1. ভারতের নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : 1950 সালের 25 জানুয়ারি।
2. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ?
উত্তর : সুকুমার সেন
3. ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে ?
উত্তর : রাজীব কুমার
4. মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল কত বছর হয় ?
উত্তর : 6 বছর অথবা বয়স 65 বছর পর্যন্ত
5. ভারতে প্রথম কত সালে সাধারণ নির্বাচন হয়েছিল ?
উত্তর : 1951-1952 সালে
6. 2019 সালের লোকসভা নির্বাচন কততম নির্বাচন ?
উত্তর : 17তম
7. সংবিধানের কত নম্বর ধারায় ভোট দেওয়ার অধিকার উল্লেখ করা আছে ?
উত্তর: 326 নং ধারায়
8. সংবিধানের কোন ধারায় ভোটের দেওয়ার নূন্যতম বয়স 21 থেকে 18 করা হলো ?
উত্তর : 61 নং ধারা
9. জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় ?
উত্তর : 25 জানুয়ারি
10. ভোট দেওয়ার পর ভোটারদের হাতে আঙুলে যে কালিটা লাগানো হয় সেটা আসলে কী ?
উত্তর : সিলভার নাইট্রেট (AgNO3)
11. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লোকসভা আসন আছে ?
উত্তর : উত্তরপ্রদেশ (80টি)
12. লোকসভা কার্যকাল কত বছর হয় ?
উত্তর : 5 বছর
13. লোকসভায় মোট সর্বোচ্চ আসন সংখ্যা কত ?
উত্তর : 552 টি
(এর মধ্যে 2টি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত )
15. ভারতের কোন কোন রাজ্যের লোকসভা নির্বাচনের আসন একটি করে ?
উত্তর : নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম
16. EVM এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর : Electronic Voting Machine
17. সর্বপ্রথম কোন রাজ্যে EVM প্রয়োগ করা হয়েছিল ?
উত্তর : কেরলে
18. সম্পূর্ণ নির্বাচন EVM সাহায্যে করেছে প্রথম কোন রাজ্য ?
উত্তর : গোয়া
19. কোন বছর থেকে সব রাজ্যেই EVM এর সাহায্যে নির্বাচন করা হয় ?
উত্তর : 2004 সাল থেকে।
20. লোকসভায় কতগুলো সদস্যকে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত করা হয় ?
উত্তর : 2 জন ( অ্যাংলো ইন্ডিয়ান )
21. NOTA এর full form কী ?
উত্তর : None of the above
22. UPA এর full form কী ?
উত্তর : United Progressive Alliance
23. NDA এর full form কী ?
উত্তর : National Democratic Alliance
24. নরেন্দ্র মোদী বাদে ভারতের আর কোন প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে ?
উত্তর : জহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী
25. EVM মেশিনে NOTA বোতাম টা কবে চালু করা হয় ?
উত্তর : ২০১৩ সালে।
26. কোন সালের নির্বাচনে প্রথম EVM মেশিন এর সঙ্গে VVPAT ব্যবহার করা হয় ?
উত্তর : ২০১৯ সালে
27. কারা কারা postal ballot ব্যবহার করে নির্বাচনে ?
উত্তর : Election duty personal, Government personal, Military personal
28. VVPAT এর full form কী ?
উত্তর: Voter Verified Paper Audit Trail
29. VVPAT প্রথম কবে ব্যবহার করা হয় ?
উত্তর : ২০১৩ সালে।
30. VVPAT প্রথম কোন রাজ্যে ব্যবহার করা হয় ?
উত্তর : নাগাল্যান্ড
31. EVM প্রথম কোন দেশে ব্যবহার করা হয় ?
উত্তর : নামিবিয়া
32. পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি ?
উত্তর : 42টি
33. লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রার্থীর নূন্যতম কত বয়স হতে হবে ?
উত্তর : ২৫ বছর
34. নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন ?
উত্তর : রাষ্ট্রপতি।
35. প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষের নাম কী?
উত্তর : মীরা কুমার।
36. লোকসভার স্পিকার কে নিযুক্ত করেন ?
উত্তর: লোকসভার সদস্য।
37. MLA এর পুরো নাম কী ?
উত্তর : Member of Legesletive Assembly.
38. MP এর পুরো নাম কী ?
উত্তর : Member of Parliament.
39. BDO এর পুরো নাম কী ?
উত্তর : Block Development Officer.
40. SDO এর পুরো নাম কী ?
উত্তর : Sub-divitional Officer.
41. DM এর পুরো নাম কী ?
উত্তর : District Magistrate.
42. BDO এর বাংলা মানে কী ?
উত্তর : সমষ্টি উন্নয়ন আধিকারিক।
43. পঞ্চায়েত সমিতির প্রধান কে ?
উত্তর : সভাপতি।
44. জেলা পরিষদের প্রধান কে ?
উত্তর : সভাধিপতি
45. বিধানসভার সদস্যদের কী বলা হয় ?
উত্তর : বিধায়ক। (MLA)
46. পশ্চিমবঙ্গের বিধানসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর : এককক্ষ বিশিষ্ট।
47. পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা কত ?
