সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে মধ্যযুগ
উঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
২] নৌকা খণ্ডে কটি পদ আছে ?
উঃ ৩০
৩] বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি ?
উঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’
৪] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ভাষা কোন যুগের ?
উঃ আদি মধ্য যুগ
৫] কাব্যে রাধার স্বামীর নাম কী ?
উঃ অভিমন্যু
৬] বড়ু চন্ডীদাস ভনিতা কত বার আছে ?
উঃ ৪৩
৭] “রাধাবিরহ” অংশটিকে প্রক্ষিপ্ত বলেছেন কে ?
উঃ বিমানবিহারী মজুমদার
৮] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বাংলা সাহিত্যের কততম গ্ৰন্থ ?
উঃ ২
৯] এই কাব্যের মোট পদ কত ?
উঃ ৪১৮
১০] কাব্যটি কিসের উপর লেখা ?
উঃ তুলোট কাগজ
১১] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন গানের লক্ষণ আছে ?
উঃ ঝুমুর
১২] রাধার বাবা কে ?
উঃ সাগর
১৩] ছত্র ধর কাহ্নাঞিঁ দিবোঁ সুরতি” কত সংখ্যক পদ?
উঃ ২০৯
১৪] ‘ললাট লিখিত খন্ডন না জাএ’ – কোন খণ্ডের অংশ ?
উঃ দান খণ্ড
১৫] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খন্ড সংখ্যা কত ?
উঃ ১৩
১৬] বড়ু চন্ডীদাস কোথাকার বাসিন্দা ?
উঃ বাঁকুড়ার ছাতনা
১৭] এই কাব্যে কতগুলি রাগরাগিণী আছে ?
উঃ ৩২
১৮] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির নাম রাধাকৃষ্ণের ধামালী রাখার প্রস্তাব কে করেন ?
উঃ বিমানবিহারী মজুমদার
১৯] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকাশকাল কত ?
উঃ ১৯১৬
২০] “দেখিল কোকিল বেল গাছের উপরে। আর তিল কাক তাক ভখিতেঁ না পারে।। – কোন খণ্ডের অংশ ?
উঃ দান খণ্ড
২১] শ্রীকৃষ্ণকীর্তন এর সংস্কৃত শ্লোক সংখ্যা কত ?
উঃ ১৬১
২২] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে অনন্ত চন্ডীদাস ভনিতা কত বার আছে ?
উঃ ৭
২৩] ‘হরিণ নিজের মাংসের জন্য নিজেই নিজের শত্রু’ – এই অর্থবোধক প্রবাদটি কতবার ব্যবহৃত হয়েছে ?
উঃ ৩
২৪] শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশের পর সম্পাদক এক খন্ড বই কাকে উপহার দিয়েছিলেন ? এবং বইয়ের প্রথম পৃষ্ঠায় স্বহস্তে কী লিখেছিলেন ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর কে। লিখেছিলেন –”কবিকুল-রবি শ্রীযুক্ত স্যার রবীন্দ্রনাথ ঠাকুরকে টি, ডি এন্ আই টি মহাশয়ের শ্রীকরকমলে — শ্রীবসন্ত রায়।”
২৫] কাব্যের বৃহত্তম খন্ডের নাম কি ?
উঃ দান
২৬] গাইল বড়ু চণ্ডীদাস – ভণিতা কত বার আছে ?
উঃ ২৯৮
২৭] কাব্যটি কত সালে আবিষ্কৃত ?
উঃ ১৯০৯
২৮] কাব্যটি কোথা থেকে পাওয়া যায় ?
উঃ কাকিল্যা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর বাড়ি থেকে
২৯] শ্রীকৃষ্ণসন্দর্ভ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ শ্রীজীব গোস্বামী
৩০] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পৌরাণিক চরিত্র কে কে ?
উঃ মহাদেব সুগ্রীব গোডুর পান্ডু যুধিষ্ঠির
৩১] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকৃত নাম কি ?
উঃ শ্রীকৃষ্ণসন্দর্ভ
৩২] কাব্যের লিপিকার কে ?
উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়
৩৩] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন রসের প্রভাব দেখা যায় ?
উঃ শৃঙ্গার রস
৩৪] ভাগবতের রাস কোন খন্ডকে বলা হয় ?
উঃ বৃন্দবন খণ্ড
৩৫] রাধার শ্বশুর আর শ্বাশুরীর নাম কি ?
