শ্রীকৃষ্ণকীর্তন | গুরুত্বপূর্ণ MCQ | Srikrisnakirtan


📒 ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর :


১] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কত সালে আবিষ্কৃত হয় ?

ক) ১৯০৭ সালে

খ) ১৯০৯ সালে

গ) ১৯১১ সালে

ঘ) ১৯১৬ সালে


২] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকাশকাল কত ?

ক) ১৯০৭ সালে

খ) ১৯০৯ সালে

গ) ১৯১১ সালে

ঘ) ১৯১৬ সালে


৩] শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোথা থেকে প্রথম প্রকাশিত হয় ?

ক) বঙ্গীয় সাহিত্য পরিষৎ 

খ) শ্রীরামপুর মিশন

গ) পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাদেমি 

ঘ) সাহিত্য অ্যাকাদেমি 


৪] “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্যটি যার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়? 

ক) হরপ্রসাদ শাস্ত্রী

খ) বসন্তরঞ্জন রায় 

গ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় 

ঘ) বিমান বিহারী মজুমদার


৫] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ভূমিকা কে লেখেন ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

ঘ) বিমানবিহারী মজুমদার


৬] বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি ?

ক) চর্যাপদ

খ) শ্রীকৃষ্ণকীর্তন

গ) চণ্ডীমঙ্গল

ঘ) চৈতন্য ভাগবত


৭] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খন্ড সংখ্যা কত ?

ক) ১১

খ) ১৩

গ) ১২

ঘ) ১৪


৮] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের মোট পদ কত ?

ক) ১৬১

খ) ৪১৮

গ) ২১৩

ঘ) ৪১৭


৯]   ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে কতগুলি রাগরাগিণী আছে ?

ক) ১১ টি

খ) ১৮ টি

গ) ২২ টি

ঘ) ৩২ টি


১০] ‘শ্রীকৃষ্ণকীর্তন’  কাব্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রাগের নাম কী ?

ক) পাহাড়িয়া

খ) পটমঞ্জরি

গ) রামগিরী

ঘ) ভৈরবী


১১]  ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে সংস্কৃত শ্লোক সংখ্যা কত ?

ক) ১৬১টি

খ) ১১৮ টি

গ) ১৫৩ টি

ঘ) ১৫১ টি


১২] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের বৃহত্তম খণ্ডের নাম কী ?

ক) দান খণ্ড

খ) জন্ম খণ্ড

গ) বৃন্দাবন খণ্ড

ঘ) তাম্বুল খণ্ড


১৩] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে সবচেয়ে কম পদ আছে কোন খণ্ডে ?

ক) হার খণ্ড

খ) জন্ম খণ্ড

গ) ছত্র খণ্ড

ঘ) নৌকা খণ্ড

 

১৪] ‘রাধাবিরহ’ অংশটিকে কে প্রক্ষিপ্ত বলেছেন ?

ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায় 

খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

ঘ) বিমানবিহারী মজুমদার


১৫]  ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে কী নাম ছিল ?

ক) শ্রীকৃষ্ণসন্দর্ভ

খ) শ্রীকৃষ্ণকীর্তন

গ) শ্রীকৃষ্ণবিজয়

ঘ) শ্রীকৃষ্ণধামালি


১৬] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কীসের উপর লেখা ?

ক) তাল পাতায়

খ) তুলোট কাগজে

গ) চামড়ার পাতায়

ঘ) প্যাপিরিসে


১৭] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকুটে  কত সনের উল্লেখ রয়েছে ?

ক) ১০৮৯ সন

খ) ১১৮৯ সন

গ) ১২৮৯ সন

ঘ) ১৩৮৯ সন


১৮] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির নাম রাধাকৃষ্ণের ধামালী রাখার প্রস্তাব কে করেন ?

ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায় 

খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

ঘ) বিমানবিহারী মজুমদার


১৯] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘অনন্ত চণ্ডীদাস’ ভণিতা কত বার আছে ?

ক) ৭ বার

খ) ১০৭ বার

গ) ১৭ বার

ঘ) ৩৭ বার


২০] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘গাইল বড়ু চণ্ডীদাস’ – ভণিতা কত বার আছে ?

