পুঁইমাচা | MCQ প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণি | নতুন সিলেবাস | puimacha |


নতুন সিলেবাস

বাংলা ক  :  একাদশ শ্রেণি                   

প্রথম সেমেস্টার


পুঁইমাচা – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 


MCQ প্রশ্ন ও উত্তর :


১) ‘পুঁইমাচা’ গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? 

(ক) মেঘমল্লার  

(খ) মৌরিফুল

(গ) কিন্নর দল 

(ঘ) তালনবমী

উত্তর:   (ক) মেঘমল্লার


২) ‘পুঁইমাচা’ গল্পটি প্রকাশিত যে পত্রিকায় প্রকাশিত হয়  – 

(ক) বিচিত্রা 

(খ) ভারতী 

(গ) যুগান্তর

(ঘ)  প্রবাসী

উত্তর: (ঘ) প্রবাসী


৩) সহায়হরির স্ত্রীর নাম কী ?

(ক) অন্নদা 

(খ) অন্নপূর্ণা

(গ) অনুপমা

(ঘ) অপর্ণা

উত্তর: (খ) অন্নপূর্ণা


৪) ‘পুঁইমাচা’ গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে – 

(ক) গ্রীষ্মকাল 

(খ) বর্ষাকাল 

(গ) শরৎকাল 

(ঘ) শীতকাল

উত্তর: (ঘ) শীতকাল


৫) সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর  – 

(ক) তাচ্ছিল্যের সুরে 

(খ) ঝাঁঝালো সুরে 

(গ) বিষণ্ণ সুরে 

(ঘ) শান্ত সুরে

উত্তর: (ঘ) শান্ত সুরে


৬) অন্নপূর্ণার মতে স্বামী সহায়হরি ঘোরেন – 

(ক) বাগদী পাড়ায় 

(খ) দুলে পাড়ায় 

(গ) বেদে পাড়ায় 

(ঘ) বাগদী দুলে পাড়ায়

উত্তর: (ঘ) বাগদী দুলে পাড়ায়


৭) সহায়হরিকে কে একঘরে করতে চেয়েছিলেন ? 

(ক) কালীময় ঠাকুর 

(খ) বাণীময় ঠাকুর 

(গ) মধুময় ঠাকুর 

(ঘ) হরিময় ঠাকুর

উত্তর: (ক) কালীময় ঠাকুর


৮) ‘পুঁইমাচা’ গল্পে ক্ষেন্তির বয়স কত ?

(ক) তেরো 

(খ) বারো 

(গ) পনেরো 

(ঘ) চোদ্দো

উত্তর: (গ) পনেরো


৯) সহায়হরির বড়ো মেয়ের নাম  কী ? 

(ক) পুঁটি

(খ) ক্ষেন্তি 

(গ) রাধী 

(ঘ) পেঁচি

উত্তর: (খ) ক্ষেন্তি


১০) সহায়হরির মেজো মেয়ের নাম  কী ? 

(ক) পুঁটি

(খ) ক্ষেন্তি 

(গ) রাধী 

(ঘ) দুর্গা

উত্তর: (ক) পুঁটি


১১) সহায়হরির ছোটো মেয়ের নাম  কী ? 

(ক) পুঁটি

(খ) ক্ষেন্তি 

(গ) রাধী 

(ঘ) দুর্গা

উত্তর: (গ) রাধী


১২) ‘পুঁইমাচা’ গল্পটি কবে প্রকাশিত হয়? 

ক) ১৩৩০ বঙ্গাব্দে 

খ) ১৩৩১ বঙ্গাব্দে 

গ) ১৩৩২ বঙ্গাব্দে 

ঘ) ১৩৩৩ বঙ্গাব্দে

উত্তর: (খ) ১৩৩১ বঙ্গাব্দে 


১৩) ‘পুঁইমাচা’ গল্পে ক্ষেন্তির বাবার নাম কী? 

ক) রামলোচন দাস 

খ) সহায়হরি চ্যাটার্জী 

গ) বিষ্ণু সরকার 

ঘ) তারক চ্যাটার্জি

উত্তর: (খ) সহায়হরি চ্যাটার্জী 


১৪) ‘পুঁইমাচা’ গল্পে ক্ষেন্তির মায়ের নাম কী ? 

ক) অন্নপূর্ণা 

খ) সর্বজয়া 

গ) অন্নদা 

ঘ) অপর্ণা

উত্তর: (ক) অন্নপূর্ণা


১৫) সহায়হরি উঠোনে পা দিয়ে তার স্ত্রীর কাছে কী চেয়েছিলেন? 

