WB SSC & MSC
SLST BENGALI
সম্পূর্ণ মকটেস্ট :
নিম্নে প্রদত্ত নির্দেশ পরীক্ষার্থীর অবশ্যপাঠ্য :
১. এই প্রশ্নপত্রটিতে মোট ৯০ টি বহুবিকল্পভিত্তিক
প্রশ্নাবলী আছে। প্রতিটি প্রশ্নের মান এক। নেগেটিভ মার্ক আছে। দুটি ভুল
উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে।
1. “এ যে শূল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো।”-বক্তা
কে ?
A) সূচক B) জানুক
C) শ্যালক D) জেলে
2. পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে ইলিয়াসের সম্পত্তি
হয়েছিল
A) সাতটা ঘোটকী, দুটো গোরু আর কুড়িটা ভেড়া
B) দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ আর বারোশো ভেড়া
C) দেড়শো ঘোড়া, দুশো গোরু-মোষ আর বারোশো ভেড়া
D) দুশো ঘোড়া, তিনশো গোরু-মোষ আর বারোশো ভেড়া
3. উর্দু সাহিত্যের মূল সুর
A) আরবির সঙ্গে বাঁধা
B) ফার্সির সঙ্গে বাঁধা
C) হিন্দির সঙ্গে বাঁধা
D) A ও B উভয়ই
4. গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে
A) কামরাঙা
B) মৃত মনিয়া
C) বাংলার নীল সন্ধ্যা
D) মেঘ
5. “তাঁহার নামও নোটে লেখা আছে।”
– এখানে
যার নাম নোটে লেখা থাকার কথা বলা হয়েছে
A) রাধারাণীর
B) রাধারাণীর মায়ের
C) রুক্মিণীকুমার রায়ের
D) পদ্মলোচনের
6. ব্যাঙ একজনকে যে আধুলি ধার দিয়েছিল নিয়ম অনুযায়ী তার কাছ থেকে সে পঞ্চম দিনে কত পাবে ?
A) দুই আনা
B) এক
আনা
C) এক পয়সা
D) দুই পয়সা
7. ‘ মধুমতি নদী দিয়া’ কবিতাটির কাব্যগ্রন্থের
নাম কী ?
A) রাখালি
B) নকশী
কাঁথার মাঠ
C) সোজন বাদিয়ার
ঘাট
D) বালুচর
8. ‘পথের
পাঁচালী’ উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয়
A) বিচিত্রা
B) প্রবাসী
C) কল্লোল
D) সবুজ পত্র
9. ‘পুতুল নাচের ইতিকথা‘ প্রকাশিত
হয়
A) ১৯৩৫ খ্রিস্টাব্দে
B) ১৯৩৬ খ্রিস্টাব্দে
C) ১৯৩৭ খ্রিস্টাব্দে
D) ১৯৩৮ খ্রিস্টাব্দে
10. স্বভাব সকলের আগে আগে যায়।- নিম্নরেখ
অংশটি যে কারকের উদাহরণ
A) কর্তৃকারক
B) কর্মকারক
C) করণ কারক
D) নিমিত্ত কারক
11. সর্ব কর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ করো – নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ –
A) কর্তৃকারক
B) কর্মকারক
C) করণ কারক
D) নিমিত্ত কারক
12. “সকলগুলি যেন কৃষ্ণঠাকুর
বলিয়া বোধ হইতে লাগিল।” – এখানে যার কথা বলা হয়েছে
A) মহিষপৃষ্ঠে ভীলবালক
B) মহিষপৃষ্ঠে কোলবালক
C) হস্তীপৃষ্ঠে কোলবালক
D) অশ্বপৃষ্ঠে ভীলবালক
13. ” হরেকৃষ্ণ যেন আকাশের চাঁদ হাতে পেলেন।”- একথা বলার কারণ কী ?
A) হরেকৃষ্ণ পুত্র সন্তান লাভ করেন
B) হরেকৃষ্ণ কন্যা সন্তান লাভ করেন
C) হরেকৃষ্ণের কন্যার সঙ্গে প্রীতিরামের পুত্রের বিয়ের প্রস্তাব পান
D) হরেকৃষ্ণ একটা মোটা মাইনের চাকরি পান
14. প্রোফেসর
শঙ্কু তারক চাটুজ্জের কাছ থেকে যে ডায়রিটি পেয়েছিলেন
সেটির কালির রঙ যেভাবে পরিবর্তন হয়েছিল বলে লেখক
জানিয়েছেন
A) লাল>সবুজ>নীল>হলুদ
B) লাল>নীল>সবুজ>হলুদ
C) সবুজ>লাল>নীল>হলুদ
D) সবুজ>লাল>হলুদ>নীল
15. প্রোফেসর শঙ্কু হোটেলের কত নম্বর ঘরে ছিলেন ?