উঃ জল ও জটিলা
৩৬] বর্তমান কাব্যের এ কোন সংস্করণটি মুদ্রিত আকারে দেখা যায় ?
উঃ 8
৩৭] কাব্য কাহিনীর শুরু হয় কোন ঋতুতে ?
উঃ বসন্ত
৩৮] কাব্যের প্রথম পদে কার কথা ব্যক্ত হয়েছে ?
উঃ পৃথিবী
৩৯] শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে কোথা থেকে প্রথম প্রকাশিত হয় ?
উঃ ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
৪০] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যোর পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকূটে কার নাম ও কত সনের উল্লেখ রয়েছে ?
উঃ পঞ্চানন, ১০৮৯ সন
৪১] কাব্যে উল্লেখিত কয়েকটি ফুলের নাম কী ?
উঃ মালতী, বাসক, করবী, চাঁপা, ছাতিম, পিপলি, বাতকী, শিরিষ
৪২] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে কী নাম ছিল?
উঃ শ্রীকৃষ্ণসন্দর্ভ
৪৩] প্রথম পৃথিবীর কথা বলা আছে কোন কাব্যে ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তনকাব্যে
৪৪] এই কাব্যে সবচেয়ে ব্যবহৃত রাগের নাম কি ?
উঃ পাহাড়িয়া
৪৫] কোন কোন খণ্ডে রাধাকৃষ্ণ মিলন সংঘটিত হয় ?
উঃ ৫ টি। দান, নৌকা, বৃন্দাবন, বাণ ও রাধা বিরহ
৪৬] কোন ঋতুতে কাব্যের সমাপ্তি হয় ?
উঃ শরৎ
৪৭] মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তনকাব্য
৪৮] রামগিরী রাগে কতগুলি পদ রচিত ?
উঃ ৫৪
৪৯] এই কাব্যে কয়টি খণ্ড আছে ?
উঃ ১৩
৫০] ‘রাধিকা থাকিলি বসি আপনার ঘরে’ – কার উক্তি ?
উঃ বড়াই
৫১] তাম্বুলখন্ডে রাধার বয়স কত ?
উঃ ১১ বছর
৫২] রাধা কিসের প্রতীক ?
উঃ জীবাত্মার
৫৩] কে কোন গ্রন্থে প্রথম প্রমাণ করেন যে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন ?
উঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ODBL গ্রন্থে।
৫৪] প্রাচীন কোন গ্রন্থে শ্রীকৃষ্ণকীর্তনের উল্লেখ আছে ?
উঃ বৈষ্ণবতোষিণী
৫৫] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সঙ্গে লোকগীতের কোন ধারার নৈকট্য বর্তমান ?
উঃ ঝুমুর
৫৬] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে এমন ৩ টি তালের নাম লেখ ?
উঃ একতালা, যতি, আঠতালা
৫৭] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে এমন ৪ টি রাগের নাম উল্লেখ কর।
উঃ কেদার, মল্লার, ভৈরবী, বসন্ত প্রভৃতি।
৫৮] এই কাব্যকে শ্রীকৃষ্ণধামালী কে নাম দেন ?
উঃ বিমানবিহারী
৫৯] ‘মাকড়ের যোগ্য কভোঁ নহে গজুমতী’ – প্রবচনটি কোন খন্ডের ?
উঃ দান খন্ড ১৩০ সংখ্যক পদ
৬০] কৃষ্ণ ও রাধার স্বর্গীয় নাম কী কী ?
উঃ বিষ্ণু ও লক্ষ্মী
৬১] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ভাগবতের প্রভাব আছে কোন খণ্ডে ?
উঃ বৃন্দাবন খণ্ড
৬২] কাব্যে কৃষ্ণ ও রাধার পারস্পরিক কথোপকথনের সূচনা হয় কোন্ খন্ড থেকে ?
উঃ দান
৬৩] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল উৎস রূপে কোন গ্রন্থগুলিকে নির্দেশ করা হয় ?
উঃ ভাগবত, বিষ্ণুপুরান, হরিবংশ, ব্রহ্মবৈবর্তপুরাণ
৬৪] বন পোড়ে আগ বড়ায়ি জগজনে জাণী/মোর মন পোড়ে যেহ্ন কুম্ভারের পণী। কোন্ খন্ডে কত সংখ্যক পদে আছে ?
