প্রশ্ন : লালন শাহ্ কে ছিলেন? পাঠ্য লালন-গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। [সংসদ নমুনা প্রশ্নপত্র] ২+৩=৫
উত্তর : বাউল গানের শ্রেষ্ঠ সাধক কবি ছিলেন লালন শাহ্ ফকির। তিনি ছিলেন বাউলদের সাধক শিরোমণি। ধর্মীয় ভেদাভেদ ভুলে তিনি মানবতার বাণী প্রচার করেছেন।
লালন-গীতিকার মূল বিষয়টি কবি কিছু পারিভাষিক শব্দের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি বলেন মানুষকে সাধনা করলে তবেই সোনার মানুষ হওয়া সম্ভব। সোনার মানুষের সন্ধান সাধকের অন্বিষ্ট। তিনি থাকেন সাধারণ মানবশরীরে। মানুষকে অবজ্ঞা করলে সোনার মানুষের সন্ধান মিলবে না।
মানুষ-গুরু ভগবানের প্রতিনিধি হয়ে দ্বি- দলের মৃণালে অবস্থান করেন। অর্থাৎ আজ্ঞাচক্রে তাঁর অবস্থিতি। গুরুর কৃপায় সেখানে পৌঁছোনো যেতে পারে। লালন শাহ্ আরও নির্দেশ দিয়েছেন, খ্যাপা যেন মানব শরীরকে অবমাননা না করেন। মানুষ-গুরুই পরম-গুরুর প্রতিনিধি। আলেক লতার মতো এঁর আদি-অন্ত নেই। মানুষ-গুরুর দেখানো পথে সাধক সিদ্ধিলাভ করবে। অন্যথায় সাধকের পক্ষে কোনোদিনই ‘মনের মানুষ’-এর সন্ধান পাওয়া সম্ভব হবে না। কবির ভাষায় –
“মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যকার”
প্রশ্ন : লালন শাহ্ কে ছিলেন? পাঠ্য লালন-গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। [সংসদ নমুনা প্রশ্নপত্র] ২+৩=৫
উত্তরের জন্য নীচে ক্লিক করুন 👇
উত্তর