A) একাত্তর নম্বর
B) একশো সাত নম্বর
C) একাশি নম্বর
D) একশো এগারো নম্বর
16. গ্রেগর লিন্ডকুইস্টের গুপ্তঘরে পাঁচ
নম্বর পুতুলটি হলো
A) ইতালীয়
গায়ক
B) জাপানি সাঁতারু
C) জার্মান
কবি
D) ফরাসি পর্যটক
17. মহাকাশযান পৃথিবীর জন্য যে চারটি সমস্যার সমাধান দিয়েছিল তার মধ্যে
নীচের কোনটি সঠিক নয় ?
A) ইচ্ছেমতো
আবহাওয়া বদলানো
B) শহরের দূষিত
বায়ুকে শুদ্ধ করার উপায়
C) বৈদ্যুতিক
শক্তির বদলে বায়ু শক্তিকে যৎসামান্য ব্যয়ে মানুষের ব্যাপক কাজে লাগানোর উপায়
D) সমুদ্রগর্ভে
মানুষের বসবাস ও খাদ্য উৎপাদনের উপায়
18. প্রজাপতিতে কাজের জন্য কোনি মাইনে পায়
A) ত্রিশ টাকা
B) চল্লিশ টাকা
C) পঞ্চাশ
টাকা
D) ষাট টাকা
19. জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহ আসে
A) ৩০ বছর আগে
B) ৩২ বছর আগে
C) ২৭ বছর আগে
D) ৩৫ বছর আগে
20. কোনি’ উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা
A) ১২ টি
B) ১৩ টি
C) ১৪ টি
D) ১৫ টি
21. ই স্বরধ্বনি হল
A) উচ্চ, সম্মুখ,
প্রসৃত, সংবৃত
B) উচ্চ, পশ্চাৎ,
বর্তুল, সংবৃত
C) উচ্চমধ্য,
সম্মুখ, বর্তুল, অর্ধসংবৃত
D) উচ্চমধ্য,
পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত
22. বিশ্রী > বিচ্ছিরি – যে ধরনের পরিবর্তন
A) সমীভবন
B) স্বরভক্তি
C) স্বরসংগতি
D) অভিশ্রুতি
23. নীচের কোনটি অভিশ্রুতির উদাহরণ নয়
A) মাতৃকা
> মেয়ে
B) আজি > আজ
C) কন্যা
> কনে
D) গাছুয়া > গেছো
24. ‘আশ্চর্য ’ – শব্দটির সন্ধি বিচ্ছেদ হল
A) আশ্ + চর্য
B) আ: + চর্য
C) আ + চর্য
D) আশ + চর্য
25. নীচের কোনটি সঠিক নয় ?
A) গো + আদি
= গবাদি
B) গৈ + য়ক
= গায়ক
C) নৈ + ইকা
= নায়িকা
D) ভৌ + উক
= ভাবুক
26. কোনি নদীতে সাঁতার কাটছে।–
যে ক্রিয়ার উদাহরণ-
A) সংযোগমূলক
ক্রিয়া
B) যৌগিক ক্রিয়া
C) প্রযোজক
ক্রিয়া
D) নামধাতুজ ক্রিয়া
27. সময় চলিয়া যায় নদীর স্রোতের
প্রায় । – নিম্নরেখ পদটি কোন ধরনের অব্যয় ?
A) পদান্বয়ী
B) সম্মুচয়ী
C) অনন্বয়ী
D) ধ্বন্যাত্মক
28. ওরে নবমী-নিশি, না হইও রে অবসান।- ‘নবমী’ পদটি কোন ধরনের পদ
?
A) সংখ্যাবাচক বিশেষণ
B) পূরণবাচক
বিশেষণ
C) সংজ্ঞাবাচক
বিশেষ্য
D) সংখ্যাবাচক বিশেষ্য
29. নীচের কোনটি সঠিক নয় ?
A) হাঁসজারু – জোড়কলম
শব্দ
B) কালোবাজার – খণ্ডিত
শব্দ
C) ডাক্তারখানা
– সংকর শব্দ
D) পিপুফিশু – মুণ্ডমাল
শব্দ
30. চকমকি কোন শব্দ ?
