বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ

Model Question Class – XI |1st Semester| Political Science|রাষ্ট্রবিজ্ঞান|একাদশ শ্রেণি

Model Question 

Class – XI
1st Semester
Political Science 


বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো: 1×40=40


1. ‘রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান’

বলেছেন-

(a) লর্ড ব্রাইস

(b) গার্নার

(c) গেটেল

(d) অ্যারিস্ট


2. Politics গ্রন্থটির রচয়িতা-

(a) অ্যারিস্ট

(b) প্লেটো

(c) গ্রীন

(d) ল্যাস্কি


3. প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-

(a) ১৯৪৭ সালে

(b) ১৯৪৮ সালে

(c) ১৯৫০ সালে

(d) ১৯৫২ সালে


4. ‘রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে’ বলেছেন-

(a) মিলার

(b) আর্থার বেন্টলে

(c) লাসওয়েল

(d) অ্যাকুইনাস


5. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়-

(a) হক্সকে

(b) লককে

(c) মেকিয়াভেলিকে

(d) অ্যারিস্টটলকে


6. ‘রাষ্ট্র হল মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল’ বলেছেন-

(a) লীকক

(b) বার্জেস

(c) গার্নার

(d) পল জানে


7. ইজরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়-

(a) ১৯৪৭ সালে

(b) ১৯৪৮ সালে

(c) ১৯৭১ সালে

(d) ১৯৭৫ সালে


৪. ‘ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক’- উক্তিটি করেন-

(a) ট্রিটসকে

(b) বানহার্ডি

(c) রাসেল

(d) লেনিন


9. বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূ-খণ্ড?

(a) ৩ মাইল

(b) ৫ মাইল

(c) ১০ মাইল

(d) ১২ মাইল


10. বিদেশিরা…..অধিকারটি ভোেগ করে না।

(a) সামাজিক

(b) রাজনৈতিক

(c) অর্থনৈতিক

(d) পৌর


11. ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের-

(a) ৫-১১ নং ধারায়

(b) ৫-১০ নং ধারায়

(c) ৬-১০ নং ধারায়

(d) ৫ – ১৫ নং ধারায়


12. নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে-

(a) সুপ্রিম কোর্টের

(b) রাষ্ট্রপতির

(c) প্রধানমন্ত্রীর

(d) পার্লামেন্টের


13. ভারতে নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়?

(a) ৫ বছর

(b) ৭ বছর

(c) ১০ বছর

(d) ১২ বছর


14. ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে-

(a) ১৯৫০ সালে

(b) ১৯৫১ সালে

(c) ১৯৫২ সালে

(d) ১৯৫৫ সালে


15. সংবিধানের কোন্ ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে-

(a) ৫ নং ধারা

(b) ৭ নং ধারা

(c) ১০ নং ধারা

(d) ১১ নং ধারা


16. সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে, তাকে বলা হয়-

(a) জন্মসূত্রে নাগরিকতা

(b) পূর্ণ ব্যষ্টিগত নাগরিকতা

(c) আংশিক ব্যষ্টিগত নাগরিকতা

(d) সমষ্টিগত নাগরিকতা


17. অলিখিত সংবিধান রয়েছে-

(a) মার্কিন যুক্তরাষ্ট্রে

(b) ব্রিটেনে

(c) ভারতে

(d) সুইজারল্যান্ডে


18. ‘রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হল সংবিধান’- একথা বলেছেন-

(a) অ্যারিস্টটল

(b) অস্টিন

(c) লর্ড ব্রাইস

(d) রুশো


19. অনমনীয় সংবিধানের সুবিধা হল-

(a) স্থায়িত্ব

(b) প্রগতি বিরোধী

(c) অস্থায়ী

(d) জনস্বার্থ লঙ্ঘনকারী


20. ‘কোন সংবিধান ব্রিটিশ সংবিধানের মত অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মত অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয়’- বলেছেন-

