Upper Primary TET| CTET|Comprehension|

 

বোধপরীক্ষণ (পদ্য)

নিম্নলিখিত কবিতাটি পাঠ করে

সংশ্লিষ্ট প্রশ্নগুলির সঠিক উত্তর

নির্বাচন করুন


ভাবছি,
ঘুরে দাঁড়ানোই ভাল

এত
কালো মেখেছি দু হাতে

এত
কাল ধরে।

কখনো
তোমার করে, তোমাকে ভাবিনি।

এখন
খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে

চাঁদ
ডাকে আয়, আয়, আয়।

এখন
গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে

চিতা
কাঠ ডাকে আয়, আয়, আয়।

যেতে
পারি,

যেকোনো
দিকেই আমি চলে যেতে পারি

কিন্তু,
কেন যাবো?

সন্তানের
মুখ ধরে একটি চুমো খাবো

 

১। কিন্তু, কেন যাবো ? – কোন ধরণের

 বাক্য  ?

ক) প্রশ্নবোধক     খ) সন্দেহবাচক  

গ) অনুজ্ঞাসূচক   ঘ) বিবৃতিমূলক

 

২। আলোচ্য কবিতায় ‘আয়’ শব্দটি

 কতবার  আছে ?

ক) ৬ বার 
খ) ৪ বার  গ)৫বার   ঘ)৭বার

 

৩। কবিতার কথক কাকে চুমু খাওয়ার

 ইচ্ছা পোষণ
করেছেন?

ক)মা 
খ)স্ত্রী   গ)সন্তান  ঘ)ভাই

 

৪। চাঁদ ডাকে আয়, আয়, আয়। –

 নিম্নরেখ পদটি কোন
কারক ?

ক) কর্তৃকারক    খ) কর্মকারক  

গ) সম্বোধন পদ   ঘ)করণ কারক

 

৫। নিম্নলিখিত বাক্যগুলির সঠিকক্রম

 নির্বাচন
করুন :

অ) যেতে পারি    

আ) এত কাল ধরে  

ই) কিন্তু, কেন
যাবো  

ঈ) এত কালো মেখেছি দু হাতে

 

ক) ঈ,আ,অ,ই    
খ) অ,ই,ঈ,আ   

গ) আ,ঈ,অ,ই      ঘ) ই,আ,ঈ,অ

 

৬। “ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভাল” –

 ক্রিয়ার কাল নির্ণয় করুন ।

ক)সাধারণ বর্তমান  খ) ঘটমান বর্তমান  

গ)পুরাঘটিত বর্তমান  ঘ) ঘটমান অতীত

 

৭। আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা ?

ক) কলাবৃত্ত     খ) মিশ্র কলাবৃত্ত  

গ)
মহাপয়ার    ঘ) অমিত্রাক্ষর


📙 উত্তরের জন্য নীচে ক্লিক করুন 

    উত্তর : ১। ক) ২। ক) ৩। গ) ৪। ক) ৫। ক) ৬। খ) ৭। খ)


    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top