মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য |একাদশ শ্রেণি|সেমেস্টার -I | চর্যাপদ| XI | semester -1

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য :


1. বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশচতুর্দশ শতাব্দীকে বলা হয়

) অন্ধকারময় যুগ     

) সুবর্ণ যুগ

) গৌরবময় যুগ      

) সৃষ্টিশীল যুগ


2. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্যটি কত সালে আবিষ্কৃত হয় ?

) ১৯০৭ সালে     

) ১৯০৯ সালে     

) ১৯১১ সালে      

) ১৯১৬ সালে


3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকাশকাল কত ?

) ১৯০৭ সালে       

) ১৯০৯ সালে     

) ১৯১১ সালে      

) ১৯১৬ সালে


4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোথা থেকে প্রথম প্রকাশিত হয় ?

) বঙ্গীয় সাহিত্য পরিষৎ     

) শ্রীরামপুর মিশন

) পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাদেমি   

) সাহিত্য অ্যাকাদেমি


5. “শ্রীকৃষ্ণকীর্তন
কাব্যটি যার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়

) হরপ্রসাদ শাস্ত্রী     

) বসন্তরঞ্জন রায়

) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়     

) বিমান বিহারী মজুমদার


6. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্যের খণ্ড সংখ্যা কত ?

) ১১টি      

) ১৩ টি    

) ১২ টি     

) ১৪ টি


7. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্যে সবচেয়ে কম পদ আছে কোন খণ্ডে ?

) হার খণ্ড    

) জন্ম খণ্ড      

) ছত্র খণ্ড     

) নৌকা খণ্ড


8. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে কী নাম ছিল ?

) শ্রীকৃষ্ণসন্দর্ভ    

) শ্রীকৃষ্ণকীর্তন     

) শ্রীকৃষ্ণবিজয়     

) শ্রীকৃষ্ণধামালি


9. রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল কত ?

) চতুর্দশ শতাব্দী     

) পঞ্চদশ শতাব্দী

) ষোড়শ শতাব্দী      

) সপ্তদশ শতাব্দী


10. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্য নামটি কে দিয়েছিলেন ?

) রাখালদাস বন্দ্যোপাধ্যায়      

) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ     

) বিমানবিহারী মজুমদার


11. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্যের বৃহত্তম খণ্ডের নাম কী ?

) দান খণ্ড    

) জন্ম খণ্ড    

) বৃন্দাবন খণ্ড    

) তাম্বুল খণ্ড


12. কৃত্তিবাসী রামায়ণ প্রথম যেখান থেকে মুদ্রিত প্রকাশিত হয়েছিল 

A) শ্রীরামপুর মিশন     

B) বঙ্গীয় সাহিত্য পরিষৎ

C) কলকাতা      

D) এশিয়াটিক সোসাইটি


13. অনুবাদ সাহিত্যের আদি কবি হলেন

A) কৃত্তিবাস ওঝা   

B) মালাধর বসু

C) কাশীরাম দাস    

D) কবীন্দ্র পরমেশ্বর


14. কৃত্তিবাস ওঝা  কোন শতকের কবি ?

A) চতুর্দশ    

B) পঞ্চদশ   

C) ষোড়শ    

D) সপ্তদশ


15. কবি কৃত্তিবাস ওঝা জন্মগ্রহণ করেন

A) বাদুড়িয়া গ্রামে     

B) ফুলিয়া গ্রামে    

C) দামুন্যা গ্রামে      

D) কৃষ্ণপুর গ্রামে


16.  সনতারিখযুক্ত প্রথম বাংলা কাব্য

A) শ্রীকৃষ্ণকীর্তন      

B) পদ্মাপুরাণ

C) শ্রীকৃষ্ণবিজয়       

D) চৈতন্যভাগবত


17.’শ্রীকৃষ্ণবিজয়‘ গ্রন্থটির রচয়িতা

A) মালাধর বসু    

B) কাশীরাম দাস     

C) কৃত্তিবাস ওঝা     

D) বড়ু চন্ডীদাস


18. মালাধর বসু ভাগবতের যে স্কন্ধের অনুবাদ করেন

A) নবমদশম    

B) দশমএকাদশ

C) একাদশদ্বাদশ    

D) অষ্টমনবম


19.’গুণরাজ খাঁ‘ এই উপাধিটি কার ?