উত্তর : ২৯৫
48. পশ্চিমবঙ্গ বিধানসভার কতজন সদস্য অ্যাংলো ইন্ডিয়ান ?
উত্তর : একজন।
49. পশ্চিমবঙ্গের কততম বিধানসভা চলছে ?
উত্তর : সপ্তদশ।
50. বিধানসভার মেয়াদ কত বছর ?
উত্তর : ৫ বছর।
51. বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ কে ?
উত্তর : বিমান বন্দ্যোপাধ্যায়।
52. বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার উপাধ্যক্ষ কে ?
উত্তর : আশিস বন্দ্যোপাধ্যায়।
53. পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমা গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৬০ সালের মে মাসে।
54. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : প্রফুল্ল চন্দ্র ঘোষ।
55. পশ্চিমবঙ্গের বিধানসভা কতজন সদস্য নিয়ে গড়ে ওঠে?
উত্তর : ৯০ জন বিধায়ক
56. কবে প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন বসে?
উত্তর: ১৯৪৭ সালের ২১ নভেম্বর।
57. পশ্চিমবঙ্গ বিধানসভা পরিষদ কবে গঠিত হয় ?
উত্তর: ১৯৫২ সালে ৫ জুন।
58. ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পর কবে প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন বসে?
উত্তর : ১৯৫২ সালের ১৮ জুন।
59. পশ্চিমবঙ্গ বিধান পরিষদ অবলুপ্ত হয় কবে?
উত্তর : ১৯৬৯ সালের ২ লা আগস্ট।
60. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে?
উত্তর : এস. কে দাস।
61. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত ?
উত্তর : ৩৫ বছর
62. ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?
উত্তর : ৫ বছরের জন্য
63. ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ গ্রহণ করান ?
উত্তর : সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
64. রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতিকে কী বলে ?
উত্তর : মহাবিচার বা Impeachment
65. বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন কত ?
উত্তর : ৫ লক্ষ টাকা
66. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর : ডঃ রাজেন্দ্র প্রসাদ
67. বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে ?
উত্তর : দ্রৌপদী মুর্মু
68. বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে ?
উত্তর : জগদীপ ধনকর
69. সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
উত্তর : উপরাষ্ট্রপতি
70. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর : ড. সর্বপল্লি রাধাকৃষ্ণন
71. উপরাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়স কত ?
উত্তর : ৩৫ বছর
72. ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন ?
উত্তর : রাষ্ট্রপতি
73. রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করেন ?
উত্তর : রাজ্যপাল
74. রাজ্যপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি’ বলেছেন কে ?
উত্তর : সরোজিনী নাইডু।
75. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কবে প্রণীত হয় ?
উত্তর : ১৯৭৩ খ্রিস্টাব্দে
76. পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর : ১৯৯২ খ্রিস্টাব্দে
77. ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন?
উত্তর : তিন ধরনের
78. ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন?
উত্তর : রাষ্ট্রপতি
79. ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে ?
উত্তর : রাষ্ট্রপতি
80. রাজ্য আইনসভার নেতা কে ?
উত্তর : মুখ্যমন্ত্রী
81. গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর : গ্রাম প্রধান
82. রাজ্যসভার সদস্যদের কার্যকালের সময়সীমা কত ?
উত্তর : ছয় বছর
83. পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কী বলা হয় ?
উত্তর : কাউন্সিলর
84. জিরো আওয়ার কাকে বলে ?
উত্তর : দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সময়কে
85. জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত ?
উত্তর : জহরলাল নেহেরু
86. ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী ?
উত্তর : জোট নিরপেক্ষ নীতি
87. সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স কত হতে হয় ?
উত্তর : বয়সের কোন শর্ত নেই
88. অর্থবিল প্রথম উপস্থাপিত হয় কোথায়?
উত্তর : লোকসভায়
89. পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য কত ?
উত্তর : ২৯৪ জন
90. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তর : ৬৫ বছর
91. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী ?
উত্তর : জেলা পরিষদ
92. রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত ?
উত্তর : ২৫০
93. রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কী ?
উত্তর : বিধান পরিষদ
94. গ্রাম পঞ্চায়েত প্রথম সভা আহ্বান করেন কে ?
উত্তর : বিডিও
95. কলকাতা কর্পোরেশনের বর্তমান মেয়র কে ?
উত্তর : ফিরহাদ হাকিম
96. পৌরসভার প্রধান কে ?
উত্তর : পৌর প্রধান বা পৌর পিতা
97. ভারতের সর্বোচ্চ আদালতের নাম কী?
উত্তর : সুপ্রিম কোর্ট
98. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন ?
উত্তর : রাষ্ট্রপতি
99. ভারতের সংসদের উচ্চকক্ষ বা দ্বিতীয় কক্ষের নাম কী ?
উত্তর : রাজ্যসভা
100. ভারতের সংসদের প্রথম বা নিম্নকক্ষের নাম কী ?
উত্তর : লোকসভা