A) আরবি B) ফারসি
C) পোর্তুগিজ D) তুর্কী
31. “একটা সপ্তাহ আর একটা বছর কেটে
গেল।” নিম্নরেখ পদটি
যে সমাসের
উদাহরণ
A) বহুব্রীহি B) অপাদান তৎপুরুষ
C) দ্বিগু D) কর্মধারয়
32. “অ্যাঁ? ওটা কি একটা বহুরূপী” — বহুরূপী যে সমাসের উদাহরণ
A) কর্মধারায় B) বহুব্রীহি
C) দ্বিগু D) তৎপুরুষ
33. কিন্তু ইহা যে কত বড়ো ভ্রম তাহা
কয়েকটি স্টেশন পরেই সে অনুভব করিল।
–
এটি কোন ধরনের বাক্য ?
A) সরল B) যৌগিক
C) জটিল D) মিশ্র
34. ” ইশ ! সাধ করে আবার
নাম রাখা
হয়েছে মহেশ !” – এটি কোন ধরনের বাক্য ?
A) আবেগসূচক
বাক্য
B) প্রশ্নসূচক বাক্য
C) অনুজ্ঞাসূচক
বাক্য
D) প্রার্থনাসূচক বাক্য
35. ‘বাঁশি বাজে’, ‘গাড়ি চলে’, ‘ঘণ্টা বাজে’, ‘নৌকা চলে’ — এগুলি কোন
জাতীয় বাচ্য ?
A) কর্মবাচ্য
B) কর্তৃবাচ্য
C) ভাববাচ্য
D) কর্মকর্তৃবাচ্য
36. গল্পটি আমি মায়ের মুখে শুনেছি। – বাক্যটির ক্রিয়ার কাল হলো–
A) পুরাঘটিত
অতীত
B) সাধারণ অতীত
C) পুরাঘটিত
বর্তমান
D) ঘটমান বর্তমান
37. একটা ছেলেকে মানুষ করতেই হিমশিম খাচ্ছেন ? – এখানে সংযোগমূলক ক্রিয়া
হলো
A) মানুষ করতেই
B) হিমশিম খাচ্ছেন
C) ক ও খ উভয়ই
D) কোনোটিই নয়
38. ‘জিঘাংসা’ প্রত্যয় হবে
A) জন্+সন্+অ+আ
B)
জি+সন্+অ+আ
C) হন্+সন্+অ+আ
D) জি+ঘন্+অ+আ
39. নীচের কোনটি বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ নয়
A) দোকানি
B) সোনালি
C) শ্যামলিমা
D) ভাড়াটে
40. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি
—
A) ইংরেজি ভাষায় দক্ষ
B) বাংলা ভাষায় দক্ষ
C) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
D) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে
41. “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন” তার পোশাকি নাম—
A) রিজার্ভার
B) স্টাইলাস
C) পার্কার D) পাইলট
42. উত্তরিলা বীরদর্পে
অসুরারি রিপু’ — ‘অসুরারি রিপু’ হলো —
A) রামচন্দ্র
B) বীরবাহু
C) ইন্দ্রজিৎ D) রাবণ
43. “সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী”— ‘সভ্যতার শেষ পূর্ণবাণী’—
A) বিদ্বেষ ত্যাগ করো
B) ক্ষমা করো
C) ভালোবাস
D) মঙ্গল করো
44. “আজ বাড়ি থেকে কোন চিঠি পেয়েছেন নাকি ?” – একথা অপূর্বকে জিজ্ঞাসা করেন
A) রামদাস
B) রামদাসের
স্ত্রী
C) তেওয়ারি
D) ক্রিশ্চান মেয়েটি
45. অমৃত প্রীতম কোন কাব্যগ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন ?
A) পীঞ্জর
B) কাগজ
থে ক্যানভাস
C) অমৃত লহরী
D) জিন্দা জীবন
46. মারাঠি ভাষায় সাহিত্যের চর্চা করেছিলেন
A) বিজয় তেন্ডুলকর
B) গোপীনাথ
মহান্তি
C) ভানুভক্ত
D) আইয়াপ্পা পানিকর
47. নীচের কোনটি শেক্সপীয়রের ট্রাজেডি নাটক নয়
A) ওথেলো
B) দ্য মার্চেন্ট অব
ভেনিস
C) ম্যাকবেথ
D) রোমিও অ্যান্ড জুলিয়েট
48. ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী’ উপন্যাসটির রচয়িতা কে ?
