আদরিণী – প্রভাতকুমার মুখোপাধ্যায়
1. “দুটো দিন কাছারি কামাই হয়।” – যে দু‘দিনের কথা বলা হয়েছে
A) রবি সোম B) সোম মঙ্গল
C) মঙ্গল বুধ D) বুধ শুক্র
2. জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ছিল
A) যশোহর জেলায় B) খুলনা জেলায়
C) ফরিদপুর জেলায় D) ময়মনসিংহ জেলায়
3. হস্তী ভাড়ার বিজ্ঞাপনে ভাড়া ছিল
A) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এবং মাহুতের খোরাকি এক টাকা
B) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি
C) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এবং মাহুতের খোরাকি
D) প্রতি রোজ তিন টাকা মাত্র, হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি এক টাকা
4. আদরিণীর মৃত্যুর পর মোক্তার মহাশয় কত দিন জীবিত ছিলেন ?
A) এক মাস B) দুই মাস
C) তিন মাস D) চার মাস
5. কত টাকায় জয়রাম মোক্তার হাতি কিনেছিলেন ?
A) ১০০০ টাকায় B) ১৫০০ টাকায়
C) ২০০০ টাকায় D) ২৫০০ টাকায়
6. “কল্যাণী বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে।”- কল্যাণীর শুভকার্যের দিন স্থির হয়েছিল
A) ১০ বৈশাখ B) ১০ জ্যৈষ্ঠ
C) ১০ আষাঢ় D) ১০ মাঘ
7. মুখুজ্জ্যে মশায় ঘটা করে পুজো দিতেন?
A) রবিবার B) মঙ্গলবার
C) বুধবার D) শনিবার
8. জয়রাম মোক্তার যখন যশোহর জেলা থেকে এই অঞ্চলে আসেন তখন তার সম্বল ছিল
A) একটি ক্যাম্বিসের ব্যাগ B) একটি পিতলের ঘটি
C) নগদ পঞ্চাশ টাকা D) A ও B উভয়ই
9. “সন্ধ্যাবেলা মসমস্ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল “– কত তারিখে ?
A) ১ বৈশাখ B) ১০ বৈশাখ
C) ১ জ্যৈষ্ঠ D) ১০ জ্যৈষ্ঠ
10. “দাদামশায়, আদর যাবার সময় কাঁদছিল।”- বক্তা কে ?
A) কল্যাণী B) লাবণী
C) চাকর D) কোনোটিই নয়
11. “দাদামশায়, আদর যাবার সময় কাঁদছিল।”- আদর কে ?
A) কল্যাণী B) হাতি
C) হস্তিনী D) লাবণী
12. “যৌবনে ইনি রীতিমতো বদরাগী ছিলেন” — এখানে কার কথা বলা হয়েছে?
A) জয়রাম মুখোপাধ্যায় B) নগেন্দ্র বাবু
C) মহারাজা নরেশচন্দ্র D) এক ডেপুটিবাবু
13. জয়রাম মুখোপাধ্যায় তার মঙ্গলা গাইয়ের বাছুরের নামকরণ করেছিলেন
A) এক ডেপুটিবাবুর নামে B) এক উকিল বাবুর নামে
C) এক জজ সাহেবের নামে D) এক মোক্তারের নামে
14. জয়রাম মুখোপাধ্যায় যার থেকে হাতি কিনেছিলেন তিনি হলেন
A) উমাচরণ লাহিড়ী B) ইদামদ্দি
C) মহারাজা নরেশচন্দ্র D) নগেন্দ্র বাবু
15. জয়রাম মুখোপাধ্যায়ের পুত্রসংখ্যা
A) তিন B) দুই
C) চার D) এক
16. হস্তী ভাড়া দিয়ে আয় হতো
A) পনেরো-কুড়ি টাকা B) কুড়ি-পঁচিশ টাকা
C) দশ-পনেরো টাকা D) পঁচিশ-ত্রিশ টাকা
17. ‘আদরিণী‘ গল্পে কল্যাণীর বয়স
A) ১২ বছর B) ১৩ বছর
C) ১৪ বছর D) ১৫ বছর
18. কল্যাণীর বিবাহের পণ ধার্য হয়েছিল
A) ২০০০ টাকা B) ২৫০০ টাকা
C) ৩০০০ টাকা D) ১৫০০ টাকা
19. জয়রাম মোক্তার কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন ?
A) ১৩ সিকায় B) ১২ সিকায়
C) ১৪ সিকায় D) ১৫ সিকায়
20. ‘আদরিণী‘ গল্পে পরিচ্ছেদ সংখ্যা
A) পাঁচ B) ছয়
C) সাত D) আট
উত্তরমালা :
1B
2A
3B
4B
5C
6B
7A
8D
9A
10A
11C
12A
13A
14A
15A
16A
17A
18A
19A
20C