বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন|MCQ Class VIII Bengali|অষ্টম শ্রেণি বাংলা




বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন


অষ্টম শ্রেণি
বাংলা


সঠিক উত্তরটি নির্বাচন করো :

1. মহর্ষি নামে খ্যাত-

(A) রামমোহন রায়

(B) চিত্তরঞ্জন দাশ

(C) দেবেন্দ্রনাথ ঠাকুর

(D) জীবনানন্দ দাশ।

উত্তর :- (C) দেবেন্দ্রনাথ ঠাকুর


2. চিত্তরঞ্জন দাশকে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ তার মাকে পাঠিয়েছিলেন, কারণ-

(A) তাঁর মা কবিতাটি পড়তে চেয়েছিলেন

(B) চিত্তরঞ্জন দাশ ছিলেন তাঁদের আত্মীয়

(C) মায়ের আদেশেই তিনি কবিতাটি লিখেছিলেন

(D) তিনি তাঁর মায়ের মতামত নিতে চেয়েছিলেন।

উত্তর :- (D) তিনি তাঁর মায়ের মতামত নিতে চেয়েছিলেন।


3. “তাঁর কবিতার বিষয়-ভাবনায় যথেষ্ট বৈচিত্র্য ছিল।”  উদ্ধৃতাংশে যাঁর কথা বলা হয়েছে, তিনি হলেন-


(A) সুচরিতা দেবী

(B) কুসুমকুমারী দেবী

(C) বাসন্তী দেবী

(D) সারদা দেবী

উত্তর :- (B) কুসুমকুমারী দেবী


4. কাব্যবোধ। — অনুরূপ সমাসবদ্ধ পদের উদাহরণ হলো-

(A) সুপরামর্শ

(B) বনচ্ছায়া

(C) স্নেহ-মমতা

(D) শ্রদ্ধাঞ্জলি

উত্তর :- (B) বনচ্ছায়া


5. দেশবন্ধু – দেশের বন্ধু – এটি যে সমাসের উদাহরণ-

(A) দ্বন্দ্ব সমাস

(B) অব্যয়ীভাব সমাস

(C) কর্মধারয় সমাস

(D) তৎপুরুষ সমাস

উত্তর :- (D) তৎপুরুষ সমাস



সঠিক উত্তরটি নির্বাচন করো :

6. লেখকের মনঃকষ্টের কারণ

(A) জমির ক্রমবর্ধমান দাম

(B) ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান

(C) বিদ্যালয় জীবনের স্মৃতিকাতরতা

(D) নাগরিক সভ্যতার ক্রমবিকাশ

উত্তর :- (B) ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান


7. সন্ধ্যা > সন্ধে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি এখানে লক্ষ্যণীয়-

(A) সমীভবন

(B) স্বরসংগতি

(C) অপিনিহিতি

(D) ব্যঞ্জনসঙ্গতি

উত্তর :- (B) স্বরসংগতি


8. ‘এটা আমার পক্ষিবিদ্যার ভাঁড়ারে সর্বপ্রথম আর সর্বোত্তম স্মৃতির একটি।’ স্মৃতিটি হলো-

(A) কালেভদ্রে দেখা পাওয়া হায়েনা

(B) ভোরবেলা দোয়েলের ডাক

(C) সন্ধ্যাবেলা শুরু হয়ে রাতভর শোনা শেয়ালের ডাক

(D) নিরুদ্বেগ স্কুলছুটির দিনগুলো

উত্তর :- (B) ভোরবেলা দোয়েলের ডাক


9. রচনাটিতে যে স্থানটির প্রসঙ্গ রয়েছে-

(A) চেন্নাই

(B) চাকদহ

(C) চেম্বুর

(D) চেতলা

উত্তর :- (C) চেম্বুর


10. ‘চোখের মণি’ কথাটির বিশেষ অর্থ হলো-

(A) চক্ষুশূল

(B) দামি

(C) মোহ

(D) প্রিয়

উত্তর :- (D) প্রিয়



সঠিক উত্তরটি নির্বাচন করো :

11. বাংলায় দশাবতার তাস তৈরি হয় একমাত্র-

(A) বেনাচিতিতে

(B) বোলপুরে

(C) বেলুড়ে

(D) বিষ্ণুপুরে

উত্তর :- (D) বিষ্ণুপুরে


12. দশাবতার তাসে মোট তাসের সংখ্যা-

(A) ১০টি

(B) ১২টি

(C) ১৩টি

(D) ১২০টি

উত্তর :- (D) ১২০টি


13. দশাবতার তাস তৈরির মূল উপাদানটি হলো-

(A) সিঁদুর

(B) গালা

(C) পাথর

(D) কাপড়

উত্তর :- (D) কাপড়


14. বিষ্ণুর দশ অবতারে যাঁর নাম নেই-

(A) বরাহ

(B) পরশুরাম

(C) দশরথ

(D) কল্কি

উত্তর :- (D) কল্কি


15. ‘নৃসিংহ’ শব্দের ব্যাসবাক্যটি হবে-

(A) মানুষও নয় সিংহও নয়

(B) নৃ অথচ সিংহ

(C) সিংহ মানুষের ন্যায়

(D) নরশ্রেষ্ঠ যিনি

উত্তর :- (C) সিংহ মানুষের ন্যায়



সঠিক উত্তরটি নির্বাচন করো :