ক) ৭ বার

খ) ১০৭ বার

গ) ১৯৮ বার

ঘ) ২৯৮ বার


২১] ‘রাধাবিরহ’ অংশের পদসংখ্যা হলো

ক) ৬২ টি

খ) ৬৬ টি  

গ) ৭০ টি 

ঘ) ৬৯ টি


২২] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল কত ?

ক) চতুর্দশ শতাব্দী

খ) পঞ্চদশ শতাব্দী

গ) ষোড়শ শতাব্দী

ঘ) সপ্তদশ শতাব্দী


২৩] ভাগবতের রাস কোন খণ্ডকে বলা হয় ?

ক) দান খণ্ড

খ) রাধাবিরহ

গ) তাম্বুল খণ্ড

ঘ) বৃন্দবন খণ্ড


২৪] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য নামটি কে দিয়েছিলেন ?

ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায় 

খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

ঘ) বিমানবিহারী মজুমদার


২৫] ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে’র কাহিনী শুরু হয়েছে কোন ঋতুতে ?

ক) বসন্ত

খ) শরৎ

গ) বর্ষা

ঘ) শীত


২৬] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের কাহিনী সমাপ্ত হয়েছে কোন ঋতুতে ?

ক) বসন্ত

খ) শরৎ

গ) বর্ষা

ঘ) শীত


২৭] শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি যাঁর গৃহ থেকে আবিষ্কৃত হয়েছিল ?

ক) দেবেন্দ্রনাথ সেন 

খ) দেবেন্দ্রনাথ ঠাকুর 

গ) দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

ঘ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়।


২৮] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সপ্তম খণ্ড কোনটি ?

ক) নৌকাখণ্ড

খ) ছত্র খণ্ড

গ) বৃন্দাবন খণ্ড

ঘ) হার খণ্ড


২৯]  ‘দান’ খণ্ডের পদসংখ্যা হলো

ক) ৩৭ টি

খ) ৩৯ টি  

গ) ১১২ টি 

ঘ) ৬৯ টি


৩০]  ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামের পরিবর্তে ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’ নামটি প্রথম প্রস্তাব করেন

ক) নলিনীনাথ দাশগুপ্ত 

খ)বসন্তরঞ্জন রায় 

গ) বিজনবিহারী ভট্টাচার্য 

ঘ) জগবন্ধু ভদ্র


৩১] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের যে খণ্ডে জয়দেবের গীতগোবিন্দের প্রভাব পড়েছে

ক) বৃন্দাবন খণ্ড    

খ) রাধাবিরহ

গ)  ক ঠিক, খ  ভুল

ঘ) ক, খ নির্ভুল


৩২] কৃষ্ণ রাধাকে প্রণয়-তাম্বুলের সঙ্গে যে ফুল পাঠিয়েছিল 

ক) চম্পা ও চামেলি

খ) রাধাচূড়া ও কৃষ্ণচূড়া

গ) চম্পা ও নাগকেশর 

ঘ) নাগকেশর ও কৃষ্ণচূড়া


৩৩] নীচের কোনটি সঠিক নয় ? 

ক) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে শ্রীকৃষ্ণের জননী হলেন যশোদা 

খ) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে রাধার জননী পদুমা

গ) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে রাধার পিতা পধমা সাগর

ঘ) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে রাধার স্বামী অভিমন্যু


৩৪] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে যে আঞ্চলিক উপভাষার বৈশিষ্ট্য সর্বাধিক প্রাধান্য পেয়েছে?

ক) রাঢ়ি

খ) বরেন্দ্রী

গ) বঙ্গালি

ঘ) ঝাড়খণ্ডি


৩৫] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন রসের প্রভাব দেখা যায় ?

