বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

সমাজবিদ্যা| SOCIAL STUDIES | TET 2015|BanglaSahayak.com

 

WBSSC TET 2015

      বিভাগ -III(b)

       সমাজবিদ্যা 

    Section -III(b)

   SOCIAL STUDIES 


1. ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন হলো

(A) ১২ নটিক্যাল মাইল

(B) ১৩ নটিক্যাল মাইল

(C) ১৫ নটিক্যাল মাইল

(D) কোনোটাই নয়।


2. কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হয়

(A) কার্পাস চাষের জন্য

(B) ধান চাষের জন্য

(C) গম চাষের জন্য 

(D) আখ চাষের জন্য।


3. ভারতবর্ষ হল একটি 

A) উন্নয়নশীল রাষ্ট্র 

(B) উন্নত রাষ্ট্র 

(C) সবচেয়ে কম উন্নত রাষ্ট্র 

(D) কোনোটাই নয়।


4. গ্রীনহাউস এফেক্ট এর ফল 

(A) তাপমাত্রার বৈপরীত্য

(B) বিশ্ব উষ্ণায়ন

(C) শিল্প দূষণ

(D) বন্যা।


5. তাপমাত্রা মাপক যন্ত্র 

(A) থার্মোমিটার

(B) ব্যারোমিটার 

(C) অ্যানিমোমিটার

(D) সিসমোগ্রাফ


6. সীমান্ত গান্ধী হলেন 

(A) খান আব্দুল গফ্ফর খান 

(B) খান আব্দুল ওয়ালী খান 

(C) শায়েস্তা খান 

(D) এঁদের কেউ নন।


7. V উপত্যকা দেখা যায় 

(A) নদীর উচ্চগতিতে

(B) নদীর মধ্যগতিতে

(C) নদীর নিম্নগতিতে

(D) হিমবাহের উচ্চগতিতে।


8. মহাবিষুব -এর দিনটি হল 

(A) ২১শে মার্চ 

(B) ২২শে ডিসেম্বর

(C) ২১শে জুন 

(D) ২৩শে সেপ্টেম্বর।


9. পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল 

A) বাংলাদেশ 

B) চেরাপুঞ্জী

C) শিলং 

D) মৌসিনরাম ।


10. আগ্নেয় শিলার উদাহরণ হল 

A) ব্যাসল্ট 

B) বেলেপাথর 

C) মার্বেল 

D) স্লেট 


11. উইলিয়াম কেরী ছিলেন 

A) মিশনারী 

B) কবি 

C) ভাষাবিদ 

D) কোনোটাই নয়। 


12. ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়

A) ১৮০০ খ্রিঃ

B) ১৮০১ষখ্রিঃ

C) ১৮০২ খ্রিঃ

D) ১৮০৩ খ্রিঃ।


13. নব্য বঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন

A) হেনরি ভিভিয়ান ডিরোজিও

B) রে. কৃষ্ণমোহন ব্যানার্জি 

C) জেমস্ প্রিন্সেপ 

D) এঁদের কেউ নন ।


14. উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন 

A) নরমপন্থী 

B) চরমপন্থী 

C)  (A) এবং (B) উভয়ই

D) কোনোটাই নয়। 


15. গান্ধিজী কোন্ শাসন ব্যবস্থা স্থাপনের ডাক দিয়েছিলেন

A) রামরাজ্য 

B) গণরাজ্য 

C) স্বরাজ্য 

D)  (A) এবং (C) উভয়ই। 


16. হিউয়েন-সাঙ যার রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন 

A) চন্দ্রগুপ্ত মৌর্য 

B) হর্ষবর্ধন 

C) দ্বিতীয় নাগভট্ট 

D) এঁদের কেউ নয়। 


17. সুলেমান ছিলেন একজন

A) আরব পর্যটক 

B) ফরাসি পর্যটক

C) চৈনিক পর্যটক 

D) কোনোটাই নয়।


18. মহম্মদ ঘোরী পরাজিত করেছিলেন

A) পৃথ্বীরাজ চৌহানকে 

B) দ্বিতীয় পুলকেশীকে

C) হর্ষবর্ধনকে 

D) এঁদের কেউ নন। 


19. ‘ইক্তা’ ব্যবস্থা ছিল 

A) ভূমিদান ব্যবস্থা 

B) ধর্মীয় অনুদান 

C) ঋণ বিশেষ

D) কোননটাই নয়। 


20. ‘খুদকশত্’ যে শ্রেণির অন্তর্গত সেটি হল 

A) কৃষক

B) রাজা

C) সামন্ত 

D) কোনোটাই নয়।


21. হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতাটি হল

A) সুমেরীয় সভ্যতা 

B) মিশরীয় সভ্যতা 

C) গ্রীক সভ্যতা 

D) কোনটাই নয়। 


22. যাজ্ঞ্যবল্ক ছিলেন 

A) ঋষি 

B) দার্শনিক 

C)  (A) এবং (B) উভয়ই 

D) কোনোটাই নয়।


23. বিম্বিসার ছিলেন 

A) গুপ্ত বংশীয় 

B) মৌর্য বংশীয় 

C) হর্যঙ্ক বংশীয় 

D) কোনোটাই নয়। 


24. আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 

A) চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে 

B) ধননন্দের শাসনকালে

C) আগ্রামেসের শাসনকালে

D) কোনোটাই নয়। 


25. ঝিলমের (বিতস্তা) যুদ্ধ হয় 

A) পুরু ও আলেকজান্ডারের মধ্যে

B) অশোক ও আলেকজান্ডারের মধ্যে 

C) বিন্দুসার ও আলেকজান্ডারের মধ্যে

D) এঁদের কেউ নন। 


26.   ……….দক্ষিণ ভারতের নদী 

A) ব্রহ্মপুত্র 

B) গঙ্গা

C) যমুনা 

D) কৃষ্ণা ।


27. রয়্যাল বেঙ্গল টাইগার আছে

A) সুন্দরবনে

B) পশ্চিমঘাট পর্বতে

C) হিমালয় পর্বতে 

D) গরুমারা অরণ্যে। 


28. নদীর উচ্চগতির মূল কাজ 

A)ক্ষয়সাধন 

B)অবক্ষেপণ 

C)বহন 

D)নদীবাঁক তৈরি করা 


29. পোল্ডার হল ………. -এর পুনরুদ্ধারকৃত জমি 

A) নেদারল্যান্ডস 

B)জার্মানি 

C)অস্ট্রিয়া 

D)স্কটল্যান্ড


30. খনিজের সমৃদ্ধ ভান্ডার পাওয়া যায়

A) ছোটনাগপুর মালভূমি অঞ্চলে 

B) সুন্দরবন অঞ্চলে 

C) পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে

D) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে


31. বায়ুর চাপ মাপক যন্ত্র হল

A)ব্যারোমিটার 

B)থার্মোমিটার 

C)হাইগ্রোমিটার

D) অ্যানিমোমিটার 


32. নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টি হল

A) শৈলোৎক্ষেপ 

B)ঘূর্ণাবর্ত 

C)পরিচলন 

D)গুঁড়ি গুঁড়ি 


33. পৃথিবীর দীর্ঘতম নদ / নদীটি হল

A) মিসিসিপি

B) নীল 

C)গঙ্গা 

D)ব্রহ্মপুত্র


34. মহাবৃত্তটি হল

A) নিরক্ষরেখা 

B)কর্কটক্রান্তি রেখা

C)মকরক্রান্তি রেখা 

D)মেরু রেখা।


35. দাদরা ও নগর হাভেলি হল

A)কেন্দ্রশাসিত অঞ্চল 

B)রাজ্য 

C)জেলা 

D)কোননটাই নয়। 


36. কীসের জন্য জলদাপাড়া বিখ্যাত

A) এক শৃঙ্গ গন্ডার 

B)বাঘ 

C)সিংহ 

D)হাতি 


37. বায়ু দূষণের কারণ 

A)ধোঁয়া 

B)বাসন মাজা 

C)স্নান করা 

D)সারের প্রয়োগ 


38. লবণাম্বু উদ্ভিদ পাওয়া যায় 

A)লবণাক্ত মাটিতে 

B)কৃষ্ণ মৃত্তিকায় 

C) পডসল্ মাটিতে 

D)কোননটাই নয়।


39. ৬০০ মিটার উচ্চ ভূমিরূপ হল

A) মালভূমি 

B)সমভূমি 

C)পাহাড় 

D)পর্বত।


40.  ভূমিকম্প প্রবণ অঞ্চল হল 

A)জাপান 

B)অস্ট্রেলিয়া

C) দক্ষিণ আফ্রিকা

D) জার্মানি


41. পৃথিবীর পরিক্রমণ গতির ফল 

A)ঋতু পরিবর্তন

B) দিনরাত্রি-উদয় 

C) বন্যার প্রাদুর্ভাব

D) ভূমিকম্পের প্রাদুর্ভাব।


42.  প্রথম মানুষের আবির্ভাব

 হয় ………. মহাদেশে।

A) আফ্রিকা

B) এশিয়া

C) উত্তর আমেরিকা

D) কোনোটাই নয়।


43. কর্কটক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি হল

A) কৃষ্ণনগর 

B)বাঁকুড়া 

C)বীরভূম

D)কোনোটাই নয়।


44. হিমালয় যে শ্রেণির পর্বতমালা তা হল

A) ভাঁজ পর্বত 

