একাদশ শ্রেণি
প্রথম সেমেস্টার
গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্নোত্তর
ভালো রেজাল্টের জন্য অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে।
একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে ৪০ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে।
পুঁইমাচা গল্প থেকে ৮ নম্বর
বিড়াল প্রবন্ধ থেকে ৭ নম্বর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সাম্যবাদী কবিতা থেকে ৫ নম্বর
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প ও চারণকবি কবিতা থেকে ৫ নম্বর
ভাষা থেকে ১০ নম্বর
বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে ৫ নম্বর
১) ‘পুঁইমাচা’ গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(ক) মেঘমল্লার
(খ) মৌরিফুল
(গ) কিন্নর দল
(ঘ) তালনবমী
২) ‘পুঁইমাচা’ গল্পটি প্রকাশিত যে পত্রিকায় প্রকাশিত হয় –
(ক) বিচিত্রা
(খ) ভারতী
(গ) যুগান্তর
(ঘ) প্রবাসী
৩) স্তম্ভ মেলাও :
1. মেটে আলু i) গয়া পিসি
2. খেঁজুর রস ii) রায় কাকা
3. চিংড়ি মাছ iii) তাড়ক খুড়ো
4. পুঁইশাক iv) বরোজপোতার জঙ্গল
ক) 1.➡iv), 2.➡i), 3. ➡iii), 4.➡ii)
খ) 1.➡iv), 2.➡iii), 3. ➡ii), 4.➡i)
গ) 1.➡ii), 2.➡iii), 3. ➡i), 4.➡iv)
ঘ) 1.➡iv), 2.➡iii), 3. ➡i), 4.➡ii)
৪) সহায়হরিকে একঘরে করবার কথা যেখানে উঠেছিল
ক) চৌধুরীদের বৈঠকখানায়
খ) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে
গ) চাটুজ্জেদের চণ্ডীমণ্ডপে
ঘ) বাড়ুজ্যেদের চণ্ডীমণ্ডপে
৫) “ও নাকি উচ্ছুগগু করা মেয়ে” – ক্ষেন্তিকে উচ্ছুগগু করা মেয়ে বলা হয়েছে কেন ?
ক) ক্ষেন্তির একবার বিয়ে হয়ে গিয়েছিল
খ) ক্ষেন্তি লগ্নভ্রষ্টা হয়েছিল
গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি
ঘ) ছোটবেলায় ক্ষেন্তির গাছের সাথে বিয়ে হয়েছিল
৬) মুখুয্যে বাড়ির ছোট খুকি দুর্গা যে কারণে অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল
ক) তাদের বাড়িতে রান্না করতে
খ) তাদের বাড়িতে পূজা করতে
গ) তাদের বাড়ির নবান্ন মেখে ইতুর ঘটগুলি বার করে দিতে
ঘ) পিঠে ও পাটিসাপটা বানানোর জন্য
৭) ক্ষেন্তির বিয়ে হয়েছিল যার ঘটকালিতে
ক) কালীময় ঠাকুর
খ) বিষ্ণু সরকার
গ)সহায়হরির এক দূর সম্পর্কের আত্মীয়
ঘ)অন্নপূর্ণার এক দূর সম্পর্কের আত্মীয়
৮) “সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না।” – এখানে কার কথা বলা হয়েছে ?
ক) ক্ষেন্তি
খ) পুঁটি
গ) রাধী
ঘ) অন্নপূর্ণা
৯) ক্ষেন্তির বিয়ের কত টাকা পণ বাকি ছিল ?
