথামৃত
৯০। ‘পর্যটন’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল
A) পরি + অটন
B) পর্য + টন
C) পর্য + অটন
D) পরয্ + টন
সঠিক উত্তর: A) পরি + অটন
৯১। উপর + উক্ত সন্ধি করলে হবে
A) উপরিক্ত
B) উপরুক্ত
C) উপরোক্ত
D) উপরক্ত
সঠিক উত্তর: C) উপরোক্ত
৯২। চিৎ + অম্বর =
A) চিদাম্বর
B) চিদম্বর
C) চিতাম্বর
D) চিতম্বর
সঠিক উত্তর: B) চিদম্বর
৯৩। ‘কিংবদন্তি’ সন্ধিবিচ্ছেদ হবে
A) কিং + বদন্তি
B) কিম্ + বদন্তি
C) কিংব + দন্তি
D) কিংবা + দন্তি
সঠিক উত্তর: B) কিম্ + বদন্তি
৯৪। অহরহঃ সন্ধিবিচ্ছেদ হবে
A) অহঃ + রহঃ
B) অহঃ + অহ
C) অহঃ + রহ
D) অহঃ + অহঃ
সঠিক উত্তর: D) অহঃ + অহঃ
৯৫। কোনটি স্বরসন্ধির উদাহরণ
A) নরোত্তম
B) সরোবর
C) তিরোধান
D) মনোযোগ
সঠিক উত্তর: A) নরোত্তম
৯৬। ‘প্রত্যক্ষ’ সন্ধিবিচ্ছেদ হবে
A) প্রতি + অক্ষ
B) প্রত + ঈক্ষ
C) প্রতি + ইক্ষ
D) প্রত্য + ক্ষ
৯৭। কোনটি সঠিক নয়
A) সং + গীত =সংগীত
B) দিক্ + অঙ্গনা = দিগঙ্গনা
C) উদ্ + লাস = উল্লাস
D) ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা
সঠিক উত্তর: A) সং + গীত =সংগীত
৯৮। কুলটা রমণীকে প্রৌঢ় আশ্রয় দিলেন। — বাক্যটিতে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি ?
A) কুলটা
B) প্রৌঢ়
C) উপরের দুটিই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: C) উপরের দুটিই
৯৯। “কত নদী সরোবর কিবা ফল চাতকীর ?” — সরোবর সন্ধিবিচ্ছেদ হবে
A) সর + উবর
B) সর + ওবর
C) সরঃ + বর
D) সর + অবর
সঠিক উত্তর: C) সরঃ + বর
১০০। ‘উচ্ছ্বসিত’ সন্ধিবিচ্ছেদ হবে
A) উচ্ছ + অসিত
B) উচ্ছ্বাস + ইত
C) উৎ + শ্বসিত
D) উচ্ছ্ব + সিত
সঠিক উত্তর: C) উৎ + শ্বসিত
PDF ডাউনলোড 👇