উঃ বংশী খন্ড ১৩০ সংখ্যক পদে আছে
৬৫] মধ্যযুগে মোট কতজন চন্ডীদাসের অস্তিত্বের কথা জানা যায় ?
উঃ ৪
৬৬] কাব্যে ব্যবহৃত দুটি ব্রজবুলি শব্দ কি কি ?
উঃ পুনমী, জানল।
৬৭] কাব্যে রাধার বয়স কত জানা যায়?
উঃ ১১
৬৮] কাব্যটির পুঁথিতে কত রকমের হস্তাক্ষর আছে ?
উঃ ৩
৬৯] বসন্তরঞ্জন তাঁর জীবদ্দশায় এই কাব্যের কটি সংস্করন প্রকাশ করেন ?
উওর ৪
৭০] কাব্যে কত প্রকার প্রয়ার আছে?
উওর ৭
৭১] এই গ্রন্থের মূল্য নিরুপণ যথাযথভাবে হয়েছে বলে মনে হয় না, হলে এর আরো অনেক বেশি সমাদর হয় আমাদের দেশে। এ গ্রন্থটি কী কাব্য, কী সংগীত, কী গীতিনাট্য সবদিক থেকেই রীতিমতো গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রাচীন সংগীতকলার অত্যুৎকৃষ্ট প্রচেষ্টার পরিচায়ক— কথাটি কার?
উঃ রাজেশ্বর মিত্র
৭২] বলরাম কৃষ্ণের পূ্র্বজন্মের কথা বলেছিলেন কোন খন্ডে ?
উঃ কালীয়দমন খন্ডে
৭৩] শ্রীকৃষ্ণসন্দর্ভ নামটি কে গ্রহন করতে চান ?
উঃ অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
৭৪] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনীর বিস্তৃতি কত দূর পর্যন্ত ?
উঃ মথুরা গমন
৭৫] শ্রীকৃষ্ণকীর্তনের ভূমিকা কে লেখেন ?
উঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
৭৬] রাধাবিরহ “খন্ড” না হয়ে “অংশ “নামাঙ্কিত কেন ?
উঃ প্রক্ষিপ্ত
৭৭] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহৃত “ঘড়ী” শব্দের রবীন্দ্রনাথ কোন অর্থ করেছিলেন ?
উঃ ঘট
৭৮] বডু চন্ডীদাসকে কে আদিতম চন্ডীদাস বলেছেন ?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মুখবন্ধ ও লিপিকাল কে রচনা করেন ?
৮০] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মুখবন্ধ ও লিপিকাল কে রচনা করেন ?
উঃ মুখবন্ধ – রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। লিপিকাল – রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
৮১] শ্রীকৃষ্ণসন্দর্ভ নামটি প্রথম প্রস্তাব করেন কে ?
উঃ নলিনীনাথ দাশগুপ্ত
৮২] দানখণ্ড আর বাণখণ্ড কোন্ পূরাণ থেকে নেওয়া ?
উঃ গীতগোবিন্দম্
৮৩] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল ছন্দ কী ?
উঃ মিশ্রবৃত্ত
৮৪] রাধাবিরহ সংক্ষিপ্ত – কে বলেছেন ?
উঃ বিমানবিহারী মজুমদার
৮৫] শ্রীকৃষ্ণকীর্তন পুঁথির লেখা কয়টি হাতের ?
প্রধাণত ২ টি। ৩য় হাতের লেখা ১ম হাতের অনুকরণ — হতে পারে। কিন্তু অমিত্রসূদন ভট্টাচার্য -এর মতে এটা ৩, ১৭৮ পৃষ্ঠা (‘বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন সমগ্র’)
৮৬] “শ্রীকৃষ্ণকীর্তনে শব্দদ্বৈতের ব্যবহারের প্রাচুর্য লক্ষ্য করিবার মতো”— এমন কয়েকটি শব্দদ্বৈতের উল্লেখ করুন।
উঃ নিতি নিতি, মনে মনে ইত্যাদি।
৮৭] বড়ু কবি ‘নেহা’ শব্দটিকে কাব্যে কোন অর্থে ব্যবহার করেছেন ?
উঃ প্রেম
৮৮] “যেখানে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য শেষ সেখানে বৈষ্ণব পদাবলী শুরু” উক্তিটি কার ?
উঃ প্রমথনাথ বিশী
৮৯] কৃষ্ণের পালিত মা কে ?
