HISTORY Model Question with answer | CLASS-XI| Semester-1|Banglasahayak.com

Higher Secondary

 Model Question 


    HISTORY

    CLASS-XI

    Semester-1 

    (Marks: 40)


1. ইংরেজিতে প্রি-হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন-

(a) পল তুর্নাল

(b) ড্যানিয়েল উইলস

(c) র‍্যাক্সে

(d) লর্ড অ্যাক্টন



2. ইতিহাসকে সুক্ত বলা হয় কারণ-

(a) ইতিহাস মানুষকে শিক্ষা দান করে

(b) ধারাবাহিক কাহিনির বর্ণনা দেয়

(c) অতীতকে তুলে ধরে

(d) বর্তমান বিষয়ে আলোকপাত করে



3. ভারতের আদি মধ্যযুগ ধরা হয়  ________  সময়কালকে।

(a) ৬০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

(b) ৬৫০ থেকে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত

(c) ৭০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত

(d) ৭৫০ থেকে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত



4. পুরানের সংখ্যা হল ________

(a) ১০টি

(b) ১৫টি

(c) ১৮টি

(d) ২০টি



5.


স্তম্ভ – ১                             স্তম্ভ – ২

(i) আলতামিরা গুহাচিত্র       (ক) ভারত

(ii) ভীমবেটকা                   (খ) ফ্রান্স

(iii) মাভে গুহাচিত্র             (গ) পর্তুগাল

(iv) কায় গুহাচিত্র               (ঘ) স্পেন


a) (i)-ক, (ii)-ঘ, (iii)- গ, (iv)-খ

b) (i)-খ, (ii)- ক, (iii)-খ, (iv)-গ

c) (i)-গ, (ii)-খ, (iii)- ক, (iv)-ঘ

d) (i)-ঘ, (ii)-ক, (iii)-খ,  (iv)-গ



৬. ইন্দো-চিন রাজাদের নাম জানার উপাদান হল-

(a) শিলালিপি

(b) মুদ্রা

(c) গ্রন্থ

(d) বিবরণী



7. ‘What is History’ গ্রন্থটির লেখক হলেন-

(a) র‍্যাঙ্কে

(b) কোচে

(c) ই এইচ কার

(d) স্কট



8. ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়-

(a) ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম

বিবরণের জন্য

(b) বিশ্বস্ততার অভাবের জন্য

(c) কিংবদন্তীর আধিক্যের জন্য

(d) প্রক্ষিপ্ত তথ্যের জন্য



9. ভারতে ইন্দো-পারসিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ছিলেন-

(a) ভিনসেন্ট স্মিথ

(b) প্লিনি

(c) বরনি

(d) মেগাস্থিনিস



10. ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হল-

(a) রৈখিক

(b) চক্রাকার

(c) যুগবিভাজন

(d) ত্রিভুজ



11. পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন্ যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল-

(a) হুন

(b) মোঙ্গাল

(c) তুর্কি

(d) পার্সী



12. এটিলা যিনি পঞ্চম খ্রিষ্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন, তিনি ছিলেন সাম্রাজ্যের সম্রাট।

(a) মোগল সম্রাট

(b) অটোমান

(c) হুণ

(d) রোমান সম্রাট



13. কোন সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে আর্বিভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল-

(a) রোমান সাম্রাজ্য

(b) মিশরীয় সাম্রাজ্য

(c) মঙ্গোল সাম্রাজ্য

(d) ইলবারী তুর্কী সাম্রাজ্য



14. কোন রোমান সম্রাট খ্রিষ্টধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত-

