১। ঠাকুর পরিবারের আদি পদবি কী ছিল ?
উত্তর: কুশারী ।
২। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী ছিল?
উত্তর : প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
৩। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী ?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কী ?
উত্তর: সারদা দেবী।
৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬১ সালের ৭ মে। বাংলা ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ।
রবীন্দ্রনাথ ঠাকুর কী বারে জন্মগ্রহণ করেন ?
উত্তর: সোমবার ।
৬।কোন বইয়ের মাধ্যমে রবীন্দ্রনাথের ঠাকুরের লেখাপড়ায় হাতেখড়ি হয় ?
উত্তর: বিদ্যাসাগরের বর্ণপরিচয়
৭। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন স্কুলে ভর্তি হন ?
উত্তর: ওরিয়েন্টাল সেমিনারি ।
৮। রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মায়ের কততম সন্তান ছিলেন ?
উত্তর: চতুর্দশতম ।
৯। রবীন্দ্রনাথেরা মোট কয় ভাইবোন ছিলেন ?
উত্তর: ১৫ জন।
১০। রবীন্দ্রনাথের ছোটো ভাই মাত্র এক বছর বেঁচেছিলেন। তার নাম কী ছিল ?
উত্তর: বুধেন্দ্রনাথ।
১১। রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কী ছিল ?
উত্তর : ভবতারিণী দেবী ।পরবর্তীকালে নাম হয় মৃণালিনী দেবী ।
১২। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর মশায়ের নাম কী ?
উত্তর: বেনীমাধব রায়চৌধুরী ।
১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের শাশুড়ি মায়ের নাম কী ?
উত্তর: দাক্ষায়ণী দেবী ।
১৪। রবীন্দ্রনাথ ঠাকুরের কয় ছেলে এবং কয় মেয়ে ?
উত্তর: দুই ছেলে এবং তিন মেয়ে।
১৫। রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো মেয়ের নাম কী?
উত্তর: মাধুরীলতা ।
১৬। রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো ছেলের নাম কী ?
উত্তর: রথীন্দ্রনাথ।
১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো ছেলের নাম কী ?
উত্তর : শমীন্দ্রনাথ ।
১৮। রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো বোন ভারতের প্রথম মহিলা ঔপন্যাসিক ।তাঁর নাম কী ?
উত্তর: স্বর্ণকুমারী দেবী ।
১৯। রবীন্দ্রনাথের উচ্চতা কত ছিল ?
উত্তর: ৬ ফুট ৩ ইঞ্চি।
২০। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসবের আয়োজন করেন ?
উত্তর: রাখিবন্ধন উৎসব ।
২১। ঠাকুর পরিবারের প্রথম বিধবা বিবাহ কোনটি ?
উত্তর: রথীন্দ্রনাথের।
২২। রবীন্দ্রনাথের প্রথম কবিতাটির নাম কী ?
উত্তর: হিন্দু মেলার উপহার । (স্বনামে প্রকাশিত)
২৩। রবীন্দ্রনাথের প্রথম কাব্যটির নাম কী ?
উত্তর: বনফুল।
২৪। রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কবিতা কোনটি?
উত্তর: অভিলাষ।
২৫। রবীন্দ্রনাথের প্রথম নাটক কোনটি?
উত্তর: রুদ্রচণ্ড।
২৬। রবীন্দ্রনাথের প্রথম ছোটোগল্প কোনটি?
উত্তর: ভিখারিনী।
২৭। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : বউ ঠাকুরাণীর হাট।
২৮। রবীন্দ্রনাথের প্রথম গদ্য প্রবন্ধ কোনটি?
উত্তর: ভুবনমোহিনী প্রতিভা।
২৯। স্ত্রীর মৃত্যুতে রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থ রচনা করেন ?
উত্তর: স্মরণ।
৩০। জীবিতকালে প্রকাশিত রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি ?
উত্তর: জন্মদিনে।
৩১। মৃত্যুর পর রবীন্দ্রনাথের শেষদিকে লেখা কবিতা নিয়ে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী ?
উত্তর: শেষলেখা ।
৩২। স্বহস্তে লেখা রবীন্দ্রনাথের শেষ কবিতা কোনটি ?
উত্তর: দুঃখের আঁধার রাত্রি ।
৩৩। রবীন্দ্রনাথের সর্বশেষ কবিতা কোনটি ?
উত্তর: তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি/ বিচিত্র ছলনাজালে, হে ছলনাময়ী।
৩৪। রবীন্দ্রনাথের লেখা প্রথম গান কোনটি?
উত্তর: গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে ।(গুরু নানক রচিত গানের ভাষান্তর)
৩৫। রবীন্দ্রনাথের প্রথম গানের সংগ্রহ পুস্তকটির নাম কী ?
উত্তর: রবিচ্ছায়া।
৩৬। ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের লেখা?