উঃ যশোদা
৯০] কাব্যের প্রথম পদে কাদের কথা আছে ?
উঃ রাধা ও বড়াই
৯১] বড়ু চন্ডীদাস নামটিতে ‘বড়ু’ কথাটির অর্থ কী ?
উঃ ব্রাহ্মণ
৯২] কাব্যে কি কি ছন্দ ব্যবহৃত হয়েছে ?
উঃ অনুষ্টুপ, পয়ার, ত্রিপদী, পজ্ঝটিকা, ও মিশ্রকলাবৃও
৯৩] শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কিসের কাব্য ?
উঃ লৌকিক প্রেমের কাব্য
৯৪] ‘কান্ত পাহুন কাম দারুন’ – এখানে ‘পাহুন’ শব্দের অর্থ কী ?
উঃ ‘পাহুন’ কথার অর্থ ‘প্রবাসী’
৯৫] কৃষ্ণকে তাম্বুলের সাথে কি ফুল পাঠিয়েছিল ?
উঃ চম্পা ও নাগকেশর
৯৬] দান খণ্ডে কৃষ্ণ কত পণ দান চেয়েছিলেন ?
উঃ ১৬
৯৭] কাব্যে কোন গাছের কথা বলা হয়েছে ?
উঃ কদম
৯৮] শ্রীকৃষ্ণগকীর্তন ও চর্যাপদে আছে এমন রাগের নাম কী ?
উঃ পটমঞ্জরী
৯৯] কোন কোন খণ্ডের পুঁথি খণ্ডিত ?
উঃ জন্ম ও রাধাবিরহ
১০০] সবচেয়ে কম পদ আছে কোন খণ্ডে ?
উঃ হার খণ্ড
প্রথম লেখক?
উত্তরঃ বৃন্দাবন দাস ।
করেন?
উত্তরঃ সম্ভবতঃ ১৫১৮ – ১৫১৯ খ্রিঃ ।
নবদ্বীপে ।
(বিমানবিহারী মজুমদারের মতে) ।
নিত্যানন্দকে কি রুপে দেখেছেন?
।
চৈতন্যভাগবত কারা দেন?
উত্তরঃ বৃন্দাবনের গোস্বামীরা ।
।
আদি- চৈতন্য জন্ম থেকে গয়া
প্রত্যাবর্তনে সমাপ্ত ।
মধ্য- চৈতন্যের সন্নাস গ্রহনে সমাপ্তি ।
অন্ত- গৌড়ীয় ভক্তদের সঙ্গে মিল ও
মহোৎসবে সমাপ্তি ।
খন্ডে কটি করে অধ্যায় আছে?
উত্তরঃ আদিখন্ডে-১৫ টি , মধ্যখন্ডে-২৬
টি, অন্তখন্ডে-১০ টি ।
কত?
আখ্যায় ভূষিত করেন?
উত্তরঃ ‘চৈতন্যলীলার ব্যাস’ ।
‘চৈতন্যভাগবত’ রচনা করেন?
উত্তরঃ গুরু নিত্যানন্দের ।
জানা যায়?
উত্তরঃ ১৫৭৩ খ্রিঃ কবি কর্ণপুরের
‘গৌরগণোদ্দেশদীপিকা’ তে ।
কবি কে?
উত্তরঃ ‘চৈতন্যচরিতামৃত’ ।
নিকট ঝামাটপুর গ্রাম ।
ছিলেন?
সুনন্দা দেবী ।
মতে ১৫২৭ খ্রিঃ , জগবন্ধু ভদ্রের মতে
১৪৯৬ খ্রিঃ ।
, বিমানবিহারী মজুমদারের মতে ১৬১২
খ্রিঃ ।
খন্ডে?
কথাটি ব্যাবহার করেছেন ।
আদিলীলা (১৭ টি পরিচ্ছেদ),
মধ্যলীলা (২৫ টি পরিচ্ছেদ) এবং
অন্তলীলা ।
বৈষ্ণবদর্শনের রসভাষ্য বলা হয়?
‘চৈতন্যচরিতামৃত’ কে ।
রসজ কোকিল চুষে প্রেমাম্রমুকুলে’ –
কার লেখা, কোন কাব্যের উক্তি?
‘চৈতন্যচরিতামৃত’।
পাওয়া যায়, কি কি?