ক) ২০০ টাকা
খ) ২৫০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ৫০০ টাকা
১০) স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ খ স্তম্ভ
1.ক্ষেন্তির বিয়ে i) আষাঢ়
2.সহায়হরি মেয়েকে দেখতে গিয়েছিল ii) বৈশাখ
3. ক্ষেন্তির বসন্ত হয়েছিল iii) পৌষ
4.ক্ষেন্তি তার মাকে যে মাসে আনতে বলেছিল iv) ফাল্গুন
ক)1.➡ii), 2.➡i), 3. ➡iv), 4.➡iii)
খ)1.➡ii), 2.➡iii), 3. ➡iv), 4.➡i)
গ)1.➡ii), 2.➡iv), 3. ➡i), 4.➡iii)
ঘ)1.➡iv), 2.➡iii), 3. ➡i), 4.➡ii)
১১) নীচের বিবৃতি থেকে সত্য–মিথ্যা নির্ণয় করো :
(i) সহায়হরির চুরি করে আনা মেটে আলুটার ওজন ছিল আন্দাজ দশ–বারো সের
(ii) সহায়হরি দুই টাকা দিয়ে ক্ষেন্তির জন্য রাসের মেলা থেকে লাল জমাটি কিনেছিলেন
(iii) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক করে দিয়েছিলেন কালীময় ঠাকুর
(iv) ক্ষেন্তির যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই পাত্রের সিলেট,চুন ও ইটের ব্যবসা ছিল
ক) (i) সত্য, (ii)মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
খ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
ঘ) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
১২) প্রদত্ত বিবৃতি ও কারণের ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো :
বিবৃতি: অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন।
কারণ: গোঁসাইরা চৌকিদার ডেকে এনেছিল।
ক) বিবৃতি ও কারণ দুটোই ঠিক
খ) বিবৃতি ও কারণ দুটোই ভুল
গ) বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল
ঘ) বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক
১৩) সহায়হরি বরোজপোতার জঙ্গল থেকে যে মেটে আলুটি এনেছিল তার ওজন
ক) দশ-বারো সের
খ) পনেরো-ষোলো সের
গ) বারো-তেরো সের
ঘ) নয়-দশ সের
১৪) সহায়হরির মেজো মেয়ের নাম কী ?
(ক) পুঁটি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) দুর্গা
১৫) ‘পুঁইমাচা‘ গল্পে ক্ষেন্তির বয়স কত ?
(ক) তেরো
(খ) বারো
(গ) পনেরো
(ঘ) চোদ্দো
১৬) ‘পুঁইমাচা‘ গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে –
(ক) গ্রীষ্মকাল
(খ) বর্ষাকাল
(গ) শরৎকাল
(ঘ) শীতকাল
১৭. ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয়–
ক) বিজলী প্রত্রিকায়
খ) লাঙল পত্রিকায়
গ) সওগাত পত্রিকায়
ঘ) গণবাণী প্রত্রিকায়
১৮. ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথমে কাব্যগ্রন্থে সংকলিত হয়?
ক) দোলনচাঁপা
খ) ভাঙার গান
গ) সর্বহারা
ঘ) সাম্যবাদী
১৯. ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মহা–গীতা গাইছেন–
ক) মহাবীর
খ) চার্বাক মুনি
গ) বাঁশির কিশোর
ঘ) শাক্যমুনি
২০. অমৃত ফল কে জোগায়?
(ক) জমিদার
(খ) মহাজন
(গ) দীর্ঘ–শিরঃ তরু–দল
(ঘ) কৃষক
২১. কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে?
(ক) মন্দিরের মধ্যে
(খ) অর্থভাণ্ডারের মধ্যে
(গ) ভালোবাসার মধ্যে
(ঘ) মানুষের মধ্যে
২২. পরোপকারই পরম ধর্ম।” – উক্তিটি কার ?