(a) জুলিয়াস সিজার

(b) অগাস্টাস

(c) কনস্টানটাইন

(d) নিরো



15. বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল-

(a) কনস্ট্যান্টিনোপল

(b) এথেন্স

(c) রোম

(d) আলেকজান্দ্রিয়া



16. কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়-

(a) কাম্পিয়ান সাগর

(b) লোহিত সাগর

(c) ভূমধ্য সাগর

(d) বাল্টিক সাগর



17. রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল-

(a) ল্যাটিন ভাষা

(b) পেগান ভাষা

(c) ইহুদি ভাষা

(d) ফরানী ভাষা



18. তৈমুরলঙ প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হল-

(a) কামরখন্ড

(b) ইস্তাম্বুল

(c) বুরসা

(d) বাগদাদ



19. মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন-

(a) কুবলাই খাঁ

(b) চেঙ্গিস খান

(c) হলাগু খান

(d) তৈমুর লঙ্



20. মঙ্গোল সাম্রাজ্যের চরম প্রসার ঘটছিল ___________ নেতৃত্বে।

(a) কুবলাই খাঁ

(b) চেঙ্গিস খান

(c) হলাগু খান

(d) তৈমুর লঙ্



21. তৈমুর ছিলেন ___________ বংশের।

(a) চাঘতাই

(b) জেটি

(c) ওগেডেই

(d) শুঙ্গ



22. রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের  লা হত-

(a) ভার্নি

(b) গ্ল্যাডিয়েটর

(c) প্যাট্রিসিয়ান

(d) ম্যানুমিসিয়ো



23. স্পার্টাকাস ছিলেন এথেন্সের-

(a) গ্ল্যাডিয়েটর

(b) ছায়ামালিক

(c) রাজা

(d) সেনাপতি



24. প্রথম দাসবিদ্রোহ হয়-

(a) ফ্লোরেন্স

(b) সিসিলি

(c) নেপলস্

(d) মিশরে



25. রোমান ক্রীতদাস তার প্রভুর প্রাণরক্ষা করলে-

(a) অর্থ পেত

(b) জমির মালিক হত

(c) দাসত্ব থেকে মুক্তি পেত

(d) গ্ল্যাডিয়েটার

26. গ্রিকের প্রধান পলিসগুলি হল-

(ক) এথেন্স

(খ) গেরুসিয়া

(গ) ক্রীট

(ঘ) হিলিয়া


(a) ক-খ ঠিক ও গ-ঘ ভুল

(b) গ-ঘ ঠিক ও ক-খ ভুল

(c) ক-ঘ ঠিক ও খ-গ ভুল

(d) খ-গ ঠিক ও ক-ঘ ভুল



27. পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে ওঠে-

(a) ইংল্যান্ডে

(b) আমেরিকায়

(c) গ্রিসে

(d) রোমে



28. রাউলি বা পরিষদ ছিল __________ এর প্রতিনিধি সভা। 

(a) এথেন্স

(b) স্পার্টা

(c) রোম

(d) ম্যাসিডন



29.

স্তম্ভ – ১                স্তম্ভ – ২


(i) স্পার্টা             (ক) অভিজাত তন্ত্র

(ii) এথেনা       (খ) এথেন্সের প্রধান দেবী

(iii) চোরা            (গ) গ্রামীণ অঞ্চল

(iv) অ্যাগোরা        (ঘ) পলিসের বাজার


A. (i) – ক, (ii) – খ, (iii) – গ, (iv) – ঘ

B. (i) – খ, (ii)-ক, (iii)- ঘ, (iv) – গ

C. (i) – গ, (ii) – গ, (iii) – ক, (iv) – খ

D. (i) – ক, (ii)- গ, (iii) – খ, (iv) – ঘ



30. পেরিক্লিস ছিলেন __________ এর নেতা।

(a) এথেন্স

(b) স্পার্টা

(c) ফ্লোরেন্স

(d) ম্যাসিডন



31. দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হল-

(a) বৃজি

(b) মগধ

(c) অস্মক

(d) মৎস



32. ‘রিপাবলিক’ গ্রন্থটির লেখক হলেন-

(a) প্লেটো

(b) সক্রেটিস

(c) সিসেরো

(d) অ্যারিস্টটল



33. পাটালিপুত্র ছিল ____________ এর রাজধানী।

(a) অবন্তি

(b) কোশল

(c) মগধ

(d) বৃজি



34. মানচিত্রে দেওয়া জায়গাটি হল-

(a) পাটলিপুত্র

(b) তাম্রলিপ্ত

(c) কোশল

(d) উজ্জয়িনী



35. সেলজুকরা কোন্ জাতির লোক ছিল-

(a) হুন

(b) শক

(c) তুর্কি

(d) মোঙ্গল



36. খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা ছিল-

(a) ১২

(b) ১৬

(c) ১৮

(d) ২০টি



37. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন-

(a) বিম্বিসার

(b) চন্দ্রগুপ্ত মৌর্য

(c) অজাতশত্রু

(d) অশোক



38. রাজ্যের সম্প্রসারিত রূপটি হল-

(a) সাম্রাজ্য

(b) ভুক্তি

(c) অঞ্চল

(d) প্রদেশ

39. আলেকজান্ডার ভারত আক্রমণ করেন _______________ খ্রিষ্টপূর্বাব্দে।

(a) ৩২৩

(b) ৩২৭

(c) ৩৩১

(d) ৩৩৩



40. ‘দ্যা ম্যাগনিফিসেন্ট’ নামে পরিচিত অটোমান সুলতান-

(a) সুলতান ও সমান

(b) সুলতান সালাদিন

(c) সুলতান সুলেমান

(d) সুলতান মহম্মদ (২য়)


উত্তরমালা :


1b,    2d,    3b,    4c,   5d,

6b,   7c,   8a,   9c,   10a,

11a,  12c,  13a,  14c,  15a,

16c,  17a,  18a,  19b,  20a,

21a,  22d,  23a,  24b,  25c,

26a,  27c,  28a,  29a,  30a,

31c,  32a,  33c,  34a,  35c,

36b,  37b,  38a,  39b,  40c. 



Bengali Model Question

English Model Question

History Model

Question

Geography Model Question 


Political  Science Model Question 

Philosophy  Model Question 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top