বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো|গাবরিয়েল গার্সিয়া মার্কেজ|MCQ| প্রশ্নোত্তর| আন্তর্জাতিক গল্প|একাদশ শ্রেণি|প্রথম সেমেস্টার |XI |1st Semester

 বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো 

— গাবরিয়েল গার্সিয়া মার্কেজ

একাদশ শ্রেণি

প্রথম সেমেস্টার

. ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো‘ একটি

ভৌতিক গল্প       

মজার গল্প     

গোয়েন্দা কাহিনি     

জাদুবাস্তবতার গল্প


. “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো‘ গল্পটিকে বাংলায় অনুবাদ করেন

উৎপল কুমার বসু       

মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়   

সুভাষ মুখোপাধ্যায়     

নবারুণ ভট্টাচার্য


ডানাওয়ালা বুড়ো লোকটা খায় –

কাঁকড়া    

ন্যাপথলিন     

মাছ    

বেগুনভর্তা


থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল –

জাদু    

মন্ত্র     

ধৈর্য     

জলপড়া


দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কী অনুভূতি হয় ? 

এলিসেন্দা মুক্ত বোধ করে       

এলিসেন্দা দুঃখিত হয় 

এলিসেন্দা স্বস্তি বোধ করে , উদাসও হয়     

এলিসেন্দা শান্তি পায় 


পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল –

পেট ব্যাথায়       

জ্বরে     

মাথার যন্ত্রণায়     

শ্বাসকষ্টে


সহজ সরল গোছের মানুষেরা ডানাওয়ালা বুড়ো লোকটাকে কী বানাতে চেয়েছিলেন ? 

পুরপিতা       

ক্রীতদাস       

রাজা           

যাজক


পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে কী ছিলেন ? 

হট্টাকট্টা কাঠুরে         

শিক্ষক     

পুরোহিত                

ব্যবসায়ী


দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত ? 

পাঁচ সেন্ট     

পাঁচ ডলার      

পাঁচ পাউন্ড      

পাঁচ টাকা


১০দেবদূত কোন রোগে আক্রান্ত হয়েছিল ? 

কলেরা      

গুটি বসন্ত    

জল বসন্ত       

টাইফয়েড

 

১১দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন ? 

নভেম্বরের শেষে      

ডিসেম্বরের মাঝামাঝি   

ডিসেম্বরের গোড়ায়    

ডিসেম্বরের শেষে 


১২. ‘আঁতকে জেগে উঠেছিল সে তখন ।’ তাঁর আঁতকে জেগে ওঠার কারণ কী ?

লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়

একটা মেয়েকে সে মাকড়সা হয়ে যেতে দেখেছিল

ভয়ানক জাহাজ ডুবির কথা তার মনে পড়ে গিয়েছিল 

তাকে পেলাইওর বাড়ি  থেকে চলে যেতে বলা হয়েছিল


১৩মরা কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ

(ওর বিশ্বাসএমন করলে বৃষ্টি ধরে যাবে     

(ওটাই ওর পেশা

(ওর ধারণা কাঁকড়া পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল  

(ওদের পাদ্রী তেমনই নির্দেশ দিয়েছিলেন


১৪পেলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো কোনো ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিককারণ

(তার পরনে ছিল নাবিকের পোশাক    

(বুড়োর গলায় তখনও ঝুলছিল একটা ‘লাইফজ্যাকেট

(ওদের এলাকায় প্রায়শই জাহাজডুবি হয়  

(বুড়োর খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলা


১৫ওদের পড়োশিনীর মতে বুড়ো ‘দেবদূত’ ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনিকারণ

(সে চোখে দেখে না          

(বয়সের কারণে সে তার কাজ ভুলে গিয়েছিল

(সে বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গিয়েছিল   

(ওরা সারাক্ষণ জেগে শিশুটিকে পাহারা দিয়েছে


১৬পরদিন ওরা ঠিক করল যে দেবদূতকে একটা ভেলায় খাবার আর জল দিয়ে বারদরিয়ায় ছেড়ে দেবেকারণ

(তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তাঁরা খুশি হয়েছিল    

(গ্রামের লোকেরা তাই স্থির করেছিল

(পড়োশিনী এমন পরামর্শ দিয়েছিল     

(দেবদূতদের সাথে এমনই করা হয়ে থাকে


১৭পাদ্রে গোনসাগা সন্দেহ করলেন সে বুড়ো আসলে এক জোচ্চোরফেরেব্বাজকারণ

(গোনসাগা এমন প্রচুর জোচ্চোর দেখেছেন

(ডানা লাগিয়ে দেবদূত সাজার চেষ্টা অনেকেই করে থাকে

(বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না

(এই লোকটির জোচ্চুরি গোনসাগা অতীতে একবার ধরে ফেলেছিলেন


১৮পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলাতার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী” কারণ