ক) বীর রস

খ) শৃঙ্গার রস

গ) করুণ রস

ঘ) কোনোটিই নয় 


৩৬] কোনটি সঠিক ? শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে

ক) রাধার সখীদের নাম আছে, কৃষ্ণের সখাদের নাম নেই

খ) রাধার সখীদের এবং কৃষ্ণের সখাদের নাম নেই

গ) রাধার সখীদের এবং কৃষ্ণের সখাদের নাম আছে রাধার

ঘ) রাধার সখীদের নাম নেই, কৃষ্ণের সখাদের নাম আছে


৩৭]  ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে রাধা যার অবতার 

ক) চন্দ্রাবলী 

খ) লক্ষ্মী

গ) দুর্গা 

ঘ) পদ্মা


৩৮] “ললাট লিখিত খণ্ডন না জাএ” – প্রবাদটি কোন খণ্ডের অংশ ?

ক) দান খণ্ড

খ) বংশী খণ্ড

গ) বৃন্দাবন

ঘ) রাধাবিরহ


৩৯] তাম্বুলখণ্ডে রাধার বয়স কত ?

ক) ১১ বছর

খ) ১২ বছর

গ) ১৩ বছর

ঘ) ১৪ বছর


৪০] ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে কৃষ্ণ ও রাধার পারস্পরিক কথোপকথনের সূচনা হয় কোন্ খণ্ড থেকে ?

ক) জন্ম

খ) তাম্বুল

গ) দান

ঘ) নৌকা


৪১]  ‘বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম অনন্ত’ – কে একথা বলেছেন ?

ক) সুখময় মুখোপাধ্যায়

খ) শঙ্করীপ্রসাদ বসু

গ) বসন্তরঞ্জন রায়

ঘ) প্রমথনাথ বিশী


৪২] শ্রীকৃষ্ণকীর্তনকে ‘রাধাসর্বস্ব’  কে বলেছেন ?

ক) সুখময় মুখোপাধ্যায়

খ) শঙ্করীপ্রসাদ বসু

গ) বসন্তরঞ্জন রায়

ঘ) প্রমথনাথ বিশী


৪৩] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লিপিকাল কে রচনা করেন ?

ক) সুখময় মুখোপাধ্যায়

খ) শঙ্করীপ্রসাদ বসু

গ) বসন্তরঞ্জন রায়

ঘ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়


৪৪] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল ছন্দ কী ?ক) মিশ্রবৃত্ত

খ) কলাবৃত্ত

গ) স্বরবৃত্ত

ঘ) অমিত্রাক্ষর


৪৫] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পাহাড়ীআ রাগযুক্ত পদের সংখ্যা কত ?


ক) ৫৭ টি

খ) ৫৪ টি

গ) ৫১ টি

ঘ) ৪৯ টি


৪৬] শ্রীকৃষ্ণকীর্তন পুঁথির লেখা কয়টি হাতের ?

ক) তিন হাতের লেখা

খ) দুই হাতের লেখা

গ) চার হাতের লেখা

ঘ) এক হাতের লেখা


৪৭] “বন পোড়ে আগ বড়ায়ি জগজনে জাণী

        মোর মন পোড়ে যেহ্ন কুম্ভারের পণী।” – কোন খণ্ডে এটি রয়েছে ?

ক) দান খণ্ডে

খ) বৃন্দাবন খণ্ডে

গ) বংশী খণ্ডে

ঘ) রাধাবিরহে


৪৮] ” শ্রীকৃষ্ণকীর্তন কাব্য যেখানে শেষ সেখানে বৈষ্ণব পদাবলীর শুরু” – উক্তিটি কার ?

ক) সুখময় মুখোপাধ্যায়

খ) শঙ্করীপ্রসাদ বসু

গ) বসন্তরঞ্জন রায়

ঘ) প্রমথনাথ বিশী


৪৯] গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত

ক) পদাবলি

খ) ধামালি

গ) প্রেমগীতি

ঘ) নাটগীতি 


৫০] শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কত বছরের ঘটনা বর্ণিত হয়েছে?

ক) এক বছরের

খ) দুই বছরের

গ) আড়াই বছরের

ঘ) সাড়ে তিন বছরের


উত্তর জানার জন্য মকটেস্ট দিন 👇

শ্রীকৃষ্ণকীর্তন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top