(a) লর্ড ব্রাইস

(b) ল্যাস্কি

© ব্যোম

(d) রুশো

21. দুস্পরিবর্তনীয় সংবিধান রয়েছে-

(a) ব্রিটেনে

(b) ভারতে

(c) আমেরিকা যুক্তরাষ্ট্রে

(d) সুইজারল্যান্ডে


22. ‘কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না’ বলেছেন-

(a) কে. সি. হুইয়ার

(b) এ. ভি. ডাইসি

(c) টকভিল

(d) এম. ই. ফাইনার


23. গণপরিষদকে ‘আইনজীবীদের স্বর্গরাজ্য’ বলেছেন-

(a) উইনস্টন চার্চিল

(b) মাউন্ট ব্যাটেন

(c) আইভর জেনিংস

(d) জওহরলাল নেহরু


24. ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল-

(a) ১৯৪৯, ২৬শে নভেম্বর

(b) ১৯৪৯, ২৬শে জানুয়ারী

(c) ১৯৪৭, ১৫ই আগস্ট

(d) ১৯৫০, ২৬শে জানুয়ারী


25. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন-

(a) ড. বি. আর. আম্বেদকর

(b) ড. রাজেন্দ্রপ্রসাদ

(c) জওহরলাল নেহর

(d) মহম্মদ আলী জিন্নাহ


26. বর্তমানে ভারতের সংবিধানে- তপশিল রয়েছে।

(a)৭ টি

(b) ৮ টি

(c) ১০টি

(d) ১২টি


27. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীতে

(a) ৪২-তম

(b) ৪৪-তম

(c) ৬১-তম

(d) ৮৬-তম


28. গণপরিষদের সদস্য সংখ্যা ছিল-

(a) ৩৮৯ জন

(b) ৭৪ জন

(c) ২৯৯ জন

(d) কোনোটিই নয়


29. ভারতীয় সংবিধানের রূপকার হলেন-

(a) ড. রাজেন্দ্রপ্রসাদ

(c) ড. বি. আর. আম্বেদকর

(b) জওহরলাল নেহরু

(d) সোমনাথ লাহিড়ী


30. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত-

(a) ১ বার

(c) ৩ বার

(b) ২ বার

(d) একবারও নয়


31. ভারতের সংবিধান

(a) দুষ্পরিবর্তনীয়

(b) সুপরিবর্তনীয়

(c) আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়

(d) আংশিক দম্পরিবর্তনীয়


32. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে-

(a) প্রথম অধ্যায়ে

(b) দ্বিতীয় অধ্যায়ে

(c) তৃতীয় অধ্যায়ে

(d) চতুর্থ অধ্যায়ে


33. ‘India is a Quasi Federal State’- Who said this?

(a) লর্ড ব্রাইস

(b) আইভর জেনিংস

(c) কে. সি. হুইয়ার

(d) এদের কেউই নন


34. অষ্টম তপশিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা-

(a) ১৫টি

(b) ১৮টি

(c) ২২টি

(d) ২৫টি


35. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে-

(a) আয়ারল্যান্ডের সংবিধান থেকে

(b) কানাডার সংবিধান থেকে

(c) অস্ট্রেলিয়ার সংবিধান থেকে

(d) জাপানের সংবিধান থেকে


36. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে-

(a) ১৯৭৬ সালে

(b) ১৯৭৮ সালে

(c) ২০০১ সালে

(d) ২০১৯ সালে

37. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে-

(a) আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে

(b) রাশিয়া থেকে

(c) আয়ারল্যান্ড থেকে

(d) কানাডা থেকে


38. ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে-

(a) আয়ারল্যান্ডের সংবিধান থেকে

(b) ফ্রান্সের সংবিধান থেকে

(c) দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে

(d) জাপানের সংবিধান থেকে


39. নির্দেশমূলক নীতিকে ‘Novel features’ বলে অভিহিত করেছেন-

(a) জওহরলাল নেহরু

(b) ড. বি. আর. আম্বেদকর

(c) দুর্গদাস বসু

(d) বি. পি. খৈতান


40. গণপরিষদে বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল-

(a) ৫টি

(b) ৭টি

(c) ৮টি

(d) ১০টি




Bengali Model Question

English Model Question

History Model

Question

Geography Model Question 


Political  Science Model Question 

Philosophy  Model Question 

Comments are closed.

Scroll to Top