ক) কমলাকান্তের
খ) বিড়ালের
গ) প্রসন্নর
ঘ) কোনোটিই নয়
২৩. চোরের দণ্ড হয়; চুরির মূল যে _______, তাহার দণ্ড হয় না কেন?” –শূন্যস্থানে বসবে
ক) কৃপণ
খ) ধনী
গ) সাধু
ঘ) কোনোটিই নয়
২৪. “যে কখন অন্ধকে মুষ্টি–ভিক্ষা দেয় না, সেও একটা _________, ফাঁপরে পড়িলে রাত্রে ঘুমায় না।” –শূন্যস্থানে বসবে
ক) ধনী ব্যক্তি
খ) বড় রাজা
গ) বড় বাদশা
ঘ) বড় ধার্মিক
২৫. “তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির ________“
ক) স্বভাব
খ) অভ্যাস
গ) রোগ
ঘ) ধর্ম
২৬. “এ পৃথিবীর ______________ আমাদের কিছু অধিকার আছে।” –শূন্যস্থানে বসবে
ক) ধন–সম্পদে
খ) সকল খাদ্যে
গ) সকল আহারে
ঘ) মৎস্য মাংসে
২৭. “তুমি কমলাকান্ত, দূরদর্শী” – কারণ
ক) আফিংখোর
খ) দিব্যকর্ণপ্রাপ্ত
গ) দিব্যজ্ঞানপ্রাপ্ত
ঘ) দিব্যদৃষ্টিসম্পন্ন
২৮. “ ________ দোষেই দরিদ্র চোর হয়” — শূন্যস্থানে বসবে
ক) কৃপণের
খ) ধনীর
গ) অনাহারের
ঘ)কোনোটিই নয়
২৯. “তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক্ ” – বক্তা কে ?
ক) বিড়াল
খ) কমলাকান্ত
গ) উপরের দুটিই
ঘ)কোনোটিই নয়
৩০. বিড়াল ‘কমলাকান্তের দপ্তর‘ পড়লে কী বুঝতে পারবে ?
ক) সাম্যবাদ
খ) সামাজিক আদর্শ
গ) ধর্ম ও নৈতিকতা
ঘ) আফিঙ্গের অসীম মহিমা
৩১. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর‘ কবিতাটির মূলগ্রন্থের নাম কী ?
ক) তিলোত্তমাসম্ভব কাব্য
খ) মেঘনাদবধ কাব্য
গ) চতুর্দশপদী কবিতাবলী
ঘ) ব্রজঙ্গনা কাব্য
৩২. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর‘ কবিতাটি কোন ধরনের কবিতা ?
ক) গীতিকবিতা
খ) সনেট
গ) গান
ঘ) ছড়া
৩৩. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর‘ কবিতাটি ‘চতুর্দশপদী কবিতাবলী‘র কততম সনেট ?
ক) ৮০ তম
খ) ৮২ তম
গ) ৮৪ তম
ঘ) ৮৬ তম
৩৪. “যে জন আশ্রয় লয় ______ চরণে” – শূন্যস্থানে বসবে
ক) সোনার
খ) স্বর্ণাভ
গ) অমৃত
ঘ) সুবর্ণ
৩৫. ভারভারা রাও মূলত কোন ভাষার কবি ?
ক) তেলুগু
খ) তামিল
গ) মালয়ালম্
ঘ) কন্নড়
৩৬. ‘চারণকবি কবিতাটি বাংলায় তরজমা করেন
ক) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) উৎপল কুমার বসু
গ) শক্তি চট্টোপাধ্যায়
ঘ) শঙ্খ ঘোষ
৩৭. যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে – কী?
ক) কবিতা
খ) গান
গ) কলম
ঘ) সবগুলি
৩৮. দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন ?
ক) নভেম্বরের শেষে
খ) ডিসেম্বরের মাঝামাঝি
গ) ডিসেম্বরের গোড়ায়
ঘ) ডিসেম্বরের শেষে
৩৯. ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো‘ গল্পটিকে বাংলায় অনুবাদ করেন–
ক) উৎপল কুমার বসু
খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) সুভাষ মুখোপাধ্যায়
ঘ) নবারুণ ভট্টাচার্য
৪০. ডানাওয়ালা বুড়ো লোকটা খায় –
ক) কাঁকড়া
খ) ন্যাপথলিন
গ) মাছ
ঘ) বেগুনভর্তা
৪১. থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল –
ক) জাদু
খ) মন্ত্র
গ) ধৈর্য
ঘ) জলপড়া
৪২. দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কী অনুভূতি হয় ?