ক) কুড়ুল 

খ) কোদাল 

গ) একটা বড় বাটি কিংবা ঘটি 

ঘ) একটি বালতি

উত্তর: (গ) একটা বড় বাটি কিংবা ঘটি 


১৬) রসের জন্য খেজুর গাছ কেটেছিল কে? 

ক) বিপিন খুড়ো 

খ) গোবিন্দ খুড়ো 

গ) রাখাল খুড়ো 

ঘ) তারক খুড়ো

উত্তর: (ঘ) তারক খুড়ো


১৭) ক্ষেন্তি কার কাছ থেকে পুঁই শাক নিয়ে এসেছিল? 

ক) রায় কাকা 

খ) মন্ডল কাকা 

গ) বোস কাকা 

ঘ) সেন কাকা

উত্তর: (ক) রায় কাকা 


১৮) ক্ষেন্তি চিংড়ি মাছ কিনে এনেছিল কার কাছ থেকে ? 

ক) নবীন কাকা 

খ) জয়া পিসি 

গ) বুড়ি পিসি 

ঘ) গয়া পিসি

উত্তর: (ঘ) গয়া পিসি


১৯) ক্ষেন্তি পুঁইশাকের পাতায় জড়িয়ে কী এনেছিল ? 

ক) মেটে আলু 

খ) চিংড়ি মাছ 

গ) লাউ 

ঘ) কাঁচকলা

উত্তর: (খ) চিংড়ি মাছ 


২০) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়েছিল কার ছেলের সঙ্গে? 

ক) শ্রীমন্ত মজুমদার 

খ) নরহরি সরকার 

গ) কালীময় চ্যাটার্জী 

ঘ) সুমন্ত চৌধুরী

উত্তর: (ক) শ্রীমন্ত মজুমদার 


২১) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিলেন কে?

ক) কালীময় ঠাকুর 

খ) নিশিকান্ত মজুমদার 

গ) পুলক দাস 

ঘ) গোপাল খুড়ো

উত্তর: (ক) কালীময় ঠাকুর 


২২) “ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরীয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন।”- তিনি কে ?

ক) অন্নপূর্ণা

খ) সহায়হরি

গ) কালীময় ঠাকুর 

ঘ) শ্রীমন্ত মজুমদার 

উত্তর : খ) সহায়হরি


২৩) অন্নপূর্ণার মতে সহায়হরি দিন কাটায় –

ক) আড্ডা মেরে

খ) মাছ ধরে  

গ) রস খেয়ে

ঘ) মাছ ধরে আর রস খেয়ে

উত্তর : ঘ) মাছ ধরে আর রস খেয়ে


২৪) “ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে সিঁধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে।”- এখানে কাদের কথা বলা হয়েছে ?

ক) সহায়হরি ও অন্নপূর্ণা

খ) সহায়হরি ও ক্ষেন্তি

গ) সহায়হরি ও পুঁটি

ঘ) সহায়হরি ও রাধী

উত্তর : খ) সহায়হরি ও ক্ষেন্তি


২৫) “মেয়েমানুষের আবার অত নোলা কিসের!” – একথা বলেছিল 

ক) সহায়হরি 

খ) অন্নপূর্ণা

গ) কালীময় ঠাকুর 

ঘ) ক্ষেন্তি

উত্তর : খ) অন্নপূর্ণা


২৬) “বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল” – ক্ষেন্তির বিস্ময় ও আনন্দের কারণ –

ক) পুঁইশাকের চচ্চড়ি

খ) মেটে আলু

গ) চিংড়ি মাছ

ঘ) খেঁজুরের রস

উত্তর : ক) পুঁইশাকের চচ্চড়ি


২৭) “বরোজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি?”- অন্নপূর্ণা একথা  কাকে জিজ্ঞাসা করেছিলেন ?

ক) পুঁটিকে 

খ) রাধীকে

গ) সহায়হরিকে 

ঘ) ক্ষেন্তিকে

উত্তর : গ) সহায়হরিকে


২৮) “চুরি তো করবেই, তিন কাল গিয়েছে এক কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বোলো না। আমি সব জানি।” – একথা কে কাকে বলেছিলেন ?