(বাড়িতে লোকের ভিড় হলে ওদের পুণ্যলাভ হবে

(ভিড় করে আসা জনতার প্রণামীতে তাদের ঘর ঠেসে গিয়েছিল

(জনগণের আশীর্বাদে তাদের সন্তান সুস্থ হয়ে উঠেছে

(দেবদূতের সেবা ওদের ভাগ্য ফিরিয়ে দেবে


১৯. ‘সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে’ –কে  আঁতকে উঠেছিল ?

(পেলাইও           

(এলিসেন্দা

(থুরথুরে বুড়ো   

(যে মেয়েটি মাকড়সা হয়ে গিয়েছিল


২০. ‘এইভাবেই পাদ্রে গোনসাগা তাঁর অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেনকারণ

(মাকড়সাকন্যার আবির্ভাবে ‘দেবদূতকে নিয়ে লোকজনের আগ্রহ একেবারে চলে গেলে পাদ্রে গোনসাগার দুশ্চিন্তা দূর হল

(দেবদূত পাদ্রে গোনসাগার অনিদ্রা রোগের দাওয়াই বাতলে দিল

(দেবদূতকে দেখতে আসা কোনো চিকিৎসক পাদ্রে গোনসাগার অসুখ সারিয়ে দিলেন

(শেষ পর্যন্ত ‘দেবদূত’ মারা গিয়ে গোনসাগার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটাল


২১. ‘দেবদূত এখন এখানেসেখানে ঘুরে বেড়ায়।’ কারণ

(ওরা দেবদূতকে তার খাঁচা থেকে মুক্তি দিয়েছিল

(রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল

(দেবদূত নিজেই খাঁচা খুলে বেরিয়ে আসত

() ‘পেলাইওএলিসেন্দার সন্তান দেবদূতকে নিয়ে ঘুরে বেড়াত


২২একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছেতখন আচমকা মনে হল হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে…’ কারণ

(তখন আকাশ কালো করে ঝড় উঠেছে       

(দেবদূত এসে ঢুকেছে রান্নাঘরে

(পুরনো পরিচিত এক নাবিকের পদার্পণ ঘটেছে ওদের ঘরে

(এলিসেন্দা দেখল দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছে


২৩কে কখন দেবদূতকে প্রথম দেখেছিল ?

(দুপুরবেলা পেলাইও     

(দুপুরবেলা এলিসেন্দা

(সকালবেলা পেলাইও    

(বিকেলবেলা এক পড়শিনি


২৪ওরা কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো মানুষটি কোনো নিঃসঙ্গ নাবিক?

(তার দুটি ডানা দেখে           

(তার খালাশিদের মতে রিনরিনে গলা শুনে

(তার দুর্বোধ্য ভাষা শুনে         

(তার দুর্গন্ধ জামাকাপড় দেখে


২৫বুড়োকে ভেলায় করে বারদরিয়ায় ছেড়ে দিয়ে আসার কথা ভেবেও কেন তা করতে পারলো না পেলাইও  এলিসেন্দা?

(পড়োশিনি বারণ করেছিল          

(পাদ্রে গোনসাগা এসে উপস্থিত হলেন

(পুরো পাড়া মুরগির খাঁচার সামনে জড়ো হয়ে দেবদূতকে নিয়ে তামাশা করেছিল

(পাড়ার লোকেরা বারণ করেছিল


২৬থুরথুরে বুড়োকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানেগুণে সবার সেরা – একথা যে ভেবেছিল 

(সবচেয়ে সরল লোকটা    

(অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের মানুষেরা

(কিছু কিছু দূরদর্শী     

(পাদ্রে গোনসাগা


২৭সে আবার জীবনমৃত্যুর সব গলিঘুঁজিরই হদিস রাখে” – এখানে কার কথা বলা হয়েছে

(পাদ্রে গোনসাগা       

(ডানাওয়ালা বুড়ো

(এক পড়োশিনি        

(এলিসেন্দা


২৮পাদ্রে গোনসাগা কী বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছেন?

(সাদাসিধে লোক হওয়ার ঝুঁকি কতটা      

(বুড়োর দেবদূত হওয়ার যুক্তি

(পড়শিদের রঙ্গতামাশা করা উচিত কিনা    

(বুড়োকে মুক্তি দেওয়া উচিত কিনা


২৯বুড়োকে কী খেতে দেওয়া হয়েছিল?