ক) এলিসেন্দা মুক্ত বোধ করে
খ) এলিসেন্দা দুঃখিত হয়
গ) এলিসেন্দা স্বস্তি বোধ করে , উদাসও হয়
ঘ) এলিসেন্দা শান্তি পায়
৪৩. “সে আবার জীবনমৃত্যুর সব গলিঘুঁজিরই হদিস রাখে” – এখানে কার কথা বলা হয়েছে–
(ক) পাদ্রে গোনসাগা
(খ) ডানাওয়ালা বুড়ো
(গ) এক পড়োশিনি
(ঘ) এলিসেন্দা
৪৪. সহজ সরল গোছের মানুষেরা ডানাওয়ালা বুড়ো লোকটাকে কী বানাতে চেয়েছিলেন ?
ক) পুরপিতা
খ) ক্রীতদাস
গ) রাজা
ঘ) যাজক
৪৫. পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে কী ছিলেন ?
ক) হট্টাকট্টা কাঠুরে
খ) শিক্ষক
গ) পুরোহিত
ঘ) ব্যবসায়ী
৪৬. দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত ?
ক) পাঁচ সেন্ট
খ) পাঁচ ডলার
গ) পাঁচ পাউন্ড
ঘ) পাঁচ টাকা
৪৭. দেবদূত কোন রোগে আক্রান্ত হয়েছিল ?
ক) কলেরা
খ) গুটি বসন্ত
গ) জল বসন্ত
ঘ) টাইফয়েড
৪৮. ‘পাদ্রে গোনসাগা এসে হাজির’ –
(ক) সকাল সাতটার আগে
(খ) সকাল ন’টার আগে
(গ) দুপুর একটায়
(ঘ) সন্ধে সাতটার আগে
৪৯. পাদ্রে গোনসাগা খাঁচার মধ্যে ঢুকে বৃদ্ধ ডানাওয়ালা লোকটিকে যে ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন–
(ক) পর্তুগিজ
(খ) চাইনিজ
(গ) ইংরেজি
(ঘ) লাতিন
৫০. “ন্যাপথলিন নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিধিত।”– কথাটি সত্য–
ক) পাদ্রে গোনসাগার সিদ্ধান্ত অনুসারে
খ) আর্চবিশপের প্রজ্ঞা অনুযায়ী
গ) পরমজ্ঞানী পড়োশিনির প্রজ্ঞা অনুযায়ী
ঘ) ঈশ্বরের উজির–নাজিরদের অভিমত অনুযায়ী
বাংলা ভাষা ও সংস্কৃতি
51. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ?
ক) চর্যাপদ
খ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
গ) মঙ্গলকাব্য
ঘ)বৈষ্ণব পদাবলী
52. চর্যাপদ কে আবিষ্কার করেন ?
ক) বসন্তরঞ্জন
খ) মুনিদত্ত
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) প্রবোধচন্দ্র বাগচী
53. চর্যাপদের পুথি আবিষ্কৃত হয়েছিল
ক) ১৯১৬ খ্রিস্টাব্দে
খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
গ) ১৩১৬ বঙ্গাব্দে
ঘ) ১৯০৯ খ্রিস্টাব্দে
54. চর্যাপদের ভাষাকে বলা হয়-
(ক) সন্ধ্যাভাষা
(খ) অপভ্রংশ
(গ) ব্রজবুলি
(ঘ) প্রাকৃত
55. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির ?
ক) সরহ পাদ
খ) ভুসুকু পাদ
গ) কাহ্ন পাদ
ঘ) শবর পাদ
56. চর্যাপদের পদগুলি যে শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল-
ক) একাদশ থকে দ্বাদশ শতাব্দীর মধ্যে
খ) দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে
গ) দশম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে
ঘ) অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে
57. শাক্ত সংগীতের পথিকৃৎ
A) রামপ্রসাদ সেন
B) কমলাকান্ত ভট্টাচার্য
C) দাশরথি রায়
D) ঈশ্বর গুপ্ত
58. বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয়-
A) অন্ধকারময় যুগ
B) সুবর্ণ যুগ
C) গৌরবময় যুগ
D) সৃষ্টিশীল যুগ
59. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকাশকাল কত ?
ক) ১৯০৭ সালে
খ) ১৯০৯ সালে
গ) ১৯১১ সালে
ঘ) ১৯১৬ সালে
60. “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্যটি যার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় ?
ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) বসন্তরঞ্জন রায়
গ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
ঘ) বিমান বিহারী মজুমদার
61. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খণ্ড সংখ্যা কত ?
ক) ১১টি
খ) ১৩ টি
গ) ১২ টি
ঘ) ১৪ টি
62. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে কী নাম ছিল ?
ক) শ্রীকৃষ্ণসন্দর্ভ
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) শ্রীকৃষ্ণবিজয়
ঘ) শ্রীকৃষ্ণধামালি
63. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য নামটি কে দিয়েছিলেন ?
ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
ঘ) বিমানবিহারী মজুমদার
64. সন-তারিখযুক্ত প্রথম বাংলা কাব্য
A) শ্রীকৃষ্ণকীর্তন
B) পদ্মাপুরাণ
C) শ্রীকৃষ্ণবিজয়
D) চৈতন্যভাগবত
65. ‘ময়মনসিংহ গীতিকা’ প্রথম সংগ্রহ করেন
A) চন্দ্রকুমার দে
B) দীনেশচন্দ্র সেন
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
66. ‘মৈথিল কোকিল’ কোন কবিকে বলা হয় ?
A) বিদ্যাপতি
B) চণ্ডীদাস
C) গোবিন্দদাস
D) জ্ঞানদাস
67. সৈয়দ আলাওল রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্য কোনটি?
A) পদ্মাবতী
B) সতী ময়নার শেষাংশ
C) তোহফা
D) সপ্তপয়কর
68. বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনীগ্রন্থ
A) চৈতন্যভাগবত
B) চৈতন্যমঙ্গল
C) চৈতন্যচরিতামৃত
D) চৈতন্যচন্দ্রোদয়
69. মিল করো :
কবি কাব্য
ক) বিজয়গুপ্ত i) চণ্ডীমঙ্গল
খ) ভারতচন্দ্র রায় ii) ধর্মমঙ্গল
গ) মুকুন্দ চক্রবর্তী iii) মনসামঙ্গল
ঘ) ঘনরাম চক্রবর্তী iv) অন্নদামঙ্গল
A) ক) iv), খ)i), গ)ii), ঘ)iii B) ক) ii), খ)i), গ)iv), ঘ)iii
C) ক) iii), খ)iv), গ)i), ঘ)ii D) ক) iii), খ)iv), গ)ii), ঘ)i
70. স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
ক) বিদ্যাপতি i) রায়গুণাকর
খ) ভারতচন্দ্র রায় ii) গুনরাজ খাঁ
গ) মুকুন্দ চক্রবর্তী iii) অভিনব জয়দেব
ঘ) মালাধর বসু iv) কবিকঙ্কন
A) ক) iv), খ)i), গ)ii), ঘ)iii B) ক) ii), খ)i), গ)iv), ঘ)iii
C) ক) iii), খ)i), গ)iv), ঘ)ii D) ক) iii), খ)iv), গ)ii), ঘ)i
71. পৃথিবীর বিভিন্ন ভাষাবংশগুলির মধ্যে বৃহত্তম হল-
A) সেমীয়-হামীয় ভাষাবংশ
B) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ
C) ককেশীয় ভাষাবংশ
D) দ্রাবিড় ভাষাবংশ
72. ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ কোন ভাষায় রচিত?
A) গ্রিক
B) ইংরেজি
C) লাতিন
D) জার্মান
73. সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইংরেজি ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের যে শাখা থেকে এসেছে
A) জার্মানিক
B) ইতালীয়
C) কেলতিক
D) গ্রিক
74. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন-
A) গ্রন্থসাহিব
B) জেন্দ আবেস্তা
C) বাইবেল
D) বেদ
75. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত ?