ক) সহায়হরি  অন্নপূর্ণাকে

খ) অন্নপূর্ণা ক্ষেন্তিকে

গ) অন্নপূর্ণা সহায়হরিকে

ঘ) কালীময় ঠাকুর  সহায়হরিকে

উত্তর : গ) অন্নপূর্ণা সহায়হরিকে


২৯) “সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না।” – এখানে কার কথা বলা হয়েছে ?

ক) ক্ষেন্তি

খ) পুঁটি

গ) রাধী

ঘ) অন্নপূর্ণা

উত্তর : খ) পুঁটি


৩০) ক্ষেন্তি যে রোগে মারা যায়  

ক) ম্যালেরিয়া

খ) বসন্ত

গ) জ্বর

ঘ) হুপিংকাশি

উত্তর : খ) বসন্ত


৩১) ক্ষেন্তির বসন্ত হয়েছিল যে মাসে 

ক) ফাল্গুন 

খ) চৈত্র 

গ) বৈশাখ 

ঘ) জ্যৈষ্ঠ

উত্তর : ক) ফাল্গুন 


৩২) ক্ষেন্তির বিয়ের কত টাকা পণ বাকি ছিল ?

ক) ২০০ টাকা

খ) ২৫০ টাকা

গ) ৩০০ টাকা

ঘ) ৫০০ টাকা

উত্তর : খ) ২৫০ টাকা


৩৩) “কিছুক্ষণ দু’জনের কোনো কথা শুনা গেল না।” – এখানে দু’জন হলো –

ক) সহায়হরি ও অন্নপূর্ণা

খ) সহায়হরি ও ক্ষেন্তি

গ) সহায়হরি ও কালীময় ঠাকুর

ঘ) সহায়হরি ও বিষ্ণু সরকার

উত্তর : ঘ) সহায়হরি ও বিষ্ণু সরকার


৩৪) “গায়ে কি গুজব রটেছে জানো ?” – অন্নপূর্ণা গুজবের কথা যাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে বলেছিল 

ক) বাড়ুজ্যেদের 

খ) চাটুজ্জেদের 

গ) চক্রবর্তীদের 

ঘ) চৌধুরীদের

উত্তর : ঘ) চৌধুরীদের


৩৫) সহায়হরিকে একঘরে করবার কথা যেখানে উঠেছিল 

ক) চৌধুরীদের বৈঠকখানায়

খ) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে 

গ) চাটুজ্জেদের চণ্ডীমণ্ডপে

ঘ) বাড়ুজ্যেদের চণ্ডীমণ্ডপে

উত্তর : খ) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে


৩৬) “ও নাকি উচ্ছুগগু করা মেয়ে” – এখানে যার কথা বলা হয়েছে 

(ক) পুঁটি

(খ) ক্ষেন্তি 

(গ) রাধী 

(ঘ) দুর্গা

উত্তর : (খ) ক্ষেন্তি 


৩৭) অন্নপূর্ণা কাকে পুঁইশাকগুলো ফেলে দিয়ে আসার কথা বলেছিল ?

(ক) পুঁটিকে

(খ) ক্ষেন্তিকে

(গ) রাধীকে

(ঘ) সহায়হরিকে

উত্তর : (গ) রাধীকে


৩৮) ‘পুঁইমাচা’ গল্পটিকে যিনি ‘পথের পাঁচালী’ উপন্যাসের বীজ বলেছেন ?

ক) সুকুমার সেন 

খ) অসিতকুমার বন্দ্যোপাধ্যায় 

গ) হরেন্দ্রনাথ দত্ত 

ঘ) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়

উত্তর : ক) সুকুমার সেন


৩৯) “ও নাকি উচ্ছুগগু করা মেয়ে” – ক্ষেন্তিকে উচ্ছুগগু করা মেয়ে বলা হয়েছে কেন ?

ক) ক্ষেন্তির একবার বিয়ে হয়ে গিয়েছিল 

খ) ক্ষেন্তি লগ্নভ্রষ্টা হয়েছিল 

গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি

ঘ) ছোটবেলায় ক্ষেন্তির গাছের সাথে বিয়ে হয়েছিল

উত্তর : গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি


৪০)  “মেয়েমানুষের আবার অত নোলা কিসের!” – ‘নোলা’ শব্দের অর্থ কী ?

