Higher Secondary Model Questions
ইতিহাস
দ্বিতীয় সেমেস্টার
Full Marks : 40 Time : 1 Hr. 15 Minutes
(ক) বিভাগ (মান-3)
- নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও:
(3×4=12)
i) অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল?
ii) ইকতা ব্যবস্থা বলতে কী বোঝ?
iii) ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল?
iv) প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখ।
(খ) বিভাগ (মান-4)
- নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও: (4×5 = 20)
i) বরনির ফতেয়া-ই-জাহান্দারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল?
ii) নয়া রাজতন্ত্রে টমাস ক্রমোয়েলের ভূমিকা কী ছিল?
iii) মনসবদারি ব্যবস্থা কী? এর বৈশিষ্টগুলি আলোচনা করো। (1+3)
iv) সুফী আন্দোলনের ফলাফলগুলি লেখ।
v) মুদ্রণ বিপ্লব কী? ইউরোপ মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? (1+3)
(গ) বিভাগ (মান-8) (1×8 = 8)
i) প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রপ ও ম্যান্ডরিনদের ভূমিকা কী ছিল? (8)
অথবা
ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো। এর গুরুত্ব আলোচনা করো। (8)
ইতিহাস মডেল প্রশ্নপত্রটি PDF ডাউনলোড করুন 👇