A) দৌলত কাজী    

B) সৈয়দ আলাওল

C) কাশীরাম দাস     

D) মালাধর বসু


20.ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন

A) বিদ্যাপতি     

B) জ্ঞানদাস    

C) চণ্ডীদাস   

D) বৃন্দাবন দাস


21. স্তম্ভ মেলাও :

’   স্তম্ভ  
                     
    ‘স্তম্ভ


) জয়দেব               i)  কীর্তিলতা


) বিদ্যাপতি       ii)  উজ্জ্বলনীলমণি


) গোবিন্দ দাস       iii) গীতগোবিন্দ


)  রূপ গোস্বামী        
    iv) সঙ্গীতমাধব


A) ) iv), )i), )ii), )iii  

      

B) ) ii), )i), )iv), )iii


C) ) iii), )i), )iv), )ii     

   

D) ) iii), )iv), )ii), )i


22.  চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা ?

A) পূর্বরাগ    

B) অভিসার   

C) প্রেমবৈচিত্ত্য   

D) মাথুর


23.’অভিনব জয়দেব‘ কোন কবিকে বলা হয় ?

A) বিদ্যাপতি     

B) চণ্ডীদাস    

C) গোবিন্দদাস     

D) জ্ঞানদাস


24. চৈতন্য পূর্ববর্তী যুগের একজন বৈষ্ণব কবি হলেন

A) বলরামদাস    

B) চণ্ডীদাস    

C) গোবিন্দদাস     

D) জ্ঞানদাস


25.  চণ্ডীদাসের ভাবশিষ্য হলেন

A) বিদ্যাপতি     

B) চণ্ডীদাস    

C) গোবিন্দ দাস     

D) জ্ঞানদাস


26.’মৈথিল কোকিল‘ কোন কবিকে বলা হয় ?

A) বিদ্যাপতি     

B) চণ্ডীদাস    

C) গোবিন্দদাস     

D) জ্ঞানদাস


27. চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ কোনটি ?

A) চৈতন্যভাগবত    

B) চৈতন্যমঙ্গল

C) চৈতন্যচরিতামৃত

D)শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম্


28. বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনীগ্রন্থ

A) চৈতন্যভাগবত    

B) চৈতন্যমঙ্গল

C) চৈতন্যচরিতামৃত   

D) চৈতন্যচন্দ্রোদয়


29. কৃষ্ণদাস কবিরাজ রচিত  চৈতন্য জীবনীগ্রন্থটির নাম

A) চৈতন্যভাগবত   

B) চৈতন্যমঙ্গল

C) চৈতন্যচরিতামৃত  

D) চৈতন্যচন্দ্রোদয়


30.’চৈতন্যলীলার ব্যাস‘ কাকে বলা হয় ?

A) কৃষ্ণদাস কবিরাজ     

B) বৃন্দাবনদাস    

C) মুরারি গুপ্ত     

D) লোচনদাস

  

31. ‘স্তম্ভের সঙ্গেস্তম্ভ মিল কর

 স্তম্ভ   
                    
স্তম্ভ

) বৃন্দাবন দাস   
             
i) 
চৈতন্যচরিতামৃত

) কৃষ্ণদাস কবিরাজ   
   
ii)  চৈতন্যভাগবত

) লোচন দাস  
       
iii) শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম্

) মুরারি গুপ্ত   
     
iv) চৈতন্যমঙ্গল

A) ) iv), )i), )ii), )iii

B) ) ii), )i), )iv), )iii

C) ) iii), )iv), )i), )ii

D) ) iii), )iv), )ii), )i


32. মিল করো :

কবি                            কাব্য

) বিজয়গুপ্ত   
             
i) 
চণ্ডীমঙ্গল

) ভারতচন্দ্র রায়   
       
ii)  ধর্মমঙ্গল

) মুকুন্দ চক্রবর্তী   
       
iii) মনসামঙ্গল

) ঘনরাম চক্রবর্তী   
     
iv) অন্নদামঙ্গল

A) ) iv), )i), )ii), )iii

B) ) ii), )i), )iv), )iii

C) ) iii), )iv), )i), )ii

D) ) iii), )iv), )ii), )i


33. ‘অভয়ামঙ্গলগ্রন্থটির রচয়িতা কে ?

A) বিজয় গুপ্ত      

B) মুকুন্দ চক্রবর্তী     

C) ভারতচন্দ্র রায়     

D) ঘনরাম চক্রবর্তী


34. মনসামঙ্গল কাব্যধারার কবি হলেন

A) বিজয়গুপ্ত     

B) নারায়ন দেব  

C) কেতকাদাস ক্ষেমানন্দ    

D) সবগুলি


35. ‘কবিকঙ্কনকার উপাধি ?