‘সারঙ্গরঙ্গদা’ ও ‘গোবিন্দলীলামৃত’
মহাকাব্য ।
কে?
করেছিলেন?
উত্তরঃ আদি কবি বাল্মীকি রচিত
সংস্কৃত রামায়নের ।
বাংলাদেশে কে লেখেন?
উত্তরঃ অভিনন্দ ।
করেন?
উত্তরঃ সম্ভবতঃ নবম শতকে ।
বিশেষ সমাদৃত?
উত্তরঃ উত্তর ভারতে তুলসী দাসের
‘রামচরিত মানস’ এবং পূর্ব ভারতে
কৃত্তিবাসের ‘রামায়ন পাঁচালি’ ।
প্রকাশ করেন?
শ্রীরামপুর প্রেস থেকে (১৮০২-১৮০৩
খ্রিঃ) ।
শ্লোকটি কি?
উত্তরঃ ‘আদিত্যবার শ্রী পঞ্চমী পুন্য
মাঘ মাস/তথি মধ্যে জন্ম লইলাম
কৃত্তিবাস’ ।
গ্রামে ।
প্রকাশ করেন?
রামায়ন লিখেছিলেন?
বরবক শাহর ।
নামকি?
মালিনী ।
সংস্করণ কার সম্পাদনায় কোথা থেকে
প্রকাশিত হয়?
তর্কালংকার এর সম্পাদনায় শ্রীরামপুর
মিশন থেকে (১৮৩০-৩৪ খ্রিঃ) ।
লেখা?
দলবৃত্ত ছন্দনৈপুন্য ও দেখা যায় ।
সাহিত্যে দ্বিতীয় অনুবাদ গ্রন্থের নাম
কি?
বর্ণিত?
স্কন্দের ।
‘শ্রীকৃষ্ণবিজয়’ রচনা করেন?
শুরু এবং ১৪৮০ খ্রিঃ সম্পূর্ন ।
তারিখযুক্ত গ্রন্থ কোনটি?
শ্লোকটি কি?
উত্তরঃ ‘তেরশো পচানব্বই শকে গ্রন্থ
আরম্ভন ।
ইন্দুমতী ।
কে দেন?
উত্তরঃ গৌড়েশ্বর সামসুদ্দিন ইউসুফ শাহ
(মতান্তরে, রুকনুদ্দিন বারবক শাহ) ।
উত্তরঃ সত্যরাজ খান । একজন চৈতন্যভক্ত
ও পার্ষদ ।
নামে পরিচিত?
উত্তরঃ ‘গোবিন্দবিজয়’ ও
‘গোবিন্দমঙ্গল’ ।
কাহিনী, অন্ত কাহিনী ।
শ্রীচৈতন্যের প্রিয়?
উত্তরঃ ‘নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ’
।
প্রধান কাব্য আর কি আছে?
দুঃখী শ্যামদাসের ‘গোবিন্দমঙ্গল’
প্রভৃতি ।
উল্লেখ আর কোথায় পাওয়া যায়?
উত্তরঃ কৃষ্ণদাস কবিরাজের
‘চৈতন্যচরিতামৃত’ এবং জয়ানন্দের
‘চৈতন্যমঙ্গল’ কাব্যে ।
অনুবাদক কে?
অনুবাদ করেন?
উত্তরঃ ব্যাস দেবের ।
করেন?
সপ্তদশ শতকের শুরুতে ।
অংশ অনুবাদ করেন?
কিছুটা অংশ অনুবাদ করে তিনি মারা
যান ।
অংশ কারা সমাপ্ত করেন?
করেন?
গ্রামে ।
কি?
করেন?
উত্তরঃ পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে
।
কে?
উত্তরঃ বর্ধমান জেলার দামুন্যা গ্রাম ।
দৈবকী ।
প্রচলিত ।
নাম পাওয়া যায়?
উত্তরঃ ‘অম্বিকামঙ্গল’ ও ‘গৌরীমঙ্গল’ ।
দেন?
উত্তরঃ মেদিনীপুরের ব্রাক্ষণভূমির
জমিদার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ
রায় ।
রচনা করেন?
উত্তরঃ জমিদার রঘুনাথ রায়ের ।
করা হয়?
উত্তরঃ ‘কবিকঙ্কণ চন্ডী’ ।
পাওয়া যায়?
উত্তরঃ মুকুন্দরামের চন্ডীমঙ্গলে ।
ছিলেন?
করেন?