A) আর্নেস্ট হেমিংওয়ে
B) ল্যাংস্টন হিউজ
C) গাব্রিয়েল
গার্সিয়া মার্কেজ
D) আন্তন চেকভ
49. ‘ সাজ ভেসে গেছে’ গল্পে মাইলোবাস সাত বছর ধরে কীসের পার্ট করে আসছে ?
A) লখিন্দরের B) লক্ষ্মণের
C) রাবণের D) চাঁদ সওদাগরের
50. ‘অদল বদল‘ গল্পটি বাংলায় তরজমা করেন
A) অনিন্দ্য সৌরভ
B) সত্যনারায়ণ
চক্রবর্তী
C) মণীন্দ্র দত্ত
D) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
51. ‘কান্ডারি হুশিয়ার‘ কবিতার মূলগ্রন্থের নাম –
A) সর্বহারা B) অগ্নিবীণা
C) বিষের বাঁশি D) ভাঙার গান
52. পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত ?
A) দশ-এগারো B) এগারো-বারো
C) বারো-তেরো D) তেরো-চোদ্দো
53. আদরিণীর মৃত্যুর পর মোক্তার মহাশয় কত দিন
জীবিত ছিলেন ?
A) এক মাস B) দুই মাস
C) তিন মাস D) চার মাস
54. হাটে বাজারে উপন্যাসের প্রকাশকাল কত ?
A) ১৯৬১ খ্রিস্টাব্দ B) ১৯৬২ খ্রিস্টাব্দ
C) ১৯৬৩ খ্রিস্টাব্দ D) ১৯৬৫ খ্রিস্টাব্দ
55. ‘প্রথম প্রতিশ্রুতি‘ উপন্যাসের প্রকাশকাল
A) ১৯৬১ খ্রিস্টাব্দ B) ১৯৬২ খ্রিস্টাব্দ
C) ১৯৬৩ খ্রিস্টাব্দ D) ১৯৬৪ খ্রিস্টাব্দ
56. প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্প কোনটি ?
A) পাঁক B)
শুধু কেরাণী
C) মহানগর D) সপ্তপদী
57. ‘ঢোঁড়ায় চরিত মানস’ উপন্যাসটি কে রচনা করেন ?
A) সতীনাথ ভাদুড়ি B) প্রেমেন্দ্র
মিত্র
C) বুদ্ধদেব বসু D) বনফুল
58. ‘নষ্টনীড়’ গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়
A) ভারতী B) সাধনা
C) বালক D) হিতবাদী
59. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এবং পত্রিকায় প্রকাশের সঙ্গে মিল করন
ক) চোখেরবালি i) বিচিত্রা
খ) গোরা
ii) নবপর্যায় বঙ্গদর্শন
গ) ঘরে বাইরে iii) প্রবাসী
ঘ) মালঞ্চ
iv) সবুজপত্র
A) ক)
ii), খ) iv), গ) iii), ঘ) i)
B) ক)
ii), খ) iii), গ) iv), ঘ) i)
C) ক)
ii), খ) i), গ) iv), ঘ) iii)
D) ক)
ii), খ) i), গ) iii), ঘ) iv)
60. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কালানুক্রমিক সঠিক ক্রম হলো
A) কৃষ্ণকান্তের
উইল, চন্দ্রশেখর, রাজসিংহ, দেবী চৌধুরানী
B) কৃষ্ণকান্তের
উইল, রাজসিংহ,চন্দ্রশেখর, দেবী চৌধুরানী
C) চন্দ্রশেখর,
কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী
D) চন্দ্রশেখর,
রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরানী
61. দ্বিজেন্দ্রলাল রায়ের ‘চন্দ্রগুপ্ত‘ নাটকটি প্রকাশিত হয়
A) ১৯১১ খ্রিস্টাব্দে
B) ১৯১০ খ্রিস্টাব্দে
C) ১৯০৯ খ্রিস্টাব্দে
D) ১৯০৮ খ্রিস্টাব্দে
62. রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির সঙ্গে প্রকাশকাল মিল করুন
ক) রক্তকরবী i) ১৯৩২
খ) মুক্তধারা ii) ১৯১২
গ) কালের যাত্রা iii) ১৯২২
ঘ) অচলায়তন iv) ১৯২৬
A) ক)
iv), খ) ii), গ) iii),
ঘ) i)
B) ক)
iv), খ) i), গ) iii),
ঘ) ii)
C) ক)
ii), খ) iv), গ) i),
ঘ) iii)
D) ক)
iv), খ) iii), গ) i),
ঘ) ii)
63. “বাঙ্গালী বিদ্যাপতির পাগড়ী খুলিয়া
ধুতি চাদর পড়াইয়া দিয়াছে”- কে বলেছেন ?