A) বিজয় গুপ্ত      

B) মুকুন্দ চক্রবর্তী     

C) ভারতচন্দ্র রায়     

D) ঘনরাম চক্রবর্তী


36. ‘রাঢ়ের জাতীয় কাব্যবলা হয় যে মঙ্গলকাব্যকে

A) মনসামঙ্গল    

B) চণ্ডীমঙ্গল     

C) ধর্মমঙ্গল     

D) অন্নদামঙ্গল


37. ‘অন্নদামঙ্গলকাব্যের রচয়িতা কে ?

A) বিজয় গুপ্ত      

B) মুকুন্দ চক্রবর্তী     

C) ভারতচন্দ্র রায়     

D) ঘনরাম চক্রবর্তী


38. ‘বিদ্যাসুন্দরউপাখ্যানের সর্বশ্রেষ্ঠ কবি কে ?

A) সাবিরিদ খান      

B) গোবিন্দদাস     

C) ভারতচন্দ্র রায়     

D) বলরাম চক্রবর্তী


39. ‘রায়গুণাকারউপাধি পেয়েছিলেন

A) বলরাম চক্রবর্তী   

B) সাবিরিদ খান     

C) ভারতচন্দ্র রায়     

D) মুকুন্দ চক্রবর্তী


40. মিল করো :

কবি                          কাব্য

) মনসামঙ্গল  
             
i) 
রূপরাম চক্রবর্তী

) চণ্ডীমঙ্গল  
       
ii)  কৃষ্ণরাম দাস

) ধর্মমঙ্গল   
       
iii) কেতকাদাস ক্ষেমানন্দ

) কালিকামঙ্গল  
   
iv) দ্বিজমাধব

A) ) iv), )i), )ii), )iii

B) ) ii), )i), )iv), )iii

C) ) iii), )iv), )i), )ii

D) ) iii), )iv), )ii), )i


41. নিচের কোনটি সঠিক ?

A) মনসামঙ্গল কাব্যের আদি কবি হরিদত্ত

B) চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত

C) ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূরভট্ট

D) সবগুলি সঠিক


42. সৈয়দ আলাওল  কোন শতাব্দীর কবি ?

A) পঞ্চদশ   

B) ষোড়শ   

C) সপ্তদশ    

D) অষ্টাদশ


43. সৈয়দ আলাওল রচিত প্রথম শ্রেষ্ঠ কাব্য কোনটি?

A) পদ্মাবতী    

B) সতী ময়নার শেষাংশ

C) তোহফা    

D) সপ্তপয়কর


44. দৌলত কাজীর লেখা গ্রন্থটির নাম কী ?

A) পদ্মাবতী     

B) লোরচন্দ্রাণী বা সতীময়না    

C) তোহফা    

D) সপ্তপয়কর


45. ‘রসুলবিজয়গ্রন্থটির রচয়িতা কে ?

A) সাবিরিদ খান   

B) সৈয়দ মর্তুজা   

C) গরীবুল্লা    

D) শাহ মুহম্মদ সগীর


46. শাক্ত সংগীতের পথিকৃৎ

A) রামপ্রসাদ সেন    

B) কমলাকান্ত ভট্টাচার্য

C) দাশরথি রায়     

D) ঈশ্বর গুপ্ত


47. রামপ্রসাদ সেনের উপাধি ছিল

A) কবিরঞ্জন     

B) কবিরত্ন     

C) কবি সার্বভৌ     

D) কবি কুলশেখর


48. ‘সাধকরঞ্জনগ্রন্থটি রচনা করেন

A) রামপ্রসাদ সেন    

B) কমলাকান্ত ভট্টাচার্য     

C) ভারতচন্দ্র রায়    

D) ঈশ্বরগুপ্ত


49. ‘ময়মনসিংহ গীতিকাপ্রথম সংগ্রহ করেন

A) চন্দ্রকুমার দে    

B) দীনেশচন্দ্র সেন 

C) রবীন্দ্রনাথ ঠাকুর 

D) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়


50. আধুনিককালে প্রথম বাউল গান সংগ্রহ করেন

A) চন্দ্রকুমার দে    

B) দীনেশচন্দ্র সেন   

C) রবীন্দ্রনাথ ঠাকুর    

D) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়


উত্তরমালা :

1A   2B   3D   4A   5B

6B  7A  8A  9B  10C

11A  12A  13A  14B  15B

16C  17C  18B  19D  20A

21C  22A  23A  24B  25D

26A  27D  28A  29C  30B

31B  32C  33B  34D  35B

36C  37C  38C  39C 40C

41D  42C  43A  44B  45A

46A  47A  48B  49A  50C


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top