A) হিব্রু
B) লাতিন
C) গ্রিক
D) স্প্যানিশ
76. এসপেরান্তো’ তৈরি করেন –
A) মার্টিন শ্লোইয়ার
B) এল এল জামেনহফ
C) রেনে দেকার্ত
D) ফ্রান্সিক বেকন
77. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো :
ক স্তম্ভ খ স্তম্ভ
i) বিচ-লা-মার a) কৃত্রিম ভাষা
ii) এসপেরান্ত b) মিশ্র ভাষা
iii) জাপানি c) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ
iv) ল্যাটিন d) অবর্গীভূত ভাষা
A) i) b), ii) d), iii) a), iv) c B) i) b), ii) c), iii) d), iv) a
C) i) b), ii) a), iii) d), iv) c D) i) a), ii) b), iii) d), iv) c
78. প্রাচীন ভারতীয় আর্যভাষার সময়কাল আনুমানিক
A) ১৫০০-৯০০ খ্রিস্টপূর্বাব্দ
B) ১৫০০-৬০০ খ্রিস্টপূর্বাব্দ
C) ২৫০০-১৫০০ খ্রিস্টপূর্বাব্দ
D) ১৫০০ খ্রিস্টপূর্ব ৬০০ খ্রিস্টাব্দ
79. মধ্য ভারতীয় আর্যভাষার সময়কাল –
A) আনুমানিক ৬০০ খ্রিঃ পূঃ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
B) আনুমানিক ৯০০ খ্রিঃ পূঃ থেকে ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
C) আনুমানিক ১০০০ খ্রিঃ পূঃ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত
D) ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত
80. প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নমুনা হলো
A) ঋগ্বেদ
B) সামবেদ
C) সংহিতা
D) উপনিষদ
81. বাংলা ভাষার উদ্ভব-
A) শৌরসেনী অপভ্রংশ থেকে
B) মাগধী অপভ্রংশ থেকে
C) মহারাষ্ট্রী প্রাকৃত থেকে
D) সংস্কৃত থেকে
82. ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন –
A) পাণিনি
B) পতঞ্জলি
C) শংকরাচার্য
D) যাস্ক
83. মধ্য ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন –
A) বৌদ্ধ ধর্মগ্রন্থ
B) ব্রাহ্মী লিপি
C) অশোকের শিলালিপি
D) থেরগাথা
84. বুদ্ধদেব যে ভাষায় তার বাণী প্রচার করেন, সেটি হল –
A) পালি ভাষা
B) প্রাকৃত ভাষা
C) সংস্কৃত ভাষা
D) হিন্দি ভাষা
85. শ্রীকৃষ্ণকীর্তন বাংলা ভাষার কোন স্তরের নিদর্শন?
A) প্রাচীন বাংলা
B) আদি-মধ্য বাংলা
C) অন্ত্য-মধ্য বাংলা
D) আধুনিক বাংলা
86. ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী কোনটি ?
A) দ্রাবিড়
B) ইন্দো-ইউরোপীয়
C) ভোটচিনীয়
D) অস্ট্রিক
87. অলচিকি লিপির উদ্ভাবক কে?
A) ফাদার হফম্যান
B) রঘুনাথ হেমব্রম
C) রঘুনাথ মুর্মু
D) রঘুনাথ মাহাতো
88. দ্রাবিড় ভাষাবংশের মধ্যে ভাষাভাষীর দিক থেকে ভারতে প্রথম স্থান
A) কন্নড় ভাষার
B) তেলুগু ভাষার
C) মালয়ালম্ ভাষার
D) তামিল ভাষার
89. অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি
A) রাঢ়ি
B) বঙ্গালি
C) বরেন্দ্রী
D) কামরূপী
90. অপিনিহিতির ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষায় তা হল-
A) রাঢ়ী
B) বরেন্দ্রী
C) বঙ্গালী
D) কামরূপী
91.‘সাধুভাষা’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B) রামমোহন রায়
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
92. কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিতভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয়?
A) সমাচার দর্পণ
B) তত্ত্ববোধনী
C) বঙ্গদর্শন
D) সবুজপত্র
93. নেপালি ভাষার উদ্ভব ঘটেছে-
A) শৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে
B) অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে
C) মাগধী প্রাকৃত অপভ্রংশ
D) পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে
94. “সংস্কৃত বাংলা ভাষার অতি-অতি-অতি-অতি-অতিবৃদ্ধ পিতামহী।” – কথাটি কে বলেন?
A) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B) সুকুমার সেন
C) হরপ্রসাদ শাস্ত্রী
D) ড. শহীদুল্লাহ
95. ফাদার হফম্যানের সম্পাদনায় কোন গ্রন্থটি ১৩টি খণ্ডে সংকলিত হয়েছে ?
A) সাঁওতালি এনসাইক্লোপিডিয়া
B) শবর এনসাইক্লোপিডিয়া
C) মুন্ডারি এনসাইক্লোপিডিয়া
D) কোরকু এনসাইক্লোপিডিয়া
96. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা –
A) সাঁওতালি
B) তামিল
C) নাগা
D) মুন্ডারি
97. মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত ভাষা হল –
A) তুর্কি
B) মিসমি
C) ভোটচিনা
D) ইংরেজি
98. কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি?
A) ফরাসি
B) আইরিশ
C) স্প্যানিশ
D) ল্যাটিন
99. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো :
ক স্তম্ভ খ স্তম্ভ
i) ইন্দো-ইউরোপীয় a) নাগা
ii) অস্ট্রিক b) তেলেগু
iii) দ্রাবিড় c) পোর্তুগিজ
iv) ভোটচিনা d) সাঁওতালি
A) i) c), ii) d), iii) b), iv) a
B) i) c), ii) b), iii) d), iv) a
C) i) b), ii) a), iii) d), iv)c
D) i) a), ii) b), iii) d), iv) c
100. স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
ক) উপভাষা i) Ideolect
খ) সমাজভাষা ii) Dialect Continuum
গ) বিভাষা iii) Sociolect
ঘ) উপভাষা-শৃঙ্খল iv) Dialect
A) ক) iv), খ)i), গ)ii), ঘ)iii
B) ক) ii), খ)i), গ)iv), ঘ)iii
C) ক) iii), খ)i), গ)iv), ঘ)ii
D) ক) iv), খ)iii), গ)i), ঘ)ii
উত্তরমালা :
১ক ২ঘ ৩ঘ ৪খ ৫গ
৬গ ৭গ ৮খ ৯খ ১০খ
১১গ ১২গ ১৩খ ১৪ক ১৫গ
১৬ঘ ১৭খ ১৮ঘ ১৯গ ২০গ
২১ঘ ২২খ ২৩ক ২৪খ ২৫গ
২৬ঘ ২৭ ক ২৮খ ২৯খ ৩০ঘ
৩১গ ৩২খ ৩৩ঘ ৩৪ঘ ৩৫ক
৩৬ঘ ৩৭খ ৩৮গ ৩৯খ ৪০ঘ
৪১গ ৪২গ ৪৩গ ৪৪ক ৪৫ক
৪৬ক ৪৭গ ৪৮ক ৪৯ঘ ৫০গ
৫১ক ৫২গ ৫৩খ ৫৪ক ৫৫গ
৫৬খ ৫৭ক ৫৮ক ৫৯ঘ ৬০খ
৬১খ ৬২ক ৬৩গ ৬৪গ ৬৫ক
৬৬ক ৬৭ক ৬৮ক ৬৯গ ৭০গ
৭১খ ৭২ক ৭৩ক ৭৪খ ৭৫ক
৭৬খ ৭৭গ ৭৮খ ৭৯ক ৮০ক
৮১খ ৮২ক ৮৩গ ৮৪ক ৮৫খ
৮৬ঘ ৮৭গ ৮৮খ ৮৯গ ৯০গ
৯১খ ৯২ঘ ৯৩ক ৯৪গ ৯৫গ
৯৬খ ৯৭ক ৯৮খ ৯৯ক ১০০ঘ
বিস্তারিত জানতে নীচে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করুন👇
গল্প :
কবিতা :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত
প্রবন্ধ :
ভারতীয় কবিতা
আন্তর্জাতিক গল্প :
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস :
মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য
ভাষা :
Valo.. Tobe answer gulo questions r niche lekha thakle subidha hoto..
It is very helpful for class 11 students
ধন্যবাদ
Very Helpful
ধন্যবাদ
Saggation ar answer gulo kore dile valo hoi
Thank you sir 😊
Answer gulo question er pase ba niche dite hoto osubidha hochche to