A) দীনেশচন্দ্র সেন
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) শঙ্করীপ্রসাদ বসু
D) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
64. “যাঁহা যাঁহা নিকষয়ে তনু তনু
জ্যোতি” — পদটি কোন পর্যায়ের ?
A) মাথুর
B) অভিসার
C) পূর্বরাগ
D) কোনোটিই নয়
65. গোবিন্দ দাসকে ‘দ্বিতীয় বিদ্যাপতি’ আখ্যা দিয়েছেন
A) সুকুমার
সেন B) জীব গোস্বামী
C) চৈতন্যদেব D) বল্লভ দাস
66. “সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
অনলে পুড়িয়া গেল।”
— পদটি কার রচনা ?
A) বিদ্যাপতি B) চণ্ডীদাস
C) গোবিন্দ দাস D) জ্ঞানদাস
67. কবি মুকুন্দরামকে ‘কবিকঙ্কণ’ উপাধি
কে দিয়েছিলেন ?
A) রঘুনাথ
রায়
B) যোগেশচন্দ্র রায়
C) ইন্দ্র
নারায়ণ চৌধুরী
D) কোনোটিই নয়
68. ভারতচন্দ্রের কৌলিক পদবি
A) রায় B) চৌধুরী
C) চক্রবর্তী
D) মুখোপাধ্যায়
69. “ঋতুশশী বেদ শশী পরিমিতি
শক
সুলতান হুসেন শাহ নৃপতি তিলক।”
– এটি কোন কবির কালজ্ঞাপক উক্তি ?
A) নারায়ণ
দেব
B) বিপ্রদাস পিপলাই
C) কেতকাদাস
ক্ষেমানন্দ
D) বিজয়গুপ্ত
70. কোন কবির মনসামঙ্গল সর্বপ্রথম
মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল ?
A) নারায়ন
দেব
B) বিজয়গুপ্ত
C) বিপ্রদাস
পিপলাই
D) কেতকাদাস ক্ষেমানন্দ
71. ঘনরাম চক্রবর্তীর পিতামাতার নাম
A) গৌরীকান্ত,সীতাদেবী
B) সীতানাথ,
সাবিত্রীদেবী
C) গৌরীকান্ত,সরলাদেবী
D) গৌরীকান্ত,
সরমাদেবী
72. চর্যাগীতির তিব্বতি অনুবাদের
টীকা আবিষ্কার করেন
A) হরপ্রসাদ
শাস্ত্রী B) মুনিদত্ত
C) কীর্তিচন্দ্র D) প্রবোধচন্দ্র বাগচী
73. নীচের কোনটি সঠিক নয় ?
A) প্রবোধচন্দ্র বাগচীর মতে চর্যার আবিষ্কৃত পুথিটির নাম
‘চর্যাশ্চর্যবিনিশ্চয়’
B) চর্যাপদের
ভাষাকে আলো-আঁধারি ভাষা বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী
C) চর্যাপদের
শেষ পদে ব্যবহৃত রাগ পটমঞ্জরি
D) চর্যাপদে
নাভিতে অবস্থিত চক্রের নাম– নির্মানচক্র
74. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ভূমিকা
কে লেখেন ?
A) রবীন্দ্রনাথ
ঠাকুর
B) রামেন্দ্রসুন্দর
ত্রিবেদী
C) বসন্তরঞ্জন
রায় বিদ্বদ্বল্লভ
D) বিমানবিহারী
মজুমদার
75. নীচের কোনটি সঠিক নয় ?
A) ‘শ্রীকৃষ্ণকীর্তন’
কাব্যের বৃহত্তম খণ্ডের নাম দান খণ্ড
B) ‘শ্রীকৃষ্ণকীর্তন’
কাব্যে সবচেয়ে কম পদ আছে ছত্র খণ্ডে
C) ‘রাধাবিরহ’ অংশটিকে প্রক্ষিপ্ত বলেছেন বিমানবিহারী মজুমদার
D) শ্রীকৃষ্ণকীর্তনকে
‘রাধাসর্বস্ব’ বলেছেন সুখময় মুখোপাধ্যায়
76. বৃন্দাবন দাসকে ‘চৈতন্যলীলার ব্যাস’ বলেছেন
A) নিত্যানন্দ
B) বৃন্দাবনের গোস্বামীরা
C) বিমানবিহারী
মজুমদার
D) কৃষ্ণদাস কবিরাজ
77. সৈয়দ আলাওল রচিত প্রথম কাব্য কোনটি ?
