২০২৫
বাংলা ‘ক’ ভাষা
একাদশ শ্রেণি
দ্বিতীয় সেমিস্টার
পূর্ণমান– ৪০ সময় : ২ ঘন্টা
১। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
১.১ “পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না;”-‘সে’ কে? পৃথিবীর কোথাও তার খাপ না খাওয়ার কারণ কী? ২+৩=৫
১.২ কে, নিরঞ্জন এলি?”- নিরঞ্জন কে? কোন্ পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? ২+৩
২। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে–কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
২.১ ‘লালন শাহ ফকিরের গান’ কবিতায় কীভাবে মানবতার বাণী প্রচারিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। ৫
২.২ “মাঝে মাঝে চলেও না দিন,” – দিন না চলার কারণ কী। এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি পাওয়া যায় তা লেখো।
৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে–কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
৩.১ ‘আগুন’ নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ। ২+৩=৫
৩.২ ‘আগুন’ নাটকের নামকরণের সার্থকতা বিচার কর। ৫
৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে–কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
৪.১ ‘তিনি স্থির করলেন, এদের একটা শিক্ষা দিতে হবে।”-কে, কাদের শিক্ষা দেওয়ার জন্য স্থির করলেন? তিনি কী শিক্ষা দিয়েছিলেন? ২+৩=৫
৪.২ ‘আজব শহর কলকেতা’য় ফরাসী বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরুপ ভাবের উদয় হয়েছিল ? দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? ২+৩= ৫
৪.৩ কোনো-কোনো গায়কের গাওয়া রবীন্দ্রসংগীত ফিকে পানসে লাগে কেন, এ বিষয়ে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর বক্তব্য কী?
৪.৪ “তা না হলে আড্ডা হবে কেন।” -কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন?
৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে–কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
৫.১ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫
৫.২ বাংলা নাট্যসাহিত্যে দিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো।
৬। নিম্নলিখিত যে–কোনো ১টি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে ১টি প্রবন্ধ রচনা করো। ১০ × ১ = ১০
৬.১ নিম্নে প্রদত্ত মানস–মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০

৬.২ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমান করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ১০
বিতর্কের বিষয়:ফেসবুক জাতির জীবনে অভিশাপ
- পক্ষে : ভুয়ো তথ্য, ভুয়ো তত্ত্বে দেশ আচ্ছন্ন, পৃথিবী পরিব্যাপ্ত হচ্ছে। মানুষের একান্ত ব্যক্তি-জীবনকে ‘একা’ রাখার অভ্যাস চলে যাচ্ছে। ফেসবুকের ব্যক্তিবিজ্ঞাপন প্রকাশ্য হয়ে, অন্যের মনে অবসাদ জন্ম দিচ্ছে। প্রমাণহীন নিন্দা, শ্লেষে মানুষ মানুষের প্রতি হিংসার মনোভাব নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। পড়াশুনোর মনোযোগ নষ্ট হয়ে, সব বিষয়েই অল্প অল্প জানার রীতি তৈরি হয়ে যাচ্ছে। সমস্ত সময়ে এইদিকে মনোযোগ, স্বাস্থ্যেও বিরূপ প্রতিক্রিয়া ঘটাতে পারে।
ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করুন 👇