16 ঈশ্বরচন্দ্র গুপ্তের মাতৃবিয়োগ হয়-

(A) ১৮১৫ খ্রিস্টাব্দে

(B) ১৮২২ খ্রিস্টাব্দে

(C) ১৮৩১ খ্রিস্টাব্দে

(D) ১৮৩৯ খ্রিস্টাব্দে

উত্তর :- (B) ১৮২২ খ্রিস্টাব্দে


17. কবিপ্রসিদ্ধি শব্দের অর্থ-

(A) প্রাচীন কবি

(B) কবির কল্পনা

(C) কবি হিসেবে খ্যাতি

(D) কবিত্বময

উত্তর :- (C) কবি হিসেবে খ্যাতি


18. যে বাংলা সাপ্তাহিক পত্রিকাটি পরে দৈনিক রূপে প্রকাশিত হয়, তার নাম-

(A) রসরাজ

(B) সংবাদ প্রভাকর

(C) সংবাদ রত্নাবলী

(D) সংবাদ সাধুরঞ্জন

উত্তর :- B) সংবাদ প্রভাকর


19. ‘পাষণ্ডপীড়ন’ পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ছিল-

(A) বিভিন্ন বিষয় অবলম্বনে লিখিত খণ্ডকবিতা প্রকাশ করা

(B) ব্যঙ্গ কবিতার রচনা করা

(C) ‘রসরাজ’ পত্রিকার সঙ্গে কবিতাযুদ্ধে অবতীর্ণ হওয়া

(D) বৈজ্ঞানিক ও বাণিজ্যিক উন্নতি-বিষয়ক সংবাদ পরিবেশন করা

উত্তর :- (C) ‘রসরাজ’ পত্রিকার সঙ্গে কবিতাযুদ্ধে অবতীর্ণ হওয়া


20. ‘অমনোযোগী’ শব্দের ব্যাসবাক্যটি হবে-

(A) নয় মনোযোগী

(B) মনোযোগের অভাব

(C) অতিশয় মনোযোগী

(D) মনের যোগ নেই, এমন

উত্তর :- (A) নয় মনোযোগী



সঠিক উত্তরটি নির্বাচন করো :

21. ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি লিখেছেন-

A) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

(B) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

(C) রবীন্দ্রনাথ ঠাকুর

(D) সুরেন্দ্রনাথ ঠাকুর

উত্তর :- (C) রবীন্দ্রনাথ ঠাকুর


22. পণ্ডিত রবিশঙ্কর-

(A) প্রখ্যাত সরোদবাদক

(B) প্রখ্যাত সেতারবাদক

(C) প্রখ্যাত হারমোনিয়ামবাদক

(D) প্রখ্যাত তবলাবাদক

উত্তর :- (B) প্রখ্যাত সেতারবাদক


23. নীচের যে পদটি অব্যয় পদ নয়-

(A) যেন

(B) কিন্তু

(C) যার

(D) সঙ্গে

উত্তর :- (C) যার


24. ‘অশ্রু’ শব্দের বিশেষণের রূপ-

(A) অশ্রুজল

(B) অশ্রুবারি

(C) সাশ্রু

(D) অশ্রুনীর

উত্তর :- (C) সাশ্রু


25. ‘প্রশংসা’ শব্দের যে সমার্থক শব্দটি পাঠে রয়েছে-

(A) মন্ত্র

(B) স্তব

(C) ভালোবাসাময়

(D) পুণ্য

উত্তর :- (B) স্তব

ভাগ  ৬  –  নিচে দেওয়া অংশটি পড়ো:


সঠিক উত্তরটি নির্বাচন করো :

26. কন্যাশ্রীর প্রকল্পে যা দেওয়া হয়-

(A) পুরস্কার

(B) আর্থিক সহায়তা

(C) পোশাক, বইপত্র

(D) পড়াশোনার জন্য ঋণ

উত্তর :- (B) আর্থিক সহায়তা


27. কন্যাশ্রীর প্রকঙ্গে প্রাপকের সর্বনিম্ন বয়স হতে হবে

(A) ১০ বৎসর

(B) ১২ বৎসর

(C) ১৩ বৎসর

(D) ১৫ বৎসর

উত্তর :- (C) ১৩ বৎসর


28. কন্যাশ্রী পাওয়ার জন্য নীচের যে শর্তটি পুরণ করা আবশ্যক-

(A) পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে।

(B) পরিবারের একমাত্র কন্যাসন্তান হতে হবে।

(C) সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে

(D) আগের ক্লাসে শেষ পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

উত্তর :- (C) সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে


29. কন্যাশ্রী প্রকল্পে আঠারো থেকে উনিশ বছর বয়সী পাঠরতা মেয়েদের এককালীন অনুদান দেওয়া হয়-

(A) ২০০০০ টাকা

(B) ২৫০০০ টাকা

(C) ৩০০০০ টাকা

(D) ৩৫০০০ টাকা

উত্তর :- (B) ২৫০০০ টাকা


30. কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র পাওয়া যায়-

(A) স্থানীয় পুরসভা ও পঞ্চায়েত অফিসে

(B) স্থানীয় বিডিও অফিসে

(C) জেলা পরিষদের অফিসে

(D) নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে

উত্তর :- (D) নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top