(ফল  জল      

(ফলের খোসা  ছোটো হাজরির উচ্ছিষ্ট

(ভাত  জল       

(কেকবিস্কুট



৩০পাদ্রে গোনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন?

(এলিসেন্দাকেবুড়োকে মুক্তি দেওয়ার জন্য

(পেলাইওকেদেবদূতকে রক্ষার জন্য

() আর্চবিশপকেবুড়ো দেবদূত কিনা সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য

(গির্জার ফাদারকেযাতে দেবদূতকে যথাস্থানে ফেরত পাঠানো যায়


৩১ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে?

(দেবতার অভিশাপে        

(বাবামার কথার অবাধ্য হয়ে

(এলিসেন্দার আব্দারে       

(পাদ্রে গোনসাগার কথায়


৩২এলিসেন্দা কেন বলেছিল, ‘দেবদূতে থৈথৈ করা কোনো নরকে বাস করা কী যে জঘন্য কাণ্ড’?

(কারণ দেবদূত যখন তখন বাড়ির যেখানে সেখানে ঘুরে বেড়াত

(কারণ পাদ্রে গোনসাগা বুড়োকে দেবদূত ঘোষণায় করেছিল

(কারণ পড়শিরা বুড়োকে নিয়ে তামাশা করত

(কারণ এলিসেন্দা বুড়োকে বাড়িতে রাখতে চায়নি


৩৩বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি রেখেছিল

(ঘরের মধ্যে

      

(বাক্সের মধ্যে    


(গোয়ালের মধ্যে       


(মুরগির খাঁচায়



৩৪পাদ্রে গোনসাগা এসে হাজির 

(সকাল সাতটার আগে       

(সকাল টার আগে

(দুপুর একটায়       

(সন্ধে সাতটার আগে


৩৫পাদ্রে গোনসাগা খাঁচার মধ্যে ঢুকে বৃদ্ধ ডানাওয়ালা লোকটিকে যে ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন

(পর্তুগিজ      

(চাইনিজ      


(ইংরেজি      


(লাতিন


৩৬ন্যাপথলিন নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিধিত।”- কথাটি সত্য

পাদ্রে গোনসাগার সিদ্ধান্ত অনুসারে          

আর্চবিশপের প্রজ্ঞা অনুযায়ী

পরমজ্ঞানী পড়োশিনির প্রজ্ঞা অনুযায়ী      

ঈশ্বরের উজিরনাজিরদের অভিমত অনুযায়ী


৩৭. “যে এক জোচ্চোর ফেরেব্বাজবিষয়ে যাজনপল্লির পুরোহিতের মনে সন্দেহ দানা বাধার প্রথম  প্রধান কারণ

 ঈশ্বরের ভাষাই বোঝে না          

ঈশ্বরের উজিরনাজিরদের সম্ভাষণ করতে জানে না

তার প্রত্নপ্রাচীন চোখ আর গুনগুন করা ভাষা       

লাতিনে সুপ্রভাতএর প্রত্যুত্তর না পাওয়া


৩৮দেবদূত এখন এখানেসেখানে ঘুরে বেড়ায়

নাবিকবিহীন ভাঙা জাহাজের মতো      

পথহারা দিকভোলা কোনো মুমূর্যের মতো

দিকচিহ্নহীন মাঝ সমুদ্রের নৌকোর মতো       

সর্বস্বান্ত হওয়া পথভোলা পথিকের মতো


৩৯বিবৃতি  কারণ থেকে সঠিক বিকল্পটি নির্ণয় কর :

বিবৃতি A – নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল

কারণ R –   যে এক দেবদূত

বিবৃতি [A]  কারণ [R] উভয়েই সত্য এবং কারণ [R] হল বিবৃতি [A]-এর সঠিক ব্যাখ্যা

বিবৃতি [A]  কারণ [R] উভয়েই সত্য কিন্তু কারণ [R] হল বিবৃতি [A]-এর সঠিক ব্যাখ্যা নয়