B)স্তূপ পর্বত

C) আগ্নেয়গিরি 

D)অবশিষ্ট পর্বত 


45. ব্যাঘ্র প্রকল্পের সূচনা কাল 

A) ১৯৭২ খ্রিঃ

B) ১৯৭৩ খ্রিঃ

C) ১৯৭৫ খ্রিঃ

D) কোনোটাই নয়।


46. বাবরের জন্মস্থান হল 

A)ফরগনা 

B)দিল্লি 

C)আজমমর 

D)কোনোটাই নয়। 


47. ক্যাপ্টেন হকিন্স কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন ?

A) জাহাঙ্গীর 

B)আকবর 

C)শাহজাহান

D) এঁদের কেউ নন ।


48. ভাস্কো-ডা-গামা ভারতের কোথায় অবতরণ করেন ?

A) কোজিকোডে

B) গুজরাটে 

C) পাটনায়

D) কোনোটাই নয়।


49. ফারুকশিয়ারের ‘ফরমান’ জারি হয়

A) ১৭১৭ খ্রিঃ

B) ১৭২০ খ্রিঃ

C)১৭৩০ খ্রিঃ

D)১৭৪০ খ্রিঃ ।


50. দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাশ হয়

A) ১৮১৩ খ্রিঃ 

B)১৮১৪ খ্রিঃ 

C)১৮১৫ খ্রিঃ 

D)কোনোটাই নয়।


51. মৌর্য বংশের শেষ রাজা ছিলেন

A) বৃহদ্রথ

B) কালাশোক 

C)উদয়ীন 

D) এঁদের কেউ নন। 


52. কোন্ রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ?

A)প্রথম চন্দ্রগুপ্ত 

B)দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য 

C)সমুদ্রগুপ্ত

D) এঁদের কেউ নন। 


53. শকারি নামে পরিচিত যে রাজা তিনি হলেন 

A) প্রথম চন্দ্রগুপ্ত

B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য 

C)সমুদ্র গুপ্ত

D) এঁদের কেউ নন।


54. আইহোল প্রশস্তি রচনা করেন 

A)রবিকীর্তি 

B)গৌতমীপুত্র সাতকর্ণী 

C)বশিষ্ঠপুত্র পুলময়ী 

D)এঁদের কেউ নন। 


55. দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন

A) চন্দ্রগুপ্ত মৌর্যকে 

B) হর্ষবর্ধনকে 

C) দ্বিতীয় নাগভট্টকে 

D) এঁদের কেউ নন। 


56.  Free India Centre স্থাপিত হয়েছিল

A) বার্লিনে 

B)লন্ডনে 

C) টোকিওতে 

D) রোমে


57.  Indian  Independence  League  স্থাপন করেছিলেন 

A)রাসবিহারী বসু

B) সুভাষচন্দ্র বসু

C) ক্যাপ্টেন মোহন সিং

D) এঁদের কেউ নন। 


58.  Direct  Action  -এর সূচনা হয়

A) কলিকাতায় 

B) বোম্বেতে

C) মাদ্রাজে 

D) কোনোটাই নয়। 


59.  C.R. Formula -র  প্রস্তাব দেন

A) চক্রবর্তী রাজা গোপালাচারী

B) চিত্তরঞ্জন দাশ 

C) রবীন্দ্রনাথ ঠাকুর 

D) এঁদের কেউ নন।


60.  ‘আমার সোনার বাংলা’ -এর রচনাকার হলেন 

A) চক্রবর্তী রাজা গোপালাচারী

B) চিত্তরঞ্জন দাশ 

C) রবীন্দ্রনাথ ঠাকুর 

D) এঁদের কেউ নন।


উত্তরমালা :

1-A      2-A      3-A      4-B      5-A     6-A    7-A

8-A      9-D      10-A      11-A      12-A     13-A  

14-A      15-A      16-B      17-A      18-A

19-A      20-A      21-A      22-A      23-C

24-B      25-A      26-D      27-A      28-A

29-A      30-A      31-A      32-C      33-B

34-A      35-A      36-A      37-A      38-A

39-C      40-A      41-A      42-A      43-A

44-A      45-A      46-A      47-A      48-A

49-A     50-A     51-A     52-C    53-B    54-A  

55-B     56-A     57-A     58-A     59-A     60-C



বাংলা Click here


শিশু বিকাশ ও শিক্ষাবিজ্ঞান

Scroll to Top