প্রশ্ন : ছড়া বলতে কী বোঝায় ? ছড়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে দুই ধরনের ছড়ার উদাহরণ দাও। ২+৩ =৫
উত্তর: বাংলা লোকসাহিত্যের এক বিশিষ্ট সম্পদ হলো ছড়া। ছড়া শব্দটি সংস্কৃত ‘ছটা’ শব্দ থেকে এসেছে। ছড়া মূলত স্বল্পায়তনবিশিষ্ট ছন্দ ও পদ্য নির্ভর লোকসাহিত্য, যা লোকসমাজের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। ছড়ার জগৎ মূলত শিশু মনের জগৎ। লোক জীবনের নানা প্রসঙ্গের উপস্থাপনে ছড়া হয়ে উঠেছে বৈচিত্র্যময়।
ছড়ার বৈশিষ্ট্য :
(ক) বাংলার প্রাচীনতম সামাজিক প্রয়াস।
(খ) ছড়া মূলত মুখে মুখে রচিত এক ধরনের গ্রাম্য কবিতা।
(গ) দ্রুত লয়ের ছন্দের হৃদয়ের কামনা বাসনার স্বতঃস্ফূর্ত প্রকাশ লক্ষ করা যায়।
(ঘ) বিষয়ের গভীরতা প্রায়শই নেই বললেই চলে।
(ঙ) ছড়ার মধ্যে জীবনের সহজতা ও সরলতা ধরা দেয়।
(চ) ছড়ার মূল উদ্দেশ্য শিশুর মনোরঞ্জন।
(ছ) ভাষা ও উচ্চারণ অঞ্চলভেদে পরিবর্তিত হয়।
(জ) লোকজীবনের বহুবিষয় এখানে ধরা পড়ে।
ছড়ার উদাহরণ :
ঘুম পাড়ানি ছড়া:
ঘুম পাড়ানি মাসি পিসি
মোদের বাড়ি এসো,
খাট নেই, পালঙ্ক নেই
খোকার চক্ষু পেতে বোসো।
মেয়েলি ছড়া :
আম পাতা জোড়া জোড়া,
মারবো চাবুক চড়ব ঘোড়া।
ওরে বিবি সরে দাঁড়া,
আসছে আমার পাগলা ঘোড়া।
পাগলা ঘোড়া খেপেছে,
বন্দুক ছুড়ে মেরেছে।
অলরাইট ভেরি গুড
মেম খায় চা বিস্কুট।।