উত্তর: বাংলাদেশ।
৩৭। “জনগণমন” গানটি প্রথম গাওয়া হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে।
৩৮। “জনগণমন” গানটি কবে থেকে জাতীয় সংগীত হিসাবে স্বীকৃতি লাভ করে?
উত্তর: ২৪ জানুয়ারি ১৯৫০ সাল থেকে।
৩৯। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম উপন্যাসটির নাম কী?
উত্তর: গোরা।
৪০। চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: ঘরে বাইরে।
৪১। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের হিন্দি অনুবাদ- “আঁখ কি কিরকিরি” ?
উত্তর: চোখের বালি।
৪২। নিজের লেখা কোন নাটকে রবীন্দ্রনাথ প্রথম অভিনয় করেন?
উত্তর: বাল্মীকি প্রতিভা।
৪৩। নিজের জীবনের ঘটনা কোন বইতে লিখেছেন রবীন্দ্রনাথ?
উত্তর: জীবনস্মৃতি।
৪৪। রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক একমাত্র গ্রন্থটির নাম কী?
উত্তর: বিশ্ব পরিচয়।
৪৫। ‘বিশ্ব পরিচয়’ গ্রন্থটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন?
উত্তর: সত্যেন্দ্রনাথ বসুকে।
৪৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯১৩ সালে ১৩ নভেম্বর।
৪৭। গীতাঞ্জলি বইয়ের ইংরেজি অনুবাদের নাম কী ?
উত্তর: Song Offerings.
৪৮। Song Offerings-এর ভূমিকা কে লেখেন?
উত্তর: ডব্লিউ বি ইয়েটস।
৪৯। Song Offerings- বইটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন?
উত্তর: উইলিয়াম রোদেনস্টাইনকে।
৫০। রবীন্দ্রনাথের সময় নোবেল পুরস্কারের আর্থিক মূল্য কত ছিল?
উত্তর: ৮০০০ পাউন্ড।
৫১। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজটি কত সালে চুরি হয়ে যায়?
উত্তর: ২০০৪ সালে।
৫২। রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতবার বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন ?
উত্তর: বারোবার ।
৫৩। কে প্রথম রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলেন ?
উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায় ।
৫৪। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে গানের রাজা বলেছিলেন ?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত ।
৫৫। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকার নাইটহুড উপাধি প্রদান করেন ?
উত্তর: ১৯১৫ সালে।
৫৬। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকার প্রদত্ত নাইটহুড উপাধি ত্যাগ করেন ?
উত্তর: ১৯১৯ সালে।
৫৭। ১৯৪১ সালে জন্মদিনে রবীন্দ্রনাথ যে ভাষণ দেন সেই ভাষণ বই আকারে প্রকাশিত হয়। বইটির নাম কী ?
উত্তর: সভ্যতা সংকট ।
৫৮। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া রবীন্দ্রনাথের চিঠির সংখ্যা কত ?
উত্তর: প্রায় ৪২০০.
৫৯। রবীন্দ্রনাথের গান প্রথম রেকর্ড করেন কে ?
উত্তর: রবীন্দ্রনাথ নিজেই ।
৬০। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কী?
উত্তর : প্রতিসর কৃষি ব্যাংক ।
৬১। কোন বছর রবীন্দ্রনাথ প্রথম শান্তিনিকেতনে আসেন ?
উত্তর: সালে।
৬২। শান্তিনিকেতন বিদ্যালয় স্থাপন করেন কত সালে?
উত্তর: ১৯০১ সালে।
৬৩। কত সালে বিশ্বভারতী উদ্বোধন হয়?
উত্তর: ১৯২১ সালে।
৬৪। কত সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়?
উত্তর: ১৯৫১ সালে।
৬৫। নেতাজি সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ কোন বইটি উৎসর্গ করেন ?
উত্তর: তাসের দেশ।
৬৬। নজরুল ইসলাম তাঁর কোন বইটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন ?
উত্তর: সঞ্চিতা।
৬৭। জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথকে কোন বইযটি উৎসর্গ করেন ?
উত্তর: অব্যক্ত।
৬৮। রবীন্দ্রনাথের কোন গল্প নিয়ে সত্যজিৎ রায় চারুলতা সিনেমাটি বানিয়েছিলেন?
উত্তর: নষ্টনীড় ।
৬৯। রবীন্দ্রনাথ একটিমাত্র সিনেমা পরিচালনা করেছিলেন সেটির নাম কী ?
উত্তর: নটীর পূজা ।
৭০। রবীন্দ্রনাথের বিখ্যাত জীবনী ‘রবীন্দ্র- জীবনী’ -এর লেখক কে ?
উত্তর: প্রভাত কুমার মুখোপাধ্যায় ।
৭১। “অমন সুন্দর সিল্ক মসৃণ দাড়িও মানুষের হয়”-কে, কার সম্পর্কে মন্তব্য করেন?