(ক) বুদ্ধি

(খ) বোকামি

(গ) লোভ

(ঘ) বাচালতা

উত্তর : (গ) লোভ


৪১) সহায়হরি কত টাকা দিয়ে ক্ষেন্তির জন্য রাসের মেলা থেকে কালো জমাটি কিনেছিলেন 

ক) দু টাকা 

খ) আড়াই টাকা 

গ) তিন টাকা 

ঘ) সাড়ে তিন টাকা

উত্তর : খ) আড়াই টাকা 


৪২) “ক্ষেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল।”- আনন্দজনক প্রস্তাবটি ছিল –

ক) ময়দার গোলা নেওয়া 

খ) পিঠে নেওয়া 

গ) আরও তরকারি নেওয়া

ঘ) নারকেল কোরার কাজ

উত্তর : গ) আরও তরকারি নেওয়া


৪৩) মুখুয্যে বাড়ির ছোট খুকি দুর্গা যে কারণে অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল

ক) তাদের বাড়িতে রান্না করতে

খ) তাদের বাড়িতে পূজা করতে 

গ) তাদের বাড়ির নবান্ন মেখে ইতুর ঘটগুলি বার করে দিতে

ঘ) পিঠে ও পাটিসাপটা বানানোর জন্য

উত্তর : গ) তাদের বাড়ির নবান্ন মেখে ইতুর ঘটগুলি বার করে দিতে


৪৫) অন্নপূর্ণা যে কারণে প্রথমে ক্ষেন্তিকে নারকেল কুরতে দিতে রাজি ছিল না

ক) ক্ষেন্তি বনেবাদাড়ে ঘুরে বেড়ায় 

খ) ক্ষেন্তির জামা কাপড় শাস্ত্রসম্মত ও শুচি নয় 

গ) ক ঠিক খ ভুল

ঘ) ক ও খ দুইটি ঠিক 

উত্তর : ঘ) ক ও খ দুইটি ঠিক 


৪৬) “দিদি বড় ভালোবাসত।” –  এখানে কী ভালোবাসার কথা বলা হয়েছে ?

ক) পুঁইশাক 

খ) ময়দার গোলা

গ) পিঠে

ঘ) পাটিসাপটা

উত্তর : গ) পিঠে


৪৭) সহায়হরির ছেলেমেয়েরা যাকে অত্যন্ত ভয় করিত

ক) মাকে

খ) বাবাকে

গ) মা ও বাবা দুজনকেই

ঘ) কালীময় ঠাকুরকে

উত্তর :  ক) মাকে


৪৮) বেহারারা  সুবিধা করার জন্য যেখানে বরের পালকি নামিয়েছিল 

ক) আমলকিতলায় 

খ) বাতাবিলেবুতলায় 

গ) নিমতলায় 

ঘ) কাঁঠালতলায়

উত্তর : ক) আমলকিতলায় 


৪৯) সহায়হরি মেয়েকে শশুরবাড়িতে কোন মাসে দেখতে গিয়েছিল ?

ক) বৈশাখ 

খ) ফাল্গুন 

গ) পৌষ

ঘ) চৈত্র 

উত্তর :  গ) পৌষ


৫০) কার নামে নীলকুচির আমলে “বাঘে গরুতে এক ঘাটে জল খেত” ?

ক) বিষ্ণু সরকার 

খ) কালীময় ঠাকুর 

গ) রাধেশ্যাম বাড়ুজ্যে

ঘ) পরমেশ্বর চাটুজ্যে

উত্তর :  ঘ) পরমেশ্বর চাটুজ্যে


৫১) “আমরা কাল সকালে খাব।” – এখানে  সকালে কী খাওয়ার কথা বলা হয়েছে ?

ক) ভাত

খ) পিঠে 

গ) পাটিসাপটা

ঘ) রুটি

উত্তর :  ক) ভাত


৫২) “অন্নপূর্ণার মন হু হু করিত।” – কখন ? 

ক) ফাল্গুন-চৈত্র মাসে বিকেলবেলা আমসত্ত্ব তোলার সময়

খ) পৌষ সংক্রান্তিতে পিঠে বানানোর সময়

গ) পুঁইশাকের চচ্চড়ি রান্না করার সময়

ঘ) পুঁইমাচাটির দিকে দেখার সময় 

উত্তর :  ক) ফাল্গুন-চৈত্র মাসে বিকেলবেলা আমসত্ত্ব তোলার সময়


৫৩) বিবৃতিগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাও :

i) একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ-ডাল হইতে ও-ডালে যাইতেছে

ii) পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়

iii) জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক-র-র-র  শব্দ করিতেছিল

iv) এরুপ শীত তাঁহারা কখনো জ্ঞানে দেখেন নাই

ক) i),  ii),  iv), iii)

খ) ii),  iii),  iv), i)