A) পদ্মাবতী B) সতী ময়নার শেষাংশ
C) তোহফা D) সপ্তপয়কর
78. কবি দৌলত কাজী কোন শতাব্দীর কবি ?
A) পঞ্চদশ B) ষোড়শ
C) সপ্তদশ
D) অষ্টাদশ
79. ‘গুণরাজ খাঁ’ এই উপাধিটি কার ?
A) দৌলত কাজী B) সৈয়দ আলাওল
C) কাশীরাম দাস D) মালাধর
বসু
80. নীচের কোন বিকল্পটি অশুদ্ধ
A) ল্ হল পার্শ্বিক ধ্বনি
B) র্ কম্পনজাত ধ্বনি
C) ড অল্পপ্রাণ অঘোষ ধ্বনি
D) তরল স্বর হল র্ , ল্
81. নীচে প্রদত্ত বিকল্পগুলির শুদ্ধাশুদ্ধ নির্ণয় করুন
ক) স্নান
> সিনান- বিপ্রকর্ষ
খ) আজি
> আইজ- স্বরসংগতি
গ) চন্দন
> চন্নন- সমীভবন
ঘ) ভগিনী
> ভগ্নী – স্বরভক্তি
A) ক)শুদ্ধ, খ)অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)অশুদ্ধ
B) ক)শুদ্ধ, খ)শুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)অশুদ্ধ
C) ক)অশুদ্ধ, খ)শুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)অশুদ্ধ
D) ক)অশুদ্ধ, খ)অশুদ্ধ, গ)শুদ্ধ, ঘ)অশুদ্ধ
82. মুসলমান চরিত্র অবলম্বনে বাংলা সাহিত্যে প্রথম নাটক ?
A) জমিদার দর্পণ B) বসন্তকুমারী
C) সাজাহান D) নূরজাহান
83. ‘ইউসুফ জোলেখা’ কাব্যটি কে রচনা করেন ?
A) সাবিরিদ খান B) শাহু
মুহম্মদ সগীর
C) বাহরাম খান D) জৈনুদ্দিন
84. কাব্য ও কবির নাম :
নীচের কোনটি সঠিক নয় ?
A) সোনাভান –– ফকীর গরীবুল্লাহ
B) মধুমালতী — সৈয়দ হামজা
C) নবীবংশ — শাহ সৈয়দ সুলতান
D) লায়লী মজনু — সাবিরিদ খান
85. কী হবে ,মা এমনতরো রাজার মতো সাজে। – এখানে
‘কী’ কোন পদ ?
A) বিশেষ্য B) অব্যয়
C) বিশেষণ D) সর্বনাম
86. নীচের কোনটি বাংলা উপসর্গ নয় ?
A) পাতি B) ভর
C) হর D) ভরা
87. “পাহাড়ের বুকে রাবণের চিতা” কোথায়
দেখা যায় ?
A) ইতালি ও সিসিলির মাঝখানে মেসিনা প্রণালী দিয়ে যাবার সময়
B) স্ট্রম্বোলি আগ্নেয়গিরির কাছে দিয়ে যাওয়ার সময়
C) মার্সেলস্ থেকে প্যারিস যাওয়ার পথে
D) প্যারিস থেকে মার্সেলস্ যাওয়ার পথে
88. ” উচিত শিক্ষা, আমার
উচিত শিক্ষা হয়েছে।” উদ্ধৃতাংশটি যে পাঠ্যাংশের অন্তর্গত
A) বীক্ষণ B) মিঠাইওয়ালা
C) আমাকে দেখুন
D) রং নাম্বার
89. সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ ভ্রমণকাহিনি কোন পত্রিকায়
প্রকাশিত হয় ?
A) দেশ B) কালি ও কলম
C) প্রগতি
D) প্রবাসী
90. A golden key can open any door – এর সঠিক
অর্থ
A) টাকায় বাঘের
দুধ মেলে
B) পরিশ্রম
সাফল্যের চাবিকাঠি
C) একটি সোনার
চাবি যেকোনো দরজা খুলে দিতে পারে
D) বন্ধ দুয়ার
খোলে স্বর্গলোকের চাবি
উত্তর জানতে PDF ডাউনলোড করুন👇