উত্তর: বার্নার্ড শ বলেছিলেন রবীন্দ্রনাথ সম্পর্কে ।
৭২। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রথম ডাকটিকিট কবে প্রকাশিত হয় ? ডাকটিকিটের দাম কত ছিল?
উত্তর: ১৯৫২ সালে ১ অক্টোবর। দাম ছিল বারো আনা।
৭৩। ১৯৬১ সালে জন্মশতবর্ষে ভারত ছাড়া আর কোন দেশ থেকে রবীন্দ্রনাথকে নিয়ে ডাকটিকিট প্রকাশিত হয় ?
উত্তর: ব্রাজিল ,আর্জেন্টিনা, সোভিয়েত রাশিয়া ,রোমানিয়া ।
৭৪। “মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই”কোন কবিতার অংশ ?
উত্তর: কবিতার নাম ‘প্রাণ’ ।কাব্যগ্রন্থ কড়ি ও কোমল ।
৭৫। “কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে” — কোন কাব্যের অন্তর্গত ?
উত্তর: কণিকা ।
৭৬। “এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি/ রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি” – কোন কবিতার লাইন?
উত্তর: দুই বিঘা জমি ।
৭৭। “হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগোরে ধীরে /এই ভারতের মহামানবের সাগরতীরে”
-কোন কবিতার লাইন?
উত্তর : ভারততীর্থ ।
৭৮। “মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ”- কোন রচনার অংশ ?
উত্তর: সভ্যতার সংকট।
৭৯। “সোনার চেয়ে আনন্দের দাম বেশি ; ….. প্রতাপের মধ্যে পূর্ণতা নেই , প্রেমের মধ্যেই পূর্ণতা । সেখানে মানুষকে দাস করে রাখবার প্রকাণ্ড আয়োজনে মানুষ নিজেকেই নিজে বন্দী করেছে ।” —কোন রচনার অংশ ?
উত্তর: পশ্চিম-যাত্রীর ডায়রি।
৮০। “আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না ।” —কোন রচনার অংশ ?
উত্তর: চার অধ্যায়।
৮১। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি কে দেন ?
উত্তর: ক্ষিতিমোহন সেন।
৮২। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ উপাধিতে ভূষিত করেন কে ?
উত্তর: গান্ধিজি।
৮৩। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি ?
উত্তর: চোখের বালি।
৮৪। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী ?
উত্তর: জীবনস্মৃতি, ছেলেবেলা
৮৫। কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থ উৎসর্গ করেন ?
উত্তর: বসন্ত (গীতিনাট্য)
৮৬। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের পান্ডুলিপি কাটাকুটিকে খেলাচ্ছলে চিত্রবিচিত্র করতে করতেই চিত্রচর্চা শুরু করেন ?
উত্তর: পূরবী
৮৬। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন ?
উত্তর: শেষ বয়সের প্রিয়া
৮৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা সংকলন কোনটি ?
উত্তর: চয়নিকা
৮৮। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কতগুলি গানের সংকলন ?
উত্তর: ১৫৭ টি
৮৯। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের প্রথম নাম ছিল পথ ?
উত্তর: মুক্তধারা
৯০। রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রবন্ধে বিহারীলালকে ভোরের কথা বলেছেন ?
উত্তর: ‘আধুনিক সাহিত্য’ প্রবন্ধ গ্রন্থের ‘বিহারীলাল’ প্রবন্ধে।
৯১। রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রের চিঠিগুলি কাকে উদ্দেশ্য করে লিখেছেন ?
উত্তর: ইন্দিরা দেবী ও শ্রীশচন্দ্রকে উদ্দেশ্য করে
৯২। রবীন্দ্রনাথের প্রবন্ধ ‘মহাকবির হাতের প্রবন্ধ’ কে বলেছেন ?
উত্তর: অতুলচন্দ্র গুপ্ত
৯৩। রবীন্দ্রনাথ ঠাকুর ‘মেঘনাদবধকাব্যে’র সমালোচনা করেন তা কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর: ভারতী
৯৪। মহেন্দ্র, আশা, বিহারী, বিনোদিনী কোন উপন্যাসের চরিত্র ?
উত্তর: চোখের বালি
৯৫। সন্দীপ, বিমলা, অখিলেশ কোন উপন্যাসের চরিত্র ?
উত্তর: ঘরে বাইরে
৯৬। ‘রাশিয়ার চিঠি’ কার লেখা ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৯৭। শেষের কবিতা কী ধরনের গ্রন্থ ?
উত্তর: উপন্যাস।
৯৮। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৯৯। ‘রক্তকরবী’, ‘বিসর্জন’ নাটক কার লেখা ?
উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর
১০০। “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা ” – এটি কার রচনা ?
উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর
Thanks