গ) ii),  i),  iv), iii)

ঘ) i),  iii),  iv), ii)

উত্তর : গ) ii),  i),  iv), iii)


৫৪) স্তম্ভ মেলাও :

1. মেটে আলু               i) গয়া পিসি

2. খেঁজুর রস              ii) রায় কাকা

3. চিংড়ি  মাছ             iii) তাড়ক খুড়ো

4. পুঁইশাক        iv) বরোজপোতার জঙ্গল

ক) 1.➡iv),     2.➡i),    3. ➡iii),     4.➡ii)

খ) 1.➡iv),     2.➡iii),    3. ➡ii),      4.➡i)

গ) 1.➡ii),     2.➡iii),    3. ➡i),      4.➡iv)

ঘ) 1.➡iv),     2.➡iii),    3. ➡i),      4.➡ii)

উত্তর : ঘ) 1.➡iv),     2.➡iii),    3. ➡i),      4.➡ii)


নিজেরা উত্তর করার চেষ্টা করো :


৫৫) প্রদত্ত বিবৃতি কারণের ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো :

বিবৃতি:
অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন।

কারণ: গোঁসাইরা
চৌকিদার ডেকে এনেছিল।

ক) বিবৃতি ও কারণ
দুটোই ঠিক
      

খ) বিবৃতি ও কারণ দুটোই ভুল

) বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল     

) বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক


৫৬)  এরকম পাত্র হঠাৎ
মেলাও
বড় দুর্ঘট কিনা !” – একথা বলার কারণ

ক) পাত্রটি ছিল  সঙ্গতিসম্পন্ন     

খ) পাত্রটির শহর অঞ্চলে বাড়ি ছিল     

গ) সিলেট,চুন ও ইটের ব্যবসা ছিল    

ঘ) সবগুলি সঠিক


৫৭)
স্তম্ভ মেলাও :

1.ক্ষেন্তির বিয়ে                       i) আষাঢ়

2. সহায়হরি মেয়েকে দেখতে গিয়েছিল                      ii) বৈশাখ

3. ক্ষেন্তির বসন্ত হয়েছিল          iii) পৌষ

4. ক্ষেন্তি তার মাকে যে মাসে আনতে বলেছিল           iv) ফাল্গুন

ক) 1.ii),     2.i),    3. iv),      4.iii)

খ) 1.ii),     2.iii),    3. iv),      4.i)

গ) 1.ii),     2.iv),    3. i),      4.iii)

ঘ) 1.iv),     2.iii),    3. i),      4.ii)


৫৮) ‘যত
পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে’-‘পাথুরে বোকা’ কথাটির অর্থ কী?

(ক) পাথরের
মতো বোকা
        

(খ) পাথরের মতো শক্ত

(গ) যুগ যুগ
ধরে মেয়েরা পুরুষের অত্যাচার নীরবে সহ্য করে আসছে

(ঘ) যার মাথা
পাথরের মতোই নিরেট, বোঝালেও বোঝে না


৫৯) নীচের
বিবৃতি
থেকে সত্যমিথ্যা নির্ণয় করো :

(I) সহায়হরির চুরি করে আনা মেটে আলুটার
ওজন ছিল আন্দাজ পনেরো-ষোলো সের।

(Ii) প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের
সম্মুখে বাহির হইতে একটু সঙ্কোচ
বোধ করিতেছিলেন কারণ জামাইয়ের বয়স একটু বেশি

(iii) পৌষ
সংক্রান্তির দিন সকালে অন্নপূর্ণা পিঠে করতে বসেছিল।

(iv) পুঁটির
জেঠাইমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির ব্রাহ্মণ হিসেবে সুরেশ কাকাকে ও পাড়ার তিনুর
বাবাকে নেমন্তন্ন করেছিল।

) (i) সত্য, (ii)মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা

) (i) সত্য, (ii) সত্য, (iii)  মিথ্যা, (iv) সত্য


৬০) ক্ষেন্তির বিয়ে হয়েছিল যার ঘটকালিতে

ক) কালীময়
ঠাকুর
   
    

খ) বিষ্ণু সরকার    

গ)  সহায়হরির এক দূর সম্পর্কের আত্মীয়

ঘ) অন্নপূর্ণার এক দূর সম্পর্কের আত্মীয়



বিড়াল প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি MCQ  -এর জন্য নীচে ক্লিক করো 👇


বিড়াল 

     –  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়     



পুঁইমাচা গল্প টেক্সট 


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top