বিবৃতি (A) সত্য কিন্তু কারণ [R] মিথ্যা          

বিবৃতি [A] মিথ্যা কিছু কারণ [R] সত্য


৪০বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে

(ভেলায় চাপিয়ে        

(জাহাজে চাপিয়ে    


(নৌকায় চাপিয়ে     


(উড়োজাহাজে চাপিয়ে


৪১সত্য মিথ্যা থেকে সঠিক বিকল্পটি নির্ণয় কর

i) অনিদ্রাগ্রস্ত রোগীটি ছিল একজন নরওয়েবাসী

ii) এক কুষ্ঠরোগীর ঘা গুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল

iii) মেলার প্রদর্শনীর মাকড়সা মেয়েটির একমাত্র খাদ্য ছিল মাংসের বড়া

iv) যার তিনটি নতুন রাত গজিয়েছিল সে হলো একজন পঙ্গু

ক) মিথ্যা,   সত্য,    সত্য,    মিথ্যা      

খ) মিথ্যা,   মিথ্যা,    সত্য,    মিথ্যা

গ) মিথ্যা,   মিথ্যা,    সত্য,    সত্য      

ঘ) সত্য,   সত্য,    মিথ্যা,    মিথ্যা


৪২অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের ব্যক্তিটি দেবদূতের ভবিষ্যৎ সম্বন্ধে যা ভেবেছিল

তাকে শহরের পুরপিতা করা যাবে            

ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যাবে

তাকে সেনাপতির পদে উন্নীত করা যাবে    

তাকে মেলায় প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া যাবে


৪৩.  সে এক ভয়ংকর তারানতুলাএকটা মস্ত ভেড়ার মতো বড়োআর তার মাথাটা এক

বিষাদময়ী বিধবা নারীর        

বিষাদময়ী কুমারী মেয়ের

বিষাদমুখর কুমারী মেয়ের     

সন্তানহারা বিষণ্ণ মায়ের


৪৪. “একমাত্র তাই তাকে অ্যাদ্দিন ধরে বাঁচিয়ে রেখেছে“- কাকেকী বাঁচিয়েছে এতদিন?

দেবদূতকেবেগুনভর্তা       

মাকড়শামেয়েকেবেগুনভর্তা

মাকড়শামেয়েকেমাংসের বড়া   

দেবদূতকেমাংসের বড়া


৪৫. ‘এই যে এক দেবদূত‘… ‘নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল‘ –  কথা বলেছিল

ক) পেলাইও     

খ) এলিসেন্দা       


গ) পাদ্রে গোনসাগা      


ঘ) পড়োশিনি


৪৬. “যেন সে আদপেই কোনো অতিপ্রাকৃত জীব নয়বরং যেন সে এক সার্কাসের জন্তু।”-পেলাইও এমন ভাবার কারণ

ডানাওয়ালা বুড়োর প্রতি দর্শনার্থীর সম্ভ্রমহীন আচরণ     

দেবদূতকে নিয়ে মানুষের মশকরা করা

দর্শনার্থীর অনর্গল মজা করা      

)আগত মানুষদের খাবর ছুড়ে দেওয়া


৪৭) “গুনতে গুনতে এখন সে সব সংখ্যাই শেষ করে ফেলেছে;”-‘সে‘ বলতে বোঝানো হয়েছে

আজন্ম বুকের ধুকপুক গোনা এক মেয়ে

স্বাস্থ্যের সন্ধানে আসা এক দুর্ভাগা  অশক্ত

কখনও ঘুমোতে নাপারা এক পর্তুগিজ

সমস্ত গুবলেট করে দেওয়া ঘুমেহাঁটা লোক


৪৮ স্তম্ভের সঙ্গে  স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় কর

ক স্তম্ভ                   খ স্তম্ভ

i) জন্ম থেকেই যে গুনে যাচ্ছিল তার বুকের ধুকপুক      a) এক পঙ্গু বেচারি

ii) কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়     b) এক অন্ধ আতুর

iii) একটি লটারি প্রাইজ দিতে যাচ্ছিল     c)  এক পোর্তুগিজ

iv)  তিনটে নতুন দাঁত গজিয়ে গিয়েছিল     d) এক বেচারি মেয়ে

ক) i) d),    ii) c),     iii) a),    iv) b)

খ) i) c),    ii) d),     iii) a),    iv) b)

গ) i) d),    ii) c),     iii) b),    iv) a)

ঘ) i) d),    ii) a),     iii) c),    iv) b)


 শূন্যস্থান পূরণ করো :

৪৯.  __________ থেকেই  সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে

ক) রবিবার

      

খ) সোমবার      


গ) মঙ্গলবার       


ঘ) বুধবার



৫০. “একই সঙ্গে দুজনকেই পেরে ফেলল জলবসন্ত” – এখানে দুজন হল

ক) পেলাইও  এবং  এলিসেন্দা        

খ) পেলাইও এবং  দেবদূত

গ) পেলাইও   এলিসেন্দার বাচ্চা ছেলেটি এবং  দেবদূত       

ঘ) এলিসেন্দা  দেবদূত

 


Comments are closed.

Scroll to Top