পেঁড়ো গ্রামে ।
চরিত্র?
পাটনি ।
এড়ায়’, ‘বড়োর পীরিতি বালির বাঁধ’,
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’,
‘যার কর্ম তার সাজে অন্য লোকের
লাঠি বাজে’ ।
অন্নদামংগল গান রাজকন্ঠের
মনিমালার মতো’ –কার উক্তি?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ।
করা হয়?
হার্ডিকে ‘Last of the ancient and First of the
modern’ বলা হয় ।
‘রসমঞ্জরী’, ‘নাগাষ্টক’, ‘চন্ডীনাটক’,
‘বিবিধ কবিতাবলী’ ।
সময়টিকে যুগসন্ধি কাল বলে?
কোথায় প্রকাশ করেন?
পত্রিকায় ১৮৫৫ খ্রিঃ ।
করেন?
খ্রিঃ ।
অন্যতম কবি?
উত্তরঃ কেতকাদাস ক্ষেমানন্দ ।
করেন?
উত্তরঃ বর্ধমান জেলার অন্তর্গত কাঁদড়া
গ্রামে ।
নাম কি ?
উত্তরঃ ‘কেতকা’। কারণ কেয়াপাতায়
জন্ম বলে ।
দাস বলেই ‘কেতকাদাস’ উপাধি গ্রহন ।
রচনা করেন?
উত্তরঃ আনুমানিক ১৬৪০ খ্রিঃ ।
বন্দনা আছে?
উত্তরঃ মহাপ্রভু চৈতন্যদেবের ।
সাহিত্য রচনা করেন?
উত্তরঃ চন্ডীদাস ।
।
জেলার নান্নুর গ্রামে মতান্তরে
বাঁকুড়ার ছাতনা গ্রামে । (সম্ববতঃ
১৪১৭ খ্রিঃ) ।
সাধনসঙ্গীনিরুপে গ্রহন করেন?
উত্তরঃ ‘রামী’ নামে এক রজক কন্যাকে
।
কবির কথা জানা যায়?
বড়ু চন্দীদাস, সহজিয়া চন্ডীদাস ।
কবি’ উক্তিটি কার?
নাটকগীতি, কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ’
এই ছত্রগুলি পাওয়া যায়?
‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থে ।
পদাবলী রচয়িতা?
উত্তরঃ চন্ডীদাস ও বিদ্যাপতি ।
বলেছেন?
চন্ডীদাস সম্পর্কে কে এই কথা বলেছে?
কানের ভিতর দিয়া মরমে পশিল গো’
কার লেখা? কোন পর্যারের পদ?
অপেক্ষা শব্দের অল্পতাই ইঙ্গিতে
বেশী কাজ করে’ কার উক্তি?
বিস্তারিত আলোচনা করেন?
ভাষা ও বাঙ্গলা সাহিত্য বিষয়ক
প্রস্তাবে’।
কে লেখেন?
উত্তরঃ কৃষ্ণপ্রসাদ সেন । যোগেশচন্দ্র
রায় বিদ্যানিধি ‘প্রবাসী’ কার্যালয়
থেকে ১৩৪৪ বঃ প্রকাশ করেন ।
ব্যাথা’, ‘এ ঘোর রজনী মেঘের ঘটা’,
‘ঘরে বাহিরে দন্ডে শতবার’, ‘সই কেবা
শোনাইল শ্যাম নাম’, ‘কী মোহিনী
জান বঁধু’, ‘বঁধু কী আর বলিব আমি’ ।
জেলার মিথিলার সীতামারির
অন্তর্গত বসফি গ্রামে ।
শেষার্ধ ।
কাদের পৃষ্ঠপোষকতা লাভ করেন?
রাজবংশের কীর্তিসিংহ থেকে
দেবসিংহ ও ভৈরব সিংহের ।
ছিলেন?
ভাষা?
খুলিয়া ধুতি চাদর পরাইয়া দিয়াছে’
উক্তিটি কার?
সভাভূষণ সুখচন্দ’।। কে লিখেছেন?
রচিত একটি গ্রন্থ?
উত্তরঃ ‘মহাজন পদাবলী’ ।
প্রকাশ করেন?
উত্তরঃ ১৮৭৪ খ্রিঃ জগবন্ধু ভদ্র ।
খ্রিঃ প্রকাশ করেন?
