ছুটি – রবীন্দ্রনাথ ঠাকুর

              

মূলগ্রন্থ : গল্পগুচ্ছ

প্রথম প্রকাশ : ‘সাধনা’ পত্রিকা

প্রকাশকাল : ১২৯৯ বঙ্গাব্দ (১৮৯২ খ্রিঃ)

1. ‘ছুটি’ গল্পে ফটিকের বয়স

A) ১২ বছর           

B) ১৩ বছর    

C) ১১ বছর            

D) ১৫ বছর

2. “ফটিক দাদা, মা ডাকছে।”-এ কথা বলেছিল 

A) মাখন               

B) বাঘা বাগদি   

C) ফটিকের মামার ছেলে     

D) কোনোটিই নয়

3. ‘ছুটি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

A) হিতবাদী             

B) সাধনা 

C) সবুজপত্র           

D) ভারতী

4. ‘ ছুটি গল্পে ফটিকের পদবি ছিল

A) রায়             

B) চক্রবর্তী   

C) ভট্টাচার্য        

D) সেন

5. ‘ছুটি’ গল্পে ফটিকের মামার নাম

A) বিশ্বনাথ    

B) বিশ্বজিৎ     

C) বিশ্বানর    

D) বিশ্বম্ভর

6. “পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে।”- এখানে কার কথা বলা হয়েছে ? 

A) বিশ্বম্ভর বাবু               

B) আলোবাবু 

C) ফটিক              

D) ‘আমাকে দেখুন’ গল্পের কথক

7.  ফটিকের ভাইয়ের নাম

A) মাখনলাল   

B) মাখননাথ      

C) মাখনচন্দ্র     

D) মাখনকুমার

8. মাখনকে পুত্রপৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল।” – এখানে কোন জিনিসের  কথা বলা হয়েছে?

A) ছিপ        

B) ঘুড়ি        

C) লাটাই      

D) সবগুলি 

9. “একবাঁও মেলে না। দো বাঁও মেলে না “– যারা সুর করে বলে

A) খালাসিরা    

B) মাঝিরা    

C) জেলেরা      

D)মাহুতেরা

10. ফটিক মামার বাড়িতে যে মাসে অসুস্থ হয়েছিল

A)আশ্বিন       

B) কার্তিক   

C) শ্রাবণ     

D) ভাদ্র 

11. “মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়া ছিল”-

A)আমকাঠ      

B) শাল কাঠ

C)সেগুন কাঠ     

D) আকাশমনি কাঠ

12. “ফটিক গোটাকতক কাশ উৎপাটন করিয়া……কাশের গোড়া চিবাইতে লাগিল”-  কোথায় ? 

A) অর্ধনিমগ্ন নৌকায়

B) অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের মধ্যে

C) অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপরে 

D) একটা প্রকান্ড কাষ্ঠের উপর

13. “বালককে জিজ্ঞাসা করিলেন, ‘চক্রবর্তীদের বাড়ি কোথায়’।”- এখানে বালকটি কে ? 

A) মাখনলান     

B) ফটিক

C) বাঘা বাগদি     

D) নদীর ধারে থাকা এক বালক

14. বিশ্বম্বরবাবুর কটি ছেলে ছিল ?

A) একটি      

B) দুটি

C) তিনটি       

D) চারটি

15. ‘এক সশব্দ চড় কষাইয়া দিয়া কহিল, ‘ফের মিথ্যে কথা!’   – বক্তা কে ?

A) ফটিক                 

B) ফটিকের মা

C) ফটিকের মামা      

D) ফটিকের মামি

16. “ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে।”-একথা বলেছিল

A) ফটিকের মা     

B) মাখন 

C) ফটিকের মামি      

D) ফটিকের মামা 

17. তেরো-চোদ্দো বছরের ছেলেরা পৃথিবীতে বালাইস্বরূপ এমন বলার কারণ-

A) এদের কোনো শোভা নেই, কোনো কাজেও লাগে না 

B) এরা স্নেহের উদ্রেক করে না

C) এদের সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নয়

D) সবগুলি 

18. ‘ছুটি’ গল্পে বালকদের সর্দার ছিল

A) মাখনলান     

B) ফটিক

C) বাঘা বাগদি     

D) তারাপদ

19. “পৃথিবীর কোথাও সে ঠিক খারাপ খাইতেছে না এজন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে।”- এখানে কার কথা বলা হয়েছে?

A)আলোবাবু     

B) গিরীশ মহাপাত্র   

C) ফটিক  

D) হরিদা

20. “নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, ‘বই হারিয়ে ফেলেছি’।” – ফটিক এ কথা কাকে বলেছিল ?

A)মাকে    

B) মামাকে     

C) মামিকে    

D) স্কুলের শিক্ষককে

উত্তরমালা :

1B

2B

3B

4B

5D

6C

7A

8D

9A

10C

11B

12C

13B

14B

15A

16A

17D

18B

19C

20C

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারে রচনাধর্মী প্রশ্ন আসবে।
একাদশ শ্রেণির জন্য বড়ো প্রশ্ন কিছুদিন পরে পোস্ট করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top