উত্তরঃ সারদাচরণ মিত্র ১২৮৫ বঃ ।
উত্তরঃ বিদ্যাপতি ।
গ্রন্থগুলি?
‘কাব্যপ্রকাশ বিবেক’, ‘শৈবসর্বস্বসার’,
‘গঙ্গাবাক্যবলি’, ‘বিভাগসার’,
‘দানবাক্যবলি’, ‘দুর্গাভক্তি তরঙ্গিনী’,
‘কীর্তিলতা’, ‘ভূপরিক্রমা’,
‘লিখনাবলী’, ‘বর্ষনির্ণয়’, ‘গয়াপত্তন’ ।
মথুরাপুর মাধব গেল, আজু রজনী হাম
ভাগে পোহালুঁ, এ সখী হামারি দুখের
নাহি ওর, তাতল সৈকত বারিবিন্দু সম,
হাথক দর্পণ মাথক ফুল ইত্যাদি ।
বলা হয়?
করেন?
শতাব্দী ।
দেবীর ।
নিকট কাঁদরা গ্রাম ।
উত্তরঃ চৈতন্য পরবর্তী কালের একজন
বিখ্যাত বৈষ্ণব পদকর্তা ।
সাথে জ্ঞানদাসের কোথায় পরিচয়
ঘটে?
করে জ্ঞানদাস পদরচনা করেন?
আছে। তার মধ্যে ব্রজবুলিতে লেখা
১০৫ টি ।
আক্ষেপানুরাগ, রুপ লাগি আঁখি ঝুরে
গুণে মন ভোর-পূর্বানুরাগ, রুপের
পাথারে আঁখি ডুবি সে রহিল-পূর্বরাগ,
বধু তোমার গরবে গরবিনী আমি ।
নামে খ্যাত?
উত্তরঃ গোবিন্দদাস ।
বিদ্যাপতি আখ্যা কে দিয়েছিলেন?
উত্তরঃ কবি বল্লভদাস ।
শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ গোবিন্দদাস ।
করেন?
উত্তরঃ বর্ধমানের কাটোয়ার নিকট
শ্রীখন্ড গ্রামে ।
করেন?
উত্তরঃ ১৫৭৩ খ্রিঃ কাছাকাছি ।
মাতা- সুনন্দা ।
ছিলেন?
রচয়িতা শ্রীখণ্ডের দামোদর সেন ।
নাটকের নাম কি?
উত্তরঃ ‘সংগীতমাধব’ ।
গোবিন্দদাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন?
উত্তরঃ ‘অভিসার’ ।
বলা হয়?
গোবিন্দদাস সার্থকতা অর্জন করেননি?
উত্তরঃ বিরহের ।
গৌরচন্দ্রিকা ।
উঃ -২ টি ।ক। রাজা হরিশচন্দ্রের কাহিনী খ। লাউসেনের কাহিনী
উঃ –হরপ্রসাদ শাস্ত্রী
উঃ – ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায়
উঃ –সন্তান লাভ , কুষ্ঠ নিবারন , আর সেই সাথে ফসল উৎপাদনের দেবতা ।
উঃ – ডোম , জেলে , নাপিত ইত্যাদি
উঃ – হরিশচন্দ্রের কাহিনী
উঃ – পাল যুগের
উঃ –ধর্মমঙ্গল
উঃ – ১২ টি পালায়
উঃ – ২৪ টি
উঃ – ইছাই ঘোষ
উঃ – রামাই পণ্ডিত
উঃ – রামাই পণ্ডিত
২৮৬। ধর্মমঙ্গলের একটি খল চরিত্র ?
উঃ –মহামদ
উঃ – গৌঢ় কাব্য
উঃ – সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উঃ – অনাদিমঙ্গল , ১৭১১ খ্রিষ্টাব্দ
উঃ – ঘনরাম চক্রবর্তীর অনাদিমঙ্গল
উঃ — ঘনরাম চক্রবর্তীর অনাদিমঙ্গল
উঃ – অনাদিমঙ্গল
উঃ – ধর্ম দেবতা
উঃ – রূপরাম চক্রবর্তী
উঃ – শূন্যপুরাণ
উঃ – বসন্তকুমার চট্টোপাধ্যায়
উঃ – নগেন্দ্রনাথ বসু
উঃ – ধর্মপূজা বিধান
উঃ – আগম পুরাণ বা রামাই পণ্ডিতের পদ্ধতি
উঃ – ১৮ জন